Tag Archives: Helicopter Crash

Helicopter Crash Iran: ধ্বংসের ঠিক আগেই কী ঘটেছিল হেলিকপ্টারে? ইরানের প্রেসিডেন্টের মৃত্যু, ভাইরাল হল ভিডিও

ইরান: শেষরক্ষা হল না। ইরান সরকারের তরফে ঘোষণা করে দেওয়া হল, হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যুই হয়েছে সে দেশের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির৷ মৃত্যু হয়েছে ইরানের বিদেশমন্ত্রী হোসেইন আমিরআবদুল্লাহিয়ানেরও৷ পার্বত্য তুষার ঢাকা অঞ্চলে প্রেসিডেন্টের কপ্টারের ধ্বংসাবশেষ চিহ্নিত করতে পেরেছে উদ্ধারকারী দল৷ তাঁরাই যাবতীয় পর্যবেক্ষণ করে এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে কপ্টারে থাকা সব যাত্রীই মারা গিয়েছেন৷ কপ্টার ধ্বংসের এলাকায় কোনও জীবিত মানুষের চিহ্ন পাওয়া যায়নি৷ আর এমন সময়, সামনে এসেছে দুর্ঘটনার ঠিক আগেই হেলিকপ্টারের মধ্যে কী করছিলেন ওই ইরানের প্রেসিডেন্ট ও বিদেশমন্ত্রী, সেই ভিডিও।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, ইরানের প্রেসিডেন্ট হেলিকপ্টারের জানলা দিয়ে বাইরে দেখছেন। তখন তাঁর বিপরীতে বসে থাকা বিদেশমন্ত্রী হোসেইন আমিরআবদুল্লাহিয়ান সহ বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলছেন।

আরও পড়ুন: ডাইনোসরের থেকেও পুরনো-শক্তিশালী, ঘুরে বেড়ায় ঘরময়! বেঁচে থাকবে পরমানু যুদ্ধ হলেও! বলুন তো, কোন প্রাণী?

ইরানি মিডিয়া প্রাথমিকভাবে পরিস্থিতিটিকে দুর্ঘটনা বলে বর্ণনা করেছে। সংবাদ সংস্থা রয়টার্সকে ইরানের এক উচ্চ পদস্থ সরকারি আধিকারিক জানিয়েছেন, ‘‘দুর্ঘটনায় জ্বলে ছাই হয়ে গিয়েছে প্রেসিডেন্ট রাইসির কপ্টার৷ দুর্ভাগ্যবশত, কপ্টারে থাকা সব যাত্রীরই মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে৷’’

সামনে এসেছে দুর্ঘটনার ঠিক আগের মুহূর্তের ভিডিও ফুটেজও৷ ইরানের স্টেট টেলিভিশনের ১৯ মে-র ওই ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, প্রেসিডেন্ট রাইসি তাঁর প্রতিনিধি দলের কোনও এক সদস্যের সঙ্গে বসে রয়েছেন কপ্টারে৷ ভিডিওটি পূর্ব আজারবাইজানের পশ্চিম প্রদেশের জোলফা এলাকায় তোলা হয়েছিল বলে জানা গিয়েছে৷

Iranian President’s Helicopter Crash: দুর্ঘটনার কবলে ইরানের প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টার, সঙ্গে ছিলেন এক মন্ত্রীও

দুর্ঘটনার কবলে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টার। সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস ইরানের সরকারি টিভি চ্যানেলের খবর উল্লেখ করে জানিয়েছে, ইরানের প্রেসিডেন্টের হেলিকপ্টার ‘হার্ড ল্যান্ডিং’ করেছে।  ইএইচএ নিউসের একটি প্রতিবেদন অনুযায়ী রবিবার ভেঙে পড়েছে ইরানের প্রেসিডেন্টের বিমান।

ইরানের ইনটিরিওর মিনিস্টার আহমেদ ভাহিদি জানিয়েছেন, “উদ্ধারকারী দল জানার চেষ্টা করছে কোথায় ইরানের প্রেসিডেন্টের কপ্টার হার্ড ল্যান্ডিং করেছে”। যদিও ইরানের সরকারি সংবাদমাধ্যম ঘটনাটির জন্য ‘ক্র্যাশ’ শব্দটি ব্যবহার করা হলেও ঘটনাটি নিয়ে জানার চেষ্টা চলছে। তবে একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে ‘পাহাড়ে ধাক্কা খেয়ে ভেঙে পড়েছে’ রাইসির কপ্টার।

আরও পড়ুন: সাসপেন্ড হার্দিক! খারাপ ফর্ম, দলের ভরাডুবির পরে বিসিসিআইয়ের শাস্তির কোপে মুম্বইয়ের অধিনায়ক

ইরানের সরকারি সংবাদমাধ্যম আইআরএনএ জানিয়েছে, রেইসি এই দিন হেলিকপ্টারে করে ইরানের পূর্ব আজেরবাইজান প্রদেশের দিকে যাচ্ছিলেন, সেই সময় জোলফার কাছে দুর্ঘটনার কবলে পড়ে রেইসির হেলিকপ্টার। জায়গাটি ইরানের রাজধানী থেকে অন্তত ৬০০ কিলোমিটার উত্তর-পশ্চিমে। আইআরএনএ আরও জানিয়েছে, সেই হেলিকপ্টারে ছিলেন ইরানের বিদেশমন্ত্রী হোসেন আমিরাব্দোল্লাহিয়াঁ এবং পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমতি।

তবে ইরানের প্রেসিডেন্টের দুর্ঘটনার খবরে স্বাভাবিক ভাবেই উৎকণ্ঠা বিশ্ব জুড়ে। উদ্ধারকারী দল এখনও চেষ্টা চালাচ্ছে ইরানের প্রেসিডেন্টের কাছে পৌঁছনো। ইরানের সর্বাধিনায়ক খোমেইনি দেশের জনগণকে আশ্বস্ত করেছেন, এবং তিনি প্রেসিডেন্টের ফিরে আসার জন্য প্রার্থনা করছেন।

Malaysian Navy Helicopters Crash: মাঝ আকাশে মালয়েশিয়ার নৌ-বাহিনীর ২টি হেলিকপ্টারের সংঘর্ষ ! সাংঘাতিক দুর্ঘটনায় মৃত্যু ১০ জনের

কুয়ালালামপুর: মঙ্গলবার সকাল সকাল মালয়েশিয়া থেকে দুঃসংবাদ ৷ সেদেশের নৌ-বাহিনীর দুটি হেলিকপ্টারের সংঘর্ষে মৃত্যু হয়েছে ১০ জনের ৷ জানা গিয়েছে, রয়্যাল মালয়েশিয়ান নেভি প্যারেডের প্রস্তুতি মহড়া চলছিল এদিন সকালে। সেই সময়ই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। মালয়েশিয়ার নৌ-বাহিনীর পক্ষ থেকে দুর্ঘটনার খবরটি জানানো হয়েছে ৷ এই দুর্ঘটনায় দুই হেলিকপ্টারে থাকা মালয়েশিয়ার নৌ-সেনার সদস্যদের কেউই আর বেঁচে নেই বলে সরকারি বিবৃতিতে জানানো হয়েছে ৷

আরও পড়ুন– মুখে লোমের আধিক্যের জেরে ঠাট্টার মুখে বোর্ড পরীক্ষার প্রথম স্থানাধিকারী ছাত্রী; ট্রোলিংয়ের তীব্র জবাব দিলেন নেটিজেনরাও

স্থানীয় সময় এদিন সকাল ৯টা ৩২ মিনিটে এই হেলিকপ্টারগুলির সংঘর্ষ হয়। এদিকে দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজে নামে নৌবাহিনী। মালয়েশিয়ার পশ্চিম অঞ্চলের পেরাক প্রদেশের লুমুতে নৌসেনা ঘাঁটিতে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ১০ জনকে মৃত বলে ঘোষণা করা হয় ৷