Tag Archives: Helicopter

Pune helicopter crash: প্রবল বৃষ্টির মধ্যে পুনেতে ভেঙে পড়ল হেলিকপ্টার, ছিলেন চার জন আরোহী

পুনে: প্রবল বৃষ্টির মধ্যেই পুনেতে চার জন আরোহীকে নিয়ে ভেঙে পড়ল একটি বেসরকারি হেলিকপ্টার৷ হেলিকপ্টারটি হায়দ্রাবাদ থেকে মহারাষ্ট্রের জুহুতে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে বলে খবর৷ পুনের পৌড় গ্রামে চপারটি ভেঙে পড়ে বলে খবর৷

জানা গিয়েছে, হেলিকপ্টারটিতে যাত্রী সহ মোট চার জন ছিলেন৷ তাঁদের মধ্যে তিন জনই বরাতজোরে বড় কোনও আঘাত পাননি৷ তবে হেলিকপ্টারটির ক্যাপ্টেনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

আরও পড়ুন: কীভাবে হয় পলিগ্রাফ টেস্ট, মিথ্যে বললেই ধরা পড়বেন সঞ্জয়-সন্দীপরা? জানুন গোটা প্রক্রিয়া

যে চারজন হেলিকপ্টারে ছিলেন তাঁদের নাম আনন্দ ক্যাপ্টেন, ডির ভাটিয়া, অমরদীপ সিং এবং এসপি রাম৷ এডব্লিউ ১৩৯ মডেলের হেলিকপ্টারে চড়ে তাঁরা জুহুর দিকে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে৷ এঁদের মধ্যে আনন্দ ক্যাপ্টেনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷

তবে প্রবল বৃষ্টির কারণে দৃশ্যমানতা কমে গিয়ে দুর্ঘটনা ঘটল নাকি কোনও যান্ত্রিক গোলযোগ থেকে এই দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়৷ হেলিকপ্টারটি ভেঙে পড়ার পর স্থানীয় বাসিন্দারাই উদ্ধারকাজে হাত লাগান৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ, দমকল ও উদ্ধারকারী দল৷

North Bengal Trip: কলকাতা থেকে দার্জিলিং পৌঁছন মাত্র ১৫ মিনিটেই! কীভাবে সম্ভব? পর্যটকদের জন্য দারুন খবর

*পর্যটকদের জন্য দারুন খবর। এবার উত্তরের পর্যটনের জুড়তে চলেছে নতুন পালক। উত্তরবঙ্গের তিন জেলায় তৈরি হবে হেলিবন্দর। ভ্রমণ পিপাসুদের কাছে দার্জিলিং বরাবরই একটি আকর্ষণের স্থান। আর সেই দার্জিলিঙে এতদিন টয়ট্রেন ছিল অন্যতম আকর্ষণ। প্রতিবেদনঃ অনির্বাণ রায়। 
*পর্যটকদের জন্য দারুন খবর। এবার উত্তরের পর্যটনের জুড়তে চলেছে নতুন পালক। উত্তরবঙ্গের তিন জেলায় তৈরি হবে হেলিবন্দর। ভ্রমণ পিপাসুদের কাছে দার্জিলিং বরাবরই একটি আকর্ষণের স্থান। আর সেই দার্জিলিঙে এতদিন টয়ট্রেন ছিল অন্যতম আকর্ষণ। প্রতিবেদনঃ অনির্বাণ রায়।
*পাহাড়ের সৌন্দর্যকে ঘুরে দেখতে টয়ট্রেনের কোনও বিকল্প এতদিন ছিল না। তবে এবার থেকে আকাশ পথেও ঘুরে দেখা যাবে পাহাড়ের সেই অপরূপ সৌন্দর্য। হেলিকপ্টারে চড়ে আকাশ পথে পাহাড়ের সৌন্দর্য ঘুরে দেখতে পারবেন পর্যটকরা। বাংলার পর্যটনকে ঢেলে চালাতে রাজ্য এমনইটাই চিন্তাভাবনা করছে।
*পাহাড়ের সৌন্দর্যকে ঘুরে দেখতে টয়ট্রেনের কোনও বিকল্প এতদিন ছিল না। তবে এবার থেকে আকাশ পথেও ঘুরে দেখা যাবে পাহাড়ের সেই অপরূপ সৌন্দর্য। হেলিকপ্টারে চড়ে আকাশ পথে পাহাড়ের সৌন্দর্য ঘুরে দেখতে পারবেন পর্যটকরা। বাংলার পর্যটনকে ঢেলে চালাতে রাজ্য এমনইটাই চিন্তাভাবনা করছে।
*অনেক সময়ই পাহাড়ে ধস? টয়ট্রেন বন্ধ? সড়কপথেও উপরে যাওয়া যাচ্ছে না? তারপরও যাতে পাহাড়ের সৌন্দর্য উপভোগে কোনও অসুবিধা না হয় তার জন্য বড় পদক্ষেপ করতে চলেছে রাজ্য সরকার।
*অনেক সময়ই পাহাড়ে ধস? টয়ট্রেন বন্ধ? সড়কপথেও উপরে যাওয়া যাচ্ছে না? তারপরও যাতে পাহাড়ের সৌন্দর্য উপভোগে কোনও অসুবিধা না হয় তার জন্য বড় পদক্ষেপ করতে চলেছে রাজ্য সরকার।
*হেলিকপ্টারে পাহাড় দর্শনের সুযোগ নিয়ে এসেছেন রাজ্য। এখন শুধু সার্ভিস শুরু হওয়া সময়ের অপেক্ষা। পশ্চিমবঙ্গ ইকো ট্যুরিজম দফতরের চেয়ারম্যান রাজ বসু বলেন, 'হেলি ট্যুরিজম সারা বিশ্বেই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা নিয়েছে। উত্তরবঙ্গে রাজ্য সরকারের তরফে দার্জিলিং, কালিম্পং এবং রায়গঞ্জে এই হেলি ট্যুরিজম চালু করার প্রকল্প নিয়েছে রাজ্য সরকার। এই হেলিকপ্টার সার্ভিস শুরু হলে উত্তরের পর্যটনে একটা নতুন দিশা খুলে দেবে।'
*হেলিকপ্টারে পাহাড় দর্শনের সুযোগ নিয়ে এসেছেন রাজ্য। এখন শুধু সার্ভিস শুরু হওয়া সময়ের অপেক্ষা। পশ্চিমবঙ্গ ইকো ট্যুরিজম দফতরের চেয়ারম্যান রাজ বসু বলেন, ‘হেলি ট্যুরিজম সারা বিশ্বেই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা নিয়েছে। উত্তরবঙ্গে রাজ্য সরকারের তরফে দার্জিলিং, কালিম্পং এবং রায়গঞ্জে এই হেলি ট্যুরিজম চালু করার প্রকল্প নিয়েছে রাজ্য সরকার। এই হেলিকপ্টার সার্ভিস শুরু হলে উত্তরের পর্যটনে একটা নতুন দিশা খুলে দেবে।’
*পর্যটক রুপন রায় বলেন, 'রাজ্য সরকার যদি হেলিকপ্টার সার্ভিস চালু করে তাহলে অনেক সুবিধা হয়, আমরা পাহাড়ে অনেক সময় ধসের মধ্যে আটকে পড়ার ঘটনা শুনেছি বৃষ্টি হলে পাহাড়ে যাওয়া মুশকিল হয়ে যায়। সেই জায়গা যদি এই সার্ভিস চালু হয় তাহলে দারুন হবে।'
*পর্যটক রুপন রায় বলেন, ‘রাজ্য সরকার যদি হেলিকপ্টার সার্ভিস চালু করে তাহলে অনেক সুবিধা হয়, আমরা পাহাড়ে অনেক সময় ধসের মধ্যে আটকে পড়ার ঘটনা শুনেছি বৃষ্টি হলে পাহাড়ে যাওয়া মুশকিল হয়ে যায়। সেই জায়গা যদি এই সার্ভিস চালু হয় তাহলে দারুন হবে।’
*বছরের বিভিন্ন সময় দেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা পাহাড়ের টানে দার্জিলিং-সহ পার্শ্ববর্তী এলাকায় এসে থাকেন। পাহাড়ের সৌন্দর্য এবং পাহাড়ের টান পর্যটকদের টানার পাশাপাশি আরও আকর্ষণ বৃদ্ধি করার জন্য একাধিক পরিকল্পনা গ্রহণ করা হয়ে থাকে বিভিন্ন সময়।
*বছরের বিভিন্ন সময় দেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা পাহাড়ের টানে দার্জিলিং-সহ পার্শ্ববর্তী এলাকায় এসে থাকেন। পাহাড়ের সৌন্দর্য এবং পাহাড়ের টান পর্যটকদের টানার পাশাপাশি আরও আকর্ষণ বৃদ্ধি করার জন্য একাধিক পরিকল্পনা গ্রহণ করা হয়ে থাকে বিভিন্ন সময়।
*দার্জিলিংয়ে হেলিকপ্টার পরিষেবা চালু হলে এ দেশের তো বটেই বিদেশের পর্যটকদেরও অনেক সুবিধা হবে। দার্জিলিং, কালিম্পংয়ের পাহাড়ি সৌন্দর্য পর্যটকরা আকাশ পথে দেখার সুযোগ পাবে। অন্যদিকে, রায়গঞ্জেও হেলিকপ্টার সার্ভিস চালু হলে ক্রস বর্ডার ট্যুরিজমের ক্ষেত্রে অনেক সুবিধা হবে।
*দার্জিলিংয়ে হেলিকপ্টার পরিষেবা চালু হলে এ দেশের তো বটেই বিদেশের পর্যটকদেরও অনেক সুবিধা হবে। দার্জিলিং, কালিম্পংয়ের পাহাড়ি সৌন্দর্য পর্যটকরা আকাশ পথে দেখার সুযোগ পাবে। অন্যদিকে, রায়গঞ্জেও হেলিকপ্টার সার্ভিস চালু হলে ক্রস বর্ডার ট্যুরিজমের ক্ষেত্রে অনেক সুবিধা হবে।

East Bardhaman News: জমি বিক্রি করে বাবার স্বপ্ন পূরণ! হেলিকপ্টার বানিয়ে তাক লাগাল ছেলে

পূর্ব বর্ধমান: একটা আস্ত হেলিকপ্টার তৈরি করে তাক লাগিয়ে দিলেন পূর্ব বর্ধমানের রেজাউল শেখ। তাঁর বাড়ি পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ১ নম্বর ব্লকের ঘোলা গ্রামে। তিনি পেশায় একজন গ্যারেজ মেকানিক। শিক্ষাগত যোগ্যতাও কিন্তু খুবই কম । ক্লাস ফাইভে হাফ ইয়ার্লি পরীক্ষা দিয়ে আর স্কুল মুখি হননি রেজাউল বাবু। কিন্তু শিক্ষাগত যোগ্যতা কম থাকলেও রেজাউল শেখ করে ফেলেছেন এক মস্ত বড় কাজ । যে কাজের জন্য পূর্ব বর্ধমান জেলা তথা আমাদের রাজ্যে কমবেশি সকলেই ওনাকে চেনেন। তিন বছরেরও বেশি সময় ধরে দীর্ঘ পরিশ্রমের পর নিজেই বানিয়ে ফেলেছেন এক মস্ত বড় হেলিকপ্টার। তবে এই হেলিকপ্টার বানানোর পিছনে রয়েছে এক বড় কারণ।

এই প্রসঙ্গে রেজাউল শেখ জানান ,”এই হেলিকপ্টার বানানোর কাজ শুরু করেছি প্রায় তিন বছর পার হয়ে গেছে। আমার নিজস্ব কোনও চিন্তা ভাবনা নেই আমার বাবার স্বপ্ন ছিল। বাবা আমাকে বলেছিলেন আমি বাবার স্বপ্ন পূরণ করেছি । আমার বাবার ইচ্ছা ছিল এমন একটা কিছু করতে যে সারা দেশের লোক জানবে, চিনবে । আর এই চিন্তা ভাবনা নিয়েই হেলিকপ্টার বানানো শুরু করেছি তিন বছর হয়ে গেল।”এখনও পর্যন্ত হেলিকপ্টার তৈরি করতে তাঁর লক্ষাধিক টাকা খরচ হয়েছে বলেই জানিয়েছেন। টাকা জোগাড় করতে বন্ধক রেখেছেন নিজের শখের চারচাকা গাড়ি এবং মোটরসাইকেল এমনকি তিন বিঘা জমি বিক্রি করতে হয়েছে।

আরও পড়ুন-    বলুন তো, পৃথিবীর কোন দেশে Jeans পরা নিষেধ? ৯০% মানুষই জানেন না সঠিক উত্তর, নাম শুনলে চমকে যাবেন গ্যারান্টি!

অদম্য ইচ্ছা শক্তি এবং দীর্ঘ তিন বছর ধরে অক্লান্ত পরিশ্রম করে রেজাউল শেখ এই হেলিকপ্টার তৈরি করেছেন।প্রায় ১ বছর আগে তাঁর বড় মেয়েকে একটি দুর্ঘটনায় প্রাণ হারাতে হয়।তারপর বেশ কয়েক মাস হেলিকপ্টার তৈরির কাজ বন্ধ রেখেছিলেন তিনি।

আরও পড়ুন-    গরমে গোলাপ গাছ শুকিয়ে কাঠ হচ্ছে? এই ৬ জিনিস ‘ধন্বন্তরি’! গোড়ায় দিলেই থোকা থোকা ফুলে ভরবে গাছ, গ্যারান্টি!

আবার রেজাউল নতুন করে হেলিকপ্টার তৈরির কাজে হাত লাগিয়েছেন। হেলিপ্টারে লাগানো হাতে তৈরি ব্লেড পাল্টে তিনি নতুন ব্লেড লাগাবেন বলে ঠিক করেন। ইতিমধ্যেই সেই ব্লেডও চলে এসেছে তাঁর বাড়িতে। । তিনি জানিয়েছেন, বর্তমানে তাঁর এই কাজ প্রায় শেষের দিকে। আর কয়েকদিনের মধ্যেই রেজাউল শেখ তাঁর নিজের তৈরি হেলিকপ্টার আকাশে ওড়াবেন।

তিনি এই হেলিকপ্টার অন্য কারও হাতে না ছেড়ে , নিজেই পাইলট হিসেবে বসবেন বলেও জানিয়েছেন। বর্তমানে বহু মানুষের মধ্যে কৌতূহল শুরু হয়েছে, যে কবে উড়বে এই হেলিকপ্টার। এখন দেখার বিষয় এই কাজের শেষ পরিণতি কী হয় এবং কতটা সফল হয় রেজাউলের এই চেষ্টা ।

বনোয়ারীলাল চৌধুরী

Malaysian Navy Helicopters Crash: মাঝ আকাশে মালয়েশিয়ার নৌ-বাহিনীর ২টি হেলিকপ্টারের সংঘর্ষ ! সাংঘাতিক দুর্ঘটনায় মৃত্যু ১০ জনের

কুয়ালালামপুর: মঙ্গলবার সকাল সকাল মালয়েশিয়া থেকে দুঃসংবাদ ৷ সেদেশের নৌ-বাহিনীর দুটি হেলিকপ্টারের সংঘর্ষে মৃত্যু হয়েছে ১০ জনের ৷ জানা গিয়েছে, রয়্যাল মালয়েশিয়ান নেভি প্যারেডের প্রস্তুতি মহড়া চলছিল এদিন সকালে। সেই সময়ই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। মালয়েশিয়ার নৌ-বাহিনীর পক্ষ থেকে দুর্ঘটনার খবরটি জানানো হয়েছে ৷ এই দুর্ঘটনায় দুই হেলিকপ্টারে থাকা মালয়েশিয়ার নৌ-সেনার সদস্যদের কেউই আর বেঁচে নেই বলে সরকারি বিবৃতিতে জানানো হয়েছে ৷

আরও পড়ুন– মুখে লোমের আধিক্যের জেরে ঠাট্টার মুখে বোর্ড পরীক্ষার প্রথম স্থানাধিকারী ছাত্রী; ট্রোলিংয়ের তীব্র জবাব দিলেন নেটিজেনরাও

স্থানীয় সময় এদিন সকাল ৯টা ৩২ মিনিটে এই হেলিকপ্টারগুলির সংঘর্ষ হয়। এদিকে দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজে নামে নৌবাহিনী। মালয়েশিয়ার পশ্চিম অঞ্চলের পেরাক প্রদেশের লুমুতে নৌসেনা ঘাঁটিতে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ১০ জনকে মৃত বলে ঘোষণা করা হয় ৷