Tag Archives: Homecare Tips

How To Open Lock Without Key: চাবি হারিয়ে গেলে কী করে খুলবেন তালা? এই উপায় জানলে, সব তালা এক সেকেন্ডে খুলে যাবে!

 এই ঘটনা প্রায় আমাদের সকলের সঙ্গেই ঘটে থাকে! চাবি হারিয়ে যাওয়া! তালা দেওয়ার পর চাবিটা যে কোথায় রাখা হয়েছে তা আর মনে পড়ে না! অনেক সময় বাড়ির মেন দরজার তালা চাবিও আমরা হারিয়ে ফেলি! photo source collected

এই ঘটনা প্রায় আমাদের সকলের সঙ্গেই ঘটে থাকে! চাবি হারিয়ে যাওয়া! তালা দেওয়ার পর চাবিটা যে কোথায় রাখা হয়েছে তা আর মনে পড়ে না! অনেক সময় বাড়ির মেন দরজার তালা চাবিও আমরা হারিয়ে ফেলি! photo source collected
সে সময় বাইরে থেকে তালার মিস্ত্রি ডেকে তবেই তালা খুলতে হয়। নয়তো ভাঙতে হয় তালা! তবে আপনি কী জানেন এই সহজ উপায় জানা থাকলে ঝট করে খুলতে পারবেন তালা!  photo source collected
সে সময় বাইরে থেকে তালার মিস্ত্রি ডেকে তবেই তালা খুলতে হয়। নয়তো ভাঙতে হয় তালা! তবে আপনি কী জানেন এই সহজ উপায় জানা থাকলে ঝট করে খুলতে পারবেন তালা! photo source collected
চাবি হারিয়ে ফেললে আর চিন্তার কিছু নেই! খুব সহজ উপায়ে আপনি নিজেই তালা খুলে নিতে পারবেন!  photo source collected
চাবি হারিয়ে ফেললে আর চিন্তার কিছু নেই! খুব সহজ উপায়ে আপনি নিজেই তালা খুলে নিতে পারবেন! photo source collected
সেফটিপিন দিয়ে তালা খোলা যায়! ঘরের দরজা লক হয়ে গেলে মাথার ক্লিপ বা সেফটিপিন দিয়ে আমরা তালা খুলে থাকি! কিন্তু মেন দরজার বা বাড়ির বড় তালার চাবি হারালে সব সময় সেফটিপিন কাজে লাগে না! তখন কী করবেন সেটাই জেনে নিন!  photo source collected
সেফটিপিন দিয়ে তালা খোলা যায়! ঘরের দরজা লক হয়ে গেলে মাথার ক্লিপ বা সেফটিপিন দিয়ে আমরা তালা খুলে থাকি! কিন্তু মেন দরজার বা বাড়ির বড় তালার চাবি হারালে সব সময় সেফটিপিন কাজে লাগে না! তখন কী করবেন সেটাই জেনে নিন! photo source collected
প্রথমে ২০ থেকে ২৫টা মতো দেশলাই কাঠি নিন! সেই দেশলাইয়ের বারুদগুলো ভেঙে নিন একটা কাগজের মধ্যে! photo source collected
প্রথমে ২০ থেকে ২৫টা মতো দেশলাই কাঠি নিন! সেই দেশলাইয়ের বারুদগুলো ভেঙে নিন একটা কাগজের মধ্যে! photo source collected
এবার তালার মধ্যে যেখানে চাবি ঢোকানো হয় সেখানে ওই বারুদগুলো ঢুকিয়ে দিতে হবে! কাগজ দিয়েও করতে পারেন!  photo source collected
এবার তালার মধ্যে যেখানে চাবি ঢোকানো হয় সেখানে ওই বারুদগুলো ঢুকিয়ে দিতে হবে! কাগজ দিয়েও করতে পারেন! photo source collected
এরপর কাগজে আগুন ধরিয়ে সেই কাগজ তালার মধ্যে প্রবেশ করান! দেশলাই কাঠিতেও আগুন ধরিয়ে প্রবেশ করাতে পারেন! খেয়াল রাখতে হবে বারুদ পর্যন্ত যদেন আগুনটা পৌঁছয়!photo source collected
এরপর কাগজে আগুন ধরিয়ে সেই কাগজ তালার মধ্যে প্রবেশ করান! দেশলাই কাঠিতেও আগুন ধরিয়ে প্রবেশ করাতে পারেন! খেয়াল রাখতে হবে বারুদ পর্যন্ত যদেন আগুনটা পৌঁছয়!photo source collected
এবার ভিতরে খুব ছোট একটা বিস্ফোরণ হবে! ব্যস সঙ্গে সঙ্গে খুলে যাবে তালা! এই পদ্ধতি সম্প্রতি তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মাধ্যমে! অনেকে এই পদ্ধতিতে সহজেই তালা খুলতেও পেরেছেন!  photo source collected
এবার ভিতরে খুব ছোট একটা বিস্ফোরণ হবে! ব্যস সঙ্গে সঙ্গে খুলে যাবে তালা! এই পদ্ধতি সম্প্রতি তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মাধ্যমে! অনেকে এই পদ্ধতিতে সহজেই তালা খুলতেও পেরেছেন! photo source collected

 

Homecare Tips: কোন মাপ বা সাইজের টিভি আপনার ঘরের জন্য সঠিক, বুঝবেন কী করে? জানুন সহজ টিপস

TV: কে কোন মাপের টিভি কিনবেন, সেটা একান্তই তাঁর ব্যক্তিগত ব্যাপার। এটা সবার প্রথমে স্বীকার না করে নিলেই নয়। টাকা যিনি দিচ্ছেন, তাঁর একটা পছন্দ বা অপছন্দ বলে ব্যাপার থাকবে না! আসলে, ঘর এবং তার সঙ্গে মানানসই টিভির স্ক্রিনের মাপের প্রশ্নটা উঠছে অন্য কারণে। আমরা চাইলেই যত খুশি টাকা খরচ করে বড়সড় স্ক্রিনের এক টিভি বাড়িতে নিয়ে এসে দেওয়ালে ইনস্টল করাতেই পারি। কিন্তু, তার পরেও যে সেই টিভি দেখতে ভাল লাগবে, তার কোনও মানে নেই।

অনেকে আবার বসার ঘরে একটা বড় টিভি রেখে অন্য ঘরে একটা ছোট টিভি রাখেন। সেই ছোট টিভি দেখাটাও কিন্তু সব সময়ে আনন্দদায়ক নাও হতে পারে। স্ক্রিন ছোট, এটা আসলে ব্যাপার নয়। ওর চেয়ে ছোট মোবাইল ফোনের স্ক্রিনেও তো আমরা কত কী দেখি, এখানে অসুবিধা অন্য জায়গায়।সেটা চোখের ওপরে চাপ পড়ার জায়গা। বড় টিভি হলেও তা হতে পারে, ছোট টিভি হলেও তা হতে পারে। আসলে, আমাদের ঘরের মাপের ওপরে ভিত্তি করে যদি টিভির স্ক্রিন বাছা হয়, তাহলেই তা ঠিক থাকে, বলছেন কেনসিংটন, এমডি-র এক আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র ফার্ম ডিজাইনড হ্যাপির প্রতিষ্ঠাতা টি জে মোনাহান।

আরও পড়ুন: ঘরে কত টন এসি লাগবে বুঝবেন কী করে? টন মানে কী ওজন? কেনার আগে টন-এর মানে জানুন!

তাঁর মতে, কেমন টিভি ঘরের জন্য মানানসই, তা বের করার একটা সূত্র আছে। যে দেওয়ালে টিভি ইনস্টল করা হবে আর যেখানে বসে দেখা হবে, তার মাঝের দূরত্ব মেপে নিয়ে তা ফুট থেকে ইঞ্চিতে পরিবর্তন করে নিতে হবে। তার পরে ভাগ করতে হবে ২ দিয়ে। অর্থাৎ যে দেওয়ালে টিভি ইনস্টল করা হবে আর যেখানে বসে দেখা হবে, তার মাঝের দূরত্ব যদি ১২০ ইঞ্চি হয়, তাহলে টিভির মাপ হওয়া উচিত ৬০ ইঞ্চি। এছাড়াও বলছেন মোনাহান, টিভি যতটা সম্ভব দূর থেকে বসে দেখাই ভাল, তাতেই দেখার মজা বাড়বে।