Tag Archives: Tv

Homecare Tips: কোন মাপ বা সাইজের টিভি আপনার ঘরের জন্য সঠিক, বুঝবেন কী করে? জানুন সহজ টিপস

TV: কে কোন মাপের টিভি কিনবেন, সেটা একান্তই তাঁর ব্যক্তিগত ব্যাপার। এটা সবার প্রথমে স্বীকার না করে নিলেই নয়। টাকা যিনি দিচ্ছেন, তাঁর একটা পছন্দ বা অপছন্দ বলে ব্যাপার থাকবে না! আসলে, ঘর এবং তার সঙ্গে মানানসই টিভির স্ক্রিনের মাপের প্রশ্নটা উঠছে অন্য কারণে। আমরা চাইলেই যত খুশি টাকা খরচ করে বড়সড় স্ক্রিনের এক টিভি বাড়িতে নিয়ে এসে দেওয়ালে ইনস্টল করাতেই পারি। কিন্তু, তার পরেও যে সেই টিভি দেখতে ভাল লাগবে, তার কোনও মানে নেই।

অনেকে আবার বসার ঘরে একটা বড় টিভি রেখে অন্য ঘরে একটা ছোট টিভি রাখেন। সেই ছোট টিভি দেখাটাও কিন্তু সব সময়ে আনন্দদায়ক নাও হতে পারে। স্ক্রিন ছোট, এটা আসলে ব্যাপার নয়। ওর চেয়ে ছোট মোবাইল ফোনের স্ক্রিনেও তো আমরা কত কী দেখি, এখানে অসুবিধা অন্য জায়গায়।সেটা চোখের ওপরে চাপ পড়ার জায়গা। বড় টিভি হলেও তা হতে পারে, ছোট টিভি হলেও তা হতে পারে। আসলে, আমাদের ঘরের মাপের ওপরে ভিত্তি করে যদি টিভির স্ক্রিন বাছা হয়, তাহলেই তা ঠিক থাকে, বলছেন কেনসিংটন, এমডি-র এক আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র ফার্ম ডিজাইনড হ্যাপির প্রতিষ্ঠাতা টি জে মোনাহান।

আরও পড়ুন: ঘরে কত টন এসি লাগবে বুঝবেন কী করে? টন মানে কী ওজন? কেনার আগে টন-এর মানে জানুন!

তাঁর মতে, কেমন টিভি ঘরের জন্য মানানসই, তা বের করার একটা সূত্র আছে। যে দেওয়ালে টিভি ইনস্টল করা হবে আর যেখানে বসে দেখা হবে, তার মাঝের দূরত্ব মেপে নিয়ে তা ফুট থেকে ইঞ্চিতে পরিবর্তন করে নিতে হবে। তার পরে ভাগ করতে হবে ২ দিয়ে। অর্থাৎ যে দেওয়ালে টিভি ইনস্টল করা হবে আর যেখানে বসে দেখা হবে, তার মাঝের দূরত্ব যদি ১২০ ইঞ্চি হয়, তাহলে টিভির মাপ হওয়া উচিত ৬০ ইঞ্চি। এছাড়াও বলছেন মোনাহান, টিভি যতটা সম্ভব দূর থেকে বসে দেখাই ভাল, তাতেই দেখার মজা বাড়বে।

করোনা ভাইরাসে আক্রান্ত টেলি অভিনেত্রী মোহেনা !

#মুম্বই: ফের বিনোদন জগতে করোনার থাবা ৷ গতকালই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন বলিউডের অন্যতম জনপ্রিয় সঙ্গীত পরিচালক ওয়াজিদ খান ৷ আর এবার এই মারণ ভাইরাসে আক্রান্ত হলেন ‘ইয়ে রিস্তা ক্যায়া কহেলাতা হ্যায়’র অভিনেত্রী মোহেনা কুমারি ৷ সোশ্যাল মিডিয়াতে নিজেই এই খবর জানালেন মোহিনা ৷ তবে শুধু অভিনেত্রী নিজে নয়, মোহেনার শাশুড়ি, ননদ, স্বামী সবাই-ই একসঙ্গে আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে ৷ ভর্তি রয়েছেন হাসপাতালে ৷

ইনস্টাগ্রামে পোস্ট করে মোহেনা লিখলেন, ‘খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি ৷ আমি ও আমার পরিবার ৷ আমি প্রার্থনা করছি, খুব শীঘ্রই আমরা সবাই এই খারাপ সময় কাটিয়ে উঠব ৷ পরিবারকে সঙ্গে নিয়ে ফের আমরা সুস্থ হব ৷ আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে’

উত্তরাখন্ডের পযর্টনমন্ত্রী সতপাল মহারাজের ছেলের সঙ্গে বিয়ে করেন অভিনেত্রী মোহেনা ৷ এই খবর শুনে ফ্যানেরা সোশ্যাল মিডিয়ায় জানিয়েছে গেট ওয়েল সুন !

 

View this post on Instagram

 

??

A post shared by Mohena Kumari Singh (@mohenakumari) on

বহুদিন হয়ে গেল টাকা পাচ্ছি না ! ধারাবাহিকের ড্রেসারের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

#মুম্বই: ফের বাড়ল লকডাউন ৷ গতকাল থেকেই দেশজুড়ে শুরু হয়েছে চতুর্থ দফার লকডাউন ৷ আর এই লকডাউনের কারণে সবচেয়ে বেশি যেন ক্ষতিগ্রস্ত  হয়েছে দেশের বিনোদন জগত ৷ করোনার প্রকোপের কারণে বন্ধ রয়েছে শ্যুটিং ৷ একেবারেই ঘরে বসে সিনেমা, সিরিয়ালের সঙ্গে যুক্ত মানুষেরা ৷

ধারাবাহিকের সঙ্গে যুক্ত সেরকমই এক শিল্পী, বলা ভাল ধারাবাহিক হামারি বহু সিল্কের ড্রেসারের এক ভিডিও হঠাৎ করেই ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়৷ যেখানে ড্রেসার তুলে ধরলেন তাঁর দুর্দশার কথা ৷

সেই ভিডিওটি নিজের ইনস্টাগ্রামে শেয়ারও করেছেন অভিনেত্রী কৃতি শ্যানন ৷ ভিডিওটি শেয়ার করে কৃতি শ্যানন লিখেছেন, ‘খুবই দুঃখজনক ঘটনা’ ৷

দেখুন সেই ভাইরাল হওয়া ভিডিও—

টিভিতে চলছে সীতাহরণ, তা দেখে কেঁদে ফেললেন রাবণ !

#মুম্বই: করোনার মোকাবিলায় গোটা দেশে এখন লকডাউন ৷ গোটা দেশের মানুষ এখন ঘরবন্দি ৷ ঘরবন্দি দশায় দেশের মানুষকে বিনোদন দিতে দূরদর্শন ফের শুরু করেছে রামায়ণ ! ফের দেশবাসীর মনে জায়গা করে নিচ্ছেন রাম, সীতা, লক্ষণ, রাবণেরা ৷ তবে সেই রাবণের চোখেই যদি জল চলে আসে, তাহলে তা কেমন হবে?

হ্যাঁ, সেরকমটাই ঘটল সম্প্রতি ৷ টিভির পর্দায় নিজেকে রাবণের অবতারে দেখে কেঁদেই ফেললেন অভিনেতা অরবিন্দ ত্রিবেদী ৷

অভিনেতা অরবিন্দ ত্রিবেদীর বয়স এখন ৮৪ ৷ লকডাউনে ঘরেই আছেন তিনি৷ টিভির পর্দায় নিজেকে ফের দেখতে পেয়ে আবেগকে ধরে রাখতে পারলেন না৷ টিভির পর্দার সামনে হাত জোড় করে কেঁদেই ফেললেন ৷

দেখুন সেই ভিডিও—-