Tag Archives: IAS

Delhi IAS coaching centre: বেসমেন্ট থেকে উদ্ধার ৩ পড়ুয়ার দেহ! জলমগ্ন শহরে কোচিং সেন্টারেই সলিল সমাধি

নয়া দিল্লি: রাস্তায় আড়াই ফুট গভীরতায় জল জমে। বন্যার জল ঢুকে গিয়েছে পুরনো রাজেন্দর নগরের একটি আইএএস ট্রেনিং অ্যাকাডেমির বেসমেন্টে। সেই দুর্যোগে শনিবার তিন ছাত্রের মৃত্যু হয়েছে বলে অভিযোগ। আরও কয়েকজন শিক্ষার্থী বেসমেন্টে আটকে আছে বলে জানা গিয়েছে। বেসমেন্ট থেকে মোটর পাম্প দিয়ে জল বের করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, মৃত তিন ছাত্রের পরিচয় জানা যায়নি নেই। তাদের খোঁজে তল্লাশি চলছে। তিনটি মরদেহ উদ্ধার করা হয়েছে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাউ-এর আইএএস স্টাডি সার্কেলের বেসমেন্ট জলমগ্ন। ফায়ার ব্রিগেডের আধিকারিকরা শনিবার সন্ধ্যা ৭:১৯ মিনিটে ফোন পান। ছাত্ররা বেসমেন্টে আটকে আছে শুনে তাঁরা এসে পড়েন। তৎপরতার সঙ্গে ফায়ার সার্ভিসের পাঁচটি ইঞ্জিন পাঠানো হয়। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) দলও ঘটনাস্থলে রয়েছে। দিল্লি ফায়ার ডিপার্টমেন্ট এক বিবৃতিতে বলেছে, “পুরনো রাজেন্দর নগরের কোচিং ইনস্টিটিউটের বেসমেন্টে জল ভর্তি হয়ে যাওয়ার পরে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। বেশ কিছু ছাত্র আটকে পড়েছে বলেই আশঙ্কা করা হচ্ছে।”

ডিসিপি সেন্ট্রাল এম হর্ষবর্ধন বলেছেন, “সন্ধ্যায় আমরা জানতে পেরেছি, রাজেন্দর নগরের একটি ইউএসপিসি কোচিং ইনস্টিটিউটের বেসমেন্ট কিছু ছাত্র আটকে আছে। সন্ধ্যায় টানা বৃষ্টিতে সড়ক জলমগ্ন। দিল্লি ফায়ার সার্ভিস এবং এনডিআরএফ পুনরায় উদ্ধারকারী দল এখানে উপস্থিত রয়েছে। অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে… এখনও পর্যন্ত এক ছাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে…”

দিল্লির জলমন্ত্রী আতিশি আশ্বস্ত করেছেন যে “যে-ই এই ঘটনার জন্য দায়ী তাকে রেহাই দেওয়া হবে না”। “সন্ধ্যায় দিল্লিতে প্রবল বৃষ্টির কারণে দুর্ঘটনার খবর রয়েছে। রাজেন্দ্র নগরের একটি কোচিং ইনস্টিটিউটের বেসমেন্টে জল ভর্তি হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলে রয়েছে দিল্লি দমকল বিভাগ এবং এনডিআরএফ। সেখানে দিল্লির মেয়র ও স্থানীয় বিধায়কও রয়েছেন। আমি প্রতি মিনিটে ঘটনার আপডেট নিচ্ছি। কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখতে ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘটনার জন্য যেই দায়ী তাকে রেহাই দেওয়া হবে না…” তিনি একটি এক্স পোস্টে লিখেছেন।

বিজেপি সাংসদ বনসুরি স্বরাজ মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং রাজেন্দর নগরের বিধায়ক দুর্গেশ পাঠককে আক্রমণ করে বলেছেন যে “তারা ড্রেনেজ সিস্টেমগুলি পরিষ্কার করার জন্য স্থানীয় জনগণের অনুরোধে কান দেয়নি”।

আরও পড়ুন- কোরিয়ানদের মতো ঝকঝকে, তুলতুলে ত্বক চান? পার্লার নয়, ঘরেই রয়েছে উপায়! জানেন কি?

IPS Story: ‘এমন মানুষদের লজ্জা হওয়া উচিত’; আইএএস পূজা খেড়কর মামলায় মুখ খুললেন এক আইপিএস অফিসার

IPS Story, IAS Puja Khedkar: সম্প্রতি পূজা খেড়কর মামলায় একটি ভিডিও পোস্ট করেছেন প্রাক্তন ইউপি ক্যাডারের আইএএস অভিষেক সিং। এই প্রশাসনিক বাছাই প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করার বিষয়ে কথা বলেছেন তিনি। এই ভিডিও-র কমেন্ট সেকশনে নানা ধরনের মন্তব্য করেছেন ব্যবহারকারীরা। এমনকী, তাঁরা কাঠগড়ায় তুলেছেন অভিষেক সিংকেও। যদিও নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টের মাধ্যমে সমস্ত অভিযোগের কড়া জবাবও দিয়েছেন তিনি। অভিষেকের পরে ইউপি ক্যাডারের আরও এক আইপিএস অফিসারও পূজা খেড়কর মামলায় নিজের বক্তব্য রেখেছেন। জাল নথির ভিত্তিতে ইউপিএসসি কোটা ব্যবহার করা প্রার্থীদের তিনি কটাক্ষ করেছেন। এর পাশাপাশি এই ধরনের মানুষদের নিজের কাজ করারও পরামর্শ দিয়েছেন।

আরও পড়ুন– অস্বস্তিতে বিজেপি! ‘ব্যর্থদের কেউ পছন্দ করে না…’ বিস্ফোরক সৌমিত্রর নিশানায় কে? আর কী বললেন অর্জুন?

পূজা খেড়কর বিতর্কিত মামলায় মন্তব্য করেছেন আইপিএস অফিসার প্রাচী সিং। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে তিনি লিখেছেন যে, “বহু ইউপিএসসি পরীক্ষার্থী ইডব্লিউএস/পিএইচ ইত্যাদির জাল সার্টিফিকেট পেয়ে অন্যায় সুবিধা নিয়ে চাকরিতে যোগ দিচ্ছেন।” প্রাচী সিং আরও লিখেছেন যে, “কিছু মানুষ সব দিক দিয়ে ধনী হওয়া সত্ত্বেও ওবিসি-র ক্রিমের মতো আস্তরণের সম্পূর্ণ সুবিধা নিচ্ছেন।” এই বিষয়টিতে নিজের তীব্র আপত্তির কথা জানান তিনি এবং বলেন যে, “এর জন্য মানুষের লজ্জা হওয়া উচিত। কোনও চাকরি করতে চাইলে সেটা নিজের যোগ্যতায় করুন। আর কত দিন অন্যের অধিকার ছিনিয়ে নিতে থাকবেন।” আইপিএস প্রাচী সিংয়ের এই পোস্ট নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।

আরও পড়ুন– গ্রামের অধিকাংশ বাসিন্দাদের অ্যাকাউন্টে কোটি টাকা, ২০ বছর বয়সীদের নতুন গাড়ি-বাড়ি, ব্যবসা শুনলে মাথা ঘুরে যাবে!

আইপিএস প্রাচী সিংয়ের পোস্ট ভাইরাল হয়েছে। এখনও পর্যন্ত এক্স সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে এই পোস্ট দেখেছেন প্রায় ৭৬.৩ হাজার মানুষ। ১.৯ হাজার মানুষ পোস্টটিতে লাইক দিয়েছেন। ৭৫৪ জন শেয়ার করেছেন পোস্টটি। ওই পোস্টের জবাবে প্রাচী লিখেছেন যে, এটা আমার ব্যক্তিগত মতামত। এতে খারাপ লাগার কিছু নেই। যা সত্যি, তা সত্যি।

প্রসঙ্গত প্রাচী সিং হলেন ২০১৭ ব্যাচের আইপিএস অফিসার। আদতে ফতেহপুরের বাসিন্দা হলেও তাঁর জন্ম কানপুরে। তাঁর বাবা রাম সিং গৌতমও একজন পিসিএস অফিসার। আর তাঁর মা তিনটি বিষয়ে এমএ। লখনউয়েও থেকেছেন প্রাচী। বর্তমানে তিনি সিদ্ধার্থ নগর জেলার এসপি।

Success Story: রূপকথার মতো সাফল‍্য! খ‍্যাতির শীর্ষে অভিনয়কে বিদায়, ইউপিএসসি পরীক্ষায় সফল হয়ে এখন আইএএস অফিসার, চেনেন অভিনেত্রীকে? র‍্যাঙ্ক জানলে মাথা ঘুরে যাবে

না ছিল ঝুলিতে ছবির অভাব, না অর্থের। খ‍্যাতির শিখরে থেকেও অভিনয়কে বিদায় জানান অভিনেত্রী। দেশের অন‍্যতম কঠিন পরীক্ষায় সফল হয়ে এখন তিনি আইএএস অফিসার। চেনেন এই অভিনেত্রীকে?
না ছিল ঝুলিতে ছবির অভাব, না অর্থের। খ‍্যাতির শিখরে থেকেও অভিনয়কে বিদায় জানান অভিনেত্রী। দেশের অন‍্যতম কঠিন পরীক্ষায় সফল হয়ে এখন তিনি আইএএস অফিসার। চেনেন এই অভিনেত্রীকে?
শিশু শিল্পী হিসেবে চলচ্চিত্র জগতে পা রাখেন অভিনেত্রী। একের পর এক অসাধারণ ছবিতে নামজাদা অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে অভিনয় করেন।

শিশু শিল্পী হিসেবে চলচ্চিত্র জগতে পা রাখেন অভিনেত্রী। একের পর এক অসাধারণ ছবিতে নামজাদা অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে অভিনয় করেন।
প্রথম আত্মপ্রকাশ একটি টিভি শো-তে। পরে সিনেমা। অচিরেই শিশুশিল্পী হিসেবে জনপ্রিয় দক্ষিণী সিনেমার এই শিল্পী। তাঁর অভিনয়ের প্রশংসাও হয়।
প্রথম আত্মপ্রকাশ একটি টিভি শো-তে। পরে সিনেমা। অচিরেই শিশুশিল্পী হিসেবে জনপ্রিয় দক্ষিণী সিনেমার এই শিল্পী। তাঁর অভিনয়ের প্রশংসাও হয়।
কিন্তু অভিনেত্রী হিসেবে খ‍্যাতি নয়, তাঁর মনে বাসা বেঁধেছিল অন‍্য ইচ্ছে। ঠিক করেন ইউপিএসসি পরীক্ষা দেবেন। যে পরীক্ষায় সফল হওয়া মোটেই মুখের কথা নয়।

কিন্তু অভিনেত্রী হিসেবে খ‍্যাতি নয়, তাঁর মনে বাসা বেঁধেছিল অন‍্য ইচ্ছে। ঠিক করেন ইউপিএসসি পরীক্ষা দেবেন। যে পরীক্ষায় সফল হওয়া মোটেই মুখের কথা নয়।
দেশের তথা বিশ্বের অন‍্যতম কঠিন পরীক্ষা ইউপিএসসি। তবে মেধা আর অধ‍্যাবসায়ের গুণে এই পরীক্ষায় সফল হন এই শিল্পী। শুধু তাই তাঁর র‍্যাঙ্ক হয়েছিল ১৬৭
দেশের তথা বিশ্বের অন‍্যতম কঠিন পরীক্ষা ইউপিএসসি। তবে মেধা আর অধ‍্যাবসায়ের গুণে এই পরীক্ষায় সফল হন এই শিল্পী। শুধু তাই তাঁর র‍্যাঙ্ক হয়েছিল ১৬৭
কষ্ট করে, মাথার ঘাম পায়ে ফেলে অভিনয় জগতে নিজেকে প্রতিষ্ঠা করেছেন, সিনেপাড়ায় এমন উদাহরণ ভুরি ভুরি। কিন্তু খ‍্যাতি, অর্থ, সমস্ত কিছু লাভ করেও সম্পূর্ণ অন‍্য পেশায় নিজেকে আবারও সফল প্রমাণিত করেছেন এমন উদাহরণ হাতে গোনা।
কষ্ট করে, মাথার ঘাম পায়ে ফেলে অভিনয় জগতে নিজেকে প্রতিষ্ঠা করেছেন, সিনেপাড়ায় এমন উদাহরণ ভুরি ভুরি। কিন্তু খ‍্যাতি, অর্থ, সমস্ত কিছু লাভ করেও সম্পূর্ণ অন‍্য পেশায় নিজেকে আবারও সফল প্রমাণিত করেছেন এমন উদাহরণ হাতে গোনা।
এই তালিকাতেই অন‍্যতম শীর্ষস্থানে থাকবেন একদা দক্ষিণী ছবির শিশুশিল্পী এইচ.এস. কীরথানা। খুব ছোট বয়সেই অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন।

এই তালিকাতেই অন‍্যতম শীর্ষস্থানে থাকবেন একদা দক্ষিণী ছবির শিশুশিল্পী এইচ.এস. কীরথানা। খুব ছোট বয়সেই অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন।
'কর্পূরদা গোম্বে', 'গঙ্গা-যমুনা', 'মুদিনা আলিয়া', 'উপেন্দ্র', 'এ', 'কানুর হেগাদাতি', 'সার্কেল'-সহ অনেক টিভি শোতে উপস্থিত হয়ে শিশু অভিনেতা হিসাবে অনেক নাম অর্জন করেছিলেন। একাধিক ছবিতে অভিনয়ও করেন।
‘কর্পূরদা গোম্বে’, ‘গঙ্গা-যমুনা’, ‘মুদিনা আলিয়া’, ‘উপেন্দ্র’, ‘এ’, ‘কানুর হেগাদাতি’, ‘সার্কেল’-সহ অনেক টিভি শোতে উপস্থিত হয়ে শিশু অভিনেতা হিসাবে অনেক নাম অর্জন করেছিলেন। একাধিক ছবিতে অভিনয়ও করেন।
তবে তিনি অভিনয় জগতকে খুব তাড়াতাড়ি বিদায় জানান। প্রথমে কর্নাটক অ‍্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস পরীক্ষা পাস করে ২ বছর চাকরি করেব। পরে ইউপিএসসি পরীক্ষায় সফল হয়ে আই এ এস হন।
তবে তিনি অভিনয় জগতকে খুব তাড়াতাড়ি বিদায় জানান। প্রথমে কর্নাটক অ‍্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস পরীক্ষা পাস করে ২ বছর চাকরি করেব। পরে ইউপিএসসি পরীক্ষায় সফল হয়ে আই এ এস হন।

IPS vs IAS Salary: একজন IPS অফিসারের স্যালারি বেশি নাকি, IAS আধিকারিকের? জানেন মাসে কত টাকা বেতন পান এঁরা…

সরকারি চাকরি পাওয়া অনেকের জীবনেরই অন্যতম লক্ষ্য৷ এমনকি, আমাদের গুরুজনেরাও সদ্য গ্র্যাজুয়েট হওয়া ছাত্রছাত্রীদের সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়ে থাকেন৷ এর যথেষ্ট কারণও রয়েছে৷ সারাজীবনের নিশ্চিন্ত চাকরি, তার উপরে স্থায়ী রোজগার, কর্মস্থলে সুপরিবেশ এবং সব শেষে সামাজিক সম্মান৷ একটা চাকরিতে মানুষ ঠিক যা যা খোঁজে, তার সবই রয়েছে সরকারি চাকরিতে৷
সরকারি চাকরি পাওয়া অনেকের জীবনেরই অন্যতম লক্ষ্য৷ এমনকি, আমাদের গুরুজনেরাও সদ্য গ্র্যাজুয়েট হওয়া ছাত্রছাত্রীদের সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়ে থাকেন৷ এর যথেষ্ট কারণও রয়েছে৷ সারাজীবনের নিশ্চিন্ত চাকরি, তার উপরে স্থায়ী রোজগার, কর্মস্থলে সুপরিবেশ এবং সব শেষে সামাজিক সম্মান৷ একটা চাকরিতে মানুষ ঠিক যা যা খোঁজে, তার সবই রয়েছে সরকারি চাকরিতে৷
আমাদের মধ্যে এখনও অনেকেই জানেন না যে একজন  IPS, IAS কিংবা IRS আধিকারিকেরা মাসিক কত টাকা বেতন পেয়ে থাকেন৷ 7th Pay Commission কার্যকর হওয়ার পরে আগের থেকে আরও বেড়েছে সেই বেতন৷
আমাদের মধ্যে এখনও অনেকেই জানেন না যে একজন IPS, IAS কিংবা IRS আধিকারিকেরা মাসিক কত টাকা বেতন পেয়ে থাকেন৷ 7th Pay Commission কার্যকর হওয়ার পরে আগের থেকে আরও বেড়েছে সেই বেতন৷
সম্প্রতি পরিচালক বিধু বিনোদ চোপড়া পরিচালিত 12th Fail সিনেমা জনপ্রিয় হওয়ায় জন সাধারণের মধ্যে এই উচ্চ পদস্থ সরকারি আধিকারিক হওয়ার বিষয় নিয়ে কৌতুহল এবং উদ্দীপনা বেড়েছে৷ সত্য ঘটনা অবলম্বনে তৈরি হওয়া ওই সিনেমায় দেখা গিয়েছে, প্রত্যন্ত চম্বল গ্রামের এক দরিদ্র পরিবারের দ্বাদশ ফেল এক ছাত্র, কী ভাবে কঠিন পরিশ্রম করে একদিন IPS অফিসার হয়ে ওঠেন। আইপিএস মনোজ কুমার শর্মার গল্প প্রায় প্রতিটি ভারতীয় নাগরিককেই অনুপ্রেরণা দিয়েছে।
সম্প্রতি পরিচালক বিধু বিনোদ চোপড়া পরিচালিত 12th Fail সিনেমা জনপ্রিয় হওয়ায় জন সাধারণের মধ্যে এই উচ্চ পদস্থ সরকারি আধিকারিক হওয়ার বিষয় নিয়ে কৌতুহল এবং উদ্দীপনা বেড়েছে৷ সত্য ঘটনা অবলম্বনে তৈরি হওয়া ওই সিনেমায় দেখা গিয়েছে, প্রত্যন্ত চম্বল গ্রামের এক দরিদ্র পরিবারের দ্বাদশ ফেল এক ছাত্র, কী ভাবে কঠিন পরিশ্রম করে একদিন IPS অফিসার হয়ে ওঠেন। আইপিএস মনোজ কুমার শর্মার গল্প প্রায় প্রতিটি ভারতীয় নাগরিককেই অনুপ্রেরণা দিয়েছে।
এই প্রতিবেদনে আমরা জানার চেষ্টা করব, অত্যন্ত সম্মানের এই যে উচ্চ পদস্থ আধিকারিকের চাকরি, সেখানে, কত টাকা বেতন পেয়ে থাকেন আধিকারিকেরা?
এই প্রতিবেদনে আমরা জানার চেষ্টা করব, অত্যন্ত সম্মানের এই যে উচ্চ পদস্থ আধিকারিকের চাকরি, সেখানে, কত টাকা বেতন পেয়ে থাকেন আধিকারিকেরা?
adda247.com-এর দেওয়া তথ্য অনুযায়ী, Indian Administrative Service বা IAS অফিসারেরা যখন প্রথম চাকরিতে যোগদান করেন, তাঁদের বেসিক পে হয় ৫৬, ১০০টাকা৷ এর সঙ্গে যুক্ত হয় TA, DA, এবং HRA৷
adda247.com-এর দেওয়া তথ্য অনুযায়ী, Indian Administrative Service বা IAS অফিসারেরা যখন প্রথম চাকরিতে যোগদান করেন, তাঁদের বেসিক পে হয় ৫৬, ১০০টাকা৷ এর সঙ্গে যুক্ত হয় TA, DA, এবং HRA৷
সময়, অভিজ্ঞতা এবং যোগ্যতা অনুযায়ী অনুযায়ী ধীরে ধীরে বাড়ে সেই স্ল্যাব৷ যেমন, কোনও মন্ত্রীর সচিবের পদের আধইকারিকের বেসিক পে প্রায় আড়াই লক্ষ টাকা, ২,৫০,০০০ পর্যন্ত হতে পারে৷
সময়, অভিজ্ঞতা এবং যোগ্যতা অনুযায়ী অনুযায়ী ধীরে ধীরে বাড়ে সেই স্ল্যাব৷ যেমন, কোনও মন্ত্রীর সচিবের পদের আধইকারিকের বেসিক পে প্রায় আড়াই লক্ষ টাকা, ২,৫০,০০০ পর্যন্ত হতে পারে৷
এছাড়াও, IAS অফিসারের গ্রেড পে-ও পান৷ সেই আধিকারিকের র‍্যাঙ্ক অনুযায়ী, সেই গ্রেড পে স্থির হয়৷ সেটা অতিরিক্ত ৫,৪০০ টাকা থেকে শুরু করে ১০, ০০০টাকা পর্যন্ত হতে পারে৷
এছাড়াও, IAS অফিসারের গ্রেড পে-ও পান৷ সেই আধিকারিকের র‍্যাঙ্ক অনুযায়ী, সেই গ্রেড পে স্থির হয়৷ সেটা অতিরিক্ত ৫,৪০০ টাকা থেকে শুরু করে ১০, ০০০টাকা পর্যন্ত হতে পারে৷
Indian Police Service, IPS অফিসারদের ক্ষেত্রেও প্রথম যখন কোনও ব্যক্তি চাকরিতে যোগদান করেন, তখন তাঁদের বেসিক পে হয় ৫৬,১০০টাকা৷ এছাড়াও থাকে, পে ব্যান্ড থ্রি সেটা ১৫, ৬০০ থেকে ৩৯, ১০০ পর্যন্ত হতে পারে৷ তার সঙ্গে থাকে গ্রেড পে ৫,৪০০ টাকা থেকে শুরু করে ১০, ০০০টাকা পর্যন্ত হতে পারে৷ তার সঙ্গে থাকে,  TA, DA, এবং HRA৷ নতুন যোগ দেওয়া IPS অফিসারের মোট স্যালারি ৬৭, ৩২০ টাকা হয়৷
Indian Police Service, IPS অফিসারদের ক্ষেত্রেও প্রথম যখন কোনও ব্যক্তি চাকরিতে যোগদান করেন, তখন তাঁদের বেসিক পে হয় ৫৬,১০০টাকা৷ এছাড়াও থাকে, পে ব্যান্ড থ্রি সেটা ১৫, ৬০০ থেকে ৩৯, ১০০ পর্যন্ত হতে পারে৷ তার সঙ্গে থাকে গ্রেড পে ৫,৪০০ টাকা থেকে শুরু করে ১০, ০০০টাকা পর্যন্ত হতে পারে৷ তার সঙ্গে থাকে, TA, DA, এবং HRA৷ নতুন যোগ দেওয়া IPS অফিসারের মোট স্যালারি ৬৭, ৩২০ টাকা হয়৷
Indian Revenue Service, IRS আধিকারিকদের প্রথম দিকে বেসিক পে হয় ৫৬,১০০৷ সর্বাধিক ক্ষেত্রে সেই বেসিক পে ২,২৫,০০০ টাকা পর্যন্ত হতে পারে৷ একই ভাবে এর সঙ্গে যুক্ত হয় TA, DA, এবং HRA৷
Indian Revenue Service, IRS আধিকারিকদের প্রথম দিকে বেসিক পে হয় ৫৬,১০০৷ সর্বাধিক ক্ষেত্রে সেই বেসিক পে ২,২৫,০০০ টাকা পর্যন্ত হতে পারে৷ একই ভাবে এর সঙ্গে যুক্ত হয় TA, DA, এবং HRA৷

Success Story: ভারতের প্রত্যন্ত এই গ্রামকে বলা হয় IAS-IPS এর ফ্যাক্টরি! ৭৫টা পরিবারের মধ্যে ৫১ জনই আধিকারিক…জানেন সেই গ্রামের নাম?

মাত্র ৭৫টা পরিবার৷ তার মধ্যে ৫১ জনই আইএএস, আইপিএস অথবা আইআরএস-এর মতো অফিসার হয়েছে৷ ৪৫ জন পিসিএস-এর মতো পোস্টে রয়েছেন৷ শুধু ছেলেরাই নয়, বছরের পর বছর ধরে এই গ্রাম থেকে ছেলে, মেয়ে উভয়েই ইউপিএসসি পরীক্ষায় একের পর এক জন সফল হয়েছেন এবং গ্রামের নাম উজ্জ্বল করেছেন৷
মাত্র ৭৫টা পরিবার৷ তার মধ্যে ৫১ জনই আইএএস, আইপিএস অথবা আইআরএস-এর মতো অফিসার হয়েছে৷ ৪৫ জন পিসিএস-এর মতো পোস্টে রয়েছেন৷ শুধু ছেলেরাই নয়, বছরের পর বছর ধরে এই গ্রাম থেকে ছেলে, মেয়ে উভয়েই ইউপিএসসি পরীক্ষায় একের পর এক জন সফল হয়েছেন এবং গ্রামের নাম উজ্জ্বল করেছেন৷
পরিচালক বিধু বিনোদ চোপড়ার 12th Fail সিনেমায় মনোজ চোপড়ার চরিত্রে বিক্রান্ত মাসির অনবদ্য অভিনয় দেখে অনেক ভারতীয়ই আইএএস-আইপিএস স্বপ্ন দেখার বিষয়ে অনুপ্রাণিত হয়েছেন৷ এমনকি, অনেকে, তাংদের সন্তানদেরও এ বিষয়ে অনুপ্রাণিত করার জন্য সিনেমাটি দেখিয়েছেন৷
পরিচালক বিধু বিনোদ চোপড়ার 12th Fail সিনেমায় মনোজ চোপড়ার চরিত্রে বিক্রান্ত মাসির অনবদ্য অভিনয় দেখে অনেক ভারতীয়ই আইএএস-আইপিএস স্বপ্ন দেখার বিষয়ে অনুপ্রাণিত হয়েছেন৷ এমনকি, অনেকে, তাংদের সন্তানদেরও এ বিষয়ে অনুপ্রাণিত করার জন্য সিনেমাটি দেখিয়েছেন৷
 সিনেমায় দেখানো হয়েছিল মধ্যপ্রদেশের চম্বলের মতো কুখ্যাত ছোট গ্রাম থেকে কী নিরন্তর লড়াই করে মনোজ কুমার সাধারণ গ্রাম্য দ্বাদশ ফেল ছাত্র থেকে আইপিএস অফিসার হয়ে ওঠে৷ কিন্তু, জানেন কী, শুধু এই ওই গ্রাম চম্বলই নয় , ভারতের বহু প্রত্যন্ত গ্রামের এমন অনেক মেধাবী ছাত্রছাত্রী রয়েছেন, যাঁরা বহু পরিশ্রম করে দেশের সর্বোচ্চ পরীক্ষায় সফল হন৷
সিনেমায় দেখানো হয়েছিল মধ্যপ্রদেশের চম্বলের মতো কুখ্যাত ছোট গ্রাম থেকে কী নিরন্তর লড়াই করে মনোজ কুমার সাধারণ গ্রাম্য দ্বাদশ ফেল ছাত্র থেকে আইপিএস অফিসার হয়ে ওঠে৷ কিন্তু, জানেন কী, শুধু এই ওই গ্রাম চম্বলই নয় , ভারতের বহু প্রত্যন্ত গ্রামের এমন অনেক মেধাবী ছাত্রছাত্রী রয়েছেন, যাঁরা বহু পরিশ্রম করে দেশের সর্বোচ্চ পরীক্ষায় সফল হন৷
উত্তরপ্রদেশের জৌনপুর জেলার ছোট্ট গ্রাম৷ এখানে আমরা এমন একটি গ্রামের কথা আলোচনা করছি যে গ্রামের মানুষ কৃষিকাজের থেকেও বেশি পড়াশোনা করে৷ জেলা সদর থেকে ১১ কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামে জনসংখ্যা ১ হাজার ১৭৪ জন৷ তার মধ্যে ৭৩৬ জনই উচ্চ শিক্ষিত৷ গ্রামে ৫৯৯ জন পুরুষ ও ৫৭৫ জন মহিলা রয়েছে। তার মধ্যে ৪২১ জন পুরুষ এবং ৩১৫ জন মহিলা উচ্চশিক্ষিত। গ্রামটি জাফরাবাদ বিধানসভা আসনের অন্তর্গত।
উত্তরপ্রদেশের জৌনপুর জেলার ছোট্ট গ্রাম৷ এখানে আমরা এমন একটি গ্রামের কথা আলোচনা করছি যে গ্রামের মানুষ কৃষিকাজের থেকেও বেশি পড়াশোনা করে৷ জেলা সদর থেকে ১১ কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রামে জনসংখ্যা ১ হাজার ১৭৪ জন৷ তার মধ্যে ৭৩৬ জনই উচ্চ শিক্ষিত৷ গ্রামে ৫৯৯ জন পুরুষ ও ৫৭৫ জন মহিলা রয়েছে। তার মধ্যে ৪২১ জন পুরুষ এবং ৩১৫ জন মহিলা উচ্চশিক্ষিত। গ্রামটি জাফরাবাদ বিধানসভা আসনের অন্তর্গত।
এই গ্রামের নাম মাধোপট্টি৷ মাধোপট্টি গ্রামকে আইপিএস, আইএএস আধিকারিকদের ‘ফ্যাক্টরি’ বলা হয়৷ গ্রামটি প্রথম লাইমলাইটে আসে, যখন উত্তরপ্রদেশের এই প্রত্যন্ত গ্রামের একটি পরিবারের ৫ জনই আইএএস অফিসার হন৷
এই গ্রামের নাম মাধোপট্টি৷ মাধোপট্টি গ্রামকে আইপিএস, আইএএস আধিকারিকদের ‘ফ্যাক্টরি’ বলা হয়৷ গ্রামটি প্রথম লাইমলাইটে আসে, যখন উত্তরপ্রদেশের এই প্রত্যন্ত গ্রামের একটি পরিবারের ৫ জনই আইএএস অফিসার হন৷
মিডিয়া রিপোর্ট অনুসারে, ১৯৫২ সালে প্রথমবারের মতো ডাঃ ইন্দুপ্রকাশ এই গ্রাম থেকে আইএএস হয়েছিলেন এবং ইউপিএসসিতে দ্বিতীয় স্থান অর্জন করে গ্রামের গৌরব এনেছিলেন। ১৯৯৫ সালে, বিনয় সিং পরীক্ষায় ১৩ তম স্থান পেয়েছিলেন এবং বিহারের মুখ্য সচিব হয়ে গ্রামের গৌরব এনেছিলেন। এছাড়াও ১৯৬৪ সালে ছত্রশাল সিং আইএএস পরীক্ষায় উত্তীর্ণ হন এবং তামিলনাড়ুর মুখ্য সচিব হন।
মিডিয়া রিপোর্ট অনুসারে, ১৯৫২ সালে প্রথমবারের মতো ডাঃ ইন্দুপ্রকাশ এই গ্রাম থেকে আইএএস হয়েছিলেন এবং ইউপিএসসিতে দ্বিতীয় স্থান অর্জন করে গ্রামের গৌরব এনেছিলেন। ১৯৯৫ সালে, বিনয় সিং পরীক্ষায় ১৩ তম স্থান পেয়েছিলেন এবং বিহারের মুখ্য সচিব হয়ে গ্রামের গৌরব এনেছিলেন। এছাড়াও ১৯৬৪ সালে ছত্রশাল সিং আইএএস পরীক্ষায় উত্তীর্ণ হন এবং তামিলনাড়ুর মুখ্য সচিব হন।
১৯৬৪ সালে, অজয় ​​সিং এবং ১৯৬৮ সালে শশিকান্ত সিং আইএএস অফিসার হয়ে গ্রামের উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যান। এই চারজন এখানকার প্রথম আইএএস অফিসার ডাঃ ইন্দুপ্রকাশের ভাই।
১৯৬৪ সালে, অজয় ​​সিং এবং ১৯৬৮ সালে শশিকান্ত সিং আইএএস অফিসার হয়ে গ্রামের উত্তরাধিকারকে এগিয়ে নিয়ে যান। এই চারজন এখানকার প্রথম আইএএস অফিসার ডাঃ ইন্দুপ্রকাশের ভাই।