Tag Archives: Oman

Oil Tanker Capsizes: মাঝ সমুদ্রে উল্টে গেল তেলের ট্যাঙ্কার! ওমানের উপকূলে ভয়াবহ দুর্ঘটনায় নিখোঁজ ১৩ জন ভারতীয়

মাসকট:  বুধবার সকাল সকালই ভয়াবহ দুর্ঘটনার খবর ৷ মাঝ সমুদ্রে উল্টে গেল তেলের ট্যাঙ্কার ৷ ঘটনাটি ঘটেছে ওমানের উপকূলে ৷ মোট ১৬ জন নাবিক ছিলেন ওই ট্যাঙ্কারে ৷ যাঁদের মধ্যে ১৩ জনই হলেন ভারতীয় ৷ বাকি ৩ জন শ্রীলঙ্কার নাগরিক বলে জানা গিয়েছে ৷ প্রত্যেকেই এখন নিখোঁজ ৷ তাঁদের জন্য তল্লাশি অভিযান শুরু হয়েছে সমুদ্রে ৷

আরও পড়ুন– মহরমে সামান্য বৃষ্টি, বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির প্রবল সম্ভাবনা! সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস

ওমানের সমুদ্র নিরাপত্তা কেন্দ্র বা মেরিটাইম সিকিউরিটি সেন্টারের পক্ষ থেকে জানানো হয়েছে  দুর্ঘটনাটি ঘটেছে দুকমের ওমানি বন্দরের কাছে রাস মাদারাকা থেকে ২৫ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে। সোমবার তেলের ট্যাঙ্ক ভর্তি জাহাজটি এডেনের ইয়েমেনি বন্দরের দিকে যাচ্ছিল। সে সময়ই দুর্ঘটনার কবলে পড়ে জাহাজটি। তবে কী ভাবে এই দুর্ঘটনা ঘটেছে, তা স্পষ্ট নয়।

জানা গিয়েছে, এই ট্যাঙ্কারটি ২০০৭ সালে তৈরি হয়েছিল ৷ জলে সেটি পুরোপুরি ডুবে গিয়েছে। নিখোঁজদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। তেলের ট্যাঙ্কার থেকে তেল সমুদ্রের জলে পড়েছে কী না, এগুলির কোনও তথ্যই এখনও পর্যন্ত জানা যায়নি ৷

T20 World Cup 2024: মাত্র ১৯ বলেই শেষ ম্যাচ, টি-২০ বিশ্বকাপে ইতিহাস তৈরি করল ইংল্যান্ড

স্কটল্যান্ডের বিরুদ্ধে বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে যাওয়া ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হার, টি-২০ বিশ্বকাপে দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের। গ্রুপের শেষ দুটি ম্যাচ বড় ব্যবধানে জেতা ছাড়া সুপার এইটে যাওয়ার কোনও রাস্তা খোলা ছিল না জস বাটলারের দলের। অবশেষে টি-২০ বিশ্বকাপে জয়ে ফিরল ইংল্যান্ড। শুধু জয়ে ফেরাই নয়, মাত্র ১৯ বলে ম্যাচ জিতে তৈরি করল নতুন ইতিহাস।

ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। জোফ্রা আর্চার, মার্ক উড, আদিল রাশিদদের দাপুটে বোলিংয়ে ক্রিজে দাঁড়াতেই পারেনি ওমানের ব্যাটারকা। ১৩.২ ওভারে মাত্র ৪৭ রানে অলআউট হয়ে যায় ওমান। সর্বোচ্চ শোয়েব খান ১১ রান করেন। আরও কোনও ওমানের ব্যাটার দুই অঙ্কের রানে পৌছতে পারেনননি। ইংল্যান্ডের জোপ্রা আর্চার ও মার্ক উড ৩টি করে এবং আদিল রাশিদ ৪টি উইকেট নেন।

রান তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করে ইংল্যান্ড। নেট রানরেট বাড়িয়ে নেওয়াটাই লক্ষ্য ছিল ব্রিটিশদের। ফিল সল্ট ১২ ও উইল জ্যাকস ৭ রান করে আউট হন। জস বাটলার অপরাজিত ২৪ ও জনি বেয়ারস্টো অপরাজিত ৮ রানের ইনিংস খেলে দলকে জয়ের লক্ষ্যে পৌছে দেন। ৩.১ ওভার অর্থাৎ ১৯ বলেই ম্যাচ জিতে নেয় জস বাটলারের দল।

আরও পড়ুনঃ T20 World Cup 2024: ভারত সহ ৪ দল পৌছে গেল সুপার এইটে, বাকি ৪ দল কারা যাবে? কী বলছে পয়েন্ট টেবিল

এই জয়ের ফলে টি-২০ বিশ্বকাপের ইতিহাসে সবথেকে বেশি বল বাকি থাকতে ম্যাচ জয়ের রেকর্ড তৈরি করল ইংল্যান্ড। এর আগে ২০১৪ সালে নেদারল্যান্ডসকে ৯০ বল বাকি থাকতেই হারিয়েছিল শ্রীলঙ্কা। এবার ইংল্যান্ড ১০১ বল বাকি থাকতে ম্যাচ জিতে সেই রেকর্ড নিজেদের নামে করল।

ICC T20 World Cup 2024: শেষ কাপ জয়ের স্বপ্ন! টি-২০ বিশ্বকাপ থেকে বিদায় প্রথম দলের

নিউ ইয়র্ক: টি-২০ ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার ২০টি দল হচ্ছে প্রতিযোগিতা। ক্রিকেটের শক্তিধর দেশগুলির পাশাপাশি এবার টি-২০ বিশ্বকাপে সুযোগ পেয়েছে একাধিক নতুন দেশ। জোর কদমে চলছে প্রতিযোগিতার গ্রুপ পর্বের খেলা। তবে দেখতে দেখতে টি-২০ বিশ্বকাপের প্রথম দেশের বিদায় ঘণ্টা বেজে গেল।

প্রতিযোগিতার বি গ্রুপে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নামিবিয়া ও স্কটল্যান্ডের সঙ্গে ছিল ওমান। এই প্রথমবার এত বড় মঞ্চে সুযোগ পেয়েছিল এশিয়ার এই দেশ। এবারের বিশ্বকাপে নামিবিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলেছিল। প্রথমে ব্যাটিং করে ওমানের মাত্র ১০৯ রান ককে। তাড়া করতে নেমে ১০৯ রান করে নামিবিয়াও। সুপার ওভার নামিবিয়ার বিরুদ্ধে হারের মুখ দেখেছিল ওমান।

টি২০ বিশ্বকাপ ২০২৪ ক্রীড়া সূচিT20 World Cup Full Schedule

টি২০ বিশ্বকাপ ২০২৪ পয়েন্ট টেবল T20 World Cup 2024 Points Table

ওমান তাদের দ্বিতীয় ম্যাচটি খেলেছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ম্যাচে প্রথমে ব্যাটিং করে অস্ট্রেলিয়া ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৪ রান করেছিল। রান তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১২৫ রানে শেষ হয় ওমানের ইনিংস। তৃতীয় ম্যাচে ওমান স্কটল্যান্ডের মুখোমুখি হয়েছিল। যেখানে প্রথমে ব্যাটিং করতে ৭ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ওমান ১৫০ রানে করে। যদিও ১৩.১ ওভারের স্কটল্যান্ড সেই রান তাড়া করে জিতে যায়।

আরও পড়ুনঃ T20 World Cup 2024: টি-২০ বিশ্বকাপে জোড়া ম্যাচ জিতলেও ৫ বড় সমস্যা ভারতীয় দলে! দ্রুত সমাধান না করলেই বিপদ

গ্রুপ পর্যায়ে তিনটি ম্যাচ হারার পর আপাতত বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হল ওমানকে। এখ্ও ইংল্যান্ডের বিরুদ্ধে একটি ম্যাচ বাকি রয়েছে ক্রিকেট বিশ্বকাপে এই নবাগত দেশের। জেতার সম্ভাবনা কম হলেও শেষ ম্যাচে হাসি মুখে প্রতিযোগিতা শেষ করতে পারে কিনা ওমান, এখন সেটাই দেখার।

T20 World Cup Oman win : ঘরের মাঠে পাপুয়া নিউগিনির বিপক্ষে দাপুটে জয় দিয়ে যাত্রা শুরু করল ওমান

#মাসকাট: প্রথমপর্বের আয়োজক তারা। পাপুয়া নিউগিনির (পিএনজি) বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটিতেই নিজেদের ভয়ংকর চেহারা দেখাল ওমান। এই গ্রুপেই রয়েছে বাংলাদেশ। টাইগারদের যেন বড় ধরনের সতর্কবার্তা দিয়ে রাখল ওমান। আল আমেরাত ক্রিকেট গ্রাউন্ডে আজ (সোমবার) পিএনজিকে পাত্তাই দেয়নির ওমান। ১০ উইকেটের (৪৪ বল হাতে রেখে) বিশাল জয়ে বিশ্বকাপে শুভসূচনা করেছে স্বাগতিকরা।

১৯ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে ম্যাচ তাদের। ওমানের আসল কাজটা অবশ্য করে দিয়েছিলেন বোলাররাই। ব্যাটসম্যানদের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৩০ রানের। টি-টোয়েন্টি ফরমেটে যেটাকে মামুলি লক্ষ্যই বলা যায়। তাই বলে এত মামুলিও নয় যে ১০ উইকেট হাতে রেখেই এমন অনায়াস জয় পাওয়া যাবে। শক্তিমত্তায় দুই দল প্রায় কাছাকাছি মানের। তবে ঘরের মাঠের সমর্থন যেন হোম দলের দুই ওপেনার আকিবল ইলিয়াস আর জতিন্দর সিংকে পেছনে তাকাতেই দিল না।

ইলিয়াস ৪৩ বলে ৫০ আর জতিন্দর ৪২ বলে ৭৩ রানের ঝড় তুলে বিজয়ীর বেশেই মাঠ ছেড়েছেন। এর আগে পিএনজির শুরুটা হয়েছিল ভয়াবহ, দলের রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান দুই ওপেনার। সেখান থেকে মাঝে হাল ধরেন টপঅর্ডারের দুই ব্যাটার। কিন্তু শেষদিকের ভয়াবহ ব্যাটিং ধসে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে সংগ্রহটা বড় হয়নি পিএনজির।

স্বাগতিক ওমানের বোলিং তোপে একপর্যায়ে মাত্র ৬ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে পিএনজি। শেষ পর্যন্ত তাদের ইনিংস থামে ৯ উইকেটে ১২৯ রানে। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন ওমান অধিনায়ক জিশান মাকসুদ। তার বোলিং তোপেই পড়েছে পিএনজি। নিজের দ্বিতীয় ওভারে চার বলে তিন উইকেট নিয়েছেন জিশান। সবমিলিয়ে ২০ রানে ৪ উইকেট নিয়েছেন তিনি।

ইনিংসের পঞ্চম বলেই সাজঘরে ফিরে যান টনি উরা। পরের ওভারের তৃতীয় বলে একই পথ ধরেন আরেক ওপেনার লেগা সিয়াকা। শূন্য রানে দুই উইকেট পতনের পর তবে তৃতীয় উইকেটে পাল্টা আক্রমণ করেন অধিনায়ক আসাদ ভালা ও চার নম্বরে নামা চার্লস আমিনি। এ দুজনের জুটিতে মাত্র ১০ ওভারেই আসে ৮১ রান। শেষের ছয় ওভারে ছয় উইকেট হারিয়ে মাত্র ২৭ রান করতে পেরেছে পিএনজি। এর মধ্যে দলীয় ১১২ থেকে ১১৮ রানের মধ্যেই পাঁচটি উইকেট হারায় তারা। যার ফলে শেষ হয়ে যায় বড় স্কোর গড়ার সম্ভাবনা। ওমানের পক্ষে ২০ রানে ৪ উইকেট নিয়েছেন জিশান। এছাড়া বিলাল খান ও কলিমউল্লাহর শিকার ২টি করে উইকেট।