Tag Archives: ICC T20 World Cup

জমে উঠেছে আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের (ICC Men’s T20 World Cup) আসর, হেভিওয়েট থেকে দুর্বল সব দলই নিজেদের সেরাটা দিতে ঝাঁপিয়ে পড়েছে বিশ্বসেরা খেতাবের জন্য ৷ এবছর টি২০ বিশ্বকাপের (T20 World Cup 2021) আসর বসেছে সংযুক্ত আরব আমিরশাহী (UAE) এবং ওমানে (Oman) ৷ মরুদেশে ১৭ অক্টোবর থেকে শুরু হয়ে নভেম্বরের ১৪ তারিখ পর্যন্ত চলবে টোয়েন্টি টোয়েন্টির মহাযুদ্ধ ৷ গোটা টুর্নামেন্ট ৪৫টি ম্যাচে মোট ১৬টি দল অংশগ্রহণ করেছে। শেষবার টি২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ২০১৬ সালে ভারতে। ওই বছর চ্যাম্পিয়ন হয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ৷ এখনও পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হয়েছে মোট ৬ বার। প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয় ২০০৭ সালে। মাঠ ও মাঠের বাইরের সব আপডেটের জন্য নজর রাখুন News18 Bangla-র ওয়েবসাইটে ৷

India-Pakistan Match On WT20: পাকিস্তানেও হিট ধোনি! মাঠে এমএসকে দেখে লাফালাফি পাক ক্রিকেটারের

#দুবাই: ভারত হোক বা পাকিস্তান, ধোনি সব জায়গায় হিট। ভারতের মতো পাকিস্তানেও ক্রিকেট নিয়ে উত্তেজনা থাকে তুঙ্গে। পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি পারভেজ মুসারফ ছিলেন ধোনির ভক্ত। পাকিস্তানে খেলতে গিয়ে পারভেজ মুশারফের প্রশংসা কুড়িয়েছিলেন ধোনি। সেই সময় ধোনির লম্বা চুল ছিল। ধোনির সেই চুলেরও প্রশংসা করেছিলেন তিনি। সেসব এখন অতীত। তবে সময় বয়ে গেলেও ধোনির প্রতি পাকিস্তানিদের ভালবাসা, শ্রদ্ধা কমেনি। আজ দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ভারত-পাকিস্তান মুখোমুখি হবে। তার আগে পাকিস্তান শিবিরে ধোনির জনপ্রিয়তা টের পাওয়া গেল।

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে মাঠের বাইরে যেন লড়াই হয় বেশি। কিছুদিন আগে কোহলি বলেছিলেন, এই ম্যাচ আসলে টিআরপি-র খেলা। এই ম্যাচের টিকিটের চাহিদা থাকে তুঙ্গে। টিকিট বিক্রি হয় চড়া দামে। তাছাড়া বিজ্ঞাপন, সম্প্রচারকদের চাপও থাকে। ফলে এই ম্যাচ নিয়ে হাইপ তৈরি হওয়াটা স্বাভাবিক। তবে ম্যাচের বাইরেও ভারত-পাকিস্তান, দুই দলের তারকাদের পরস্পরের প্রতি সম্মান, শ্রদ্ধা থাকে। আর সেটা বোঝা গেল এদিন। ধোনির জন্যই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে দুবাইতে ভারত-পাক ম্যাচ দেখতে এসেছেন বশির চাচা। তবে স্রেফ বশির চাচা নন, ধোনির ভক্ত পাকিস্তান ক্রিকেট দলেও রয়েছে।

আরও পড়ুন- ‘এনজয় করেছি, এগিয়ে গিয়েছি’… রেখা থেকে জিনাত আমান, অ্যাফেয়ার নিয়ে Imran Khan

পাক ক্রিকেটার শাহনওয়াজ দাহানিও ধোনির ভক্ত। চোখের সামনে প্রিয় তারকাকে দেখতে পেয়ে তাই তিনি আর উত্তেজনা ধরে রাখতে পারলেন না। তবে আজ ভারতের বিরুদ্ধে দাহানির খেলার সম্ভাবনা কম। তিনি রিজার্ভ দলে রয়েছেন। বড় ম্যাচের আগে অনুশীলনের সময় ধোনিকে দেখতে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ফেলেন তিনি। বাউন্ডারির সামনে ছিলেন দাহানি। সেই সময় ধোনি বাউন্ডারি লাইনের সামনে দিয়ে যাচ্ছিলেন। ধোনিকে দেখেই উচ্ছ্বসিত হয়ে পড়েন পাকিস্তানের এই উঠতি পেসার।

ধোনি প্রথমে দাহানিকে দেখতে পাননি। সেই সময় ধোনির সঙ্গে হেঁটে যাচ্ছিলেন ভারতীয় দলের সাপোর্ট স্টাফ। দাহানি তাঁকেই বলেন, ধোনিকে একবার ডেকে দিতে। ধোনি তাকাতেই হাত নাড়েন দাহানি। ধোনিও পাল্টা হাত নাড়েন তাঁকে দেখে। ধোনির প্রতি তাঁর সম্মান ও ভাল লাগা প্রকাশ করেন পাক পেসার।

ICC T20 World Cup: Ind vs Pak: পাকিস্তানের বিরুদ্ধে প্রথম একাদশে কি Hardik Pandya! সন্দেহ জারি, নজর কাড়ছেন MS Dhoni

#দুবাই: হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) ভারতের অতিরিক্ত অনুশীলনে অংশ নিলেন না৷ পান্ডিয়ার ফিটনেস অনেকদিন ধরেই গুঞ্জন জারি৷ পাকিস্তানের বিরুদ্ধ টি টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup)  ভারতের (Ind vs Pak) ম্যাচ দিয়ে শুরুষ প্রথম ম্যাচে প্রথম একাদশে হার্দিক পান্ডিয়াকে নিয়ে জোর রহস্য জারি৷ টিটোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে ওয়ার্ম আপ ম্যাচে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচে খেলেছেন হার্দিক পান্ডিয়া৷ কিন্তু দুটি ম্যাচেই বোলিং করেননি তিনি৷

অতিরিক্ত অনুশীলনে নজর কাড়লেন মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni) ৷ এদিনের অনুশীলনে দীর্ঘক্ষণ কথা বলেন জসপ্রীত বুমরাহের (Jasprit Bumrah) সঙ্গে৷ টিম ইন্ডিয়া অধিনায়ক বিরাট কোহলি, কেএল রাহুল, সূর্যকুমার যাদব, সহ অধিনায়ক রোহিত শর্মা অতিরিক্ত অনুশীলনে গা ঘামান৷ রবীন্দ্র জাদেজার সঙ্গে নেটে অনুশীলন সেরে নেন ঋষভ পন্থ৷ রিজার্ভ প্লেয়ার শ্রেয়স আইয়ারকে নেটে ব্যাট করতে দেখা যায়৷ তবে নেটে ছিলেন না ইশান কিষাণ৷

বোলাররা সকলেই ক্ষুদ্র ক্ষুদ্র স্পেলে গা ঘামান৷ রবিবারের টি টোয়েন্টি বিশ্বকাপে মেগা ওপেনার৷ ভারত বনাম পাকিস্তান  (Ind vs Pak) ম্যাচকে বাড়তি গুরুত্ব দিতে নারাজ, কিন্তু সঠিক গুরুত্ব দিয়ে সকলেই অতিরিক্ত অনুশীলনে গা ঘামান৷ বুমরাহের মতো তারকা বোলার ধোনির (MS Dhoni) সঙ্গে নেটে আলাদা সময় কাটান৷

বিরাট কোহলি জানিয়েছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) দু ওভার বল করতে পারবেন কিছুদিন বাদ থেকেই৷ তবে তিনি জানিয়েছেন ব্যাট হাতে হার্দিক পান্ডিয়ার কোনও বিকল্প নেই৷

বিরাট কোহলি জানিয়েছেন, ‘‘আসলে ধীরে ধীরে হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) শারীরিক পরিস্থিতি ধীরে ধীরে উন্নত হচ্ছে. দু ওভার বল করার জন্য ও আস্তে আস্তে ফর্মে আসছে৷ টুর্নামেন্টের কোনও এক পর্ব থেকে সেটা সম্ভব৷ আমি দারুণভাবে বিশ্বাস করি ও বল শুরু করার আগে আমাদের বাকি অপশনগুলি ব্যবহার করে দেখে নেওয়া উচিত৷ আমরা আরও কয়েকটা অপশন দেখছি তাই আমরা ওটা নিয়ে মোটেই ভাবছি না৷’’ ভার্চুয়াল প্রেস কনফারেন্সে এই কথা জানিয়েছেন বিরাট কোহলি৷

ICC T20 World Cup: Ind vs Pak: নতুন ছাঁদে Mauka Mauka, দুরন্ত গতিতে Viral Video

#কলকাতা: খেলার মাঠে স্লোগান বিষয়টা নিঃসন্দেহে বাড়তি জোশ দেয়৷ যে কোনও ধরণের খেলাতেই ফ্যানরা যখন নিজেদের পছন্দের স্লোগান দেন তা নিঃসন্দেহেই অ্যাড্রিনালিন পাম্প আরও কয়েকগুণ বাড়িয়ে দেয়৷ আজ টি টোয়েন্টি বিশ্বকাপে (ICC T20 World Cup  ) মেগা ম্যাচ৷ মুখোমুখি টক্করে ভারত বনাম পাকিস্তান (Ind vs Pak) ৷ দুবাইতে এই মেগা ম্যাচের আগে সোশ্যাল মিডিয়ায় জোর ভাইরাল মওকা মওকা (Mauka Mauka) বিজ্ঞাপন৷ আর এই ভাইরাল ভিডিও (Viral Video) ঘিরে ভারত ও পাকিস্তান দুই দলের ফ্যানদের মধ্যেই কথা কাটাকাটি তুঙ্গে৷

টি টোয়েন্টি বিশ্বকাপের সম্প্রচারকারী চ্যানেল নিজেদের হট ফেভারিট মওকা মওকা ট্যাগলাইনকেই এবারের ভারত বনাম পাকিস্তান (Ind vs Pak) ম্যাচের জন্য ব্যবহার করেছে৷ যদিও এবারের ভিডিওতে নতুন ট্যুইস্টও আছে৷ একটি বাচ্চা ছেলে ও মেয়ে স্কুলে রয়েছে৷ সেখানে তাদের শূন্যের ধারণা দেওয়া হচ্ছে৷ আর সেখানেই মেয়েটি ছেলেটিকে বোঝাচ্ছে তাঁর বাবাই শূন্যের ধারণা দিয়েছে৷ ছেলেটির বাবা আসলে আসলে পাকিস্তানি ফ্যান৷ এখনও অবধি ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan) লড়াইতে এখনও অবধি ভারতকে কখনও হারাতে পারেনি পাকিস্তান৷ তাই এইক্ষেত্রে তাদের স্কোর শূন্য৷

আরও পড়ুন – ICC T20 World Cup: Ind vs Pak: স্বামী দলে নেই, তবুও হঠাৎ তুমুল নাচ কেন, ক্রিকেটার পত্নীর Viral Video

এই মওকা মওকা ভিডিওতকে ভিত্তি করে ফ্যানরাও নিজেদের মতো করে ভিডিও বানাচ্ছেন৷ এই মওকা মওকা (Mauka Mauka) ভিডিও সিরিজ স্টার স্পোর্টস লঞ্চ করেছিল ২০১৫ আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপের ( ICC T20 World Cup ) সময় থেকে৷ তখন থেকেই ভাইরাল ভিডিও (Viral Video) এই বিজ্ঞাপনের ক্যাম্পেন৷

দুটি দলই নিজেদের সুপার ১২ অভিযান শুরু করছে একে অপরের বিরুদ্ধে ম্যাচ দিয়ে৷ টি টোয়েন্টি বিশ্বকাপে (ICC T20 World Cup 2021 ) ক্রিকেট ফ্যানদের জন্য সবচেয়ে পছন্দের ম্যাচ খেলেছে৷

আরও পড়ুন – Ind vs Pak: পাকিস্তানের বিরুদ্ধে মেগা ম্যাচের আগে এ কী করছেন বিরাটরা, দেখুন ভিডিও

দুই বছর বাদে বিরাট কোহলি (Virat Kohli) এন্ড কোং খেলবে বাবর আজমের  (Babar Azam) পাকিস্তানের বিরুদ্ধে৷  বিশ্বকাপে আরও একবার ভারত পাকিস্তানের বিরুদ্ধে রেকর্ড অক্ষুন্ন রাখতে পারে কিনা সেটাই দেখার৷

Ind vs Pak: পাকিস্তানের বিরুদ্ধে মেগা ম্যাচের আগে এ কী করছেন বিরাটরা, দেখুন ভিডিও

#দুবাই: ভারত বনাম পাকিস্তান  (Ind vs Pak) ম্যাচের আগে পারদ চড়ছে দুরন্ত গতিতে৷ বিরাট কোহলির (Virat Kohli) নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল মেগা ম্যাচের আগে ব্যস্ত হলেন বিশেষ শ্যুটিংয়ে ৷ টি টোয়েন্টি বিশ্বকাপের (T20 Wold Cup) জন্য নতুন জার্সিতে একেবারে ঝকমকে টিম ইন্ডিয়া শ্যুটিংয়ে একেবারে  চুটিয়ে আনন্দ করলেন৷ তাদের হাসি -মজার ছবি দুরন্ত গতিতে নেটদুনিয়ায় ভাইরাল৷ বিরাট কোহলি এন্ড কোং নিজেদের জার্সি স্পনসর এমপিএল স্পোর্টসের জন্য শ্যুটিংয়ে হাজির ছিলেন৷ কোহলি, রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিন, কেএল রাহুল ক্যামেরার সামনে পোজ করলেন৷

ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) জার্সি সরকারিভাবে অক্টোবরের ১৩ তারিখ লঞ্চ হয়েছে৷ এই জার্সি পরে তারা ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ার্মআপ ম্যাচ খেলেছে৷ ভিডিওটি বিসিসিআই নিজেদের ট্যুইটার হ্যান্ডেলে পোস্ট করেছে ৷ সেখানের ট্যাগলাইনে তারা লিখেছে A bit of shooting fun with the boys to make your day brighter, Team India in the #BillionCheersJersey is a vibe!- অর্থাৎ ছেলেদের সঙ্গে শ্যুটিং মজার, আপনাদের দিনকে আরও উজ্জ্বল করে দেবে৷ বিলিয়ন চিয়ার্স জার্সি একটা অনুভূতি ৷ 

আরও পড়ুন- Ind-Pak: শুধু শোয়েবই ভারতের জামাই নন, Indian ললনার প্রেমে হাবুডুবু ‘এই’ Pak ক্রিকেটাররাও

দেখে নিন সেই মজার আনন্দে ভেসে যাওয়ার টিম ইন্ডিয়ার ভিডিও

টি টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) মেগা টক্কর ভারত বনাম পাকিস্তান (India Vs Pakistan) ম্যাচ ঘিরে উন্মাদন ফ্যানদের মধ্যে তুঙ্গে৷ প্রত্যেকেই ভারত বনাম পাকিস্তান (India Vs Pakistan) ম্যাচ দেখতে চান৷ কিন্তু মাঠে হাজির থেকে কিছু ভাগ্যবানই একমাত্র এই ম্যাচের সাক্ষী হতে পারবেন৷ রবিবারের এই মেগা ম্যাচের সব টিকিট (India vs Pakistan Match Ticket) দু সপ্তাহ আগেই সব বিক্রি হয়ে গেছে৷ টিকিট বিক্রি শুরু হওয়ার আধঘণ্টার মধ্যেই ওয়েটিং ১৩ হাজার পার করে যায়৷ ভারত বনাম পাকিস্তান (Ind vs Pak) ম্যাচের টিকিটের দাম (Ticket Price) নিয়ে আলোচনা তুঙ্গে৷  কিন্তু এখনও কেউই আশা ছাড়তে রাজি নন যে তাঁরা  টি টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পাবেন না৷ ভারত ও পাকিস্তান দুই দলের ফ্যানরাই দুবাই পৌঁছে যাচ্ছেন৷ দুবাইয়ের হোটেল সব ফুল হয়ে গেছে৷

Brett Lee on Rahul and Shami : রাহুল এবং শামিকেই টি টোয়েন্টি বিশ্বকাপের সেরা দেখতে পাচ্ছেন ব্রেট লি

#আবুধাবি: যখন বল হাতে ব্যাটসম্যানদের দিকে এগিয়ে আসতেন, হৃদকম্পন বেড়ে যেত সকলের। ব্রেট লির গতিতে কাবু হননি, এমন ব্যাটসম্যান খুঁজে পাওয়া মুশকিল। ক্রিকেট ধারাভাষ্যকার এবং পন্ডিত হিসেবেও নির্দ্বিধায় নিজের মতামত ব্যক্ত করতে পারেন। রাত পোহালেই আগামীকাল শনিবার থেকে শুরু হচ্ছে বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্ব। শুরু হবে বড় দলগুলোর হাড্ডাহাড্ডি লড়াই। অনেক প্রাক্তন ক্রিকেটারই এই বিশ্বকাপের সম্ভাব্য সেরা পারফর্মার বেছে নিচ্ছেন। এবার সেই তালিকায় নাম লেখালেন প্রাক্তন অজি পেস সুপারস্টার ব্রেট লি।

তার মতে, সেরা ব্যাটার এবং সেরা বোলার দুই ক্ষেত্রেই শীর্ষে থাকবে ভারত। ব্রেট লি বলেছেন, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা ব্যাটার হবেন লোকেশ রাহুল। বোলার হিসেবে সবচেয়ে বেশি উইকেট নেবেন মহম্মদ শামি। আইসিসির একটি নিবন্ধে তিনি লিখেছেন, ‘ভারতের প্রথম পাঁচ ব্যাটার এবং বোলাররা যে দারুণ ছন্দে আছে, তাতে ভারতই বিশ্বকাপ শিরোপার বড় দাবিদার। এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি রান করতে পারে লোকেশ রাহুল। আর সবচেয়ে বেশি উইকেট নিতে পারে শামি। শেষ কয়েক মাসে তারা খুব ভাল ছন্দে আছে।’

ব্রেট লির মতে এই দুই ক্রিকেটার যদি ছন্দে থাকে তা হলে ভারতকে আটকানো বেশ কঠিন হবে। ভারতকে নিয়ে আশাবাদী হলেও নিজের দেশকে নিয়ে খুব উচ্ছ্বসিত নন লি। তিনি লিখেছেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে অস্ট্রেলিয়ার খুব বেশি সাফল্য নেই। সময় এসেছে সেই ইতিহাস বদলে দেওয়ার। আমাদের দলে বেশ কিছু ক্রিকেটার আছে, যারা ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। তবে সেটা খুব সহজ হবে না। কারণ এই আসরে ইংল্যান্ড, ভারত এবং নিউজিল্যান্ডের মতো দল আছে।’

ব্রেট লি একা নন, কে এল রাহুল নিয়ে আরও প্রাক্তন ক্রিকেটাররা মন্তব্য করেছেন। প্রথম প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে ওপেন করতে নেমে দুর্দান্ত ছন্দে ব্যাট করতে দেখা গিয়েছিল কে এল রাহুলকে। মাত্র ২৩ বলে অর্ধশতরান করেছিলেন তিনি। দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩৯ করেন তিনি। তবে শুধু এই ম্যাচ দেখে নয়, আইপিএলে যে ছন্দে ব্যাট করেছিলেন পঞ্জাব অধিনায়ক, তার সেই ফর্ম যদি ধরে রাখতে পারেন আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে, তাহলে অন্য দলগুলোর ভাগ্যে দুঃখ আছে মনে করেন প্রাক্তন তারকারা।

ভিভিএস লক্ষ্মণ এবং দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা ডেল স্টেইন পরিষ্কার জানিয়ে দিয়েছেন কে এল রাহুল যদি নিজের স্বাভাবিক ব্যাটিং তুলে ধরতে পারেন, তাহলে টি টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রান স্কোরার হওয়ার ক্ষমতা আছে। মহম্মদ শামি একবার নিজের ছন্দ পেয়ে গেলে বিশ্বের সেরা ব্যাটসম্যানদের ঝামেলায় ফেলতে পারেন। এই দুজন ছাড়াও ভারতের হাতে রোহিত, বিরাট, বুমরার মত ম্যাচ উইনার রয়েছে।

Bangladesh win over PNG : বিশাল ব্যবধানে জিতে সুপার টুয়েলভের ছাড়পত্র পেল সাকিবের বাংলাদেশ

#মাস্কাট:  ধীরে ধীরে ছন্দে ফিরছে বাংলাদেশ। টাইগারদের গর্জন ক্রমশ জোরালো হচ্ছে। প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ৬ রানে হেরে কিছুটা আতঙ্ক ভর করেছিল; কিন্তু দ্বিতীয় ম্যাচেই ওমানকে ২৬ রানে হারিয়ে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। শেষ ম্যাচে আজ পাপুয়া নিউগিনিকে ৮৪ রানের বিশাল ব্যবধানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ নিশ্চিত করেছে মাহমুদউল্লাহ রিয়াদরা।

বাংলাদেশের ছুড়ে দেয়া ১৮২ রানতাড়া করতে নেমে বাংলাদেশের বোলারদের তোপের মুখে পাপুয়া নিউগিনি অলআউট হয় ৯৭ রানেই। ফলে টি-টোয়েন্টিতে নিজেদের ইতিহাসে বাংলাদেশ তুলে নিলো সবচেয়ে বড় জয়। সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্যের সামনেই মূলত উড়ে গেলো পাপুয়া নিউগিনি। ব্যাট হাতে ৪৬ রান করার পাশাপাশি বল হাতে তিনি নেন ৪ উইকেট। শুধু উইকেট নেয়াই নয়, সবচেয়ে কৃপণও ছিলেন তিনি। তার ৪ ওভার থেকে মাত্র ৯টি রান নিতে পেরেছে পাপুয়া নিউগিনির ব্যাটাররা।

সাকিবের ঘূর্ণির সঙ্গে পাপুয়া নিউগিনির ব্যাটসম্যানদের সামনে ত্রাস হিসেবে হাজির হন সাইফউদ্দিন, তাসকিন এবং মেহেদী হাসানরা। শঙ্কা জেগেছিল, ৫০ রানের মধ্যেই না আবার অলআউট হয়ে যায় পাপুয়া নিউগিনি। কিন্তু আট নম্বরে ব্যাট করতে নামা কিপলিন ডোরিগা ৩৪ বলে খেলেন অপরাজিত ৪৬ রানের ইনিংস। তার এই ঝড়ো ব্যাটিংয়ের ওপর ভর করেই ৯০ এর ঘর পার হয়ে যায় পিএনজি।

প্রায় একশ’র কাছাকাছি গিয়ে থামে তারা। সাকিব আল হাসানের ৪ উইকেট ছাড়াও ২টি করে উইকেট নেন সাইফউদ্দিন এবং তাসকিন নেন ২টি করে উইকেট। ১ উইকেট নেন মেহেদী হাসান। সাকিব ভাগ বসিয়েছেন শহিদ আফ্রিদির রেকর্ডে। টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এতদিন সর্বোচ্চ উইকেটের রেকর্ড ছিল পাকিস্তানের প্রাক্তন  অধিনায়ক শহিদ আফ্রিদির।

৩৪টি বিশ্বকাপ ম্যাচ খেলে আফ্রিদির শিকার ৩৯টি। সেখানে মাত্র ২৮ ম্যাচেই আফ্রিদির রেকর্ড ছুঁয়ে ফেলেছেন সাকিব। আগামী ম্যাচে আর একটি উইকেট পেলেই সাকিব চলে যাবেন শীর্ষে। বলের হিসেবেও আফ্রিদির চেয়ে অনেক এগিয়ে আছেন বিশ্বসেরা অল-রাউন্ডার।

Bangladesh vs Oman: ওমানকে হারিয়েও স্বস্তিতে নেই বাংলাদেশ, সাকিবদের সুপার টুয়েলভে ওঠার অঙ্কটা কী ?

Photo Courtesy: ICC

মাস্কাট: প্রথম ম্যাচেই স্কটল্যান্ডের কাছে হারতে হয়েছিল ৷ মঙ্গলবার ওমানের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে জিতলেও যথেষ্ট ঘাম ঝরাতে হয়েছে সাকিবদের ৷ কিন্তু জেতার পরেও টি২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে খেলা এখনও নিশ্চিত নয় বাংলাদেশের ৷ 

গ্রুপ-বি-তে এই মুহূর্তে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ ৷ ওমানের বিরুদ্ধে মঙ্গলবার হারলেই বিশ্বকাপ অভিযান শেষ হয়ে যেত সাকিবদের ৷ কিন্তু শেষপর্যন্ত ২৬ রানে ম্যাচ জিতে নিয়ে পরের রাউন্ডে ওঠার আশা জিইয়ে রেখেছে বাংলাদেশ ৷

এই গ্রুপে দুটি ম্যাচের মধ্যে দুটিতেই জিতে শীর্ষে রয়েছে স্কটল্যান্ড ৷ অন্যদিকে ওমান ও বাংলাদেশের দুটি ম্যাচ খেলে সংগ্রহ ৪ পয়েন্ট ৷ বাংলাদেশ শেষ ম্যাচ খেলবে পাপুয়া নিউ গিনির বিরুদ্ধে ৷ তবে ওই ম্যাচ জিতলেই যে বাংলাদেশের সুপার টুয়েলভ নিশ্চিত, তা কিন্তু নয় ৷ কারণ লড়াইয়ে রয়েছে ওমানও ৷ নেট রান রেটে তারা এগিয়ে রয়েছে বাংলাদেশের থেকে ৷ তাই পাপুয়া নিউ গিনিকে এরপরের ম্যাচে হারানোর পাশাপাশি বেশি ব্যবধানে হারিয়ে নেট রান রেট আরও ভালো করার প্রয়োজন রয়েছে বাংলাদেশের ৷ কারণ ওমান যদি শেষ ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে দেয়, তবে তিন দলেরই পয়েন্ট সংখ্যা দাঁড়াবে ৪। সেক্ষেত্রে নেট রান রেটে যে দু’টি দল এগিয়ে থাকবে, তারাই পরের রাউন্ডে উঠবে।

তবে এর একটি সহজ অঙ্কও রয়েছে ৷ তা হল বাংলাদেশ তাদের শেষ ম্যাচে পাপুয়া নিউ গিনিকে হারানোর পাশাপাশি ওমান যদি নিজেদের শেষ ম্যাচে হেরে যায়, তাহলে আর সাকিবদের সুপার টুয়েলভে ওঠার অঙ্কে কোনও জটিলতা থাকবে না ৷

এই মুহূর্তে পয়েন্ট টেবলে কে কোথায় ?

১. স্কটল্যান্ড- ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে। তাদের নেট রান-রেট +০.৫৭৫।

২. ওমান- ২ ম্যাচ খেলে সংগ্রহ ২ পয়েন্ট । তাদের নেট রান-রেট +০.৬১৩।

৩. বাংলাদেশ- ২ ম্যাচ খেলে ২ পয়েন্ট । তাদের নেট রান-রেট +০.৫০০।

৪.পাপুয়া নিউ গিনি- ২ ম্যাচ খেলে কোনও পয়েন্ট সংগ্রহ করতে পারেনি। -তাদের নেট রান-রেট -১.৮৬৭।

Curtis Campher Creates History: চার বলে চার উইকেট, টি টোয়েন্টি বিশ্বকাপের শুরুতেই ইতিহাস গড়লেন আয়ারল্যান্ডের পেসারের

#আবু ধাবি: টি টোয়েন্টি বিশ্বকাপের (ICC T20 World Cup) যোগ্যতা অর্জন পর্বে বাংলাদেশকে হারিয়ে চমকে দিয়েছিল স্কটল্যান্ড৷ এবার চমক দেখালেন আয়ারল্যান্ডের ফাস্ট বোলার কার্টিস ক্যাম্পার (Curtis Campher)৷ সোমবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে পর পর চার বলে চার উইকেট নিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে ইতিহাস গড়লেন তিনি (Curtis Campher Creates History)৷

টি টোয়েন্টি ক্রিকেটে মালিঙ্গা, রশিদ খানের পর তৃতীয় বোলার হিসেবে এই কীর্তি গড়লেন আইরিশ পেসার। টি টোয়েন্টি বিশ্বকাপের (ICC T20 World Cup) আসরে দ্বিতীয় বোলার হিসেবে হ্যাটট্রিক করলেন কার্টিস। এর আগে ২০০৭ সালে বাংলাদেশের বিরুদ্ধে  হ্যাটট্রিক করেছিলেন অস্ট্রেলিয়ার জোরে বোলার ব্রেট লি। এ দিন নেদারল্যান্ডস ইনিংসের দশম ওভারে এই নজির গড়েন কার্টিস (Curtis Campher)।

আরও পড়ুন: ভুল থেকে শিক্ষা নিয়েই ওমানের বিরুদ্ধে লড়বে বাংলাদেশ বলছেন অধিনায়ক

পর পর চার বলে নেদারল্যান্ডসের কলিন আকারম্যান, রায়ান টেন দুশখাতে, স্কট এডওয়ার্ডস এবং ভ্যান ডার মারউইকে ফিরিয়ে দেন ক্যাম্পার৷ এ দিন আবু ধাবিতে এই কীর্তি গড়েন তিনি৷

এ দিন অবশ্য দিনের শুরুটা ভাল হয়নি ক্যাম্পারের৷ নেদারল্যান্ডস ইনিংসের সপ্তম ওভারে তাঁকে আক্রমণে আনা হয়৷ প্রথম ওভারে দু’টি বাউন্ডারি দিয়ে বসেন ক্যাম্পার৷ পরে সংবাদমাধ্যমে তিনি জানান, খারাপ বোলিংয়ের জন্য অধিনায়ক অ্যান্ডি বালবির্নির কাছে ক্ষমা চেয়ে নিয়ে প্রান্ত বদল করে ফের আক্রমণে আসেন তিনি৷ আর তার পরেই অবিশ্বাস্য ওভার উপহার দেন আইরিশ পেসার৷

ম্যাচের শেষ ক্যাম্পার জানান, ‘সত্যি কথা বলতে লসিথ মালিঙ্গা এবং রশিদ খানের কীর্তি স্পর্শ করার কথা ভাবিনি৷ আমি শুধু জানতাম আমাকে নিজের দক্ষতা অনুযায়ী বোলিং করতে হবে৷ স্টাম্পে বল রেখে আক্রমণের চেষ্টা করেছি৷ তাতেই সাফল্য এসেছে৷’

ক্যাম্পারের দাপটেই এ দিন ২০ ওভারে মাত্র ১০৬ রান তোলে নেদারল্যান্ডস৷ মাত্র ১৫ ওভারেই তিন উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় আইরিশরা৷ ক্যাম্পার জানিয়েছেন, দলের জয়েই তিনি সবথেকে বেশি তৃপ্ত৷

 

Video: ইন্টারভিউ দিচ্ছিলেন Hardik Pandya, মধ্যিখানে ঢুকে পড়ল সে…দেখুন ভিডিও

#দুবাই : ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) আশ্চর্যচকিত হয়ে গেলেন৷ এই মুহূর্তে টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ খেলার জন্য সংযুক্ত আরব আমিরশাহিতে রয়েছে ভারতীয় ক্রিকেট দল৷ সেখানেই দলের সঙ্গে রয়েছেন তারকা ক্রিকেটার হার্দিক পান্ডিয়াও৷ টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের (T20 World Cup 2021) আগে ইন্টারভিউ দিচ্ছিলেন৷ সেই সময়েই স্টুডিওতে ভারতীয় দলের নতুন জার্সি পরে ইন্টারভিউ দেওয়ার প্রস্তুতি চলছিল হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya)৷ সেখানেই হঠাৎ করে এক খুদে ঢুকে পড়ে৷

সে আর কেউ নয়, হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) ছেলে অগস্ত্য৷ বাবাকে ক্যামেরার সামনে বসতে দেখে সে বাবা-বাবা বলে দৌড়ে সেখানে চলে যায়৷ হার্দিকও ছেলেকে দেখে আপ্লুত হয়ে যায়৷ আসলে বাবা ও সন্তানের সম্পর্ক একেবারে অনবদ্য এই ভিডিওতে সেটাই দেখা যাচ্ছে৷ এই অপূর্ব ভালোবাসার মুহূর্তটি নিজেদের অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলে পোস্ট করেছে বিসিসিআই৷

ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে তাতে হার্দিক পান্ডিয়া টিম ইন্ডিয়া (Indian Cricket Team) টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের (T20 World Cup 2021) জার্সি পরে রয়েছেন৷ তিনি ইন্টারভিউ দেওয়ার জন্য বসে রয়েছেন৷ লাইটস-ক্যামেরাও দেখা যাচ্ছে৷ হার্দিক পান্ডিয়া আইপিএলে মুম্বইয়ের জার্সিতে খেলেন৷ এখন তিনি টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুতি সারছিলেন৷

আরও পড়ুন – Viral: বন্দুকের সাইজ এত ছোট যে হাতের তালুতে লুকিয়ে ফেলা যায়! দাম ৫ লক্ষ টাকা

দেখে নিন সেই কিউট ভিডিও (Video) ৷

ভারতীয় ক্রিকেট দল সোমবার দুবাইতে আইসিসি অ্যাকাডেমি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ার্মআপ ম্যাচ খেলছে৷ এই ম্যাচে হার্দিক পান্ডিয়া বোলিং করতে দেখা যেতে পারে৷ তিনি লম্বা সময় ধরে বোলিং করছেন না৷ যা সকলের চিন্তার বিষয় হয়ে রয়েছে৷ তাঁর প্লেয়িং ইলেভেনে থাকা না থাকাও এই মুহূর্তে প্রশ্নের সামনে৷ অনেকেই মনে করছেন যদি তিনি বোলিং না করেন তাহলে তাঁর প্রথম একাদশে থাকা নিয়ে অনেক সংশয় আছে৷

আরও পড়ুন – Bollywood: আধো আলো, আধো অন্ধকারে বিয়ের গাউনে Malaika Arora, See Pics

উল্লেখযোগ্য যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে (ICC T20 World Cup ) ভারত প্রথম ম্যাচ খেলবে পাকিস্তানের বিরুদ্ধে৷ ২৪ অক্টোবর সেই ম্যাচ হবে৷ এই ম্যাচ দুবাই ইন্টারন্যাশানাল ক্রিকেট স্টেডিয়ামে খেলা হবে৷

ICC T20 World Cup: ঘূর্ণিঝড় ‘শাহিন’-এর বাধা টপকেই টি২০ বিশ্বকাপ খেলতে মাস্কাট পৌঁছল বাংলাদেশ ক্রিকেট দল

মাস্কাট: ঘূর্ণিঝড় ‘শাহিন’-এর জেরে অনেক সমস্যার মধ্যেই টি২০ বিশ্বকাপ খেলতে ওমানে পৌঁছল বাংলাদেশ ক্রিকেট দল ৷ মাস্কাটে পৌঁছে নিয়ম অনুযায়ী একদিনের হোটেল কোয়ারেন্টাইনে থাকতে হবে দলকে ৷ ওমানে অনুশীলনের পাশাপাশি নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচও খেলবেন বাংলাদেশের ক্রিকেটাররা ৷ এরপর বিশ্বকাপের শেড্যুলড ওয়ার্ম আপ ম্যাচ খেলতে আমিরশাহীতে যাবেন মাহমুদুল্লাহরা ৷

আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে অধিনায়ক হিসেবে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন মাহমুদুল্লাহ রিয়াদ। দলে নেই কোনও চমক। সম্প্রতি নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে যারা খেলছেন তাদের ১৫ জনকে রেখে বিশ্বকাপের দল সাজানো হয়েছে। স্ট্যান্ডবাই হিসেবে রুবেল হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লবকে সংযুক্ত আরব আমিরশাহীতে নিয়ে যাওয়া হয়েছে।

আগামী ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিরুদ্ধে আল আমিরাতে ম্যাচ দিয়েই বিশ্বকাপের কোয়ালিফাইং পর্বে তাদের অভিযান শুরু করছে বাংলাদেশ ৷ এরপর ওমান এবং পাপুয়া নিউগিনির বিরুদ্ধে কোয়ালিফাইং পর্বের ম্যাচ খেলবেন মাহমুদুল্লাহরা ৷ যোগ্যতা অর্জন পর্বে বাকি দলগুলির মধ্যে ফেভারিট দুই দল অবশ্যই বাংলাদেশ এবং শ্রীলঙ্কা ৷

এদিকে ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য টিকিট বিক্রি শুরু হয়েছে। রবিবার থেকে অনলাইনে শুরু হয়ে গেল টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচের টিকিট। করোনা পরবর্তী পরিস্থিতিতে মাঠে ফিরতে চলেছে দর্শক (ICC T20 World Cup)।

বিশ্বকাপের ম্যাচে মাঠে দর্শকের প্রবেশের অনুমতি দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহী ও ওমান সরকার। টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঠে দর্শক প্রবেশ করানোর বিষয়ে বেশ কয়েকদিন ধরেই আইসিসি এবং স্থানীয় সরকারের সঙ্গে আলোচনা চালাচ্ছিল বিসিসিআই (BCCI)। করোনার কারণে ভারতের বদলে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন হচ্ছে সংযুক্ত আরব আমিরশাহী ও ওমানে। তবে আয়োজক দেশ হিসেবে রয়েছে ভারত।

১৭ অক্টোবর থেকে বিশ্বকাপের কোয়ালিফাইং রাউন্ড শুরু। প্রথম ম্যাচ আয়োজিত হবে ওমানের রাজধানী মাস্কাটে। টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রত্যেকটি ম্যাচে ৭০% দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহীর সরকার। অন্যদিকে ওমানের রাজধানী মাস্কাটের ম্যাচ গুলিতে ৩ হাজার দর্শক স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন। ওমানে খেলা ম্যাচের টিকিটের সর্বনিম্ন মূল্য ১০ ওমানি রিয়াল। সংযুক্ত আরব আমিরশাহীর ম্যাচ গুলির জন্য সর্বনিম্ন টিকিটের দাম ৩০ দিরহাম ধার্য করা হয়েছে।