Category Archives: ওপার বাংলা

India Bangladesh News: বাংলাদেশে অশান্তির প্রভাব! ওপারে থাকা ভারতের জমিতে যেতে পারছেন না রাজ্যের কৃষকরা

জলপাইগুড়ি: বাংলাদেশে অশান্তির জেরে এপার বাংলায় বন্ধ চাষাবাদ, বিপাকে পড়েছেন ভারতীয় কৃষকদের একাংশ। ভারত – বাংলাদেশ সীমান্ত লাগোয়া এলাকাগুলির মধ্যে ইতিমধ্যেই সংবাদ শিরোনামে এসেছে জলপাইগুড়ির সদর ব্লকের সাতকুড়া, মানিকগঞ্জ। এরই সঙ্গে দোসর হয়েছে কাঁটাতারের ওপারে ভারতের জমিতে চাষাবাদ করতে না পারা।

আরও পড়ুন: বাংলাদেশের দায়িত্ব নেওয়ার পরে ইউনুসকে শুভেচ্ছা জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী, কী বললেন মমতা?

ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতার থাকলেও সে দেশে ভারত সরকারের তরফে রয়েছে প্রায় ১৫০০ বিঘা জমি। সেই জমিই রক্ষণাবেক্ষণ করে, জমিতে চা থেকে শুরু করে ধান এবং অন্যান্য নানা সবজি চাষ করে অর্থ উপার্জন করতেন জলপাইগুড়ির মানিকগঞ্জ সংলগ্ন সাতকুরা (দক্ষিণ বেরুবাড়ী) এলাকার মানুষ। কিন্তু বাংলাদেশের উত্তাল পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিকের পথে গেলেও কাঁটাতার পেরিয়ে সে দেশে যেতে পারছেন না কৃষকেরা। এতে যেমন জমির রক্ষণাবেক্ষণ বন্ধ ও পাশাপাশি বন্ধ চাষাবাদ।

আরও পড়ুন: শেষ বার আলিমুদ্দিনে বুদ্ধদেব, শেষ শ্রদ্ধা জানাচ্ছেন বাম নেতা-কর্মী-সমর্থকরা

একদিকে, যেমন চা গাছ পরিষ্কার পরিচ্ছন্ন করা যাচ্ছে না অন্যদিকে, ধান গাছ পরিচর্যা করা যাচ্ছে না। তাই জমির ফসল রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে। রুজিরুটি বন্ধ হয়ে যাওয়ায় সমস্যার সম্মুখীন সীমান্ত গ্রামের কৃষকরা। এর আগে আধার কার্ড বিএসএফের কাছে জমা রেখে কাঁটাতার পেরিয়ে যাওয়া যেত ভারতের সেই জমিতে। কিন্তু গত কয়েক দিন ধরে ওপার বাংলার হিংসাত্মক ঘটনাকে কেন্দ্র করে বন্ধ সেই যাতায়াত। কবে পরিস্থিতির স্বাভাবিক হবে সেই চিন্তায় দিশেহারা এলাকার কৃষকরা।

GK: ইউটিউব ছাড়া আমাদের একদিনও চলে না, জানেন কি ইউটিউব তৈরি করেছিলেন এক বাঙালি?

ইউটিউব এখন আমাদের অবসরযাপনের সবচেয়ে বড় সঙ্গী। যে কোনও বিষয়ের যে কোনও জিনিস ভিডিও বা অডিওর মাধ্যমে জানার জন্য আমরা ইউটিউবের স্মরণাপন্ন হই। বর্তমানে ইউটিউব মানেই গুগলের একটি প্রোডাক্ট।
ইউটিউব এখন আমাদের অবসরযাপনের সবচেয়ে বড় সঙ্গী। যে কোনও বিষয়ের যে কোনও জিনিস ভিডিও বা অডিওর মাধ্যমে জানার জন্য আমরা ইউটিউবের স্মরণাপন্ন হই। বর্তমানে ইউটিউব মানেই গুগলের একটি প্রোডাক্ট।
কিন্তু জানেন কি ইউটিউব গুগুল তৈরিই করেনি, বরং ইউটিউব তৈরির নেপথ্যে রয়েছেন এক বাঙালি, যার কালজয়ী ভাবনায় ইউটিউব এখন বিশ্বের সবচেয়ে বড় ভিডিও প্ল্যাটফর্ম।
কিন্তু জানেন কি ইউটিউব গুগুল তৈরিই করেনি, বরং ইউটিউব তৈরির নেপথ্যে রয়েছেন এক বাঙালি, যার কালজয়ী ভাবনায় ইউটিউব এখন বিশ্বের সবচেয়ে বড় ভিডিও প্ল্যাটফর্ম।
২০০৫ সালে ভ্যালেন্টাইনস ডে-র দিন স্টিভ চেন, স্যাড হার্লে এবং জাবেদ করিম মিলে ইউটিউব লঞ্চ করেন। এর মধ্যে জাবেদ করিম ছিলেন বাংলাদেশি। জাবেদের বাবার নাম মইনুল করিম। ইউটিউবের প্রতিষ্ঠাতা তিন বন্ধুই এক সময়ে কাজ করতেন অনলাইন পেমেন্ট সংস্থা পেপাল-এ।
২০০৫ সালে ভ্যালেন্টাইনস ডে-র দিন স্টিভ চেন, স্যাড হার্লে এবং জাবেদ করিম মিলে ইউটিউব লঞ্চ করেন। এর মধ্যে জাবেদ করিম ছিলেন বাংলাদেশি। জাবেদের বাবার নাম মইনুল করিম। ইউটিউবের প্রতিষ্ঠাতা তিন বন্ধুই এক সময়ে কাজ করতেন অনলাইন পেমেন্ট সংস্থা পেপাল-এ।
২০০৫ সালেই ২৩ এপ্রিল ইউটিউবে প্রথম ভিডিওটি আপলোড করা হয়। ‘মি অ্যাট দ্য জু’ নামে সেই ভিডিওটি আপলোড করেছিলেন জাবেদ করিমই, এখনও এই ভিডিওটি ইউটিউবে রয়েছে।
২০০৫ সালেই ২৩ এপ্রিল ইউটিউবে প্রথম ভিডিওটি আপলোড করা হয়। ‘মি অ্যাট দ্য জু’ নামে সেই ভিডিওটি আপলোড করেছিলেন জাবেদ করিমই, এখনও এই ভিডিওটি ইউটিউবে রয়েছে।
তিন বন্ধু মিলে তৈরি করেছিলেন এমন একটি ভিডিও প্ল্যাটফর্ম, যেখানে ভিডিও আপলোড করবে দেখা যাবে সারা বিশ্বে। ইউটিউব যে ভবিষ্যতে সারা বিশ্বের বিনোদনের সংজ্ঞা বদলে দেবে তা বুঝতে পেরেছিল গুগল।
তিন বন্ধু মিলে তৈরি করেছিলেন এমন একটি ভিডিও প্ল্যাটফর্ম, যেখানে ভিডিও আপলোড করবে দেখা যাবে সারা বিশ্বে। ইউটিউব যে ভবিষ্যতে সারা বিশ্বের বিনোদনের সংজ্ঞা বদলে দেবে তা বুঝতে পেরেছিল গুগল।
এক বছরের মধ্যেই, অর্থাৎ ২০০৬ সালে ১৪ হাজার কোটি টাকায় ইউটিউবকে কিনে নেয় গুগল। বর্তমানে জাবেদ বিভিন্ন সংস্থায় টাকা লগ্নি করেন, ইউটিউবের সঙ্গে তাঁর আর কোনও যোগাযোগ নেই।
এক বছরের মধ্যেই, অর্থাৎ ২০০৬ সালে ১৪ হাজার কোটি টাকায় ইউটিউবকে কিনে নেয় গুগল। বর্তমানে জাবেদ বিভিন্ন সংস্থায় টাকা লগ্নি করেন, ইউটিউবের সঙ্গে তাঁর আর কোনও যোগাযোগ নেই।

ICC T20 World Cup: ঘূর্ণিঝড় ‘শাহিন’-এর বাধা টপকেই টি২০ বিশ্বকাপ খেলতে মাস্কাট পৌঁছল বাংলাদেশ ক্রিকেট দল

মাস্কাট: ঘূর্ণিঝড় ‘শাহিন’-এর জেরে অনেক সমস্যার মধ্যেই টি২০ বিশ্বকাপ খেলতে ওমানে পৌঁছল বাংলাদেশ ক্রিকেট দল ৷ মাস্কাটে পৌঁছে নিয়ম অনুযায়ী একদিনের হোটেল কোয়ারেন্টাইনে থাকতে হবে দলকে ৷ ওমানে অনুশীলনের পাশাপাশি নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচও খেলবেন বাংলাদেশের ক্রিকেটাররা ৷ এরপর বিশ্বকাপের শেড্যুলড ওয়ার্ম আপ ম্যাচ খেলতে আমিরশাহীতে যাবেন মাহমুদুল্লাহরা ৷

আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে অধিনায়ক হিসেবে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন মাহমুদুল্লাহ রিয়াদ। দলে নেই কোনও চমক। সম্প্রতি নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে যারা খেলছেন তাদের ১৫ জনকে রেখে বিশ্বকাপের দল সাজানো হয়েছে। স্ট্যান্ডবাই হিসেবে রুবেল হোসেন ও আমিনুল ইসলাম বিপ্লবকে সংযুক্ত আরব আমিরশাহীতে নিয়ে যাওয়া হয়েছে।

আগামী ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিরুদ্ধে আল আমিরাতে ম্যাচ দিয়েই বিশ্বকাপের কোয়ালিফাইং পর্বে তাদের অভিযান শুরু করছে বাংলাদেশ ৷ এরপর ওমান এবং পাপুয়া নিউগিনির বিরুদ্ধে কোয়ালিফাইং পর্বের ম্যাচ খেলবেন মাহমুদুল্লাহরা ৷ যোগ্যতা অর্জন পর্বে বাকি দলগুলির মধ্যে ফেভারিট দুই দল অবশ্যই বাংলাদেশ এবং শ্রীলঙ্কা ৷

এদিকে ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর। টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য টিকিট বিক্রি শুরু হয়েছে। রবিবার থেকে অনলাইনে শুরু হয়ে গেল টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচের টিকিট। করোনা পরবর্তী পরিস্থিতিতে মাঠে ফিরতে চলেছে দর্শক (ICC T20 World Cup)।

বিশ্বকাপের ম্যাচে মাঠে দর্শকের প্রবেশের অনুমতি দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহী ও ওমান সরকার। টি-টোয়েন্টি বিশ্বকাপের মাঠে দর্শক প্রবেশ করানোর বিষয়ে বেশ কয়েকদিন ধরেই আইসিসি এবং স্থানীয় সরকারের সঙ্গে আলোচনা চালাচ্ছিল বিসিসিআই (BCCI)। করোনার কারণে ভারতের বদলে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন হচ্ছে সংযুক্ত আরব আমিরশাহী ও ওমানে। তবে আয়োজক দেশ হিসেবে রয়েছে ভারত।

১৭ অক্টোবর থেকে বিশ্বকাপের কোয়ালিফাইং রাউন্ড শুরু। প্রথম ম্যাচ আয়োজিত হবে ওমানের রাজধানী মাস্কাটে। টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রত্যেকটি ম্যাচে ৭০% দর্শক প্রবেশের অনুমতি দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহীর সরকার। অন্যদিকে ওমানের রাজধানী মাস্কাটের ম্যাচ গুলিতে ৩ হাজার দর্শক স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন। ওমানে খেলা ম্যাচের টিকিটের সর্বনিম্ন মূল্য ১০ ওমানি রিয়াল। সংযুক্ত আরব আমিরশাহীর ম্যাচ গুলির জন্য সর্বনিম্ন টিকিটের দাম ৩০ দিরহাম ধার্য করা হয়েছে।