Tag Archives: Toss

IPL 2024: টসের জন্য আলাদা অনুশীলন করছেন আইপিএল অধিনায়ক, ব্যাপারটা কী

এমএস ধোনির পর চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিচ্ছেন ঋতুরাজ গায়কোয়াড়। ব্যাট হাতে সিএসকে অধিনায়ক দুরন্ত ফর্মে থাকলেও টস ভাগ্য একাবারেই সাথ দিচ্ছে না ঋতুরাজের।
এমএস ধোনির পর চেন্নাই সুপার কিংসকে নেতৃত্ব দিচ্ছেন ঋতুরাজ গায়কোয়াড়। ব্যাট হাতে সিএসকে অধিনায়ক দুরন্ত ফর্মে থাকলেও টস ভাগ্য একাবারেই সাথ দিচ্ছে না ঋতুরাজের।
পঞ্জাব কিংসের বিরুদ্ধে হারের পর ১০ ম্যাচে ৫ জয় ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থান রয়েছে সিএসকে। যার ফলে চেন্নাইয়েপ প্লে-অফের ওঠার পথ অনেকটাই কঠিন হয়েছে।
পঞ্জাব কিংসের বিরুদ্ধে হারের পর ১০ ম্যাচে ৫ জয় ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চতুর্থ স্থান রয়েছে সিএসকে। যার ফলে চেন্নাইয়েপ প্লে-অফের ওঠার পথ অনেকটাই কঠিন হয়েছে।
তবে সিএসকের এবছর একাধিক ম্যাচ হারার পিছনে অন্য এক কারণ সামনে এসেছে। আর সেই কারণ হল অধিনায়কের টস না জেতা। ১০ ম্যাচের মধ্যে ৯টি ম্যাচেই টস হেরেছেন ঋতুরাজ গায়কোয়াড়।
তবে সিএসকের এবছর একাধিক ম্যাচ হারার পিছনে অন্য এক কারণ সামনে এসেছে। আর সেই কারণ হল অধিনায়কের টস না জেতা। ১০ ম্যাচের মধ্যে ৯টি ম্যাচেই টস হেরেছেন ঋতুরাজ গায়কোয়াড়।
পঞ্জাব ম্যাচ শেষে টস হারার সমস্যার কথা নিজেই মেনে নিয়েছেন ঋতুরাজ। এমকী টস হারতে হারতে তাঁর এমন অবস্থা হয়েছে যে অনুশীলনের সময় টস আলাদা করে অনুশীলন করছেন তিনি।
পঞ্জাব ম্যাচ শেষে টস হারার সমস্যার কথা নিজেই মেনে নিয়েছেন ঋতুরাজ। এমকী টস হারতে হারতে তাঁর এমন অবস্থা হয়েছে যে অনুশীলনের সময় টস আলাদা করে অনুশীলন করছেন তিনি।
ঋতুরাজ গায়কোয়াড় বলেছেন,"কিছুতেই টসটা আমাদের পক্ষে যাচ্ছে না। বুঝতেই পারছি না এটার জন্য কী করব? সত্যি বলতে, এখন টস করতে গেলেই চাপে পড়ে যাই। টসের জন্য অনুশীলনও করছি।"
ঋতুরাজ গায়কোয়াড় বলেছেন,”কিছুতেই টসটা আমাদের পক্ষে যাচ্ছে না। বুঝতেই পারছি না এটার জন্য কী করব? সত্যি বলতে, এখন টস করতে গেলেই চাপে পড়ে যাই। টসের জন্য অনুশীলনও করছি।”

Ind vs Pak: টস হয়ে গেল মেগা ম্যাচের, জেনে নিন ভারত বনাম পাকিস্তানের লেটেস্ট আপডেট

কেপটাউন: ভারত বনাম পাকিস্তান এই ম্যাচের উন্মাদনা সর্বকালীন এবং সব জায়গায় এই প্রতি আকর্ষণ অনিবার্য৷  ভারত বনাম পাকিস্তান মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপে টসে জিতল পাকিস্তান৷ হরমনপ্রীত কউরকে টসে হারিয়ে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন পাক অধিনায়ক বিসমাহ মাহরুফ৷

কিন্তু ভারত ও পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক এতটাই জটিল জায়গায় দাঁড়িয়ে যে  শুধুমাত্র আইসিসি প্ল্যাটফর্মেই ভারত বনাম পাকিস্তানের মধ্যে খেলা হয়। এই দুই কোনও  দল দ্বিপাক্ষিক সিরিজে একে অপরের বিরুদ্ধে খেলে না। এবারের আইসিসি টি টোয়েন্টি মহিলা ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে অভিযান শুরু করছে টিম ইন্ডিয়া।

দুই দলই নিজেদের প্রস্তুতিতে ব্যস্ত ছিল ৷ অনুশীলন করে নিজেদের সেরাটা দিতে তৈরি পাকিস্তান ও ভারত দুই দলই৷

 

আরও পড়ুন –  কোচবিহার কোর্টের ‘ওই’ জায়গাটায় পড়েছিল উদ্ধার হওয়া গাঁজা, পরিষ্কার করতে গিয়ে ছড়াল আতঙ্ক

এই ম্যাচের আগে ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত কউর এবং পাকিস্তানের অধিনায়ক বিসমাহ মাহরুফের একটি ভিডিও দুরন্ত গতিতে ভাইরাল হয়ে উঠেছে৷  এই ভিডিওতে দুই প্রতিদ্বন্দ্বী দলের অধিনায়ককেই ম্যাচের উত্তেজনা ভুলে চরম মজা করতে দেখা যাচ্ছে।

দেখে নিন ভারত বনাম পাকিস্তান ম্যাচের আগে সেই ভাইরাল ভিডিও

 

যখনই ভারত-পাকিস্তানের ম্যাচ হয়, ভক্তরা আবেগ আপ্লুত হয়ে পড়েন{ ১২ ফেব্রুয়ারি সন্ধ্যায় এমনই কিছু ঘটতে চলেছে আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে। রবিবার বিশ্বকাপের এই ম্যাচটিকে বলা হচ্ছে সুপার সানডে ম্যাচ। এই ম্যাচ দিয়েই এবারের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করতে চলেছে ভারত ও পাকিস্তান দল। ১০টি দলের এই টুর্নামেন্টে ভারত ও পাকিস্তান দলকে বি গ্রুপে রাখা হয়েছে। গ্রুপে ভারত ও পাকিস্তান ছাড়াও আয়ারল্যান্ড, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের দল রয়েছে।

আরও পড়ুন – Rohit Sharma Slang Language: মাঠের মধ্যেই রোহিতের এ কী হাল, গালগাল দিয়ে ভাইরাল হিটম্যান

টি-টোয়েন্টি বিশ্বকাপের এই হাইভোল্টেজ ম্যাচের আগে ভারতীয় অধিনায়ক হরমনপ্রীত কউর এবং পাকিস্তানের অধিনায়ক বিসমাহ মাহরুফের ভিডিও সামনে এসেছে। ম্যাচ সম্প্রচারকারী চ্যানেলের অফিসিয়াল ট্যুইটার পেজে এই ভিডিও এসেছে৷  এই ভিডিওতে হরমনপ্রীত কউর এবং বিসমাহ মাহরুফ দুজনকেই ভাঙড়ার কিছু সিগনেচার স্টেপ করতে দেখা যাচ্ছে। এই ম্যাচ নিয়ে বেশই উত্তেজিত দু দলের অধিনায়কই৷ ভারত বনাম পাকিস্তান ম্যাচ যখনই যেখানে খেলা হোক এর আকর্ষণ একইরকম অপ্রতিরোধ্য থাকে৷

IPL 2022: ব্র্যাবোর্নে কলকাতা বনাম দিল্লি, জেনে নিন ম্যাচের টস আপডেট

#মুম্বই: আইপিএল ২০২২ এ (IPL 2022) লাগাতার জয়ের মধ্যে থাকা কেকেআর এবার  খালি হ্যাটট্রিকের কথা ভাবছে৷ অন্যদিকে দিল্লি ক্যাপিটাল্স হারের হ্যাটট্রিক এড়াতে চাইছে৷ মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে  কেকেআর বনাম দিল্লি (KKR vs DC) এদিন তাই ব্যাটে বলে ধুন্ধুমার৷ এদিন টসে (Toss Update) জিতল কেকেআর  সিদ্ধান্ত নিল ফিল্ডিংয়ের  ৷ অর্থাৎ আগে ব্যাট করবে দিল্লি ক্যাপিটাল্স৷

আইপিএল ২০২২ (IPL 2022)  রবিবার ডবল হেডার৷ দিনের প্রথম খেলায় বিকেল ৩.৩০ এ কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটাল্স (KKR vs DC)৷ এখনও অবধি আইপিএল ২০২২ এ কেকেআরের পারফরম্যান্স দুর্দান্ত৷ শ্রেয়স আইয়ারের নেতৃত্বে দল ৪ টি ম্যাচের মধ্যে ৩ টি তে জিতেছে৷ পাশাপাশি আইয়ারের অধিনায়কত্বে পয়েন্ট টেবলের টপে রয়েছে নাইট ব্রিগেড৷ অন্যদিকে ঋষভ পন্থের নেতৃত্বাধীন দল এখনও অবধি মোটামুটি পারফরম্যান্স৷ জয় দিয়ে অভিযান শুরু করলেও তারপরের দুটি ম্যাচে পরপর হারতে হয়েছে দিল্লিকে৷ ফলে ৩ টি ম্যাচের মধ্যে মাত্র ১ টিতে জিতেছে দিল্লি ক্যাপিটাল্স৷ ফলে ঋষভ পন্থ আর জয়ের ট্র্যাকে ফেরার জন্য মরিয়া হয়ে রয়েছেন৷

আরও পড়ুন – মাঠে হতশ্রী হাল ধোনির, এক্স গার্লফ্রেন্ড অবশ্য থোড়াই কেয়ার, মলদ্বীপ মাতাচ্ছেন রাই লক্ষ্মী

আরব সাগরের পারে ছুটির দুপুরে দুই নেতার দ্বৈরথ ঘিরেও থাকবে বাড়তি আকর্ষণ। জাতীয় দলের ভাবী অধিনায়ক হিসেবে সম্ভাবনার পাদপ্রদীপে রয়েছেন উভয়েই। দুই বছর আগে দিল্লি ক্যাপিটালসের ফাইনালে ওঠার নেপথ্যে বড় ভূমিকা ছিল দু’জনেরই। সেবার শ্রেয়সের নেতৃত্বে ব্যাট হাতে দারুণ পারফরম্যান্স করেছিলেন পন্থ। আর গত মরশুমে চোটের জন্য শুরুতে খেলতে পারেননি শ্রেয়স। অগত্যা তাঁর পরিবর্তে অধিনায়ক হন ঋষভ।

পরে চোট সারিয়ে দলে যোগ দিলেও শ্রেয়স ফিরে পাননি নেতৃত্বের ব্যাটন। এবার নিলাম মঞ্চ থেকে তাঁকে তুলে নিয়েছে কেকেআর। দেওয়া হয়েছে নেতৃত্বভার। ফলে পুরনো ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে রবিবার নাইট অধিনায়ক যে বাড়তি তাগিদ নিয়ে ঝাঁপাবেন, তা নিয়ে কোনও সংশয় নেই। শ্রেয়সের নেতৃত্বে দুরন্ত ছন্দেও রয়েছে কলকাতা। আক্রমণাত্মক ক্রিকেট উপহার দিচ্ছে কোচ ব্রেন্ডন ম্যাকালামের ছেলেরা। চাপের মুখে জ্বলে ওঠাই নাইটদের এবারের বড় বৈশিষ্ট্য।

কেকেআর বনাম দিল্লি ক্যাপিটাল্স ম্যাচের কথার আগে যেটা ফ্যানদের স্বস্তি দিয়েছে তা হল আন্দ্রে রাসেলের ধামাকা ফর্ম৷ তিনি পঞ্জাব কিংসের বিরুদ্ধে ৩১ বলে ৭০ রানে অপরাজিত ছিলেন৷

তাঁর পারফরম্যান্স দিল্লির বিরুদ্ধেও শানদার হবে মনে করছেন কেকেআর ফ্যানরা৷ এদিকে পেসবোলিংয়ে উমেশ যাদব এখনও অবধি কামাল পারফরম্যান্স করেছেন৷ এখনও অবধি ৪ ম্যাচে তিনি সবচেয়ে বেশি ৯ উইকেট নিয়েছেন৷ তাই তাঁর ওপরেও আস্থা থাকবে নাইট ফ্যানদের৷ অন্যদিকে দিল্লির কথা বললে পৃথ্বী শ এবং ঋষভ পন্থ দুজনেই একা হাতে ম্যাচ বদলানোর ক্ষমতা রাখেন৷

Viral Video: Toss-র মধ্যেই মাঠে Chris Gayleকে ঠ্যালা, ভাইরাল ভিডিও নিয়ে নেটিজেনরা অবাক

#কলকাতা:  আবুধাবি টি টেন লিগের (Abu Dhabi T10 League) রোমাঞ্চকর অভিযান শুরু হয়ে গেছে৷ প্রথম দিন থেকে দুরন্ত ক্রিকেট ম্যাচের সাক্ষী হচ্ছেন ক্রিকেট ফ্যানরা৷ শনিবার লিয়াম লিভিংস্টোনের দাপুটে ব্যাটিং দেখেছে দুনিয়া৷  লিভিংস্টোন মাত্র ২৩ বলে ৬৮ রান করে আবুধাবির দলকে বড় জয় এনে দেন৷ লিভিংস্টোনের ব্যাটিং ছাড়া এদিন ফ্যানরা ক্রিস গেইল (Chris Gayle), ডয়েন ব্র্যাভো ও ফ্যাফ ডু প্লেসিকে এক আজব কাণ্ড করতে দেখেন৷ ম্যাচের টসের  (Toss) সময়  সেই কাণ্ড ঘটিয়েছেন তিন ক্রিকেটার৷ স্বাভাবিকভাবেই এই মুহূর্তে সেই হতবাক করা কাণ্ডের ভিডিও ভাইরাল ভিডিও  (Viral Video) হয়ে গেছে৷

আরও পড়ুন – Viral Video: লোকসঙ্গীত গায়িকা হারমোনিয়াম বাজিয়ে গান গাইছিলেন, এক বালতি টাকা মাথার ওপর ঢেলে দিল একটা লোক

দেখে নিন সেই ভাইরাল ভিডিও (Viral Video)৷

আসলে  আবুধাবি বনাম নর্দান ওয়ারিয়র্স ম্যাচের ঠিক পরেই এই মাঠেই আরেকটি ম্যাচের টস ছিল৷ যা ডয়েন ব্র্যাভোর দিল্লি বুলসের সঙ্গে ফ্যাফ ডু প্লেসির বাংলা টাইগার্সের মধ্যে ছিল৷ দুই দলের অধিনায়কই টসের (Toss) জন্য তৈরি ছিলেন৷ ভাইরাল ভিডিও  (Viral Video) পার্ট টু দেখে নিন৷

এই টসের সময়েই ঘটে সেই রোমাঞ্চকর ঘটনা৷ আবুধাবি টি টেন লিগে  (Abu Dhabi T10 League) ক্রিস গেইল সেখানে পৌঁছে যান৷ ম্যাচ রেফারি নিজে কয়েন ফ্লিপ করে টস (Toss)  করানোর বদলে ক্রিস গেইলকে কয়েন ফ্লিপ করে টস করতে বলেন৷ ক্রিস গেইল দারুণভাবে দায়িত্ব পালন করেন৷

গেইল কয়েন ফ্লিপ করে তাঁর বন্ধু ব্র্যাভো টসে (Toss)  জিতে যায়৷ এরপর দুজনে আনন্দ ফূর্তি করেন৷ গেইল ডু প্লেসিকে গলা মেলাতে গেলে তিনি ইউনিভার্স বসকে ধাক্কা দিয়ে দেন৷ আর টস (Toss)  করতে বলেন৷ এই ঘটনার ভিডিও দ্রুত গতিতে ভাইরাল হচ্ছে৷ এই ম্যাচ দিল্লি বুলস ৬ উইকেটে জিতে নেন৷