Tag Archives: Ice

Summer Tips: দরকার নেই এসির! এক বাটি বরফেই ঠান্ডা হবে ঘর! জানুন কী করতে হবে

গরমে নাজেহাল অবস্থা! ৪০ ডিগ্রি পার করে যাচ্ছে গরম! এখনও গোটা গরমকাল পড়ে আছে! কতটা বাড়বে তাপ কে জানে! এই অবস্থায় এসি ছাড়া যেন গতি নেই! কিন্তু সবার পক্ষে এসি চালানো সম্ভব নয়! সেই সঙ্গে এসি মানেই প্রচুর টাকা বিল? এখন উপায়? photo source collected
গরমে নাজেহাল অবস্থা! ৪০ ডিগ্রি পার করে যাচ্ছে গরম! এখনও গোটা গরমকাল পড়ে আছে! কতটা বাড়বে তাপ কে জানে! এই অবস্থায় এসি ছাড়া যেন গতি নেই! কিন্তু সবার পক্ষে এসি চালানো সম্ভব নয়! সেই সঙ্গে এসি মানেই প্রচুর টাকা বিল? এখন উপায়? photo source collected
এসি ছাড়াও ঘর ঠান্ডা করা সম্ভব! আগে তো মানুষের ঘরে ঘরে এসি ছিল না! তখন কীভাবে ঠান্ডা থাকতো ঘর! সেই সঙ্গে ঘর ঠান্ডা রাখার এই কৌশল জেনে গেলেই সব সমস্যার সমাধান!  photo source collected
এসি ছাড়াও ঘর ঠান্ডা করা সম্ভব! আগে তো মানুষের ঘরে ঘরে এসি ছিল না! তখন কীভাবে ঠান্ডা থাকতো ঘর! সেই সঙ্গে ঘর ঠান্ডা রাখার এই কৌশল জেনে গেলেই সব সমস্যার সমাধান! photo source collected
এর জন্য দরকার এক বাটি বরফ! গোটা ঘরকে ঠান্ডা করে দিতে পারে এই এক বাটি বরফ! তার একটা উপায় আছে! তবে বরফ দিয়ে ঘর ঠান্ডা করার আগে কয়েকটা জিনিস করে নিতে হবে!  photo source collected
এর জন্য দরকার এক বাটি বরফ! গোটা ঘরকে ঠান্ডা করে দিতে পারে এই এক বাটি বরফ! তার একটা উপায় আছে! তবে বরফ দিয়ে ঘর ঠান্ডা করার আগে কয়েকটা জিনিস করে নিতে হবে! photo source collected
প্রথমত আপনার ঘরের জানলায় মোটা পর্দা বা চাদর দিয়ে ঢেকে দিন। যাতে বাইরের তাপ ঘরে ঢুকতে না পারে! রোদের সময় জানলা বন্ধ রাখতে হবে! আর দরকার একটা টেবিল ফ্যান! জেনে নিন কী করতে হবে!  photo source collected
প্রথমত আপনার ঘরের জানলায় মোটা পর্দা বা চাদর দিয়ে ঢেকে দিন। যাতে বাইরের তাপ ঘরে ঢুকতে না পারে! রোদের সময় জানলা বন্ধ রাখতে হবে! আর দরকার একটা টেবিল ফ্যান! জেনে নিন কী করতে হবে! photo source collected
ঘরের গরম হাওয়া বের করে দেওয়ার জন্য ব্যবহার করতে পারেন একজস্ট ফ্যান! একজস্ট ফ্যান ব্যবহার করলে ঘরের গরম হওয়া বেরিয়ে যাবে ফলে ঘর ঠান্ডা থাকবে। একইসঙ্গে জানালায় ঝুলিয়ে রাখতে পারেন ভিজে কাপড় বা ভিজে তোয়ালে। photo source collected
ঘরের গরম হাওয়া বের করে দেওয়ার জন্য ব্যবহার করতে পারেন একজস্ট ফ্যান! একজস্ট ফ্যান ব্যবহার করলে ঘরের গরম হওয়া বেরিয়ে যাবে ফলে ঘর ঠান্ডা থাকবে। একইসঙ্গে জানালায় ঝুলিয়ে রাখতে পারেন ভিজে কাপড় বা ভিজে তোয়ালে। photo source collected
এবার বরফ দিয়ে ঘর ঠান্ডা করতে করতে হবে এই কাজ! ঘরে একটা টেবিল ফ্যান চালান। এই টেবিল ফ্যানের সামনে রেখে দিন এক বাটি বরফ! এবার টেবিল ফ্যানের হাওয়ায় গোটা ঘরে বরফের ঠান্ডা হাওয়া ছড়িয়ে পড়বে! বাইরে যত গরম হোক না কেন, এসি ছাড়াই আপনার ঘর ঠান্ডা থাকবে। বরফ গলে গেলেও অনেকক্ষণ ঘর ঠান্ডা থাকবে! photo source collected
এবার বরফ দিয়ে ঘর ঠান্ডা করতে করতে হবে এই কাজ! ঘরে একটা টেবিল ফ্যান চালান। এই টেবিল ফ্যানের সামনে রেখে দিন এক বাটি বরফ! এবার টেবিল ফ্যানের হাওয়ায় গোটা ঘরে বরফের ঠান্ডা হাওয়া ছড়িয়ে পড়বে! বাইরে যত গরম হোক না কেন, এসি ছাড়াই আপনার ঘর ঠান্ডা থাকবে। বরফ গলে গেলেও অনেকক্ষণ ঘর ঠান্ডা থাকবে! photo source collected

Kitchen Hacks: প্রচুর বরফ জমে বন্ধ ফ্রিজ? আজই বাড়িতে ৪টে টিপস ট্রাই করুন, মিলবেই প্রতিকার!

বাড়িতে ফ্রিজ নেই এমন মানুষ আজকের দিনে খুঁজে পাওয়া খুবই মুশকিল। তেমনি, ফ্রিজ থাকলে যেমন অনেক সুবিধা হয় বাড়িতে তা পরিচর্যা করতে ততই ঝামেলা পোহাতে হয়।

বাড়িতে ফ্রিজ নেই এমন মানুষ আজকের দিনে খুঁজে পাওয়া খুবই মুশকিল। তেমনি, ফ্রিজ থাকলে যেমন অনেক সুবিধা হয় বাড়িতে তা পরিচর্যা করতে ততই ঝামেলা পোহাতে হয়।
ফ্রিজের সমস্যাগুলোর মধ্যে অন্যতম একটি অতিরিক্ত বরফ জমে যাওয়া এবং পরে তা ধীরে ধীরে গলে পুরো বাড়িতে এক রকম বন্যার সৃষ্টি করা। অনেকের ফ্রিজে প্রায়ই বরফের মোটা লেয়ার পড়ে যায়। ফলে ফ্রিজে রাখা জিনিসগুলো প্রয়োজনের সময় বের করা দূরহ হয়ে পড়ে।
ফ্রিজের সমস্যাগুলোর মধ্যে অন্যতম একটি অতিরিক্ত বরফ জমে যাওয়া এবং পরে তা ধীরে ধীরে গলে পুরো বাড়িতে এক রকম বন্যার সৃষ্টি করা। অনেকের ফ্রিজে প্রায়ই বরফের মোটা লেয়ার পড়ে যায়। ফলে ফ্রিজে রাখা জিনিসগুলো প্রয়োজনের সময় বের করা দূরহ হয়ে পড়ে।
ফ্রিজে অতিরিক্ত বরফ জমার কারণঃআপনার ফ্রিজটিতে যদি থার্মোস্টেট সঠিক তাপমাত্রায় না থাকে তবে তা অতিরিক্ত বরফ জমার কারণ হয়ে দাঁড়ায়। অন্তত ১৫ দিনে একবার ফ্রিজের থার্মোস্টেটটি পরীক্ষা করুন। যদি না থাকে তবে তা ইনস্টল করুন।
ফ্রিজে অতিরিক্ত বরফ জমার কারণঃ
আপনার ফ্রিজটিতে যদি থার্মোস্টেট সঠিক তাপমাত্রায় না থাকে তবে তা অতিরিক্ত বরফ জমার কারণ হয়ে দাঁড়ায়। অন্তত ১৫ দিনে একবার ফ্রিজের থার্মোস্টেটটি পরীক্ষা করুন। যদি না থাকে তবে তা ইনস্টল করুন।
প্রতিকার-সঠিক স্থানে ফ্রিজ রাখাঃ
ফ্রিজগুলোর যা ফ্রোস্ট টাইপ তাতে সাধারণ বরফ জমা স্বাভাবিক। কিন্তু ফ্রিজের অনেক সমস্যা অসতর্কতার কারণেই হয়। সর্বপ্রথম যে বিষয়টি তা হলো সঠিক স্থানে ফ্রিজ বসানো। কিচেনে যদি এক্সহস্ট সিস্টেম ভাল না থাকে তবে ফ্রিজটি যেন কিচেনে না রাখা হয়। দেওয়াল থেকে পর্যাপ্ত দূরত্ব রেখে ফ্রিজের অবস্থান নির্বাচন করুন। এতে ফ্রিজের কম্প্রেসার সহজে ঠান্ডা হতে পারে।
প্রতিকার-
ফ্রিজগুলোর যা ফ্রোস্ট টাইপ তাতে সাধারণ বরফ জমা স্বাভাবিক। কিন্তু ফ্রিজের অনেক সমস্যা অসতর্কতার কারণেই হয়। সর্বপ্রথম যে বিষয়টি তা হলো সঠিক স্থানে ফ্রিজ বসানো। কিচেনে যদি এক্সহস্ট সিস্টেম ভাল না থাকে তবে ফ্রিজটি যেন কিচেনে না রাখা হয়। দেওয়াল থেকে পর্যাপ্ত দূরত্ব রেখে ফ্রিজের অবস্থান নির্বাচন করুন। এতে ফ্রিজের কম্প্রেসার সহজে ঠান্ডা হতে পারে।
১-যে কোনও ফ্রিজের একটি নির্দিষ্ট ধারণ ক্ষমতা আছে। তাই অতিরিক্ত জিনিস রাখা মানে নতুন ঝক্কির সৃষ্টি করা। প্রথমত, এই কারণে ফ্রিজের ভিতরে বাড়তি তাপ সৃষ্টি হবে। যার ফলে ফ্রিজের স্বাভাবিক কার্যকারিতা ব্যাহত হবে। তাই কখন খাবার ঠাণ্ডা হবে না তো আবার কখনও বরফ জমে চাই হয়ে যাবে।
১-যে কোনও ফ্রিজের একটি নির্দিষ্ট ধারণ ক্ষমতা আছে। তাই অতিরিক্ত জিনিস রাখা মানে নতুন ঝক্কির সৃষ্টি করা। প্রথমত, এই কারণে ফ্রিজের ভিতরে বাড়তি তাপ সৃষ্টি হবে। যার ফলে ফ্রিজের স্বাভাবিক কার্যকারিতা ব্যাহত হবে। তাই কখন খাবার ঠাণ্ডা হবে না তো আবার কখনও বরফ জমে চাই হয়ে যাবে।
২-কাজের ব্যস্ততার সময় একটা বিষয়ে অবহেলা হয় যে, ফ্রিজের দরজা সঠিকভাবে বন্ধ করা হয় না এবং ময়লা হাতেই ফ্রিজটি বারবার খেলা হয়। মনে রাখবেন, ফ্রিজ একটি যন্ত্র, এতে ঠান্ডা পরিবেশ যেমন তৈরি হয় তেমনি প্রতিবার দরজা খোলার কারণে কিছু তাপমাত্রা বেড়ে যায় এবং পুনরায় ঠান্ডা হতে সময় লাগে। ফ্রিজ খোলার পর নিশ্চিত করুন দরজাটি ভালোভাবে এটে গেছে। সঠিক ব্যবহার না হলেই ফ্রিজে যান্ত্রিক ত্রুটি দেখা দিবে এটা একেবারে স্বাভাবিক।
২-কাজের ব্যস্ততার সময় একটা বিষয়ে অবহেলা হয় যে, ফ্রিজের দরজা সঠিকভাবে বন্ধ করা হয় না এবং ময়লা হাতেই ফ্রিজটি বারবার খেলা হয়। মনে রাখবেন, ফ্রিজ একটি যন্ত্র, এতে ঠান্ডা পরিবেশ যেমন তৈরি হয় তেমনি প্রতিবার দরজা খোলার কারণে কিছু তাপমাত্রা বেড়ে যায় এবং পুনরায় ঠান্ডা হতে সময় লাগে। ফ্রিজ খোলার পর নিশ্চিত করুন দরজাটি ভালোভাবে এটে গেছে। সঠিক ব্যবহার না হলেই ফ্রিজে যান্ত্রিক ত্রুটি দেখা দিবে এটা একেবারে স্বাভাবিক।
জমা বরফ পরিষ্কারের সহজ উপায়-প্রথম ধাপঃ
ফ্রিজটিতে যেহেতু প্রচুর বরফ জমেছে তাই এর পাওয়ারটি আনপ্লাগ করুন এবং কিছু সময় অপেক্ষা করুন যাতে বরফগুলো কিছুটা নমনীয় হয়। কিছু গরম জল স্প্রে করতে পারেন।
জমা বরফ পরিষ্কারের সহজ উপায়-
প্রথম ধাপঃ
ফ্রিজটিতে যেহেতু প্রচুর বরফ জমেছে তাই এর পাওয়ারটি আনপ্লাগ করুন এবং কিছু সময় অপেক্ষা করুন যাতে বরফগুলো কিছুটা নমনীয় হয়। কিছু গরম জল স্প্রে করতে পারেন।
দ্বিতীয় ধাপঃএরপর ফ্রিজ থেকে অনেক জল ড্রেইন করবে। তাই ফোম অথবা পুরানো কাপড় দিয়ে ফ্রিজের চারপাশ ঘিরে ফেলুন। তাতে কাজ অনেক সহজ হবে। নইলে এই জল সারা ঘরে ভরে যাবে। যা পরবর্তীতে পরিষ্কার করা খুবই কঠিন।
দ্বিতীয় ধাপঃ
এরপর ফ্রিজ থেকে অনেক জল ড্রেইন করবে। তাই ফোম অথবা পুরানো কাপড় দিয়ে ফ্রিজের চারপাশ ঘিরে ফেলুন। তাতে কাজ অনেক সহজ হবে। নইলে এই জল সারা ঘরে ভরে যাবে। যা পরবর্তীতে পরিষ্কার করা খুবই কঠিন।
তৃতীয় ধাপঃএই জলগুলো অনেক সময় দূর্গন্ধযুক্ত হয় তাই মাস্ক ও গ্লাভস পরে কাজে করুন। খুব বেশি সময় নেওয়া যাবে না দ্রুতই বরফগুলো চেঁষে ফেলুন।
তৃতীয় ধাপঃ
এই জলগুলো অনেক সময় দূর্গন্ধযুক্ত হয় তাই মাস্ক ও গ্লাভস পরে কাজে করুন। খুব বেশি সময় নেওয়া যাবে না দ্রুতই বরফগুলো চেঁষে ফেলুন।
চতুর্থ ধাপঃপরিষ্কার করা হয়ে গেলে যতদূর সম্ভব ভিতরটা একেবারে মুছে ড্রাই করে ফেলুন।
চতুর্থ ধাপঃ
পরিষ্কার করা হয়ে গেলে যতদূর সম্ভব ভিতরটা একেবারে মুছে ড্রাই করে ফেলুন।
পঞ্চম ধাপঃএবার খালি অবস্থায়ই ফ্রিজটি প্লাগ ইন করে সচল করুন। ৩০ মিনিট পর আস্তে আস্তে জিনিসপত্র রাখতে শুরু করুন।
পঞ্চম ধাপঃ
এবার খালি অবস্থায়ই ফ্রিজটি প্লাগ ইন করে সচল করুন। ৩০ মিনিট পর আস্তে আস্তে জিনিসপত্র রাখতে শুরু করুন।