Tag Archives: illegal work

Illegal Work: সরাসরি কানাডার সঙ্গে চলত অবৈধ কাজ, হাতেনাতে পাকড়াও করল পুলিশ

হাওড়া: কানাডার সঙ্গে সরাসরি চলত অবৈধ কাজ! মারাত্মক ঘটনা হাওড়ায়। গোপন সূত্রে খবর পেয়ে, অভিযান চালিয়ে হাতেনাতে পাকড়াও করল পুলিশ। হাওড়ার বালির একটি বিল্ডিংয়ে মানুষের নজর এড়িয়ে চলত মারাত্মক ঘটনা। হাওড়া সিটি পুলিশের তৎপরতায় ঘটনাটির সামনে আসে। ইতিমধ্যেই এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে হাওড়া সিটি পুলিশ। হাওড়া সিটি পুলিশের ডিটেকটিভ এবং সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট যৌথভাবে অভিযান চালিয়ে আসে সফলতা। পুলিশ সূত্রে জানা যায়, অবৈধ কল সেন্টারের মাধ্যমে প্রতারণা। পুলিশের তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য, এই অবৈধ কল সেন্টারের সরাসরি যোগ রয়েছে কানাডায়।

আরও পড়ুন: বন্যা দুর্গত এলাকায় বাড়ছে সাপের উপদ্রব, উৎকণ্ঠায় সাধারন মানুষ

বিভিন্ন কোম্পানির টেক টিমের পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা চালাত। অনলাইনের মাধ্যমে সাধারণ মানুষকে এনি ডেস্ক বা টিম ভিউয়ার ওই জাতীয় এপ্লিকেশন ডাউনলোড করিয়ে সিস্টেম নিজেদের কন্ট্রোলে করে তথ্য এবং টাকা-পয়সা হাতিয়ে নিত। আরও জানা যায়, বিদেশে বিটকয়েন ও কিউআর কোড এর মাধ্যমে টাকা-পয়সা লেনদেন চালাতে দুষ্কৃতীরা। হাওড়ার বালির একটি বিল্ডিং থেকেই ছক কষে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা চালাত। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালয়।

যদিও কতদিন ধরে এই প্রতারণার জাল বিস্তার, তার সঠিক তথ্য পাওয়া যায়নি। তবে পুলিশ সূত্রে জানা যায়, কমপক্ষে ছয় মাস থেকে এক বছর এই অসাধু কাজ চলছে বলে অনুমান। আরওকারা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, কিভাবে কাজ চলত। কতদিন এই কাজ চলছে সে বিষয়ে তদন্ত চালাচ্ছে হাওড়া সিটি পুলিশ।

রাকেশ মাইতি