Tag Archives: IND vs BAN

IND VS BAN: হাতে জুতোর ব্রাশ নিয়ে গোটা মাঠে দৌড়ে বেড়াচ্ছিলেন, কেন এবং কে জানেন তো

#অ্যাডিলেড: কোনও দল যখন দারুণ পারফর্ম করে তখন দলের প্রতিটা সদস্যের সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে৷ বেশির ভাগ ক্ষেত্রেই আমরা শুধু অনফিল্ড জার্সিধারী পারফরমারদের চিনি, কিন্তু যাঁরা নেপথ্যে থেকে দলের প্রতিটা প্লেয়ারের পারফরম্যান্সকে আরও শানদার করে দেন তাঁদেরকেও একইভাবে কুর্নিশ করা উচিত৷ ভারত বনাম বাংলাদেশ বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বিরাট কোহলি, অর্শদীপ সিং, কেএল রাহুলরা যেরকম নডর কেড়েছেন ঠিক তেমনিই আরেকজনকেও ক্যামেরা অবজ্ঞা করতে পারেনি৷ মাঠে এদিন দেখা যায়৷

এদিন বৃষ্টির পর একজন নীল জার্সিধৈারী মানুষ মাঠ জুড়ে ঘুরে বেড়াচ্ছিলেন, হাতে ছিল একটি ব্রাশ৷  যিনি ঘুরছিলেন তাঁর নাম রাঘবেন্দ্র তবে রঘু নামেই তিনি বেশি পপুলার৷ তিনি ভারতীয় দলের থ্রো ডাউন স্পেশালিস্ট৷ ভারতীয় সাপোর্ট স্টাফদের মধ্যে খুবই গুরুত্বপূর্ণ৷ তিনি প্র্যাকটিশের সময় ভারতীয় প্লেয়ারদের বিশেষভাবে অনুশীলন করতে সাহায্য করেন৷ তাঁর বিশেষ ধরণের অনুশীলন সাহায্য করে প্লেয়ারদের অস্ট্রেলিয়া বা দক্ষিণ আফ্রিকার মতো দেশের বাউন্স ও গতিতে ভরা পিচে খেলতে৷

 

আরও পড়ুন –  আজ নিজের সংসদীয় এলাকায় বিজয়া সম্মিলনীতে উপস্থিত থাকবেন অভিষেক বন্দোপাধ্যায়, সবার নজর সেখানেই  

মাঠের আউটফিল্ড ভিজে থাকায় প্লেয়ারদের জুতো ভিজে গিয়ে দৌড়তে অসুবিধা হচ্ছিল৷ যাতে বোলিং ও ফিল্ডিংয়ের সময়ে তাঁরা পড়ে না যান তাই রঘু তাঁদের জুতো পরিষ্কার করছিলেন৷

 

আরও পড়ুন –  যা জানতে চান তাই খোঁজেন Google-এ, কিন্তু ভুলেও ‘এই’ সব জিনিস গুগল সার্চে দেবেন না, ঘনিয়ে আসবে বড় বিপদ

 

সোশ্যাল মিডিয়ায় রঘুকে এই সব কাজের জন্য প্রচুর মানুষ কুর্নিশ করেন৷

 

ভারত বনাম বাংলাদেশ ম্যাচ বিরাট কোহলি (৪৪ বলে ৬৪ নটআউট), কেএল রাহুল (৩২ বলে ৫০) করেন৷ কিন্তু লিটন দাসের ঝোড়ো ইনিংসে ভারতের করা ৬ উইকেটে ১৮৪ রান হঠাৎই কম পড়ছে বলে মনে হচ্ছিল৷

কিন্তু বৃষ্টির ফলে ডার্কওয়ার্থ লুইস নিয়মে পরিবর্তিত টার্গেট পায় বাংলাদেশ৷ ১৬ ওভারে ১৫১ করতে হত তাঁদের৷ বাংলাদেশ শেষ অবধি ৬ উইকেটে ১৪৫ রান করেন৷ ভারতীয় দল ৬ পয়েন্ট পেয়েছে ৪ ম্যাচ থেকে৷ এবার জিম্বাবোয়েকে হারালেই ভারতের সেমিফাইনাল বার্থ একেবারে নিশ্চিত করে নিয়েছে৷

India vs Bangladesh : ফুটবলে বাংলাদেশকে গুনে গুনে পাঁচ গোল! পরবর্তী সুনীল ছেত্রীর খোঁজ পেয়ে গেল ভারত

ভারত – ৫

বাংলাদেশ – ২

#ভুবনেশ্বর: ভারতীয় ফুটবলে পরবর্তী সময় সুনীল ছেত্রীর জায়গা নেবে কে? এই প্রশ্নটা বহুবার শুনতে হয়। তবে সুনীল নিজেও খুশি হতেন অনূর্ধ্ব ২০ সাফ ফাইনালে গুরকিরাত সিং কে দেখতে পেলে। এই ছেলে যে ভবিষ্যতের সুপারস্টার তার প্রমাণ পাওয়া গেল। আইএসএলে মুম্বইয়ের হয়ে খেলেন। তার বাঁ পা ছুরির মত। লিগ পর্বে অপরাজিত থাকা বাংলাদেশ ফাইনালে এসে পথ হারাল।

আরও পড়ুন – Sakshi Malik CWG : মা হওয়া পিছিয়ে দিয়েছিলেন! সোনার স্বপ্ন সফল করে এখন চোখে জল সাক্ষীর

শুরুতেই গোল হজম করে পিছিয়ে পড়া বাংলাদেশ প্রথমার্ধেই টানে সমতা। দ্বিতীয়ার্ধে উদ্যমী বাংলাদেশ এগিয়েও যায়। নব্বই মিনিটের পর অতিরিক্ত ত্রিশ মিনিটে পেরে ওঠেনি বাংলাদেশ। দশ মিনিটের মধ্যে তিন গোল হজম করে ফাইনাল হারের হতাশায় ডুবে বাংলাদেশ।

ভুবনেশ্বরের কালিঙ্গা স্টেডিয়ামে শুক্রবার সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের কাছে ৫-২ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় মিনিটেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। স্পট কিক থেকে ভারতকে এগিয়ে নেন গুরকিরাত সিং। বিরতিতে যাওয়ার আগেই সমতায় ফেরে বাংলাদেশ। ৪৫ মিনিটে রফিকুলের কাটব্যাকে বক্সের ভেতর থেকে ডান পায়ের গতির শটে জাল খুঁজে নেন রাজন হাওলাদার।

দ্বিতীয়ার্ধের শুরুটা দারুণ করে বাংলাদেশ। ভারতের রক্ষণে প্রবল চাপ দিয়ে এগিয়ে যায় পল স্মলির দল। ৪৮ মিনিটে নিজেদের অর্ধ থেকে ইমরানের লম্বা বল গিয়ে পড়ে ভারতের বক্সে,স্বাগতিকদের এক ডিফেন্ডার ক্লিয়ার করার চেষ্টা করলে পিয়াসের মাথায় লেগে চলে যায় শাহীনের পায়ে। দেখে-শুনে বাম পায়ের গতির শটে লক্ষ্যভেদ করেন ডিফেন্ডার শাহীন মিয়া।

৬০ মিনিটে সমতায় ফেরে ভারত। ডি বক্সের মুখ থেকে গুরকিরাত সিংয়ের বুলেট গতির শট জালে জড়ায়। অতিরিক্ত সময়ের শুরুতেই বাজিমাত ভারতের। হিমাংশুর গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। পরের মিনিটেই হ্যাটট্রিক পূরণ করে ব্যবধান ৪-২ করে ফেলেন গুরকিরাত সিং।

এরপর আরও বিধ্বংসী ভারত। ৯৯ মিনিটে বক্সের প্রায় ৩৫ গজ দূর থেকে ডান পায়ের শটে চোখ ধাঁধানো গোল করেন গুরকিরাত। এই ম্যাচে চার গোলসহ টুর্নামেন্টে মোট আট গোল ভারতীয় এই ফরোয়ার্ডের।

ICC Women’s World Cup 2022: কুর্নিশ স্মৃতি মন্ধানা, আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০০ রানের মালকিন ভারতীয় কন্যা

#হ্যামিলটন: ভারতীয় মহিলা ক্রিকেটের ওপেনিং ব্যাটসম্যান স্মৃতি মন্ধানা (Smriti Mandhana) আন্তর্জাতিক ক্রিকেটে এক বড় মাইলস্টোন পেরোলেন৷ মহিলা বিশ্বকাপে (ICC Women’s World Cup 2022) ভারত বনাম বাংলাদেশ (Ind vs Ban) ম্যাচে ব্যাট করার সময় আন্তর্জাতিক কেরিয়ারে ৫হাজার রান পূরণ করলেন তিনি৷ স্মৃতি মন্ধানা (Smriti Mandhana) নিউজিল্যান্ডের হ্যামিলটনে মহিলা বিশ্বকাপের মঞ্চে এই কৃতিত্ব অর্জন করলেন৷ বাঁহাতি স্মৃতির এবারের বিশ্বকাপে পারফরম্যান্স বেশ ভাল , তিনি ভারতীয় দলের জার্সিতে এখনও অবধি ২৫০ রান করে ফেলেছেন৷

স্মৃতি মন্ধানা (Smriti Mandhana) মহিলা বিশ্বকাপের (ICC Women’s World Cup 2022) ২২ তম লিগ ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ১৭ রান পূরণ করার সঙ্গে সঙ্গেই ৫০০০ রান পূরণ করে নেন৷ তিনি তারপরেই মহিলা ক্রিকেটে ৫০০০ রান বানানো এলিট ক্লাবে সামিল হয়ে যান৷ ভারত বনাম বাংলাদেশ (Ind vs Ban) ম্যাচে তিনি মোট ৩০ রান করেন৷ ৫১ বলে ৩ টি চারের সাহায্যে ৩০ রান করেন৷ মন্ধানা এরপর বড় রানের দিকে যখন খেলতে যাচ্ছিলেন তখন তিনি আউট হয়ে যান৷

আরও পড়ুন – How to get Easy Loan: ব্যবসার জন্য লোন? এক নজরে দেখে নিন সেরা সুযোগ দিচ্ছে কোন ব্যাঙ্ক

এদিকে স্মৃতি মন্ধানা এই কৃতিত্ব অর্জন করার পর ট্যুইটে তাঁকে নেটিজেনরা শুভেচ্ছা জানান৷

এই ম্যাচে স্মৃতি মন্ধানা র জন্য নিশ্চিতভাবেই বিশেষ৷ বাঁ হাতি ব্যাটসম্যান স্মৃতি একদিনের ক্রিকেট ২৭১৭ রান করেছেন৷ টেস্টে ক্রিকেটে িনি ৩২৫ রান করেছে, এবং টি টোয়েন্টিতে ১৯৭১ রান করেছেন৷ টি টোয়েন্টি আন্তর্জাতিকে তাঁর ব্যাট থেকে ধামাক হয়৷ এইভাবে তিনি আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচ হাজার রানের মালিক হলেন৷ এর আগে ভারতীয় মহিলাদের মধ্যে মিতালি রাজ ও হরমনপ্রীত কউর এই কৃতিত্ব অর্জন করেছেন৷

রাকিবুলের সিঙ্গল ও বাংলাদেশের বিশ্বজয় ! ইতিহাসে ১১ বাঙালি, দেখুন সেই ঐতিহাসিক মুহূর্তের ভিডিও

#পোচেফেস্ট্রুম: আকবরের ব্যাটে ধাক্কা খেল পাঁচবার যুব বিশ্বকাপ জয়ে ভারতের স্বপ্ন। তিন উইকেটে জিতে দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস বাংলাদেশের। ফাইনালে প্রথমে ব্যাট করে মাত্র ১৭৭ রান করে ভারত। এদিনও যশস্বীর ব্যাটে আসে ৮৮ রান। তিনি আউট হতেই ধসে যায় ভারতীয় মিডল অর্ডার। রান তাড়া করতে নেমে রবি বিষ্ণোইয়ের ঘূর্ণিতে নিয়মিত ব্যবধানে উইকেট হারায় বাংলাদেশ। কিন্তু মাথা ঠান্ডা রেখে দেশকে বিশ্বকাপ এনে দেন অধিনায়ক আকবর আলি। ৪২.১ ওভারেই ফাইনাল জয় বাংলাদেশের।

যখন ৫৪ বলে মাত্র ১৫ রান দূরে ছিল বাংলাদেশ তখন খেলায় বৃষ্টি বাধা হয়ে দাঁড়ায় ৷ তবে সেই বৃষ্টি বাংলাদেশের জন্য আশীর্বাদ হয় ৷ দ্বিতীয়বার খেলা শুরু হওয়ার পর বাংলাদেশের সামনে টার্গেট দাঁড়ায় ৩০ বলে মাত্র ৭ রান ৷ ডাকওয়ার্থ লুইসে নতুন লক্ষ্য বেঁধে দেওয়া হয় ১৭০ রানের ৷ ওই ৭ রান করতে খুব বেশি সময় লাগেনি বাংলাদেশি ব্যাটসম্যানদের ৷ সুশান্ত মিশ্রর প্রথম বলে সিঙ্গল নেন বাংলাদেশ অধিনায়ক আকবর আলি ৷

চতুর্থ বলে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে দুর্দান্ত বাউন্ডারি ৷ পরের বলে ডিফেন্ড করে শেষ বলে রাকিবুল নেন একটি সিঙ্গল ৷ এর ফলে পরের ওভারে স্ট্রাইক পান রাকিবুল ৷ আনলেকারের বলটি ডিপ মিড উইকেটে ঠেলে দিয়েই এক রানের জন্য দৌড়ন রাকিবুল ৷ তারপরেই ইতিহাস ! ফেভারিট ভারতকে হারিয়ে প্রথমবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের স্বাদ পায় বাংলাদেশ ৷