Tag Archives: India vs New Zealand

IND vs NZ: ভারতের ১৬তম ব্যাটসম্যান হিসেবে অভিষেক টেস্টে সেঞ্চুরি, কানপুরে নজির শ্রেয়সের !

কানপুর: অভিষেক টেস্টেই নজির গড়লেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer  Century) ৷ সাক্ষী কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়াম ৷ টেস্টের দ্বিতীয় দিনেই শ্রেয়সের ব্যাট থেকে এল চমৎকার শতরান ৷ ভারতীয় ক্রিকেটের ইতিহাসে ১৬তম ব্যাটসম্যান হিসেবে টেস্ট অভিষেকেই সেঞ্চুরি করার নজির গড়লেন শ্রেয়স (Shreyas Iyer great innings 16th Indian To Score Century On Test Debut ) ৷

আরও পড়ুন– অজি ক্রিকেটের ইতিহাসে প্রথম বোলার ক্যাপ্টেন, টেস্ট দলের নতুন অধিনায়ক প্যাট কামিন্স

কানপুরে টেস্টের দ্বিতীয় দিনে লাঞ্চের আগেই শতরান করতে সফল শ্রেয়স আইয়ার ৷ গতকাল, বৃহস্পতিবার ১৩৬ বল খেলে ৭৫ রানে নট আউট থাকেন শ্রেয়স ৷ আজ যে সেঞ্চুরির দিকেই এগোচ্ছেন তিনি, তা বোঝা গিয়েছিল টেস্টের প্রথম দিনেই ৷ ভারতীয় ক্রিকেটপ্রেমীদের হতাশ করেননি মুম্বইয়ের ব্যাটসম্যান ৷ ১৭১ বলে ১০৫ রান করার পর সাউদির বলে আউট হন শ্রেয়স ৷

আরও পড়ুন– ঢাকে কাঠি অষ্টম প্রো কাবাডি লিগের, ২২ ডিসেম্বর থেকে লড়াইয়ের জন্য প্রস্তুত ১২ টি দল

শতরান করতে শ্রেয়স মেরেছেন ১৩টি চার এবং ২টি বিশাল ছক্কা ৷  ভারতীয় ক্রিকেটারদের মধ্যে অভিষেক টেস্টে সেঞ্চুরির রেকর্ড এর আগে রয়েছে ১৫ জনের ৷ তাঁরা হলেন,  শিখর ধাওয়ান, রোহিত শর্মা, গুন্ডাপ্পা বিশ্বনাথ, পৃথ্বি শ, সৌরভ গঙ্গোপাধ্যায়, সুরিন্দর অমরনাথ, সুরেশ রায়না, লালা অমরনাথ, আব্বাস আলি বেগ, মহম্মদ আজহারউদ্দিন, দীপক শোধন, হনুমন্ত সিং, বীরেন্দ্র সেহওয়াগ, প্রবীণ আমরে এবং এজি কৃপাল সিং-এর। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে অভিষেক টেস্টে সেঞ্চুরি করার নজির গড়েছিলেন লালা অমরনাথ ৷ ১৯৩৩ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট অভিষেকে শতরান করেছিলেন তিনি ৷

India vs New Zealand: ময়াঙ্কের উইকেট হারালেও কানপুর টেস্টে শুরুটা ভালোই হল ভারতের

কানপুর: টি টোয়েন্টির পালা শেষ ৷ এবার শুরু টেস্টের লড়াই ৷ তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে কিউয়িদের ৩-০ উড়িয়ে দেওয়ার পর আজ, বৃহস্পতিবার থেকে কানপুরে প্রথম টেস্ট খেলতে নেমেছে ভারত ৷ এই টেস্টে কোহলি এবং রোহিতের মতো দলের অনেক সিনিয়র ক্রিকেটাররাই খেলছেন না ৷ অধিনায়ক অজিঙ্কা রাহানের ভরসা তাই তরুণ ক্রিকেটাররাই ৷ দলের নতুন হেড কোচ রাহুল দ্রাবিড়েরও ভারতীয় দলের কোচ হিসেবে প্রথম টেস্ট পরীক্ষা ৷ দ্রাবিড়-ভক্তদের একটাই আশা, দ্বিতীয় সারির ভারতীয় দল নিয়েও যেন নিউজিল্যান্ডকে হারিয়ে দিতে পারেন অজিঙ্কা রাহানেরা (India vs New Zealand-Kanpur Test)।

টস জিতে এদিন প্রথমে ব্যাট করতে নেমে শুরুতে ময়াঙ্ক আগরওয়ালের উইকেট হারায় ভারত ৷ ২৮ বলে ১৩ রান করেন তিনি ৷ আরেক ওপেনার শুভমান গিল করেন ৫২ রান ৷

আরও পড়ুন– টেস্ট ছাড়া আর সুযোগ পান না! সেই অশ্বিনকে দেখলেই হাঁটু কাঁপে উইলিয়ামসনের

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে বিরাট-বাহিনীর স্বপ্নের ট্রফি ছিনিয়ে নিয়েছিল নিউজিল্যান্ড ৷ এবার তাদের বিরুদ্ধে ঘরের মাঠে লড়াই টিম ইন্ডিয়ার ৷ টেস্টে বিশ্বসেরাদের বিরুদ্ধে ভারতের এই দলও সিরিজে নিজেদের সেরাটাই দেবে বলে মনে করা হচ্ছে ৷

কানপুরের পিচে ঘাস নেই। প্রথম দু’দিন ব্যাটসম্যানদের জন্য তাই আদর্শ হয়ে উঠতে পারে পিচ। চিরাচরিতভাবে তৃতীয় দিন থেকে বল ঘোরার সম্ভাবনা রয়েছে এখানে ৷ বরাবরই গ্রিন পার্কের উইকেট স্পিনারদের জন্য সহায়ক ৷

এই ম্যাচে টেস্টে অভিষেক ঘটেছে শ্রেয়স আয়ারের। ভারতের ওয়ান ডে ও টি-টোয়েন্টি দলে নিয়মিত খেললেও টেস্ট ফর্ম্যাটে জায়গা পাচ্ছিলেন না। হনুমা বিহারির মতো ব্যাটসম্যান থাকায় শ্রেয়সকে টেস্ট দলে আগে সেভাবে ভাবেননি নির্বাচকরা।

আরও পড়ুন-আজ জীবনের অন্যতম আনন্দের দিন ভুবনেশ্বর কুমারের, এক খবরে বাড়িতে খুশির হাওয়া

পাঁচ জন ব্যাটসম্যান, উইকেটরক্ষক, তিন স্পিনার ও দুই পেসারে দল গড়েছে ভারত। প্রথম একাদশে রয়েছেন শুভমান গিল, ময়াঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পূজারা, অজিঙ্কা রাহানে, শ্রেয়স আইয়ার, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ইশান্ত শর্মা এবং উমেশ যাদব ৷

Pujara supports Rahane : অধিনায়ক অজিঙ্কা রাহানের বড় রান পেতে বেশি সময় বাকি নেই, বলছেন চেতেশ্বর পুজারা

#কানপুর: ভারতের টেস্ট ক্রিকেটে তারা দুজন ভরসার প্রতীক। বিপক্ষ দলের বোলারদের যেকোনো রকম চ্যালেঞ্জ সামলেছেন সাহস করে। মিচেল স্টার্ক থেকে শুরু করে জেমস অ্যান্ডারসন- পৃথিবীর সেরা ফাস্ট বোলারদের বিরুদ্ধে লাল বলের ক্রিকেটে চেতেশ্বর পুজারা এবং অজিঙ্কা রাহানে ভারতের চোখ বন্ধ করে ভরসার জায়গা। কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ জয়ের পর থেকে দুজনেই নিজেদের স্বাভাবিক ছন্দে নেই। ইংল্যান্ডের মাটিতে ব্যর্থ হয়েছেন চেতেশ্বর পুজারা।

আরও পড়ুন – Junior Hockey World Cup 2021: চুপচাপ ভারতে খেলতে চলে এল পাকিস্তান দল! আবার হুঙ্কারও দিল

অজিঙ্কা রাহানের অবস্থা আরো খারাপ। শেষ ১১ টেস্ট ম্যাচে তার ব্যাটিং গড় ১৯। আত্মবিশ্বাসের অভাব স্পষ্ট। শেষ টেস্ট বাতিল না হয়ে গেলে, ইংল্যান্ডে তার বাদ পড়া নিশ্চিত ছিল। কিন্তু নিউজিল্যান্ডের বিরুদ্ধে কানপুরে প্রথম টেস্টে নামার আগে রাহানেকে বড় সার্টিফিকেট দিলেন চেতেশ্বর পুজারা। ভারতের অধিনায়কত্ব করবেন রাহানে। দ্বিতীয় টেস্টে মুম্বইতে ফিরবেন অধিনায়ক বিরাট কোহলি। চেতেশ্বর পুজারা মনে করেন অজিঙ্কা রাহানে টেস্ট ক্রিকেটে কিংবদন্তি। তার বড় রান পাওয়া শুধু সময়ের অপেক্ষা।

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজে বিরাট কোহলি দেশে ফিরে আসার পর রাহানের নেতৃত্বেই মেলবোর্নে কামব্যাক করেছিল ভারত। দুর্দান্ত শতরান করেছিলেন অধিনায়ক হিসেবে। টেকনিক নিয়ে প্রশ্ন নেই। সব ক্রিকেটারের জীবনে খারাপ ফর্ম আসে। কিন্তু জাত ব্যাটসম্যানরা জানেন কামব্যাক করতে। কিউইদের বিরুদ্ধে রাহানে বড় রান করবেন সন্দেহ নেই পূজারার। বুমরা, শামি, পন্থ, রোহিত শর্মাদের মত ক্রিকেটাররা পুরো টেস্ট সিরিজে বিশ্রামে থাকবেন।

তবে হাতে যোগ্য ক্রিকেটার আছে মনে করেন পূজারা। মেলবোর্ন টেস্টের আগে দু’বার টেস্টে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে দেখা গিয়েছিল রাহানেকে। একবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে, আর একবার আফগানিস্তানের বিরুদ্ধে। দুটো টেস্টই জিতেছিলেন তিনি। মেলবোর্নও তাই। সুতরাং অধিনায়ক হিসেবে রেকর্ড নজরকাড়া।কিংবদন্তি সুনীল গাভাসকার বলেছেন, মনে করি না যে অধিনায়ক হওয়া বা অধিনায়ক হিসেবে চালিয়ে যাওয়ার কথা রাহানের মাথায় রয়েছে বলে। ও যে সততার সঙ্গে খেলে, ঠিক সেভাবেই এই দায়িত্ব পালন করবে।

ব্যাটসম্যান হিসেবে আগের মতোই চেষ্টা করবে। আর চাইবে পূজারা যেন বিপক্ষকে ক্লান্ত করে তোলার সঙ্গে সঙ্গে কিছু শটও খেলে। নিউজিল্যান্ড এই মুহূর্তে টেস্ট ক্রিকেটে বিশ্বের প্রথম দল তালিকার বিচারে। ফিরে আসছেন উইলিয়ামসন। তাই ভারতের কাজ রীতিমতো কঠিন। সিনিয়র ব্যাটসম্যান হিসেবে অজিঙ্কা রাহানে এবং পুজারা কতটা ভরসা দিতে পারেন সেটাই দেখার।

Rahul Dravid on India vs New Zealand : হোয়াইটওয়াশ স্বস্তিদায়ক! কিন্তু উত্তেজিত হওয়ার কিছু নেই, বললেন দ্রাবিড়

#কলকাতা: জয়পুরের পর মহেন্দ্র সিং ধোনির শহর রাঁচিতেই সিরিজের ফয়সালা হয়ে গিয়েছিল। রবিবার ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সে তিন নম্বর ম্যাচটা ভারতের কাছে কার্যত নিয়ম-রক্ষার ছিল। দুটি পরিবর্তন হয়েছিল দলে। ঈশান কিশান এবং চাহাল। তাতেও দিনের শেষে দাপটের সঙ্গে জয় ছিনিয়ে নিয়েছে ভারত। টি টোয়েন্টিতে ৭৩ রানে জয় প্রমাণ করে বিপক্ষ দলকে দাঁড়াতেই দেয়নি টিম ইন্ডিয়া। টি টোয়েন্টি বিশ্বকাপের রানার্সআপ দল বলে কথা! সেই নিউজিল্যান্ডকে টি টোয়েন্টিতে ৩-০ মাত দেওয়া সহজ কাজ নয়।

আরও পড়ুন – Rohit Sharma At Eden: রোহিত-ইডেনের ‘প্রেম কাহিনী’ চলছেই, এবার ভেঙে দিলেন বিরাট কোহলির রেকর্ড

ম্যাচ শেষে রাহুল দ্রাবিড় জানালেন হোয়াইটওয়াশ ভেবে দেখার ক্ষেত্রে স্বস্তিদায়ক। দলের আত্মবিশ্বাস বাড়বে। কিন্তু নিউজিল্যান্ডের পক্ষে কাজটা কঠিন ছিল। বিশ্বকাপ খেলা দলটা ভারতে এসেই ছয়দিনের বিরতিতে তিনটি ম্যাচ খেলে ফেলল। এটা ওদের পক্ষে সহজ নয়। কিন্তু এটাই আমাদের জয়ের কারণ বলব না। দেখে ভাল লাগছে যে কজন তরুণ ক্রিকেটারকে সুযোগ দেওয়া হচ্ছে, প্রত্যেকে সদ্ব্যবহার করার চেষ্টা করেছে। ঈশান ওপেন করে রান করার চেষ্টা করেছে। ভেঙ্কটেশ অলরাউন্ডার হিসেবে অবদান রাখছে।

অক্ষর দুরন্ত বল করেছে। চাহাল এবং হর্ষল প্যাটেল লড়াই করেছে। একটা টিম পারফরম্যান্স দেখা যাচ্ছে। একজন কোচ হিসেবে এটাই আমার কাছে স্বস্তিদায়ক বলছেন দ্রাবিড়। তবে সামনে লম্বা রাস্তা পড়ে রয়েছে। আরো কয়েকজন ক্রিকেটারকে সুযোগ দেবে টিম ম্যানেজমেন্ট। ঋতুরাজ, আবেশ খানদের মত প্রতিভাবান তরুণ অপেক্ষা করছে রিজার্ভ বেঞ্চে। রাহুল দ্রাবিড় মনে করেন দলের গ্রাফ শুধু ওপরেই উঠবে না। নিচেও নামবে। এই দল হারের সম্মুখীন হবে। কিন্তু কত তাড়াতাড়ি কামব্যাক করতে পারে সেটাই ঠিক করে দেবে দলে কাদের জায়গা পাকা হবে।

এই দলটা থেকে মাত্র কয়েকজন কানপুরে যাবে টেস্ট খেলতে। তাই সকালে ওঠার জন্য প্রয়োজনীয় বিশ্রাম দরকার। হেড কোচ তাদের অনুরোধ করবেন তাড়াতাড়ি শুয়ে পড়তে। বাকিরা রাতে মজা করতেই পারে। অর্থাৎ পরিষ্কার বোঝা যাচ্ছে হেড কোচ হিসেবে নরমে-গরমে ছেলেদের এক ছাতার তলায় আনতে চাইছেন রাহুল দ্রাবিড়। তার কাজ করার স্টাইল বাকিদের থেকে ভিন্ন।