Tag Archives: India

STOP CORONA ! করোনা নিয়ে গান বানিয়ে ফেললেন কার্তিক,ভিডিও দুম করে ভাইরাল

#মুম্বই: সেলিব্রিটিরা এমনিতেই সোশ্যাল মিডিয়াতে দারুণ অ্যাক্টিভ ৷ কী খাচ্ছেন, কী পরছেন, কোথায় যাচ্ছেন, কার সঙ্গে যাচ্ছেন তার সবই আপডেট তাঁরা সোশ্যাল মিডিয়াতে জানাতে সবচেয়ে বেশি পছন্দ করেন ৷ এখন তো আবার ঘরবন্দি দশা ৷ তাই বাইরের কাজ যখন বন্ধ, তাই ঘরেতেই অঢেল সময় ৷ এই অঢেল সময়ে সেলিব্রিটিরা ঠিক কী করছেন, তা জানার উৎসাহ থাকেই! ঠিক যেমন কেউ রান্না করছেন, কেউ ছবি আঁকছেন, কেউ গান করছেন, কেউ নাচ করছেন ৷

এর আগে দেশবাসীকে করোনা নিয়ে সতর্ক করার জন্য ভিডিও পোস্ট করেছিলেন কার্তিক আরিয়ান৷ তারপর আবার নিজের বাসন মাজার ভিডিও আপলোড করেছিলেন সোশ্যাল মিডিয়ায় ৷ তবে এবার করোনা নিয়ে বানিয়ে ফেললেন গান ৷ গানের কথাতেও উঠে এল করোনা থেকে বাঁচতে ঠিক কী কী করা উচিত সেসব কথা ৷ ইতিমধ্যেই কার্তিকের এই গান ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় ৷

দেখুন সেই গান—-

৫ টা বাজতেই ছাদের ওপর অমিতাভ-ঐশ্বর্য-অভিষেক, হাততালি বাজালেন বচ্চন ফ্যামিলি !

#মুম্বই: ঘড়ির কাটায় ৫ টা বাজতেই গোটা দেশ জুড়ে করতালির আওয়াজ৷ কোথাও কোথাও বেজে উঠল ঘণ্টা কাসরও ৷ হ্যাঁ, করোনা ভাইরাসের সঙ্গে লড়াইয়ে যে মানুষগুলো সব ভুলে লাফিয়ে পড়েছেন মানুষেরা সেবার জন্য ৷ সেই সমস্ত জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মচারীদেরকে এইভাবেই ধন্যবাদ জানাল গোটা দেশ ৷ গত সপ্তাহে জনগণের উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে এই অনুরোধই দেশবাসীর কাছে রেখেছিলেন নরেন্দ্র মোদি ৷ মোদির সেই কথাকে সঙ্গে নিয়েই গোটা দেশ সব বিভেদ ভুলে মেতে উঠল ধন্যবাদ নিবেদনে ৷

বাদ পড়লেন না বলিউডের বিগবি ও তাঁর পরিবার ৷ বিকেল ৫ টা বাজতেই ছাদ উঠে হাততালি বাজিয়ে ধন্যবাদ জ্ঞাপন করলেন অমিতাভ বচ্চন, ঐশ্বর্য বচ্চন, জয়া বচ্চন ও অভিষেক বচ্চন ৷ সঙ্গে ছিল ছোট্ট আরাধ্যাও ৷

দেখুন সেই ভিডিও—-

ভারতীয় সংস্কৃতিকেই মানলেন ট্রাম্প ! করোনা ভয়ে হ্যান্ডসেক ছেড়ে নমস্কার করা শিখলেন

#আমেরিকা: যে বিদেশিরা একদিন ভারতীয়দের শিখিয়েছিল কিভাবে হাত মিলিয়ে অভ্যর্থনা জানাতে হয়, আজ তারাই হাঁটছে ভারতীয়দের পথে। করোনার প্রথম সতর্কবার্তা হল কারও সঙ্গে যেন হাত টাচ না হয়। বা হাত মেলানো না হয়। এবং কোথাও হাত লাগলে বার বার ভাল করে হাত ধুয়ে নিতে বলা হচ্ছে। তাই হাত না মিলিয়ে আজ সবাই নমস্কারের পথে হাঁটছে। আমাদের দেশের প্রধানমন্ত্রী অনেকদিন আগেই বলেছিলেন, ‘হ্যান্ডসেক ছেড়ে নমস্কার করতে শুরু করুন।’ করোনা ভাইরাসের জন্যই এই বার্তা। তবে এ কথা ভারতীয়রা নিশ্চয় মেনেছেন। কারণ ভারতীয়রা সকলকে নমস্কারই করে থাকেন। কিন্তু বিদেশিরা ভারতীয়দের মতো করেই নমস্কার করছেন সকলকে।

সম্প্রতি হোয়াইট হাউসেও মিলল নমস্কার করে অভিবাদনের নিদর্শন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী লিও ভারাদকার পরস্পরকে নমস্কারের মাধ্যমে অভিবাদন জানালেন। হোয়াইট হাউসের ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট সাংবাদিকদের জানান “আজকে আমরা হ্যান্ডসেক করিনি।” তখন এক সাংবাদিক প্রশ্ন করেন, তাহলে আপনারা শুভেচ্ছা বিনিয়ম করলেন কী করে? ট্রাম্পের জাবাব আসার আগেই আইরিশ প্রধানমন্ত্রী দু হাত জড়ো করে নমস্কার করলেন। ট্রাম্পও তখন হাসিমুখে ফের নমস্কার করেন। মার্কিন প্রেসিডেন্ট জানান, “রাজনৈতিক ব্যক্তিত্ব হওয়ার দরুন তাঁকে সকলের সঙ্গে হ্যান্ডসেক করতে হত। তিনি সদ্য ভারত থেকে ফিরে এসেছেন এবং নমস্কার করার প্রথা সাদরে গ্রহণও করেছেন। পাশাপাশি জাপানিদের মাথা নিচু করে অভিবাদনের পদ্ধতিও শিখে নিয়েছেন ট্রাম্প।” তিনি বলেন, “করোনা মোকাবিলায় ভারত এবং জাপান দুই দেশের অভিবাদন পদ্ধতিই গ্রহণযোগ্য।” অতএব করোনার জেরে সারা বিশ্বজুরে এখন ভারতীয় সংস্কৃতিরই জয় জয়াকার। তবে করোনা কিন্তু সারা বিশ্বে ধীরে ধীরে মারাত্বক আকার ধারন করছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) ও কিন্তু বার বার বলছে হাত না মেলাতে।

 

#Women’s T20 World Cup: প্রথম ম্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নিল অস্ট্রেলিয়া

#সিডনি: মহিলা টি২০ বিশ্বকাপে আজ অভিযান শুরু করছে ভারতীয় ক্রিকেট দল৷ মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া৷ সিডনিতে এই ম্যাচে ভারতের হয়ে অধিনায়কত্ব করছেন হরমনপ্রিত কাউর৷ অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব করছেন মেগ লেনিং৷ আজ সিডনিতে টসে জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া৷ ব্যাট করতে নেমে শুরুটা ভালই করেছেন ভারতের দুই ওপেনার৷ তিন ওভারের শেষে বিনা উইকেটে ২৫ রানে পৌঁছে গিয়েছে ভারত৷


অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামা যে কোনও সময়েই চ্যালেঞ্জিং৷ আর ওয়ার্ল্ড কাপের শুরুতেই এই ম্যাচ খেলতে নেমে প্রথমেই একটা বড় পরীক্ষার সামনে পড়তে চলেছে ভারতীয় দল৷ এখন দেখার, হরমনপ্রিত কাউরের দল শেষ পর্যন্ত চমক দিতে পারে কি না৷