Tag Archives: Indian Army

Purba Medinipur News: ছোট্ট শিশুর দুধ পর্যন্ত বাড়িতে ঢুকতে দেওয়া হচ্ছে না, সেনাকর্মীর পরিবার সামাজিক বয়কটের শিকার

ভূপতিনগর: দেশ রক্ষায় সেনাবাহিনীতে কর্মরত। কিন্তু নিজের গ্রামে বিপদের মুখে পড়লেন। পূর্ব মেদিনীপুর জেলার বাসিন্দা তথা ভারতীয় সেনাবাহিনীর সুবেদার অনলবেড়িয়া গ্রামের বাসিন্দা কৃষ্ণগোপাল দাস। দেশ রক্ষায় যিনি নিজের জীবনের কথা চিন্তা না করে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দিয়েছেন, সেখানে গ্রামেই কার্যত সামাজিক বয়কটের শিকার হচ্ছেন তিনি।

পূর্ব মেদিনীপুর জেলার জেলার ভগবানপুর বিধানসভা কেন্দ্রের অর্জুন নগর গ্রাম পঞ্চায়েতের, অনলবেড়িয়া গ্রামের বাসিন্দা কৃষ্ণগোপাল দাস। পেশায় তিনি ভারতীয় সেনা অফিসার। দেশরক্ষার্থে তিনি হরিয়ানা রাজ্যের আম্বালা ছাউনিতে কর্মরত।

আরও পড়ুন – South Dinajpur News: ডায়ালিসিস করাতে যেতেন নিয়মিত, কিন্তু এবার আর ফিরলেন না, তারপরেই তুলকালাম

তাঁর অভিযোগ, এলাকার দুই জমি মাফিয়া সহ আরও বেশ কিছু দুস্কৃতিতাঁরজমি দখল করে প্রাণনাশের হুমকি অনবরত দিয়ে চলেছে।‌ তাঁর আরও অভিযোগ, তার ছোট্ট শিশুটির দুধ বন্ধ করে দেওয়া হয়েছে। প্রতিবেশীদের সঙ্গে যোগাযোগ রাখলে ওই প্রতিবেশীদেরকেও হুমকির মুখে পড়তে হচ্ছে। আর এই ঘটনায় রীতিমত চিন্তিত ওই সেনা অফিসার। কারণ কর্মসূত্রে ভিন রাজ্যে থাকতে হয় তাঁকে।

তথাকথিত জমি মাফিয়ারা ভারতীয় সেনাকে হুমকি দিয়ে বলেছে,কর্মজীবন শেষের পর তাকে আসতে হবে বাড়িতে, আর ফিরেই তাকেসমস্ত জমি লিখে দিতে হবে। ভারতীয় সেনা গোপালকৃষ্ণ দাসের পরিবার প্রতিনিয়ত ভয়ের মধ্যে দিন কাটাচ্ছে। সেনা অফিসার গোপালকৃষ্ণ দাস স্থানীয় ভূপতিনগর থানা, জেলা পুলিশ সুপার, পূর্ব মেদিনীপুর জেলাশাসক, ও হিউম্যান রাইটস সংগঠনকেওলিখিত অভিযোগ জানিয়েছেন এবিষয়ে।

সেনা অফিসারের এই অভিযোগের বিষয়ে, ভূপতিনগর থানা পুলিশ আধিকারিক বলেন, সেনা অফিসারের সঙ্গে গ্রামের লোকদের ঝামেলা কিছু বছরের পুরানো। মূলত ওই সেনা অফিসারের জায়গার ওপর সরকারি টাকায় দুটি পাবলিক টয়লেট নির্মাণকে কেন্দ্র করে বিবাদ শুরু হয়। বর্তমানে অভিযোগকারী ওই পাবলিক টয়লেটযাওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছেন। তারপর থেকেই এই ঘটনা ঘটে চলছে। ভূপতিনগর থানার পুলিশ সেনা অফিসারের অভিযোগের ভিত্তিতে পুরো ঘটনার তদন্ত করছে বলেও জানানো হয়।

Saikat Shee 

জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ, কাশ্মীরে নিহত দুই সেনা অফিসার এবং দুই জওয়ান

রাজৌরি: জম্মু এবং কাশ্মীরে ফের সেনা জঙ্গি সংঘর্ষে প্রাণ গেল দুই সেনা কর্তা এবং দু জন সেনা জওয়ানের৷ জম্মু কাশ্মীরের রাজৌরি জেলার কালাকোটের জঙ্গলে এই সংঘর্ষের ঘটনা ঘটে৷

জানা গিয়েছে, ওই জঙ্গলের মধ্যে জঙ্গিরা লুকিয়ে আছে খবর পেয়েই বিশেষ বাহিনী এবং পুলিশ মিলে যৌথ অভিযান চালায়৷ তখনই তাদের লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা৷

আরও পড়ুন: বিকল্প পথে পাইপ বসানোর কাজ শেষ, সুড়ঙ্গে ঢুকল উদ্ধারকারী দল! আজই অপেক্ষার অবসান?

অতীতেও কয়েক বছরে জম্মু কাশ্মীরের পির পঞ্জালের এই জঙ্গলে বার বারই জঙ্গিদের মোকাবিলা করতে গিয়ে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে নিরাপত্তা বাহিনী৷ ঘন জঙ্গলের মধ্যে সুবিধাজনক অবস্থানকে কাজে লাগিয়ে নিরাপত্তা বাহিনীকে নিশানা করেছে জঙ্গিরা৷

গত সপ্তাহেও রাজৌরিতেই নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক জঙ্গির মৃত্যু হয়েছিল৷ সেনা, পুলিশ এবং সিআরপিএফ-এর যৌথ অভিযান চলাকালীন বুধহাল তেহসিলের গুলার- বেহরোত এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষ বাঁধে৷ সেই সংঘর্ষেই প্রাণ হারায় এক জঙ্গি৷

ট্যুইটারে অক্ষয়-রিচার তুমুল ঝামেলা! আঘাত পেলেন রাম সেতুর অভিনেতা

#নয়াদিল্লি: অভিনেতা অক্ষয় কুমার ভারতীয় ও চিনা সৈন্যদের মধ্যে লাদাখের গালওয়ান উপত্যকায় হিংসাত্মক লড়াই নিয়ে অভিনেত্রী রিচা চাড্ডার টুইটের নিন্দা করেছেন। যেটি বর্তমানে মুছে ফেলেছেন অভিনেত্রী।

মিস্টার কুমার টুইট করেছেন, “এটা দেখে কষ্ট লাগে। আমাদের সশস্ত্র বাহিনীর প্রতি কখনোই অকৃতজ্ঞ হওয়া উচিত নয়। ওহ হ্যায় তো আজ হাম হ্যায়।” পুরনো টুইটের স্ক্রিনশটও শেয়ার করেছেন তিনি।

আরও পড়ুন : গালওয়ান নিয়ে বিতর্কিত মন্তব্য! সেনাবাহিনীকে অপমান করার অভিযোগ রিচার বিরূদ্ধে, ক্ষমা চাইলেন অভিনেত্রী

প্রসঙ্গত, ভারতীয় সেনাবাহিনী নিয়ে বিতর্কিত ট্যুইট ট্যুইট করে ফের ট্রোলড হলেন অভিনেত্রী রিচা চাড্ডা৷ সম্প্রতি উত্তর সেনা কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী মঙ্গলবার বলেছিলেন যে ভারতীয় সেনাবাহিনী PoK পাক অধিকৃত কাশ্মীর ফিরিয়ে নিয়ে প্রস্তুত। সেই ট্যুইটের উত্তর দিয়ে রিচা চাড্ডাও করলেন পোস্ট৷ আর সেই পোস্ট ঘিরেই বিতর্ক৷ কী বলেছিলেন সেই পোস্টে?

আরও পড়ুন : হুড়মুড়িয়ে ওজন কমবে! এক সপ্তাহে প্রায় ৩ কেজি, রোজ সকাল শুরু করুন এই ৫ গ্রিন টি দিয়ে

বলেছিলেন, ‘গালওয়ান হাই বলছে’। তাঁর এই গালওয়ান রেসপন্স ২০২০-এর গালওয়ান সংঘর্ষকে নির্দেশ করেছে৷ সেই ভয়াবহ ঘটনায় ২০ জন ভারতীয় সেনাবাহিনী প্রাণ দিয়েছিলেন৷ চিনের ৩৫ থেকে ৪০ সেনাবাহিনী মৃত হয়েছিলেন৷

বিজেপি নেতা মনজিন্দর সিং সিরসা তখনই চরম প্রতিবাদ করেন। তিনি জানান, রিচা চাড্ডার বক্তব্য ফিরিয়ে নেওয়া উচিত।

বীরের মৃত্যু! জঙ্গিদলের সঙ্গে লড়াই করে গুলিতে মৃত্যু সেনবাহিনীর কুকুর ‘জুম’-এর

#নয়াদিল্লি: সে শহিদ৷ সেনবাহিনীও সে কথা ঘোষণা করছে৷ ভারতীয় সেনাবাহিনীর অ্যাসল্ট কুকুর জুমের মৃত্যু হব জঙ্গিদলের সঙ্গে লড়াই করার সময় গুলিতে আহত হাওয়ার পরে৷ কাশ্মীরের অনন্তনাগে একটি জঙ্গিদমন অভিযান চলার সময় গুলিতে সে আহত হয়৷

এর পর তাঁকে ভর্তি করানো হয় একটি হাসপাতালে৷ সেখানেই তাঁর মৃত্যু হয় বৃহস্পতিবার৷ ভারতীয় সেনা বাহিনীর তরফ থেকে বলা হয়েছে, বৃহস্পতিবার হাসাপাতালে চিকিৎসারত জুমের মৃত্যু হয়েছে বেলা ১২টা নাগাদ৷ চিকিৎসায় সে সাড়া দিচ্ছিল শেষ কয়েকদিন ধরে, কিন্তু এ দিন সকাল পৌনে বারোটা নাগাদ হঠাৎই তাঁর শরীরে কম্পন দেখা দেয়, গোঙানি শুরু হয়, তারপরেই তার মৃত্যু হয়৷

আরও পড়ুন –  স্কুলে ওটা মস্ত বড় কী! গোখরো পাওয়া গেল শিশু বিকাশ কেন্দ্র থেকে

আরও পড়ুন: রেহাই নেই বৃষ্টির থেকে, আগামী ৩-৪ দিনের আবহাওয়া নিয়ে বড় পূর্বাভাস হাওয়া অফিসের

সেনার পক্ষ থেকে বলা হয়েছে, জুমের শরীরে মোট দু’টি গুলির আঘাত ছিল৷ চলতি মাসের ১০ তারিখে অনন্তনাগে একটি জঙ্গি দমন অভিযানে অংশ নেওয়ার সময় সে আহত হয়৷ বুধবার সেনা আধিকারিকদের তরফ থেকে বলেই দেওয়া হয়েছিল যে জুমের শারিরীক অবস্থা স্থিতিশীল হলেও আগামী ৪৮ ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ৷

জুম জাতে ছিল বেলজিয়ান শেফার্ড৷ মাত্র দু’বছর বয়স হয়েছিল তার৷ শেষ আটমাস ধরে সেনাবাহিনীতে সে নিয়মিত কাজ করে চলছিল৷ এর আগে সেনবাহিনী জুমের একটি ভিডিও শেয়ার করে, যেটিতে বলা হয়, জুম প্রশিক্ষিত কুকুর, যে সহজে বিভিন্ন স্থানে লুকিয়ে থাকা জঙ্গিদের খুঁজে বার করতে পারত৷

 

ভিডিওতে বলা হয়েছিল সেই অপারেশনের কথা, যেটিতে জমু প্রাণ হারায়৷ অক্টোবরের ১০ তারিখে সকালে, কাশ্মীরের অনন্তনাগ জেলায় সেনা একটি জঙ্গিদমন অভিয়ান শুরু করে৷ জুমকে দায়িত্ব দেওয়া হয় লুকিয়ে থাকা জঙ্গিদের বাড়ি খালি করে দেওয়ার জন্য৷

জুম জঙ্গিদের খুঁজে বার করে এবং আক্রমণ করে৷ সেই সময়েই তার শরীরে দু’টি গুলি লাগে৷ দু’টি গুলি শরীরে নিয়েও লড়াই চালিয়ে যায় জুম, সেই অভিযানে দুই জঙ্গিকে খতম করে সেনা৷

Viral Video: হাঁটু অবধি ডুবে যাচ্ছে বরফে, তারমধ্যে সেনাদের জোর খেলা, দেখুন ভিডিও

#কলকাতা:  হিমাঙ্কের নিচের তাপমাত্রা কত সে আর না বললেই ভাল৷ এটাই সীমান্তের এই এলাকায় সাধারণ তাপমাত্রা৷ এক সেনাকর্মীর  (Indian Army) দেশের প্রতি দায়বদ্ধতা নিয়ে কেউ কোনওদিন প্রশ্ন তোলেন না৷ একাধিক সময়ে তাঁরা নিজেদের জীবন বিপন্ন করে মানুষের সাহায্যের কাজে হাত বাড়িয়ে দেন পাশাপাশি সীমান্তরক্ষার কাজ করেন তা নিয়ে নিঃসন্দেহ৷ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় জওয়ানদের একটি ভিডিও ভাইরাল (Viral Video) নিউজ হয়েছে৷ সীমান্তের বরফে পা অবধি ডুবে যাওয়া অবস্থায় তাঁর করছেন তা এখন ভাইরাল ভিডিও (Viral Video)৷

এখানের ভিডিওটি দেখা যাচ্ছে সেনাবাহিনীর (Indian Army) -যা সকলের নজর কাড়ছে৷ ভিডিওটি (Viral News) শেয়ার হয়েছে আইএএস অবিনাশ সাহারনের প্রোফাইল থেকে৷ হাড় কাঁপানো ঠাণ্ডায় নিজেদের মধ্যে দল করে ভলিবল খেলছেন জওয়ানরা৷ এই ভিডিওটি (Viral Video) সকলের মন কেড়ে নিচ্ছে৷

আরও পড়ুন –  Bikaner-Guwahati Express Accident -এ CBI তদন্তের দাবি BJP নেত্রী Rupa Ganguly-র, দেখুন

ভাইরাল ভিডিওতে (Viral Video) দেখা যাচ্ছে জওয়ানরা দুটি দল করে ভলিবলের ম্যাচ৷ একটি দল পয়েন্ট পাওয়ার পর উচ্ছ্বাসেও মেতে ওঠে৷ ভাইরাল নিউজ (Viral News) হওয়া এই ভাইরাল ভিডিও-র  (Viral Video) ক্যাপশনে লেখা হয়েছে “The best ‘Winter Games.’ Our Jawans (sic),”- অর্থাৎ সেরা শীতকালীন গেম-আমাদের জওয়ানরা৷

আরও পড়ুন – Bikaner-Guwahati Express Accident : দুর্ঘটনাগ্রস্ত কামরার ভিতরে প্রথম News18 Bangla, দেখুন সেই ছবি

দেখে নিন ভাইরাল ভিডিও…

এই ভিডিওটি ইতিমধ্যেই হাজার হাজার ভিউ হয়ে গেছে৷ সকলে জওয়ানদের সুপার ফিটনেসের প্রশংসায় মেতেছেন৷ এই ভাইরাল নিউজের ভাইরাল ভিডিও সকলকে নতুন মোটিভেশন দিচ্ছে৷

দেখে নিন সকলে এই ভিডিও দেখার পর সকলে কী বক্তব্য রেখেছেন নেটমাধ্যমে…

সত্যি সত্যি প্রেরণাদায়ক এই ভিডিও৷ তাই ভাইরাল ভিডিওকে কুর্নিশ জানিয়ে নেটিজেনরা আরও ভাইরাল করে দিচ্ছেন৷

Gautam Gambhir Tweet: ‘ভারত এই জন্যই মাতৃভূমি’, শহিদ মেজরের স্ত্রী সেনায় যোগ নিয়ে বললেন গম্ভীর

#নয়াদিল্লি: মাত্র ৯ মাসের দাম্পত্য জীবন ছিল তাঁর। বিয়ের ৯ মাস পরই এক সকালে সব কিছু এলোমেলো হয়ে যায়। তছনছ হয়ে যায় বিবাহিত জীবন। প্রথমে তিনি কিছুই মেনে নিতে পারছিলেন না। কে-ই বা মানতে পারে এমন ঘটনা! কিন্তু নির্মম বাস্তবতা অনেক কিছু শিখিয়ে দিয়েছিল তাঁকে। ২০১৯ সালে পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনায় প্রাণ হারান মেজর বিভূতি ধন্ডিয়াল। সেদিন তাঁর কফিনের সামনে দাঁড়িয়ে স্ত্রী নিকিতা প্রতিজ্ঞা করেছিলেন, স্বামীর অপূর্ণ কাজ তিনি শেষ করবেন। সেদিন স্ত্রীর ভূমিকা পালন করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন তিনি। বিশ্বাসই করতে পারছিলেন না, তাঁর প্রিয় মানুষটি আর নেই। নিজের অজ্ঞাতেই বারবার মেজর বিভূতির কানের সামনে গিয়ে বলে ফেলছিলেন, তোমাকে খুব ভালবাসি। বারবার চুম্বন ছুড়ে দিচ্ছিলেন তাঁর দিকে। প্রতিজ্ঞার কথা ভোলেননি নিকিতা। দু’বছর পর শেষ পর্যন্ত ভারতীয় সেনায় যোগ দিলেন তিনি।

শহীদ মেজর বিভূতি কাশ্মীরের 55 রাষ্ট্রীয় রাইফেলস-এ কর্তব্যরত ছিলেন। তাঁর শেষ যাত্রায় স্ত্রী নিকিতা প্রতিজ্ঞা করেছিলেন, তিনিও স্বামীর মতো দেশসেবা করবেন। সেদিনের শপথ পূরণ করলেন তিনি। শনিবার নিকিতার ভারতীয় সেনায় যোগদানের খবর আলোড়ন ফেলে ছিল গোটা দেশে। দু’বছর কঠোর পরিশ্রম ও অধ্যাবসায়ের পর ভারতীয় সেনায় যোগ দিয়েছেন নিকিতা। তাঁর প্রতিজ্ঞা পূরণের পর ভারতীয় দলের প্রাক্তন ওপেনার ও বিজেপি সাংসদ গৌতম গম্ভীর আবেগপ্রবণ হয়ে পড়েছেন। এদিন নিকিতাকে সম্মান জানাতে তিনি যে টুইট করেছেন সেটি প্রশংসা কুড়িয়েছে। গৌতম গম্ভীর এমনিতেই দেশের যে কোনও ব্যাপারে আবেগপ্রবণ। ভারতীয় সেনার প্রতি বরাবর সম্মান প্রদর্শন করে এসেছেন তিনি। আর তাই নিকিতার এই সাহসী সিদ্ধান্ত তাঁকে আপ্লুত করে দিয়েছে।

গম্ভীর এদিন টুইটারে লেখেন, কোনও অভিনেতা বা ক্রিকেটার নয়। এই মহিলা আসলে দেশের প্রকৃত নায়ক। এই জন্যই ভারতকে বলা হয় মাতৃভূমি। পিতৃভূমি বলা হয় না। জয় হিন্দ। উল্লেখ্য, ভারতীয় সেনায় যোগ দেওয়ার পরই নিকিতা তাঁর মা-ও শাশুড়ির কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, আমার মা ও শাশুড়ি যেভাবে আমার ওপর ভরসা রেখে ছিলেন তা আমার কাছে অনুপ্রেরণার মতো ছিল। আমি সবাইকে বলব, নিজের ওপর বিশ্বাস রাখুন। তা হলেই লক্ষ্যে পৌঁছতে পারবেন। নিজের ওপর বিশ্বাস ও ভরসা রাখাটাই শেষ কথা।

চারদিক বরফে মোড়া, ‘বরফ কেক’ কেটেই জন্মদিন সেলিব্রেট, সেহওয়াগের শেয়ার করা ভিডিও ভাইরাল

#নয়াদিল্লি : করোনার আবহ, সীমান্তে বিভিন্ন প্রতিবেশী রাষ্ট্রের সন্ত্রাস কিন্তু এসব কিছুকে তুচ্ছ করে ভারতীয় সেনা প্রহরা দেয় ৷ তাদের জীবন একেবারেই অন্যরকম ৷ দেশের ১২০ কোটি জনতা যাতে শান্তির ঘুম ঘুমোন তার জন্য ভারতীয় সেনা নিজেদের কর্তব্যে অবিচল থাকে ৷ কোনও সীমান্তে থাকে শুষ্ক মরুর বালুকা রাশি আবার কোথাও প্রবল ঠান্ডা ৷ ভারতের ধামাকা ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগ এক দারুণ আবেগপূর্ণ ভিডিও পোস্ট করেছেন এই সেনা বাহিনীর ৷

সোশ্যাল মিডিয়ায় দারুণ সক্রিয় নজফগড়ের নবাব ৷ বিভিন্ন সাম্প্রতিক ইস্যু নিয়ে , ক্রিকেট নিয়ে তিনি যেরকম ট্যুইট করেন তেমনিই ভারতীয় সেনার বিভিন্ন কার্যকলাপ নিয়ে তিনি বিভিন্ন ট্যুইট করেন ৷ এবারের ট্যুইট ভিডিওটি সেরকমই আবেগপূর্ণ ৷

একদল সেনা প্রবল বরফের মধ্যে রয়েছেন ৷ সেখানেই একজন জওয়ানের জন্মদিন সেলিব্রেট করা হচ্ছে ৷ কেকের বদলে বরফের একটি চাঁই ছুরি দিয়ে কাটছেন সেই জওয়ান , আর কাটা বরফের টুকরোই তুলে নিচ্ছেন হাতে৷ আশপাশের সকলেই দারুণ খুশি ৷

দেখে নিন সেই আবেগপূর্ণ মুহূর্তের ভিডিও

শুধু বীরুই নয় ভিভিএস লক্ষ্মণও এই ভিডিওটি নিজের হ্যান্ডেলে শেয়ার করেছেন ৷

লক্ষ্মণ ভিডিওটির মাথায় ট্যাগলাইনে লিখেছেন রিয়েল সুপারহিরো , অর্থাৎ এঁরাই সত্যিকারের সুপারহিরো ৷ এদিকে বীরেন্দ্র সেহওয়াগ নিজের ট্যাগলাইনে লিখেছেন ,‘ A soldier celebrating his birthday. Forget cheese cake, the beauty of a Snow cake, which only a soldier knows.No word are enough to describe their sacrifices and resilience.’- অর্থাৎ একজন জওয়ান জন্মদিন সেলিব্রেট করছেন, চিজ কেক ভুলে যান, স্নো কেক -যার সৌন্দর্য্য শুধু সেনারাই জানে , এঁদের আত্মত্যাগের জন্য কোনও শব্দই যথেষ্ট নয় ৷

গর্ভে সন্তান নিয়েও মাওবাদী অধ্যুষিত দন্তেওয়াড়ায় ডিউটি! মা হলেন সুনয়না

#ছত্তীশগঢ়: দেশের জন্য সেনার আত্মত্যাগ ঠিক কতটা হতে পারে? এই প্রশ্নে যেমন উঠে আসে অভিনন্দন বর্তমানদের নাম, তেমনই উঠে আসতে পারে সুনয়না প্যাটেলেরও নাম। গর্ভ সন্তান নিয়েও শত্রুর সঙ্গে চোখে চোখ রেখে লড়তে এতটুকুও পিছপা হননি তিনি। শনিবার সন্তানের জন্ম দিলেন সুনয়না। মা-সন্তান দু’জনেই সুস্থ আছেন।

সকলেই জানেন, দন্তেওয়ারা অঞ্চলটি মাওবাদীদের ডেরা। গত কয়েক বছরে বারংবার অপারেশনের জন্য এই অঞ্চলকেই বেছে নিয়েছে মাওবাদীরা। পোড়খাওয়া সেনা অফিসাররাও যেখানে যেতে দু’বার ভাববেন, সেখানেই ‌দায়িত্ব নিতে দ্বিতীয়বার ভাবেননি সুনয়নি। গর্ভের সন্তান যখন আট মাসের, তখনও দন্তেওয়াড়ার জঙ্গলে টহলদারি চালিয়ে গিয়েছেন তিনি।

সংবাদমাধ্যমকে সে সময়ে তিনি জানান, “আমি যখন ২ মাসের অন্তঃস্বত্ত্বা তখন আমার ডাক পড়ে দন্তেওয়াড়ায়। কর্তব্যে ফাঁকি দেওয়ার কথা কখনও ভাবিনি। সততার সঙ্গে যতদিন পারব কাজ করে যাব।”

সুনয়না মা হওয়ায় খুশির হাওয়া পরিবারে। খুশি তাঁর সহকর্মীরাও। সন্তানের কোনও দায় দায়িত্ব পালন করতে ভুলবেন না সুনয়না। ঠিক তেমনই়, শিগগির ফিরবেন ঘন জঙ্গলে দেশকে রক্ষা করতে।