Tag Archives: Instagram post

Sania Mirza: ফের কি বিয়ে করতে চলেছেন সানিয়া মির্জা? টেনিস সুন্দরীর ভাইরাল পোস্ট ঘিরে জোর জল্পনা

শোয়েব মালিকের সঙ্গে বিচ্ছেদের ধাক্কা সামলে ঘুড়ে দাঁড়িয়েছেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। ছেলে ইজহানকে নিয়ে এসেছেন ভারতেও। এমনকী নিজের কাজের জগতে ফিরেছেন সানিয়া মির্জা।
শোয়েব মালিকের সঙ্গে বিচ্ছেদের ধাক্কা সামলে ঘুড়ে দাঁড়িয়েছেন ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। ছেলে ইজহানকে নিয়ে এসেছেন ভারতেও। এমনকী নিজের কাজের জগতে ফিরেছেন সানিয়া মির্জা।
টেনিসকে বিদায় জানালেও টেনিসের প্রতি টানে গত সপ্তাহেই অস্ট্রেলিয়ান ওপেনে ধারাভাষ্যকার হিসেবে কাজ করেছেন সানিয়া মির্জা। সেই ছবিও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।
টেনিসকে বিদায় জানালেও টেনিসের প্রতি টানে গত সপ্তাহেই অস্ট্রেলিয়ান ওপেনে ধারাভাষ্যকার হিসেবে কাজ করেছেন সানিয়া মির্জা। সেই ছবিও সামনে এসেছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে।
তবে সানিয়া মির্জার একটি পোস্ট ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন তাহলে ফের নিজের জীবন নতুন করে শুরু করতে চলেছেন টেনিস সুন্দরী? ফের কী বিয়ে করতে চলেছেন সানিয়া। (ছবি সৌঃ সানিয়ে মির্জা ইনস্টাগ্রাম)
তবে সানিয়া মির্জার একটি পোস্ট ঘিরে জোর জল্পনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন তাহলে ফের নিজের জীবন নতুন করে শুরু করতে চলেছেন টেনিস সুন্দরী? ফের কী বিয়ে করতে চলেছেন সানিয়া। (ছবি সৌঃ সানিয়ে মির্জা ইনস্টাগ্রাম)
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে ৩টি ছবি শেয়ার করেছেন সানিয়া মির্জা। যেখানে তাঁকে সিল্কের গোলাপি একটি শার্ট এবং ক্রিম ট্রাউজার্স পরে নানা পোজে ছবি তুলেছেন ভরতীয় টেনিস সুন্দরী।   (ছবি সৌঃ সানিয়ে মির্জা ইনস্টাগ্রাম)
সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে ৩টি ছবি শেয়ার করেছেন সানিয়া মির্জা। যেখানে তাঁকে সিল্কের গোলাপি একটি শার্ট এবং ক্রিম ট্রাউজার্স পরে নানা পোজে ছবি তুলেছেন ভরতীয় টেনিস সুন্দরী। (ছবি সৌঃ সানিয়ে মির্জা ইনস্টাগ্রাম)
কিন্তু পোস্টের ক্যাপশন ঘিরেই যাবতীয় জল্পনা। কারণ ক্যাপশনে সানিয়া মির্জা লিখেছেন,'রোদ এবং একটু গোলাপী রঙ দিয়ে সবকিছুই সম্ভব'। যেই পোস্ট ইতিমধ্যেই নেট দুনিয়ায় ঝড় তুলেছে।  (ছবি সৌঃ সানিয়ে মির্জা ইনস্টাগ্রাম)
কিন্তু পোস্টের ক্যাপশন ঘিরেই যাবতীয় জল্পনা। কারণ ক্যাপশনে সানিয়া মির্জা লিখেছেন,’রোদ এবং একটু গোলাপী রঙ দিয়ে সবকিছুই সম্ভব’। যেই পোস্ট ইতিমধ্যেই নেট দুনিয়ায় ঝড় তুলেছে। (ছবি সৌঃ সানিয়ে মির্জা ইনস্টাগ্রাম)
তবে এই 'সব কিছুই সম্ভব' কথার মধ্যেই নানারকম মানে খুঁজে পাচ্ছেন নেটিজেনরা। কেউ খুঁজে পাচ্ছেন কঠিন সময়ে আত্মবিশ্বসা আবার কেউ মনে করছে তাহলে কি নতুন করে সংসার পাততে চলেছেন সানিয়া? যদিও সানিয়ে কোনও মুখ খোলেননি।   (ছবি সৌঃ সানিয়ে মির্জা ইনস্টাগ্রাম)
তবে এই ‘সব কিছুই সম্ভব’ কথার মধ্যেই নানারকম মানে খুঁজে পাচ্ছেন নেটিজেনরা। কেউ খুঁজে পাচ্ছেন কঠিন সময়ে আত্মবিশ্বসা আবার কেউ মনে করছে তাহলে কি নতুন করে সংসার পাততে চলেছেন সানিয়া? যদিও সানিয়ে কোনও মুখ খোলেননি। (ছবি সৌঃ সানিয়ে মির্জা ইনস্টাগ্রাম)

Instagram গ্রুপ থেকে বের হতে চান? দেখে নিন ধাপে ধাপে কী করতে হবে

Instagram গ্রুপ থেকে বেরিয়ে যেতে চান? অনেকের কাছেই Instagram গ্রুপ বিরক্তির কারণ হয়ে উঠতে পারে। গ্রুপ ছাড়ার কারণ যাই হোক, এই কাজ করার আগে শুধু কয়েকটা বিষয় খেয়াল রাখতে হবে Instagram গ্রুপ ছাড়ার আগে-

১. Instagram গ্রুপ থেকে বের হয়ে গেলে সেই গ্রুপের পরে আসা কোনও মেসেজ তো পাওয়া যাবেই না, এটা ঠিকই আছে, সেই জন্যই তো Instagram গ্রুপ ছাড়া, তবে কি না, আগের মেসেজগুলোরও আর অ্যাক্সেস থাকবে না। এটা মাথায় রাখা দরকার। প্রয়োজনে আগেরদরকারি মেসেজের স্ক্রিনশট নিয়ে রাখতে হবে এক্ষেত্রে।

২. ভাল ব্যাপার এই যে কেউ যদি তাঁর Instagram গ্রুপ থেকে বের হয়ে যান, গ্রুপের বাকি সদস্যরা তা জানতেও পারবেন না- গোপন কথাটি রবে গোপনেই। ফলে, ভদ্রতাবোধের খাতিরে কারও যদি দ্বিধা থাকে, তা ঝেড়ে ফেলে এগোনোই যায়।

আরও পড়ুন: ১০০ বছর পরে দেশের অবস্থা কেমন হবে? এআই যে ছবি দিচ্ছে, দেখলে চোখ কপালে উঠবে

৩. তবে হ্যাঁ, যিনি Instagram গ্রুপ ক্রিয়েট করেছেন তিনি গ্রুপ ছাড়তে চাইলে বাকিরাও আপনাআপনি ডিলিট হয়ে যাবেন। অতএব, অ্যাডমিন হলে সকলকে প্রস্তুতির সুযোগ দেওয়া ভাল।

ব্যস, আর কী, এবার দেখে নেওয়া যাক ধাপে ধাপে Instagram গ্রুপ থেকে বের হতে চাইলে কী করতে হবে।

সবার প্রথমে আসা যাক মোবাইল অ্যাপের কথায়, এক্ষেত্রে-

– Instagram খুলে ডানদিকের উপরে মেসেজ আইকনে ক্লিক করতে হবে।
– যে গ্রুপ চ্যাট থেকে বের হওয়া দরকার, তাতে ট্যাপ করতে হবে।
– উপরের প্রোফাইল পিকচার বা গ্রুপ নেম-এ ট্যাপ করতে হবে।
– নিচে স্ক্রল করে লিভ চ্যাট-এ ট্যাপ করতে হবে।
– পপ আপের লিভ-এ ট্যাপ করে বিষয়টা কনফার্ম করলেই হল।

আর ল্যাপটপ বা ডেস্কটপ থেকে?

– Instagram.com-এ গিয়ে লগ ইন করতে হবে।
– উপরে মেসেজ আইকনে ক্লিক করতে হবে।
– যে গ্রুপ চ্যাট থেকে বের হওয়া দরকার, তাতে ট্যাপ করতে হবে।
– উপরের গ্রুপ নেম-এ ট্যাপ করতে হবে।
– গ্রুপ নেম-এর ডানদিকে “…” বাটনে ট্যাপ করতে হবে।
– ড্রপডাউন মেনু থেকে লিভ গ্রুপ বেছে নিতে হবে।
– পপ আপের লিভ-এ ট্যাপ করে বিষয়টা কনফার্ম করলেই হল।

Rohit Sharma: বিশ্বকাপ ফাইনালের পর প্রথমবার ‘নীরবতা’ ভাঙলেন রোহিত শর্মা! কী বললেন তিনি

গত ১৯ নভেম্বর বিশ্বকাপ ফাইনাল হারের পর মাঠেই হতাশায় ভেঙে পড়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তারপর বাড়ি ফেরার সময় মুম্বই এয়ারপোর্টে শেষবার দেখা গিয়েছিল রোহিতকে।
গত ১৯ নভেম্বর বিশ্বকাপ ফাইনাল হারের পর মাঠেই হতাশায় ভেঙে পড়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তারপর বাড়ি ফেরার সময় মুম্বই এয়ারপোর্টে শেষবার দেখা গিয়েছিল রোহিতকে।
বাড়ি ফেরার পর থেকে আর মিডিয়ার সামনে আসেননি রোহিত শর্মা। মাঝে বাড়ির বাইরে রোহিতের ছোট মেয়ে সামাইরা বলেছিল,"বাবা ভাল আছে, শক্ত আছে, এক মাস পর হাসবে"।
বাড়ি ফেরার পর থেকে আর মিডিয়ার সামনে আসেননি রোহিত শর্মা। মাঝে বাড়ির বাইরে রোহিতের ছোট মেয়ে সামাইরা বলেছিল,”বাবা ভাল আছে, শক্ত আছে, এক মাস পর হাসবে”।
কিন্তু রোহিত শর্মা কী করছেন, ফের কবে সামনে আসবেন, সোশ্যাল মিডিয়াতেই বা কবে সক্রিয় হবেন, এই সকল বিষয় নিয়ে কৌতুহল ছিল ফ্যানেদের। অবশেষে বিশ্বকাপ ফাইনাল হারের পর প্রথমবার নীরাবতা ভাঙলেন রোহিত।
কিন্তু রোহিত শর্মা কী করছেন, ফের কবে সামনে আসবেন, সোশ্যাল মিডিয়াতেই বা কবে সক্রিয় হবেন, এই সকল বিষয় নিয়ে কৌতুহল ছিল ফ্যানেদের। অবশেষে বিশ্বকাপ ফাইনাল হারের পর প্রথমবার নীরাবতা ভাঙলেন রোহিত।
বিশ্বকাপ ফাইনালে হারের এক সপ্তাহ পরে রোহিত শর্মা প্রথমবারের মতো সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হলেন। স্ত্রী রীতিকা সাজদেহের সঙ্গে ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করেছেন ভারত অধিনায়ক।
বিশ্বকাপ ফাইনালে হারের এক সপ্তাহ পরে রোহিত শর্মা প্রথমবারের মতো সোশ্যাল মিডিয়ায় সক্রিয় হলেন। স্ত্রী রীতিকা সাজদেহের সঙ্গে ইনস্টাগ্রামে একটি স্টোরি শেয়ার করেছেন ভারত অধিনায়ক।
ছবিতে দেখে এটুকু বোঝা গিয়েছে যে পরিবারের সঙ্গে বিদেশে ঘুরতে গিয়েছেন রোহিত শর্মা। ছবিতে রীতিকার কাঁধে হাত দিয়ে হাঁটছেন রোহিত। তবে কোথায় গেছেন তা জানা যায়নি। তবে এটুকু পরিষ্কার যে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন হিটম্যান।
ছবিতে দেখে এটুকু বোঝা গিয়েছে যে পরিবারের সঙ্গে বিদেশে ঘুরতে গিয়েছেন রোহিত শর্মা। ছবিতে রীতিকার কাঁধে হাত দিয়ে হাঁটছেন রোহিত। তবে কোথায় গেছেন তা জানা যায়নি। তবে এটুকু পরিষ্কার যে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন হিটম্যান।
প্রসঙ্গত, বিশ্বকাপ না জিততে পারলেও ব্যাট হাতে দারুণ পারফর্ম করেছিলেন রোহিত শর্মা। বিশ্বকাপের ১১ ইনিংসে ৫৪.২৭ গড়ে ৫৯৭ রান করেন তিনি। স্ট্রাইক রেট ছিল ১২৫। ছিল একটি শতরানও।
প্রসঙ্গত, বিশ্বকাপ না জিততে পারলেও ব্যাট হাতে দারুণ পারফর্ম করেছিলেন রোহিত শর্মা। বিশ্বকাপের ১১ ইনিংসে ৫৪.২৭ গড়ে ৫৯৭ রান করেন তিনি। স্ট্রাইক রেট ছিল ১২৫। ছিল একটি শতরানও।

Instagram: ইনস্টাগ্রামে নয়া ফিচার! শুধু ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গেই কীভাবে শেয়ার করবেন পোস্ট? জেনে নিন

ইনস্টাগ্রাম গত কয়েক বছর ধরে ক্রমাগত নিজেকে পরিবর্তন করে চলেছে। বিভিন্ন সময় বিভিন্ন ফিচার ব্যবহারকারীদের কাছে উপলব্ধ করিয়ে ইনস্টাগ্রাম ক্রমাগত সোশ্যাল মিডিয়ার লিস্টে পছন্দের তালিকায় উঠে এসেছে। এবারে ইনস্টাগ্রাম আরও একটি নতুন ফিচার যোগ করেছে। এর সাহায্যে ব্যবহারকারীরা যে কোনও পোস্ট বা রিল খুব সীমিত সংখ্যক মানুষের সঙ্গে শেয়ার করার সুযোগ পাবেন।

এই জায়গায় এসে প্রশ্ন ওঠে নয়া এই ফিচারের প্রয়োজনীয়তা নিয়ে। সত্যি বলতে কী, যাঁদের আমরা পছন্দ করি না, তাঁদের নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে রাখার প্রশ্নই ওঠে না। কিন্তু যাঁরা রয়েছেন, তাঁদের সবার সঙ্গেও সব পোস্ট আমরা ভাগ করে নিতে চাই, এমনটাও নয়। ফলে, ঘনিষ্ঠ বৃত্তের মধ্যেই কিছু ভাগ করে নেওয়ার মতো একটা ফিচারের দরকার ইনস্টাগ্রামে অনেক দিন ধরেই ছিল। এবার সেই অভাব মিটল বলা যায়।

আরও পড়ুন- নাবালক বয়সেই শারীরিক সম্পর্ক! বছর ৫৫-র মহিলার সঙ্গে কী করেছিলেন ১৪ বছরের ওম পুরী? শুনলে গা কাঁটা দেবে

আরও পড়ুন- ভুলেও ‘এই’ ৫ জিনিস ফেলবেন না হাত থেকে, হু হু বেরিয়ে যাবে টাকা, ভুগবেন চরম আর্থিক সঙ্কটে!

যাঁরা এই নতুন ফিচারটি ব্যবহার করতে চান তাঁদের সবার প্রথমে দেখতে হবে যে তাঁদের অ্যাকাউন্টে এই ফিচারটি উপলব্ধ রয়েছে কি না। এর জন্য ব্যবহারকারীদের নিম্নলিখিত কয়েকটি ধাপ মেনে চলতে হবে-

এই ফিচারটি ব্যবহার করার জন্য সবার প্রথমে ব্যবহারকারীদের নিজেদের অ্যাকাউন্টটিকে আপডেট করে নিতে হবে।

এর পরে একটি সীমিত সংখ্যার বন্ধু বা পরিচিতদের তালিকা তৈরি করতে হবে। ইনস্টাগ্রাম লিস্টের সাজেশন ছাড়াও এতে অন্যান্য বন্ধুদেরও যোগ করা যেতে পারে।

এবারে একটি নতুন রিল বা পোস্ট তৈরি করতে হবে।

এবারে ব্যবহারকারীদের নির্বাচিত অডিয়েন্স নির্বাচন করতে হবে।

কাছের বন্ধুদের সঙ্গে শেয়ার করতে হবে সেই পোস্ট, ব্যস।

তবে এই বন্ধুদের তালিকাটি যা-ই শেয়ার করা হোক না কেন, বিভিন্ন ক্ষেত্রে একই থাকবে। ইনস্টাগ্রাম এখনও পর্যন্ত আলাদা ভাবে অন্য পোস্ট বা রিলের জন্য আলাদা আলাদা তালিকা তৈরির কোনও ফিচার আনেনি। যদিও এই ফিচার এসে যাওয়ার পরে এবার আশা করা যাচ্ছে ভবিষ্যতে খুব শীঘ্রই এমন তালিকা তৈরির সম্ভাবনা রয়েছে।