Tag Archives: Interview

Job interview tips: চাকরির ইন্টারভিউয়ে বসে কী কী বলা উচিত না? সফল হওয়ার চাবিকাঠি লুকিয়ে আপনার জবাবে


চাকরির ইন্টারভিউয়ের আগে অধিকাংশ মানুষই টেনশনে ভুগতে শুরু করেন৷ ইন্টারভিউয়ে বসে উল্টো দিকে থাকা প্রশ্নকর্তাদের মন জয় করতে চেষ্টার ত্রুটি রাখেন না কেউই৷ কিন্তু এমন কিছু কথা আছে, যা ইন্টারভিউতে না বলাই ভাল৷

গুগলের নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত প্রাক্তন কর্তা নোলন চার্চ এ বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস দিয়েছেন৷ যেগুলি মেনে চললে ইন্টারভিউতে সাফল্যের সম্ভাবনা বাড়ে৷
গুগলের নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে যুক্ত প্রাক্তন কর্তা নোলন চার্চ এ বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস দিয়েছেন৷ যেগুলি মেনে চললে ইন্টারভিউতে সাফল্যের সম্ভাবনা বাড়ে৷
চাকরির ইন্টারভিউয়ে অনেক সময়ই চাকরিপ্রার্থীর কোনও বিষয়ে দুর্বলতা নিয়ে প্রশ্ন করা হয়৷ তখন বাঁধা ধরা গতে অনেকেই জবাব দেন, 'আমি এ বিষয়টি নিয়ে খুব পরিশ্রম করছি৷ '
চাকরির ইন্টারভিউয়ে অনেক সময়ই চাকরিপ্রার্থীর কোনও বিষয়ে দুর্বলতা নিয়ে প্রশ্ন করা হয়৷ তখন বাঁধা ধরা গতে অনেকেই জবাব দেন, ‘আমি এ বিষয়টি নিয়ে খুব পরিশ্রম করছি৷
কিন্তু নোলন চার্চের মতে, এই ধরনের উত্তর খুবই মন গড়া মনে হতে পারে৷ তার থেকে চাকরিপ্রার্থী যদি কোনও বিষয়ে নিজের দুর্বলতা স্বীকার করে নিয়ে সত্যিটা স্বীকার করে নেন তাহলে তাঁর বিশ্বাসযোগ্যতা যেমন তৈরি হয়, সেরকমই শেখার ইচ্ছেও প্রকাশ পায়৷
কিন্তু নোলন চার্চের মতে, এই ধরনের উত্তর খুবই মন গড়া মনে হতে পারে৷ তার থেকে চাকরিপ্রার্থী যদি কোনও বিষয়ে নিজের দুর্বলতা স্বীকার করে নিয়ে সত্যিটা স্বীকার করে নেন তাহলে তাঁর বিশ্বাসযোগ্যতা যেমন তৈরি হয়, সেরকমই শেখার ইচ্ছেও প্রকাশ পায়৷
গুগলের ওই প্রাক্তন কর্তার আরও পরামর্শ, এক চাকরি ছেড়ে অন্য চাকরিতে যোগ দেওয়ার সময় ইন্টারভিউতে কখনওই পূর্বতন সংস্থার কোনও কর্তা, আধিকারিক সম্পর্কে বিরূপ মন্তব্য করা উচিত নয়৷
গুগলের ওই প্রাক্তন কর্তার আরও পরামর্শ, এক চাকরি ছেড়ে অন্য চাকরিতে যোগ দেওয়ার সময় ইন্টারভিউতে কখনওই পূর্বতন সংস্থার কোনও কর্তা, আধিকারিক সম্পর্কে বিরূপ মন্তব্য করা উচিত নয়৷
এর পাশাপাশি কোনও প্রশ্নের জবাব না জানলে শুধুমাত্র 'জানি না' বলে জবাব না দিয়ে সেই বিষয়টি আয়ত্ত্ব করতে আপনি কী করবেন, তা বোঝানোর চেষ্টা করুন৷
এর পাশাপাশি কোনও প্রশ্নের জবাব না জানলে শুধুমাত্র ‘জানি না’ বলে জবাব না দিয়ে সেই বিষয়টি আয়ত্ত্ব করতে আপনি কী করবেন, তা বোঝানোর চেষ্টা করুন৷
ইন্টারভিউয়ের সময়ে অযথা সাজানো, মন গড়া কথা না বলা, বিনম্র থাকা এবং শেখার আগ্রহ আছে তা বোঝানোর চেষ্টা করা উচিত৷ এর ফলে প্রশ্নকর্তাদের মনে চাকরিপ্রার্থী সম্পর্কে ইতিবাচক প্রভাব পড়ে৷
ইন্টারভিউয়ের সময়ে অযথা সাজানো, মন গড়া কথা না বলা, বিনম্র থাকা এবং শেখার আগ্রহ আছে তা বোঝানোর চেষ্টা করা উচিত৷ এর ফলে প্রশ্নকর্তাদের মনে চাকরিপ্রার্থী সম্পর্কে ইতিবাচক প্রভাব পড়ে৷

Moonmoon Sen old Sensational Interview: “বিয়ের বাইরে প্রেম করতে হলে কোনও নায়ক কেন, বরের বন্ধুদের সঙ্গেই করব, কারণ…”, মুনমুন সেনের পুরনো ইন্টারভিউতে তুলকালাম!

মুনমুন সেন অসম্ভব সাহসী, সাবলীল! সুচিত্রা সেনের মেয়েকে নিয়ে বেশ শোরগোল পড়েছিল এক সময়৷ তিনি অভিনেত্রী হিসেবে খুব বেশি কাজ করেননি, কিন্তু যে সময় তিনি ইন্ডাস্ট্রিতে ছিলেন, সেই সময় জনপ্রিয়তা ছিল তুঙ্গে৷
মুনমুন সেন অসম্ভব সাহসী, সাবলীল! সুচিত্রা সেনের মেয়েকে নিয়ে বেশ শোরগোল পড়েছিল এক সময়৷ তিনি অভিনেত্রী হিসেবে খুব বেশি কাজ করেননি, কিন্তু যে সময় তিনি ইন্ডাস্ট্রিতে ছিলেন, সেই সময় জনপ্রিয়তা ছিল তুঙ্গে৷
বাংলা, হিন্দি, তেলেগু,মালায়ালাম, তামিল ছবিতে কাজ করেছেন তিনি। বিভিন্ন হিরোর বিপরীতে দেখা গিয়েছে তাঁকে৷ যেমন অনিল কাপুর, জ্যাকি শ্রফ, তাপস পাল এবং মিঠুন চক্রবর্তীর মতো অভিনেতা দের সঙ্গে কাজ করেছেন। আজও তাঁর সৌন্দর্য দেখে বয়স বোঝা যায় না।
বাংলা, হিন্দি, তেলেগু,মালায়ালাম, তামিল ছবিতে কাজ করেছেন তিনি। বিভিন্ন হিরোর বিপরীতে দেখা গিয়েছে তাঁকে৷ যেমন অনিল কাপুর, জ্যাকি শ্রফ, তাপস পাল এবং মিঠুন চক্রবর্তীর মতো অভিনেতা দের সঙ্গে কাজ করেছেন। আজও তাঁর সৌন্দর্য দেখে বয়স বোঝা যায় না।
একাধিক বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি৷ তাঁর বিকিনি পরা ছবি খুবই পরিচিত৷ যৌবন উচ্ছ্বল সেই ছবিগুলি অনবদ্য৷ তাঁর সেই সাহসী ছবি ঝড় তুলেছিল বহু পুরুষের মনে৷ এমনকী রিয়া-রাইমার বোল্ড ছবি থেকে সে সব ছবি কোনও অংশে কম নয়৷
একাধিক বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি৷ তাঁর বিকিনি পরা ছবি খুবই পরিচিত৷ যৌবন উচ্ছ্বল সেই ছবিগুলি অনবদ্য৷ তাঁর সেই সাহসী ছবি ঝড় তুলেছিল বহু পুরুষের মনে৷ এমনকী রিয়া-রাইমার বোল্ড ছবি থেকে সে সব ছবি কোনও অংশে কম নয়৷
ছবিতে যেমন সাহসী মুনমুন, তেমনই সুবক্তা তিনি৷ স্পষ্ট কথা বলতে ভয় পান না৷ তাঁর ফলে ইন্ডাস্ট্রির কোনও নিয়ম মুখ বুজে সহ্য করেননি৷ সেই কথা তাঁর সাক্ষাৎকারেই স্পষ্ট৷ মুনমুন সেনের একটি পুরনো ইন্টারভিউ ইনস্টাগ্রামে শেয়ার করেছেন রাইমা সেন৷
ছবিতে যেমন সাহসী মুনমুন, তেমনই সুবক্তা তিনি৷ স্পষ্ট কথা বলতে ভয় পান না৷ তাঁর ফলে ইন্ডাস্ট্রির কোনও নিয়ম মুখ বুজে সহ্য করেননি৷ সেই কথা তাঁর সাক্ষাৎকারেই স্পষ্ট৷ মুনমুন সেনের একটি পুরনো ইন্টারভিউ ইনস্টাগ্রামে শেয়ার করেছেন রাইমা সেন৷
সেখানে চাঁছাছোলা কথা শোনা গিয়েছে মুনমুনের মুখে৷ সেই সময়, মুনমুন বলছিলেন যে, আমার মনে হয় আমায় পাল্টাতে হবে ইন্ডাস্ট্রির নিয়ম মেনে চলতে হলে৷ কেউ স্পষ্ট কথা শুনতে ভালবাসে না৷ একজন নায়িকা যখন ১২টি ছবিতে অভিনয় করছেন, ৩টে শিফটে কাজ করছেন, তখন সময় কোথায় অন্য পুরুষের সঙ্গে আদিখ্যেতা করার৷

সেখানে চাঁছাছোলা কথা শোনা গিয়েছে মুনমুনের মুখে৷ সেই সময়, মুনমুন বলছিলেন যে, আমার মনে হয় আমায় পাল্টাতে হবে ইন্ডাস্ট্রির নিয়ম মেনে চলতে হলে৷ কেউ স্পষ্ট কথা শুনতে ভালবাসে না৷ একজন নায়িকা যখন ১২টি ছবিতে অভিনয় করছেন, ৩টে শিফটে কাজ করছেন, তখন সময় কোথায় অন্য পুরুষের সঙ্গে আদিখ্যেতা করার৷
আরও বিস্ফোরক ছিলেন মুনমুন৷ তিনি বলেছিলেন যে সাংবাদিকরা সেটে এসে শুধুমাত্র নায়িকাদের সঙ্গে নায়কদের সম্পর্ক খোঁজেন৷ তারপর সেভাবে রসালো খবর লেখেন৷ আমার যদি পরপুরুষের সঙ্গে প্রেমই করতে হয়, তাহলে স্বামীর বন্ধুদের সঙ্গে প্রেম করব৷ কারণ তাঁরা সকলে অভিজাত এবং বিশ্বখ্যাত৷
আরও বিস্ফোরক ছিলেন মুনমুন৷ তিনি বলেছিলেন যে সাংবাদিকরা সেটে এসে শুধুমাত্র নায়িকাদের সঙ্গে নায়কদের সম্পর্ক খোঁজেন৷ তারপর সেভাবে রসালো খবর লেখেন৷ আমার যদি পরপুরুষের সঙ্গে প্রেমই করতে হয়, তাহলে স্বামীর বন্ধুদের সঙ্গে প্রেম করব৷ কারণ তাঁরা সকলে অভিজাত এবং বিশ্বখ্যাত৷
মুনমুনের এই ইন্টারভিউ তাঁর জাত চিনিয়ে দেয়৷ মা সুচিত্রা সেন যেন পর্দা ও পর্দার বাইরে দাপুটে ছিলেন, একইভাবে মেয়ে মুনমুনও সমান তেজি, দোরদণ্ডপ্রতাপ!
মুনমুনের এই ইন্টারভিউ তাঁর জাত চিনিয়ে দেয়৷ মা সুচিত্রা সেন যেমন পর্দা ও পর্দার বাইরে দাপুটে ছিলেন, একইভাবে মেয়ে মুনমুনও সমান তেজি, দোরদণ্ডপ্রতাপ!