Tag Archives: jagannath temple

Puri Jagannath Temple Ratna Bhandar: অবশেষে সম্পূর্ণ পুরীর জগন্নাথদেবের মন্দিরের রত্ন ভান্ডারের ‘ভিতর-ভান্ডার’ খোলার কাজ! কী কী পাওয়া গেল? জানুন

পুরী: পুরীর জগন্নাথদেবের মন্দিরের রত্ন ভান্ডারের ভিতর-ভান্ডার বা রত্ন প্রকোষ্ঠ খোলার কাজ সম্পূর্ণ অবশেষে। মোট তিনটি সিন্দুক ও চারটি আলমারি পাওয়া গিয়েছে। আলমারিগুলির মধ্যে ৩ কাঠের এবং ১ টি স্টিলের আলমারি। একটি সিন্দুক লোহার। বাকি দু’টি কাঠের তৈরি।‌ সমস্ত অলংকার অস্থায়ী ভল্টে স্থানান্তরিত করা হয়েছে। এক নম্বর সিন্দুকের সামগ্রী এক নম্বর ভল্টে নিয়ে যাওয়া হয়। ঠিক একইভাবে বাকিগুলি বাকি নাম্বারিং করা ভল্টে স্থানান্তরিত হয়। পুরো প্রক্রিয়াটি ভিডিওগ্রাফি করা হয়েছে। ১১ জন সদস্যের টিম এই কাজটি সম্পন্ন করেন।

বৃহস্পতিবার সকাল ৯:৫১ মিনিটে তিথি অনুযায়ী ভিতর ভান্ডারে প্রবেশ করা হয়। প্রত্যেকে পোশাক পরিবর্তন করে যাবতীয় অনুমতি নিয়ে প্রবেশ করেন। পুরো কাজটি এদিন বিকেল পাঁচটার মধ্যে সম্পন্ন হয়। তার পর সমস্ত আলমারি, সিন্দুক সরিয়ে দেওয়াল পরীক্ষা করা হয়। সেখানে কোনওরকম সুড়ঙ্গ বা কিছু পাওয়া যায়নি। তবে অনেক পুরনো হওয়ায় কিছু জায়গায় ক্ষতি হয়েছে দেয়ালের। এবার কমিটি সরকারের কাছে জানাবে এই রিপোর্টটি। তারপর সরকার সিদ্ধান্ত নেবে ভিতরে সংস্কার করা হবে কিনা। ফের ভিতর ভান্ডারে তালা দিয়ে সেই তালার চাবি ট্রেজারিতে কালেক্টারের কাছে পাঠানো হয়েছে। অনেকের মতে আরও কোনও ভান্ডার থাকতে পারে। সে ব্যাপারে যদি কোনও পরীক্ষা করে দেখতে হয় সেটা করে দেখা হবে।

আরও পড়ুন : আগামী বছর রথযাত্রা উৎসব কবে? তারিখ ও দিনক্ষণ জানলে মুখে আসবে হাসি, মন ভরে উঠবে আনন্দে

তবে আলমারি এবং সিন্দুকের ভেতরে কী কী আছে, সেটা এখনই জানা সম্ভব নয়। কারণ প্রত্যেকটি সিন্দুক ও আলমারির ভিতরেও ছোট ছোট লোহার বাক্সে সমস্ত অলংকার রাখা রয়েছে। সেগুলি এখন খোলার অনুমতি নেই সদস্যদের। সরকারের তৈরি করে দেওয়া নির্দেশিকায় বলা রয়েছে, শুধু অলংকারের বাক্স স্থানান্তরিত হবে অস্থায়ী ভল্টে। ভিতর ভান্ডার সংস্কারের পর যখন ফের অলংকার ফিরে আসবে সিন্দুক, আলমারিতে, তখন সমস্ত গয়না সামগ্রী কী কী রয়েছে, তার অডিট করা হবে। সেই অডিট সংক্রান্ত বিষয়ে সরকার নতুন করে আবার এসওপি বা নির্দেশিকা দেবে। তার পরই এই কাজটি হবে।

প্রসঙ্গত ৪৬ বছর পর রবিবার খোলা হল ওড়িশার পুরীর জগন্নাথ মন্দিরের রত্ন ভান্ডার। পুরীর রত্ন ভান্ডারের ভিতর ভান্ডারের অলংকারের অডিট হয়েছিল ১৯৭৮ সালে। সেই রিপোর্ট অনুযায়ী জানা যায়, সেখানে বহু কাঠের সিন্দুক রয়েছে। যেগুলো চওড়ায় ৯ ফুট এবং উচ্চতায় ৩ ফুট। ১ হাজার ৩৩৩ রকমের অলংকার রয়েছে। যার মধ্যে ৪৫৪ ধরনের খাঁটি সোনার গয়না আছে। কিছু গয়নার ওজন এক কেজির বেশি। মোট সোনার অলংকারের ওজন ১২,৮৮৩ ভরি। ২৯৩ রকমের রুপোর গয়না রয়েছে, যার ওজন ২২,১৫৩ ভরি।

Digha Jagannath Temple Rathyatra: দিঘায় জগন্নাথ মন্দিরে এ বছরই ধুমধাম করে রথযাত্রা? মন্দিরের দরজা খুলবে কবে? মমতার ট্যুইটে জল্পনার অবসান

*চলতি বছর রথে দিঘার জগন্নাথ মন্দিরের রথের চাকা গড়াবে কি? মাঝে মাত্র আর একটা দিন তারপরেই রথযাত্রা। এবার রথযাত্রায় দিঘার জগন্নাথ মন্দিরের রথের চাকা গড়াবে কিনা সেদিকেই নজর রয়েছে বাঙালির।
*চলতি বছর রথে দিঘার জগন্নাথ মন্দিরের রথের চাকা গড়াবে কি? মাঝে মাত্র আর একটা দিন তারপরেই রথযাত্রা। এবার রথযাত্রায় দিঘার জগন্নাথ মন্দিরের রথের চাকা গড়াবে কিনা সেদিকেই নজর রয়েছে বাঙালির।
*দিঘা জগন্নাথ মন্দির নির্মাণ কাজ শুরু হওয়ার দিন থেকেই এই মন্দির ঘিরে মানুষের উন্মাদনা ও উৎসাহের খামতি নেই। দিন যত গড়াচ্ছে দিঘা জগন্নাথ মন্দির নিয়ে মানুষের কৌতূহল বাড়ছে। কবে হবে মন্দির উদ্বোধন রথের দিন আদৌও রথের চাকা গড়াবে কিনা মানুষের জানার আগ্রহ বাড়ছে।
*দিঘা জগন্নাথ মন্দির নির্মাণ কাজ শুরু হওয়ার দিন থেকেই এই মন্দির ঘিরে মানুষের উন্মাদনা ও উৎসাহের খামতি নেই। দিন যত গড়াচ্ছে দিঘা জগন্নাথ মন্দির নিয়ে মানুষের কৌতূহল বাড়ছে। কবে হবে মন্দির উদ্বোধন রথের দিন আদৌও রথের চাকা গড়াবে কিনা মানুষের জানার আগ্রহ বাড়ছে।
*দিঘায় জগন্নাথ মন্দিরের রথযাত্রা উৎসব ঘিরে মানুষের মনের উৎসাহকে আরও বেড়ে যায় প্রশাসনের রথ নিয়ে প্রস্তুতি শুরু হওয়ায়। দিঘায় রথযাত্রার ঠিক দু'দিন আগে প্রশাসনের সাজো সাজো রব ছিল চোখে পড়ার মতো।
*দিঘায় জগন্নাথ মন্দিরের রথযাত্রা উৎসব ঘিরে মানুষের মনের উৎসাহকে আরও বেড়ে যায় প্রশাসনের রথ নিয়ে প্রস্তুতি শুরু হওয়ায়। দিঘায় রথযাত্রার ঠিক দু’দিন আগে প্রশাসনের সাজো সাজো রব ছিল চোখে পড়ার মতো।
*দিঘা থানার অদূরের এই রাস্তা ধরেই যেতে হয় জগন্নাথঘাটের জগন্নাথ মন্দিরে। সেখানেই মাসির বাড়ির আয়োজন। উল্টোরথ পর্যন্ত মন্দিরের সামনে এসে থাকবে জগন্নাথদেবের রথ নন্দীঘোষ, বলরামের রথ তলধ্বজ, এবং সুভদ্রার রথ দলদর্পণ। তার বন্দোবস্তও চোখে পড়েছে। নতুন পথবাতি বসানো, মাটি সমান করা এমন নানান কাজের ব্যস্ততা চোখে পড়ার মতো।
*দিঘা থানার অদূরের এই রাস্তা ধরেই যেতে হয় জগন্নাথঘাটের জগন্নাথ মন্দিরে। সেখানেই মাসির বাড়ির আয়োজন। উল্টোরথ পর্যন্ত মন্দিরের সামনে এসে থাকবে জগন্নাথদেবের রথ নন্দীঘোষ, বলরামের রথ তলধ্বজ, এবং সুভদ্রার রথ দলদর্পণ। তার বন্দোবস্তও চোখে পড়েছে। নতুন পথবাতি বসানো, মাটি সমান করা এমন নানান কাজের ব্যস্ততা চোখে পড়ার মতো।
*জগন্নাথ মন্দিরের কাজ পরিদর্শনে যান পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক পূর্ণেন্দু মাজি-সহ একাধিক অধিকারিকেরা। এমনকি রথযাত্রা বিষয়ে একটি বৈঠক হয়। কিন্তু প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দিঘার জগন্নাথ মন্দির নির্মাণ কাজ সম্পন্ন হয়নি। তাই এ বছর রথযাত্রা হচ্ছে না।
*জগন্নাথ মন্দিরের কাজ পরিদর্শনে যান পূর্ব মেদিনীপুর জেলার জেলাশাসক পূর্ণেন্দু মাজি-সহ একাধিক অধিকারিকেরা। এমনকি রথযাত্রা বিষয়ে একটি বৈঠক হয়। কিন্তু প্রশাসন সূত্রে জানা গিয়েছে, দিঘার জগন্নাথ মন্দির নির্মাণ কাজ সম্পন্ন হয়নি। তাই এ বছর রথযাত্রা হচ্ছে না।
*পুরীর জগন্নাথ মন্দিরের সঙ্গে সাদৃশ্যপূর্ণ নির্মাণশৈলী ও প্রায় সমোচ্চতার মন্দির নির্মাণের যে কর্মযজ্ঞ তা এখনও অসম্পূর্ণ। নির্মাণ কাজের যা গতি এবং অগ্রগতি তাতে করে আরও কিছু মাস সময় লাগবে মন্দির সম্পূর্ণ রূপে নির্মাণ হতে। দুর্গাপুজোর সময় মন্দির উদ্বোধন হওয়ার সম্ভাবনা।
*পুরীর জগন্নাথ মন্দিরের সঙ্গে সাদৃশ্যপূর্ণ নির্মাণশৈলী ও প্রায় সমোচ্চতার মন্দির নির্মাণের যে কর্মযজ্ঞ তা এখনও অসম্পূর্ণ। নির্মাণ কাজের যা গতি এবং অগ্রগতি তাতে করে আরও কিছু মাস সময় লাগবে মন্দির সম্পূর্ণ রূপে নির্মাণ হতে। দুর্গাপুজোর সময় মন্দির উদ্বোধন হওয়ার সম্ভাবনা।
*আজ শুক্রবার বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, পুরীর মতো দিঘাতেও আগামী দিনে রথযাত্রা উদযাপন হবে। ট্যুইট করে মুখ্যমন্ত্রী জানান, এ বছর সেখানে রথ না চললেও সামনের বছর থেকেই দিঘাতে রথযাত্রা উদযাপন হবে। কিছু কাজ ও প্রক্রিয়া এখনও বাকি রয়েছে, সেগুলো সম্পূর্ণ হবে দ্রুত। আগামী বছর থেকেই দিঘার জগন্নাথ মন্দিরে রথের রশিতে টান পড়বে।
*আজ শুক্রবার বড় ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, পুরীর মতো দিঘাতেও আগামী দিনে রথযাত্রা উদযাপন হবে। ট্যুইট করে মুখ্যমন্ত্রী জানান, এ বছর সেখানে রথ না চললেও সামনের বছর থেকেই দিঘাতে রথযাত্রা উদযাপন হবে। কিছু কাজ ও প্রক্রিয়া এখনও বাকি রয়েছে, সেগুলো সম্পূর্ণ হবে দ্রুত। আগামী বছর থেকেই দিঘার জগন্নাথ মন্দিরে রথের রশিতে টান পড়বে।

Mamata Banerjee on Digha Rathayatra: আর পুরী যেতে হবে না, দিঘাতেও হবে রথযাত্রা, কবে থেকে? বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

রথ মানেই আমাদের মনে ভেসে ওঠে পুরীর ছবি। কিন্তু অত ভিড়ের মধ্যে পুরীতে গিয়ে রথ দেখার সুযোগ কিছুতেই হয়ে ওঠে না।
রথ মানেই আমাদের মনে ভেসে ওঠে পুরীর ছবি। কিন্তু অত ভিড়ের মধ্যে পুরীতে গিয়ে রথ দেখার সুযোগ কিছুতেই হয়ে ওঠে না।
তাই রথযাত্রা নিয়ে এবার বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন, পুরীর মতো দিঘাতেও আগামী দিনে রথযাত্রা উদযাপন হবে।
তাই রথযাত্রা নিয়ে এবার বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানালেন, পুরীর মতো দিঘাতেও আগামী দিনে রথযাত্রা উদযাপন হবে।
টুইট করে মুখ্যমন্ত্রী জানান, এ বছর সেখানে রথ না চললেও সামনের বছর থেকেই দিঘাতে রথযাত্রা উদযাপন হবে।
এক্স হ্যান্ডলে মুখ্যমন্ত্রী জানান, এ বছর সেখানে রথ না চললেও সামনের বছর থেকেই দিঘাতে রথযাত্রা উদযাপন হবে।
কিছু কাজ ও প্রক্রিয়া এখনো বাকি রয়েছে, সেগুলো সম্পূর্ণ করা হবে দ্রুত। আগামী বছর থেকেই দিঘার জগন্নাথ মন্দিরে রথের রশিতে টান পড়বে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
কিছু কাজ ও প্রক্রিয়া এখনো বাকি রয়েছে, সেগুলো সম্পূর্ণ করা হবে দ্রুত। আগামী বছর থেকেই দিঘার জগন্নাথ মন্দিরে রথের রশিতে টান পড়বে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীর উদ্যোগে পুরীর মতোই দিঘায় তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির। সেই নিয়েই মানুষের মধ্যে প্রবল উৎসাহ রয়েছে।
মুখ্যমন্ত্রীর উদ্যোগে পুরীর মতোই দিঘায় তৈরি হচ্ছে জগন্নাথ মন্দির। সেই নিয়েই মানুষের মধ্যে প্রবল উৎসাহ রয়েছে।
এ বার পুরীর অন্যতম প্রধান আকর্ষণ রথযাত্রাও অনুষ্ঠিত হবে দিঘায়। শুক্রবার এক্স হ্যান্ডলে এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এতে দিঘায় পর্যটনপ্রেমীদের ভিড় আরও বাড়বে বলে আশা।
এ বার পুরীর অন্যতম প্রধান আকর্ষণ রথযাত্রাও অনুষ্ঠিত হবে দিঘায়। শুক্রবার এক্স হ্যান্ডলে এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এতে দিঘায় পর্যটনপ্রেমীদের ভিড় আরও বাড়বে বলে আশা।

Digha Jagannath Temple: রথযাত্রার দিনও খুলছে না দিঘার জগন্নাথ মন্দির, ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর, কবে থেকে খুলবে দরজা?

দিঘা: চলতি বছরের রথযাত্রা উৎসব পড়েছে ৭ জুলাই৷ তবে এবছরও দিঘার জগন্নাথ মন্দির খুলছে না৷ এখনও শেষ হয়নি মন্দিরের কাজ৷ দিঘার জগন্নাথ মন্দিরের কাজে গতি নেই কেন?ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর। ক্ষোভ প্রকাশের পরই তৎপরতা নবান্নের শীর্ষ মহলের। পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকে হিডকো-এর ভাইস চেয়ারম্যান-সহ উচ্চ পর্যায়ের আধিকারিকরা।

শ্রমিক কমে যাওয়ায় কাজের গতি কমেছে। কাজ শেষ করতে শ্রমিকদের সংখ্যা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুত কাজে গতি আনার নির্দেশ হিডকো-এর বরাত পাওয়া সংস্থাকে।

আরও পড়ুন-    গরমে গোলাপ গাছ শুকিয়ে কাঠ হচ্ছে? এই ৬ জিনিস ‘ধন্বন্তরি’! গোড়ায় দিলেই থোকা থোকা ফুলে ভরবে গাছ, গ্যারান্টি!

পুজোর পরেই দিঘার জগন্নাথ মন্দিরের কাজ শেষ হবে। জগন্নাথ মন্দিরের কাজের গতি কমে যাওয়ায় মন্দিরের কাজ শেষ হওয়ার সময়সীমা অনেকটাই পিছিয়ে গেল।

আরও পড়ুন-    বলুন তো, পৃথিবীর কোন দেশে Jeans পরা নিষেধ? ৯০% মানুষই জানেন না সঠিক উত্তর, নাম শুনলে চমকে যাবেন গ্যারান্টি!

মন্দিরের কাজ শেষ করে পুজোর আগেই উদ্বোধনের আগ্রহ প্রকাশ মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় করলেও সেই কাজ শেষ হতে পুজো পেরিয়ে যাবে বলেই মনে করছেন হিডকো-এর আধিকারিকরা। নবান্ন সূত্রে খবর, দুর্গাপুজো, কালীপুজো শেষ করেই হবে দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধন।

Puri Jagannath Temple: কথা রাখল বিজেপি,পুরীর জগন্নাথ মন্দিরে বিরাট বদল, খুশি ভক্তরা

নির্বাচনী প্রতিশ্রুতি রাখল ওড়িশার প্রথম বিজেপি সরকার। বৃহস্পতিবার সকাল থেকে পুরীর জগন্নাথ মন্দিরের চারটি প্রবেশদ্বারই ভক্তদের জন্য খুলে দেওয়া হল। বুধবার প্রথম মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছিলেন নবনির্বাচিত মুখ্যমন্ত্রী মোহন চরন মাঝি।
নির্বাচনী প্রতিশ্রুতি রাখল ওড়িশার প্রথম বিজেপি সরকার। বৃহস্পতিবার সকাল থেকে পুরীর জগন্নাথ মন্দিরের চারটি প্রবেশদ্বারই ভক্তদের জন্য খুলে দেওয়া হল। বুধবার প্রথম মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছিলেন নবনির্বাচিত মুখ্যমন্ত্রী মোহন চরন মাঝি।
কোভিডের সময় জগন্নাথ মন্দিরের চারটি প্রবেশদ্বার বন্ধ করে দেওয়া হয়। সেই সময় শুধুমাত্র প্রধান ফটক দিয়েই প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। কোভিড কেটে গেলেও বজায় ছিল সেই নিয়ম।
কোভিডের সময় জগন্নাথ মন্দিরের চারটি প্রবেশদ্বার বন্ধ করে দেওয়া হয়। সেই সময় শুধুমাত্র প্রধান ফটক দিয়েই প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। কোভিড কেটে গেলেও বজায় ছিল সেই নিয়ম।
সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় ওড়িশার নতুন মুখ্যমন্ত্রী বলেন, “সরকার গঠনের পর প্রথম মন্ত্রিসভার বৈঠকে আমরা চারটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি। জগন্নাথ মন্দিরের চারটি প্রবেশদ্বার গত কয়েক বছর ধরে বন্ধ রয়েছে। বিজেপি নির্বাচনী ইস্তেহারে তা খুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল”।
সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় ওড়িশার নতুন মুখ্যমন্ত্রী বলেন, “সরকার গঠনের পর প্রথম মন্ত্রিসভার বৈঠকে আমরা চারটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি। জগন্নাথ মন্দিরের চারটি প্রবেশদ্বার গত কয়েক বছর ধরে বন্ধ রয়েছে। বিজেপি নির্বাচনী ইস্তেহারে তা খুলে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল”।
এরপর তিনি যোগ করেন, “সাড়ে চার কোটি ওড়িয়াবাসীর ইচ্ছা ও আবেগকে সামনে রেখে আমরা সিদ্ধান্ত নিয়েছি, মন্ত্রী পরিষদ মন্দির পরিদর্শন করবে এবং সরকারের উপস্থিতিতে চারটি প্রবেশদ্বার খুলে দেওয়া হবে”। সেই অনুযায়ী এদিন পুরীর মন্দিরের চারটি প্রবেশদ্বার খুলে দেওয়া হল।
এরপর তিনি যোগ করেন, “সাড়ে চার কোটি ওড়িয়াবাসীর ইচ্ছা ও আবেগকে সামনে রেখে আমরা সিদ্ধান্ত নিয়েছি, মন্ত্রী পরিষদ মন্দির পরিদর্শন করবে এবং সরকারের উপস্থিতিতে চারটি প্রবেশদ্বার খুলে দেওয়া হবে”। সেই অনুযায়ী এদিন পুরীর মন্দিরের চারটি প্রবেশদ্বার খুলে দেওয়া হল।
মন্ত্রিসভার দ্বিতীয় সিদ্ধান্ত অনুযায়ী মন্দির সংরক্ষণ, ব্যবস্থাপনা এবং উন্নয়নের জন্য ৫০০ কোটি টাকার তহবিল গঠনের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
মন্ত্রিসভার দ্বিতীয় সিদ্ধান্ত অনুযায়ী মন্দির সংরক্ষণ, ব্যবস্থাপনা এবং উন্নয়নের জন্য ৫০০ কোটি টাকার তহবিল গঠনের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।
এছাড়া ইস্তেহারে ধানের ন্যূনতম সহায়ক মূল্য ৩১০০ টাকা করার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। সেই অনুযায়ী প্রতি কুইন্টাল ধানে কৃষকদের ৩১০০ টাকা দেওয়ার জন্য নতুন ‘সমৃদ্ধ কৃষক’ প্রকল্পের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এই বিষয়ে নির্দেশিকা তৈরি করতে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। সরকার নির্দেশিকা প্রাপ্তির ১০০ দিনের মধ্যে প্রকল্প বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
এছাড়া ইস্তেহারে ধানের ন্যূনতম সহায়ক মূল্য ৩১০০ টাকা করার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। সেই অনুযায়ী প্রতি কুইন্টাল ধানে কৃষকদের ৩১০০ টাকা দেওয়ার জন্য নতুন ‘সমৃদ্ধ কৃষক’ প্রকল্পের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এই বিষয়ে নির্দেশিকা তৈরি করতে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে। সরকার নির্দেশিকা প্রাপ্তির ১০০ দিনের মধ্যে প্রকল্প বাস্তবায়ন করবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
মহিলাদের আর্থিক দিক থেকে স্বাবলম্বী করতে ‘সুভদ্রা যোজনা’ চালুর প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। নির্বাচনী ইস্তেহারের সেই প্রতিশ্রুতি অনুযায়ী সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশিকা এবং বিশদ কাঠামো তৈরির নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
মহিলাদের আর্থিক দিক থেকে স্বাবলম্বী করতে ‘সুভদ্রা যোজনা’ চালুর প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। নির্বাচনী ইস্তেহারের সেই প্রতিশ্রুতি অনুযায়ী সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশিকা এবং বিশদ কাঠামো তৈরির নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
এই প্রকল্পে মহিলাদের ৫০ হাজার টাকার ভাউচার দেওয়া হবে, যা তাঁরা দুই বছরের মধ্যে যে কোনও সময় নগদ করতে পারবেন। সরকার গঠনের ১০০ দিনের মধ্যে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
এই প্রকল্পে মহিলাদের ৫০ হাজার টাকার ভাউচার দেওয়া হবে, যা তাঁরা দুই বছরের মধ্যে যে কোনও সময় নগদ করতে পারবেন। সরকার গঠনের ১০০ দিনের মধ্যে এই প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Digha: রথের সময় দিঘা যাবেন ভাবছেন? থাকছে বিরাট সুখবর! কী ঘটতে চলেছে জগন্নাথ মন্দিরে? জানুন

দিঘায় জগন্নাথ মন্দিরে রথ যাত্রার প্রস্তুতি শুরু হয়েছে। পুরীর জগন্নাথ মন্দিরের মতো দিঘায় তৈরি হচ্ছে একটি জগন্নাথ ধাম। মন্দির নির্মাণ কাজ দ্রুত গতিতে চলছে। মন্দির নির্মাণ কাজ চলার পাশাপাশি দিঘায় জগন্নাথ মন্দিরে শুরু হয়েছে রথ নির্মাণের কাজ। photo source collected 
দিঘায় জগন্নাথ মন্দিরে রথ যাত্রার প্রস্তুতি শুরু হয়েছে। পুরীর জগন্নাথ মন্দিরের মতো দিঘায় তৈরি হচ্ছে একটি জগন্নাথ ধাম। মন্দির নির্মাণ কাজ দ্রুত গতিতে চলছে। মন্দির নির্মাণ কাজ চলার পাশাপাশি দিঘায় জগন্নাথ মন্দিরে শুরু হয়েছে রথ নির্মাণের কাজ। photo source collected
চলতি বছর ৭ জুলাই রথযাত্রা। রথযাত্রার আগে দিঘায় জগন্নাথ মন্দিরের রথ নির্মাণ শুরু হয়ে যাওয়ায় মন্দির উদ্বোধন নিয়ে তৈরি হয়েছে জল্পনা। অনেকেই মনে করছেন দিঘায় জগন্নাথ মন্দির জুন মাসেই উদ্বোধন হবে। photo source collected 
চলতি বছর ৭ জুলাই রথযাত্রা। রথযাত্রার আগে দিঘায় জগন্নাথ মন্দিরের রথ নির্মাণ শুরু হয়ে যাওয়ায় মন্দির উদ্বোধন নিয়ে তৈরি হয়েছে জল্পনা। অনেকেই মনে করছেন দিঘায় জগন্নাথ মন্দির জুন মাসেই উদ্বোধন হবে। photo source collected 
বাঙালির কাছে পিঠে ঘোরার জায়গা হল দিঘা। বর্তমানে নানান উন্নয়নমূলক কর্মযজ্ঞের কারণে দিঘার ভোল বদলে গিয়েছে। ঝাঁ চকচকে দিঘার এখন ব্র্যান্ড ভ্যালু বিশ্বমানের। দিঘার জগন্নাথ মন্দির আগামী দিনে পর্যটকদের মূল আকর্ষণের কেন্দ্র বিন্দু হতে চলেছে। জগন্নাথ মন্দিরের নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে।photo source collected
বাঙালির কাছে পিঠে ঘোরার জায়গা হল দিঘা। বর্তমানে নানান উন্নয়নমূলক কর্মযজ্ঞের কারণে দিঘার ভোল বদলে গিয়েছে। ঝাঁ চকচকে দিঘার এখন ব্র্যান্ড ভ্যালু বিশ্বমানের। দিঘার জগন্নাথ মন্দির আগামী দিনে পর্যটকদের মূল আকর্ষণের কেন্দ্র বিন্দু হতে চলেছে। জগন্নাথ মন্দিরের নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে।photo source collected
চলতি বছরের এপ্রিল মাসে জগন্নাথ মন্দির উদ্বোধনের কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু শেষ পর্যন্ত মন্দির নির্মাণ কাজ না হওয়ায় উদ্বোধন পিছিয়ে যায়। তারই ফাঁকে রথ নির্মাণ কাজ আবারও একবার মন্দির উদ্বোধনের জল্পনাকে উসকে দিল।photo source collected 
চলতি বছরের এপ্রিল মাসে জগন্নাথ মন্দির উদ্বোধনের কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু শেষ পর্যন্ত মন্দির নির্মাণ কাজ না হওয়ায় উদ্বোধন পিছিয়ে যায়। তারই ফাঁকে রথ নির্মাণ কাজ আবারও একবার মন্দির উদ্বোধনের জল্পনাকে উসকে দিল।photo source collected
সম্প্রতি লোকসভা নির্বাচনের ভোটের প্রচারে মুখ্যমন্ত্রী বিভিন্ন জনসভা থেকে জানিয়েছিল দিঘায় জগন্নাথ মন্দির নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। বলেছিলেন ভোট শেষ হলে জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে।photo source collected 

সম্প্রতি লোকসভা নির্বাচনের ভোটের প্রচারে মুখ্যমন্ত্রী বিভিন্ন জনসভা থেকে জানিয়েছিল দিঘায় জগন্নাথ মন্দির নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে। বলেছিলেন ভোট শেষ হলে জগন্নাথ মন্দিরের উদ্বোধন হবে।photo source collected
তবে নির্দিষ্ট কোন তারিখের কথা তিনি উল্লেখ করেননি। তবে এবার রথযাত্রার আগেই দিঘার জগন্নাথ মন্দিরের রথ নির্মাণ শুরু হয়েছে। তাই সাধারণ মানুষ ও প্রশাসনের কর্তা ব্যক্তিরা মনে করছেন ৭ জুলাই রথ যাত্রার আগেই দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হবে।photo source collected 
তবে নির্দিষ্ট কোন তারিখের কথা তিনি উল্লেখ করেননি। তবে এবার রথযাত্রার আগেই দিঘার জগন্নাথ মন্দিরের রথ নির্মাণ শুরু হয়েছে। তাই সাধারণ মানুষ ও প্রশাসনের কর্তা ব্যক্তিরা মনে করছেন ৭ জুলাই রথ যাত্রার আগেই দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হবে।photo source collected
প্রসঙ্গত সমুদ্র ও জগন্নাথ দেবের দর্শনের জন্য প্রতি বছর বহু সংখ্যক বাঙালি পর্যটক পুরী যান। বাঙালি পর্যটকরা দিঘা এসে সমুদ্রের পাশাপাশি জগন্নাথ দেবের দর্শন পান তাই পুরোপুরি পুরীর আদলে দিঘায় একটি জগন্নাথ মন্দির নির্মাণের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।photo source collected 

প্রসঙ্গত সমুদ্র ও জগন্নাথ দেবের দর্শনের জন্য প্রতি বছর বহু সংখ্যক বাঙালি পর্যটক পুরী যান। বাঙালি পর্যটকরা দিঘা এসে সমুদ্রের পাশাপাশি জগন্নাথ দেবের দর্শন পান তাই পুরোপুরি পুরীর আদলে দিঘায় একটি জগন্নাথ মন্দির নির্মাণের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।photo source collected
তারপর দিঘায় জগন্নাথ মন্দিরের কাজ শুরু হয়। বর্তমানে প্রশাসন সূত্রে জানা যায় দিঘার জগন্নাথ মন্দির নির্মাণের কাজ প্রায় শেষের পথে। মন্দির নির্মাণের পাশাপাশি একটি বড় রথ নির্মাণ করা হচ্ছে। দিঘা রেল স্টেশন সংলগ্ন এলাকায় তৈরি হচ্ছে এই জগন্নাথ ধাম। জগন্নাথ মন্দির উদ্বোধন ঘিরে ছড়িয়েছে জল্পনা।photo source collected 
তারপর দিঘায় জগন্নাথ মন্দিরের কাজ শুরু হয়। বর্তমানে প্রশাসন সূত্রে জানা যায় দিঘার জগন্নাথ মন্দির নির্মাণের কাজ প্রায় শেষের পথে। মন্দির নির্মাণের পাশাপাশি একটি বড় রথ নির্মাণ করা হচ্ছে। দিঘা রেল স্টেশন সংলগ্ন এলাকায় তৈরি হচ্ছে এই জগন্নাথ ধাম। জগন্নাথ মন্দির উদ্বোধন ঘিরে ছড়িয়েছে জল্পনা।photo source collected
প্রতিবছর পুরীতে জগন্নাথ দেবের রথযাত্রার মহোৎসবে লক্ষ লক্ষ বাঙালি পুন্যার্থীরা হাজির হয়। চলতি বছর দিঘা জগন্নাথ মন্দিরে গড়াবে রথের চাকা। অনেকেই মনে করছেন হয়ত রথযাত্রার দিনই মুখ্যমন্ত্রী এই মন্দিরের উদ্বোধন করবেন।photo source collected 
প্রতিবছর পুরীতে জগন্নাথ দেবের রথযাত্রার মহোৎসবে লক্ষ লক্ষ বাঙালি পুন্যার্থীরা হাজির হয়। চলতি বছর দিঘা জগন্নাথ মন্দিরে গড়াবে রথের চাকা। অনেকেই মনে করছেন হয়ত রথযাত্রার দিনই মুখ্যমন্ত্রী এই মন্দিরের উদ্বোধন করবেন।photo source collected 
প্রসঙ্গত দিঘার এই জগন্নাথ মন্দির উচ্চতা এবং নকশা হুবহু পুরীর জগন্নাথ মন্দিরের মত। আগামী দিনে এই জগন্নাথ মন্দির ঘিরে দিঘায় ধর্মপ্রাণ পর্যটকের আগমন ঘটবে তা আর বলার অপেক্ষা রাখে না। পূর্ব মেদিনীপুর জেলার দিঘা আগামী দিনে ধর্মীয় পর্যটন কেন্দ্র হিসাবে জনপ্রিয়তা লাভ করবে। (তথ্য: সৈকত শী)
প্রসঙ্গত দিঘার এই জগন্নাথ মন্দির উচ্চতা এবং নকশা হুবহু পুরীর জগন্নাথ মন্দিরের মত। আগামী দিনে এই জগন্নাথ মন্দির ঘিরে দিঘায় ধর্মপ্রাণ পর্যটকের আগমন ঘটবে তা আর বলার অপেক্ষা রাখে না। পূর্ব মেদিনীপুর জেলার দিঘা আগামী দিনে ধর্মীয় পর্যটন কেন্দ্র হিসাবে জনপ্রিয়তা লাভ করবে। (তথ্য: সৈকত শী)