Tag Archives: Jaipur

ট্রেনে কাপড়ের বান্ডিলের মধ্যে রাখা ছিল ৫টি বাক্স, খুলতেই চমকে উঠলেন RPF কর্মীরা ! স্টেশন চত্বরে ছড়াল আতঙ্ক

Report: Hitendra Sharma

জয়পুর: চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকল বম্বে সুপারফাস্ট। মুম্বই থেকে সদ্য জয়পুরে পৌঁছেছিল ট্রেনটি। ফলে চলছিল পার্সেল কোচের চেকিং। আচমকাই তল্লাশি চলাকালীন উদ্ধার হয়েছে মোট ৫টি বাক্স। কিন্তু ওই বাক্স খুলতেই রীতিমতো চক্ষু ছানাবড়া সকলের।

রেল সূত্রে খবর, আরপিএফ আইজি জ্যোতি কুমার সতিজার উপস্থিতিতে বাক্সগুলি খোলা হয়েছিল। আর তা খুলতেই একে একে বেরিয়ে এল রৌপ্য মূর্তি, ব্রেসলেট এবং অন্যান্য গহনা। সব মিলিয়ে মোট ১৭৩ কেজি রুপো উদ্ধার হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় দেড় কোটি টাকা।

আরও পড়ুন– বিদায়ের মুহূর্তে কান্নায় ভেঙে পড়লেন নববধূ, এদিকে হাসির রোল স্বজনদের মধ্যে; আচমকাই প্রকাশ্যে এল কনের আসল রূপ

যদিও কাগজপত্র কিন্তু অন্য কথা বলছে। আসলে শুধুমাত্র গয়না লিখেই মুম্বই থেকে ওই পার্সেলটি বুক করা হয়েছিল। অথচ নিয়ম অনুযায়ী, পার্সেল বুকিংয়ের সময় বাক্সে থাকা সমস্ত জিনিস সম্পর্কে বিশদ তথ্য দেওয়া উচিত। শুধু তা-ই নয়, কাগজে পার্সেলে থাকা জিনিসের যে ওজন উল্লেখ করা হয়েছে, তা সঠিক নয়। অনেকটাই কম ছিল বলে জানা গিয়েছিল।

আসলে বম্বে সুপারফাস্ট ট্রেনে প্রচুর পরিমাণে রুপো থাকার বিষয়ে গোপন সূত্রে খবর পেয়েছিল আরপিএফ। সেই কারণে কমান্ড্যান্ট ভবপ্রীত সোনিকে মুম্বই রুটের ট্রেনগুলিতে কঠোর নজরদারি চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন আইজি সতিজা।

আরও পড়ুন- কোথায় হারিয়ে যাচ্ছে শহরের মেয়েরা? আসছে নারীপাচারের প্রেক্ষাপটে নতুন থ্রিলার ওয়েব সিরিজ ‘মরালি’

আইপিএফ প্রদীপ কুমার, আইপিএফ (সিআইবি) নরেশ মীনা জয়পুর স্টেশনে নজরদারি বাড়িয়ে দিয়েছিলেন। বম্বে সুপারফাস্ট জয়পুরে পৌঁছনোর সঙ্গে সঙ্গে ইঞ্জিনের পিছনে লাগানো ২৪ টন ক্ষমতাসম্পন্ন পার্সেল কোচটির তল্লাশি করা হচ্ছিল। সেখানে দেখা যায়, ৪৮ বান্ডিল কাপড়ের মধ্যে পাঁচটি বাক্স রাখা। আর বাক্সগুলি যথেষ্ট ভারি ছিল। ফলে তদন্তকারীদের সন্দেহ আরও জোরালো হয়। তাই বাক্সগুলি আলাদা করে সরিয়ে রাখা হয়েছিল।

এই বিষয়ে সেল ট্যাক্সকে জানানো হয়েছে আরপিএফ-এর তরফে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যান জিএসটি সহকারী কমিশনার অশ্বিনী শর্মা। একে একে সব বাক্স খুলতে শুরু করেন। রৌপ্য মূর্তি, পায়ের পাতা এবং অন্যান্য গহনা উদ্ধার হয়েছে বাক্সগুলি থেকে। যাঁরা রুপো নিয়ে যাচ্ছিলেন, তাঁরা ৯০ কেজি পরিমাণের বিল পেশ করেছিলেন। ৪ লক্ষ ৯৩ হাজার ৯৩২ টাকার সামগ্রীর বিল পাওয়া যায়নি। জিএসটি কমিশনার ৩০ হাজার টাকা কর আরোপ করে পণ্যটি ছেড়ে দিয়েছিলেন।

প্ল্যাটফর্মে যাত্রীদের টিকিট পরীক্ষা করার মাঝেই আরপিএফ-এর হানা, তারপর যা জানা গেল… আপাতত শ্রীঘরে ‘টিকিট পরীক্ষক’

জয়পুর: রেলযাত্রীদের টিকিট পরীক্ষা ব্যস্ত ছিলেন এক টিকিট পরীক্ষক। আচমকাই ঘটনাস্থলে আগমন ঘটল আরপিএফ-এর। সঙ্গে সঙ্গে ওই টিকিট পরীক্ষককে একেবারে পাকড়াও করে নিয়ে গেল তারা। মঙ্গলবার রাজস্থানের জয়পুর স্টেশনে এহেন ঘটনা দেখে তাজ্জব বনে গিয়েছিলেন প্রত্যক্ষদর্শীরা।

আসলে ওই টিকিট পরীক্ষক ছিল ভুয়ো। জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে যে, তার নাম রিঙ্কু। তার বাড়ি শিবপুরীতে। এখানেই শেষ নয়, তার কাছ থেকে একটি ভুয়ো পরিচয়পত্রও পাওয়া গিয়েছে। আপাতত জিআরপি গ্রেফতার করেছে রিঙ্কু নামে ওই ব্যক্তিকে।

আরও পড়ুন- ‘এমন মানুষদের লজ্জা হওয়া উচিত’; আইএএস পূজা খেড়কর মামলায় মুখ খুললেন এক আইপিএস অফিসার

আসলে প্ল্যাটফর্ম ডিউটিতে ছিলেন টিকিট পরীক্ষক বিশ্বামিত্র। তিনি দেখেন ৪ নম্বর প্ল্যাটফর্মে এক ব্যক্তি টিটিই-র পোশাক পরে দাঁড়িয়ে রয়েছে। আর বিনা টিকিটে ভ্রমণকারী যাত্রীদের টিকিট পরীক্ষাও করছে সে। এরপর টিকিট পরীক্ষক বিশ্বামিত্রকে দেখে সে রীতিমতো ঘাবড়ে যায়। দৌড়ে পালাতে শুরু করে। ইতিমধ্যেই প্ল্যাটফর্মে টহলরত আরপিএফ এএসই নথি সিং এবং কনস্টেবল ভীম সিং তড়িঘড়ি পাকড়াও করে ওই ভুয়ো টিকিট পরীক্ষককে। সঙ্গে সঙ্গে বিশ্বামিত্র জয়পুর জংশন সিটিআই সমীর শর্মা, প্রধান টিকিট পরীক্ষক শক্তি শর্মা এবং বিদ্যা দেবীকে এই বিষয়ে জানিয়ে দেন।

আরও পড়ুন– জয়েন্টে প্রথম, আইআইটি বম্বে-তে পড়াশোনা, এখন কী করছেন প্রণব গোয়েল?

আইজি জ্যোতি কুমার সতিজা এবং কম্যান্ড্যান্ট ভবপ্রীতা সোনি বলেন যে, আসন্ন উৎসবের আবহে সতর্কতামূলক অভিযান চালাচ্ছে আরপিএফ। এই অভিযানেই জালে পড়েছে ভুয়ো টিকিট পরীক্ষক। অভিযুক্তের কাছ থেকে রেল মন্ত্রক, রেলওয়ে বোর্ড, পশ্চিম মধ্য রেলওয়ের ভুয়ো কার্ড উদ্ধার করা হয়েছে। ওই ব্যক্তির বিরুদ্ধে ইতিমধ্যেই একটি মামলা দায়ের করেছে আরপিএফ। এর পাশাপাশি ওই অভিযুক্তকে জিআরপি-র হাতে তুলে দেওয়া হয়েছে।

Fake Gold-Scam: ৩০০ টাকার নকল সোনার গয়না ৬ কোটিতে কিনলেন মার্কিন মহিলা! জয়পুরে ভয়াবহ ঘটনা

জয়পুর:  বর্তমানে সোনার দাম হু-হু করে বাড়ছে! তবে সোনার চাহিদা গোটা বিশ্বের মানুষের কাছেই আছে! শুধু সোনা রুপো বা অ্যান্টিক গয়নার দাম ও চাহিদাও রয়েছে! গয়না কেনার আগে সব সময় যাচাই করে নিতে হবে যে সেটি আসল গয়না কিনা! সোনার ক্ষেত্রে হলমার্ক দেখে নেওয়া সব সময় উচিত! যাতে নকল বা ভেজাল মেশানো গয়না কেউ আপনাকে বিক্রি করতে না পারে! তবে এই মার্কিন মহিলার সঙ্গে যা ঘটল জানলে চমকে যাবেন!

ভারতের জয়পুরের জোহরি বাজার থেকে ২০২২ সালে ৬ কোটি টাকা দিয়ে অ্যান্টিক সোনার গয়না কেনেন মার্কিন যুক্তরাষ্ট্রের চেরিস নামের এক মহিলা! এই গয়না কেনার পর তিনি নিজের দেশে একটি এক্সিবিশন করেন। সেখানে ডিসপ্লেতে জয়পুরের অ্যান্টিক সোনার গয়না গুলিকেও রাখেন। আর তাতেই সামনে আসে আসল সত্যি! এখানে জানা যায় যে গয়নাগুলি ওই মহিলা কিনেছেন আসলে সেগুলি নকল! ৬ কোটি নয় যার দাম মাত্র ৩০০ টাকা!

আরও পড়ুন: বাতের ব্যথা, থাইরয়েড, শরীরে শক্তি নেই? এই মাছ মাসে একবার খেলেই দূর হবে বহু রোগ

রুপোর গয়নার উপরে সোনার পালিশ করে ওই মহিলাকে গয়না বিক্রি করেন রাজেন্দ্র সোনি ও তাঁর ছেলে গৌরব! জয়পুরের জহরি বাজারে তাদের সোনার গয়নার দোকান রয়েছে। তবে নকল গয়না জানতে পেরে ওই মহিলা সব গয়না নিয়ে জয়পুরের ওই দোকানে আসেন! তখন দোকানদার রাজেন্দ্র সোনি ওই মহিলার কথাকে মিথ্যে বলে, তাঁকে দোকান থেকে বের করে দেন! এরপর মহিলা পুলিশের কাছে যান! ইউএস অ্যামবেসির কাছেও সাহায্য চান ওই মহিলা!

আরও পড়ুন: কিডনি, লিভার, হৃদ-রোগে ভুগছেন? চেনা, সস্তার এই ছোট্ট ফল খেলেই দূর হবে সব! জানুন

এরপর তদন্তে নামে পুলিশ! ওই দোকানদার ও তার ছেলে পালিয়ে যায়! তারা কোথায় রয়েছে এখনও খোঁজ পায়নি পুলিশ। জানা যায় কয়েক মাস আগে তিন কোটি টাকা দিয়ে একটি বিলাসবহুল ফ্ল্যাট কেনে এই রাজেন্দ্র সোনি! এই নকল গয়নাকে আসল গয়না সার্টিফিকেট দিয়েছিল নন্দ কিশোর নামের এক ব্যক্তি! তাকে গ্রেফতার করে পুলিশ! পলাতক বাবা ও ছেলের খোঁজ চলছে। এই জালিয়াতির কথা জানাজানি হতেই শোরগোল পড়ে যায়!