Tag Archives: kanchanjangha express

Kanchanjangha Express Accident: প্রাণ কাড়ল দুর্ঘটনাগ্রস্ত কাঞ্চনজঙ্ঘা, শখ করে কেনা সাধের গাড়িতেই স্ত্রীর নিথর দেহ নিয়ে ফিরলেন স্বামী

বনোয়ারীলাল চৌধুরী, পূর্ব বর্ধমান: শখ করে কেনা গাড়িতে করেই ঘরে পৌঁছল ট্রেন দুর্ঘটনায় মৃত এক মহিলার দেহ। কথা ছিল অন্য ট্রেনে ওঠার। কিন্তু ভাগ্যের ফেরে কাঞ্চনজঙ্ঘায় যাত্রী হয়ে চরম পরিণতি পূর্ব বর্ধমানের বিউটি বেগমের।

উত্তরবঙ্গে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় প্রাণ গেল পূর্ব বর্ধমান জেলার এক মহিলার। ৪৩ বছর বয়সি বিউটি বেগম  পূর্ব বর্ধমানের গুসকরা শহরের ৫ নম্বর ওয়ার্ডের ইটাচাঁদা এলাকার বাসিন্দা। তাঁর  স্বামীর সূত্রে জানা গিয়েছে, সোমবার অন্য একটি ট্রেনে করে বাড়ি ফেরার কথা ছিল বিউটি বেগমের। কিন্তু ভাগ্যের ফেরে সেই ট্রেনে আর ওঠা হয়নি তাঁর। তাই অগত্যা জলপাইগুড়ি স্টেশন থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধরে গুসকরা শহরের বাড়িতে ফিরছিলেন তিনি।তবে কিছু রাস্তা অতিক্রম করার পর সেই ট্রেনই দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় প্রাণ যায় বিউটি বেগমের।

অন্য কোনওভাবে মৃতদেহ আনার ব্যবস্থা না হওয়ায় দশ মাস আগে শখ করে কেনা নিজেদের গাড়ি করেই, নিজের স্ত্রীর মৃতদেহ নিয়ে বাড়ির দিকে রওনা দেন মৃতার স্বামী। নিজেই গাড়ি চালিয়ে স্ত্রীর নিথর দেহ এদিন বাড়িতে আনেন হাসমত শেখ। মৃতা বিউটি বেগমের স্বামী হাসমত শেখ জানিয়েছেন, তিনি শিলিগুড়িতে একটি বেসরকারি সংস্থায় কর্মরত। বিগত একমাস ধরে সেখানেই ছিলেন তাঁর স্ত্রী বিউটি। তবে সোমবার তাঁর বাড়িতে ফেরার কথা ছিল।

আরও পড়ুন : দুর্ঘটনার অভিঘাতে ছিন্ন পা, বাড়িতে ফেরার বদলে হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাধীন পুলিশকর্মী

সেইমতো সোমবার ভোরে ঘুম থেকে উঠে, বিউটি বেগম তার স্বামীর জন্য রান্না করেন। তার পর স্বামীর খাওয়া হয়ে গেলে, স্বামীর সঙ্গে ট্রেন ধরতে বের হন বিউটি বেগম। স্টেশনে স্বামী হাসমত শেখ বিউটি বেগমকে ফল এবং বিস্কুট কিনে দিয়ে তাঁর কাজের জায়গায় চলে যান। সেদিনই নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধরে গুসকরা ফেরার পথে  ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারান বিউটি।

ট্রেন দুর্ঘটনার খবর পেয়ে পরবর্তীতে জলপাইগুড়ি জেলা হাসপাতালে স্ত্রীর মৃতদেহ শনাক্ত করেন স্বামী হাসমত শেখ। মঙ্গলবার দুপুরে স্ত্রীর মৃতদেহ নিয়ে গুসকরায় নিজের বাড়িতে ফেরেন হাসমত। তাঁর পরিবারে
এবং প্রতিবেশীদের মধ্যে শোকের ছায়া।

Kanchanjangha Express Accident: দুর্ঘটনার অভিঘাতে ছিন্ন পা, বাড়িতে ফেরার বদলে হাসপাতালের আইসিইউ-তে চিকিৎসাধীন পুলিশকর্মী

সুরজিৎ দে, জলপাইগুড়ি: পরিজনদের সঙ্গে দেখা করতে যাবেন বলে, ভোর রাতে উঠেছিলেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। সকালবেলা বাড়ির লোকের সঙ্গে কথাও হয় । বলার পর তিনি সুন্দরভাবে ট্রেনের কামরায় চেপে বসেছিলেন! হঠাৎ কিছুটা দূরে গেল আচমকাই শব্দ আর সেই শব্দের পরেই তার একটি পা চিরদিনের জন্য ছিন্ন হল শরীর থেকে। বাড়িতে না পৌঁছে বর্তমানে মৃতুর সঙ্গে লড়াই করছেন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আইসিইউ রুমে মনোজ দাস। কেউ আবার মৃতদেহ নিতে দাঁড়িয়ে রয়েছে বিষণ্ণ চোখে।

রাঙাপানিতে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন মনোজকুমার দাস। উনি হাবরার বাসিন্দা। তিনি পেশায় পুলিশকর্মী। শিলিগুড়িতে কর্মরত। গতকাল ওই ট্রেনে চেপে শিয়ালদহ যাচ্ছিলেন। নিউ জলপাইগুড়ি থেকে ট্রেন ছাড়বার পর উনি মোবাইল দেখছিলেন। এর মধ্যে ঘটে যায় মর্মান্তিক ঘটনা।

আরও পড়ুন : আমেরিকায় মহাকাশ প্রোগ্রামে বাঁকুড়ার অয়ন! যাতায়াতের খরচ যোগাড় করতেই হিমশিম

দুর্ঘটনার অভিঘাতে ওঁর পা ভেঙে সিটের ফাঁকে আটকে যায়।পরে তাঁকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। ঘটনার পরে হাবরায় থাকা তাঁর পরিবারের সদস্যদের কাছে খবর যায়।আজ ওঁরা শিলিগুড়িতে এসে পৌঁছন। বর্তমানে তিনি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের ক্রিটিকাল কেয়ার ইউনিটে ভর্তি রয়েছেন।