Tag Archives: Kangsabati

Tragic Death: বন্ধুর সঙ্গে নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে গেল কিশোর, চালানো হচ্ছে উদ্ধার কাজ

ঝাড়গ্রাম : ডুলুং নদীর পর এবার কংসাবতী নদীতে বন্ধুদের সঙ্গে স্নান করতে গিয়ে তলিয়ে গেল ১৬ বছরের এক কিশোর। ৪৮ ঘন্টা পেরিয়ে গেলেও নদীতে তলিয়ে যাওয়া কিশোরের কোনও হদিস পাওয়া যায়নি। কিশোরের সন্ধানে কংসাবতী নদীতে স্পিডবোট নামিয়ে ডুবুরি দিয়ে চালানো হচ্ছে সন্ধান। সোমবার সকাল থেকে কংসাবতী নদীর ঘটনাস্থল থেকে শুরু করে নদীর একাধিক জায়গায় দুটি স্পিডবোটের মাধ্যমে নিখোঁজ কিশোরের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে। সন্দেহবশত জায়গাগুলিতে নামানো হচ্ছে ডুবুরি। জানা গিয়েছে, শনিবার দুপুরে ঝাড়গ্রাম থানার অন্তর্গত লালবাগ গ্রামের ছয়জন বন্ধু কংসাবতীনে দিতে স্নান করার জন্য নদীর আমলাতোড়া ঘাটে নামে।

আরও পড়ুন: মহিলা ঢাকির দল! নাম ডাক ভিন রাজ্যেও কম নয়, দেখুন

কংসাবতী নদীতে জলের স্রোত থাকায় স্নান করার সময় হঠাৎ করে নদীগর্ভে তলিয়ে যায় ১৬ বছরের শেখ ফিরোজ আলী নামের এক কিশোর। সঙ্গে থাকা বন্ধুরা তাকে উদ্ধার না করতে পেরে তড়িঘড়ি স্থানীয় মানুষজনকে খবর দেয়। খবর দেওয়া হয় মানিকপাড়া বিট হাউসের পুলিশকে। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং দ্রুত নদীগর্ভে তলিয়ে যাওয়া কিশোরকে উদ্ধারের জন্য ডেকে পাঠানো হয় বিপর্যয় মোকাবিলা দফতরেরবিশেষ টিমকে। শনিবার দুপুর থেকেই স্পিডবোটের মাধ্যমে সন্ধান চালানো হয় কিশোরের। কিন্তু ৪৮ ঘন্টা পেরিয়ে গেল কোনও হদিস পাওয়া যায়নি।

আমলাতোড়া নদী ঘাটের পাশে মাই ধরতে আসা প্রত্যক্ষদর্শী সমীর খাঁ বলেন, আমি নদীতে মাছ ধরতে এসেছিলাম। দেখলাম ৬ জন বন্ধু মিলে স্নান করতে নেমেছে। হঠাৎ করেই তারা চিৎকার শুরু শুরু করে কেউ একজন ডুবে গেল বলে। তাকিয়ে দেখি একটুকু দেখা গিয়েছিল তারপরে আর দেখা যায়নি নদীতে তলিয়ে যাওয়া কিশোরকে। এই সময় নদীতে জল বেশি থাকায় নদীর স্রোত খুব বেশি থাকে। তা যারা নদী সম্পর্কে ঠিক মত জানেনা, ভুল জায়গায় নেমে পড়লে যে কোনও সময় জলে ডুবে যাবার সম্ভাবনা থাকে।

গত শুক্রবার স্কুল কামায় করে আটজন স্কুল পড়ুয়া চিল্কিগড় বেড়াতে গিয়ে ডুলুং নদীতে স্নান করতে নামে। ডুলুং নদীর জলের তোড়ে নদীর গর্ভে তলিয়ে যায় দশম শ্রেণীর এক স্কুল পড়ুয়া। প্রায় ২৬ ঘন্টা পর মৃত অবস্থায় ডুলুং নদী থেকে উদ্ধার হয় তার দেহ। শুক্রবারের পর ফের কংসাবতী নদীতে শনিবার দুপুরে একই ঘটনার পুনরাবৃত্তি দেখা যায়। ঘটনার ৪৮ ঘণ্টার পরেও নদীতে তলিয়ে যাওয়া কিশোরের খোঁজ পাওয়া যায়নি। স্পিডবোট ও ডুবুরির সাহায্যে চালানো হচ্ছে কিশোরের সন্ধান।

বুদ্ধদেব বেরা