Tag Archives: Kaushiki Amavasya

Kaushiki Amavasya 2024: ভাগ্য বিমুখ! ব্যবসায় সাময়িক বা দীর্ঘ মন্দা! কৌশিকী অমাবস্যায় করুন ছোট্ট কাজ, খুলবেই ভাগ্যের দরজা

*এ বছর কৌশিকী আমাবস্যা শুরু হচ্ছে বাংলার ১৫ ভাদ্র অর্থাৎ রবিবার ১ সেপ্টেম্বর। এ দিন ভোর ৫'টা ৭ মিনিট থেকে শুরু হবে তিথি। অমাবস্যা স্থায়ী হবে ১৭ ভাদ্র মঙ্গলবার সকাল ৬'টা বেজে ৩১ মিনিট পর্যন্ত অর্থাৎ ইংরেজির ৩ সেপ্টেম্বর। সংগৃহীত ছবি।
*এ বছর কৌশিকী আমাবস্যা শুরু হচ্ছে বাংলার ১৫ ভাদ্র অর্থাৎ রবিবার ১ সেপ্টেম্বর। এ দিন ভোর ৫’টা ৭ মিনিট থেকে শুরু হবে তিথি। অমাবস্যা স্থায়ী হবে ১৭ ভাদ্র মঙ্গলবার সকাল ৬’টা বেজে ৩১ মিনিট পর্যন্ত অর্থাৎ ইংরেজির ৩ সেপ্টেম্বর। সংগৃহীত ছবি।
*এ বছরের কৌশিকী আমাবস্যার নিশি বা ব্রত পালন করা হবে ২ সেপ্টেম্বর সোমবার অর্থাৎ ১৬ ভাদ্র। সোমবার রাত ন'টার পর থেকে তারা মায়ের পুজোর সবচেয়ে ভাল সময়। যারা এই শুভদিনে গঙ্গা স্নান করতে চান, তারা সোমবার যে কোনও সময়ে গঙ্গাস্নান করতে পারেন। সংগৃহীত ছবি।
*এ বছরের কৌশিকী আমাবস্যার নিশি বা ব্রত পালন করা হবে ২ সেপ্টেম্বর সোমবার অর্থাৎ ১৬ ভাদ্র। সোমবার রাত ন’টার পর থেকে তারা মায়ের পুজোর সবচেয়ে ভাল সময়। যারা এই শুভদিনে গঙ্গা স্নান করতে চান, তারা সোমবার যে কোনও সময়ে গঙ্গাস্নান করতে পারেন। সংগৃহীত ছবি।
*তন্ত্রসাধনার জন্য সাধারণত জ্যোতিষীরা অমাবস্যার রাতকেই বেছে নেন। তেমনই একটি হচ্ছে কৌশিকী অমাবস্যা। কথিত আছে, বামাখ্যাপা কৌশিকী অমাবস্যায় সিদ্ধিলাভ করেছিলেন।কৌশিকী অমাবস্যা, অন্য সব অমাবস্যার থেকে একটু আলাদা। কারণ, তন্ত্র ও শাস্ত্র মতে ভাদ্র মাসের এই তিথিটি একটু বিশেষ।
*তন্ত্রসাধনার জন্য সাধারণত জ্যোতিষীরা অমাবস্যার রাতকেই বেছে নেন। তেমনই একটি হচ্ছে কৌশিকী অমাবস্যা। কথিত আছে, বামাখ্যাপা কৌশিকী অমাবস্যায় সিদ্ধিলাভ করেছিলেন।কৌশিকী অমাবস্যা, অন্য সব অমাবস্যার থেকে একটু আলাদা। কারণ, তন্ত্র ও শাস্ত্র মতে ভাদ্র মাসের এই তিথিটি একটু বিশেষ।
*তন্ত্র মতে এই অমাবস্যার রাতকে তারা রাত্রিও বলা হয়। এ দিন এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরক দুইয়ের দ্বার মুহূর্তের জন্য উম্মুক্ত হয় ও সাধক নিজের ইচ্ছামতো ধনাত্মক অথবা ঋণাত্মক শক্তি নিজের সাধনার মধ্যে আত্মস্থ করে ও সিদ্ধি লাভ করে। তাই তন্ত্রসাধনার জন্য এই অমাবস্যা খুবই গুরুত্বপুর্ণ বলে মনে করা হয়।
*তন্ত্র মতে এই অমাবস্যার রাতকে তারা রাত্রিও বলা হয়। এ দিন এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরক দুইয়ের দ্বার মুহূর্তের জন্য উম্মুক্ত হয় ও সাধক নিজের ইচ্ছামতো ধনাত্মক অথবা ঋণাত্মক শক্তি নিজের সাধনার মধ্যে আত্মস্থ করে ও সিদ্ধি লাভ করে। তাই তন্ত্রসাধনার জন্য এই অমাবস্যা খুবই গুরুত্বপুর্ণ বলে মনে করা হয়।
*কৌশিকী অমাবস্যার কথা উঠলেই আমাদের তারাপীঠের কথা বেশি মনে পড়ে। কৌশিকী অমাবস্যায় বড় সংখ্যক ভক্তরা ভিড় জমান তারা ধামে। তবে এই তিথির রয়েছে বিশেষ মাহাত্ম্য। সংগৃহীত ছবি।
*কৌশিকী অমাবস্যার কথা উঠলেই আমাদের তারাপীঠের কথা বেশি মনে পড়ে। কৌশিকী অমাবস্যায় বড় সংখ্যক ভক্তরা ভিড় জমান তারা ধামে। তবে এই তিথির রয়েছে বিশেষ মাহাত্ম্য। সংগৃহীত ছবি।
*কৌশিকী অমাবস্যার সঙ্গে যুক্ত রয়েছে পৌরাণিক কাহিনীও। এই পূণ্য তিথিতে কিছু নিয়ম মেনে চললে খুলে যেতে পারে ভাগ্যের বন্ধ দরজা। এই তিথিতে শুধু তারাপীঠে পুজো নয়, বিশেষ একটি নিয়ম প্রচলিত রয়েছে ব্রাহ্মণ সমাজে। সংগৃহীত ছবি।
*কৌশিকী অমাবস্যার সঙ্গে যুক্ত রয়েছে পৌরাণিক কাহিনীও। এই পূণ্য তিথিতে কিছু নিয়ম মেনে চললে খুলে যেতে পারে ভাগ্যের বন্ধ দরজা। এই তিথিতে শুধু তারাপীঠে পুজো নয়, বিশেষ একটি নিয়ম প্রচলিত রয়েছে ব্রাহ্মণ সমাজে। সংগৃহীত ছবি।
*দুর্গাপুজো, কালীপুজো সহ বিভিন্ন ধার্মিক উপাচারে পুরোহিতদের হাতে দেখা যায় কুশ। কিন্তু কুশ সংগ্রহ করার ক্ষেত্রে কিছু বাধা নিষেধ রয়েছে। ব্রাহ্মণদের বিশ্বাস, কৌশিকী অমাবস্যা কুশ সংগ্রহ করলে, তাতে দোষ হয় না। ফলে এ দিন ব্রাহ্মণরা কুশ সংগ্রহ করে রাখেন। সেই কুশ সারা বছর বিভিন্ন পুজোয় ব্যবহার করেন ব্রাহ্মণরা। সংগৃহীত ছবি।
*দুর্গাপুজো, কালীপুজো সহ বিভিন্ন ধার্মিক উপাচারে পুরোহিতদের হাতে দেখা যায় কুশ। কিন্তু কুশ সংগ্রহ করার ক্ষেত্রে কিছু বাধা নিষেধ রয়েছে। ব্রাহ্মণদের বিশ্বাস, কৌশিকী অমাবস্যা কুশ সংগ্রহ করলে, তাতে দোষ হয় না। ফলে এ দিন ব্রাহ্মণরা কুশ সংগ্রহ করে রাখেন। সেই কুশ সারা বছর বিভিন্ন পুজোয় ব্যবহার করেন ব্রাহ্মণরা। সংগৃহীত ছবি।
*এ দিন কুশের আসনে দেবীকে বসিয়ে পুজো করলে বিশেষ ফল পাওয়া যায় বলে জ্যোতিষ মতে বিশ্বাস। দেবী কালিকার বা দেবী পার্বতীর আরাধনা করলে বিশেষ ফল পাওয়া যায়। সংগৃহীত ছবি।
*এ দিন কুশের আসনে দেবীকে বসিয়ে পুজো করলে বিশেষ ফল পাওয়া যায় বলে জ্যোতিষ মতে বিশ্বাস। দেবী কালিকার বা দেবী পার্বতীর আরাধনা করলে বিশেষ ফল পাওয়া যায়। সংগৃহীত ছবি।
*বাড়িতে যদি দেবী তারার মূর্তি অথবা ফটো থাকে, সেখানেও প্রার্থনা করতে পারেন। স্নান সেরে শুদ্ধ বস্ত্রে দেবীর সামনে ফল, মিষ্টি দিয়ে ভোগ নিবেদন করতে হবে। লাল জবার মালা পরাতে হবে। আর একইসঙ্গে দেবীর সামনে জ্বালিয়ে দিতে হবে ঘিয়ের প্রদীপ। তাহলে জীবন থেকে অনেক বাধা কেটে যাবে। সংগৃহীত ছবি।
*বাড়িতে যদি দেবী তারার মূর্তি অথবা ফটো থাকে, সেখানেও প্রার্থনা করতে পারেন। স্নান সেরে শুদ্ধ বস্ত্রে দেবীর সামনে ফল, মিষ্টি দিয়ে ভোগ নিবেদন করতে হবে। লাল জবার মালা পরাতে হবে। আর একইসঙ্গে দেবীর সামনে জ্বালিয়ে দিতে হবে ঘিয়ের প্রদীপ। তাহলে জীবন থেকে অনেক বাধা কেটে যাবে। সংগৃহীত ছবি।
*ব্যবসায়ীরা অমাবস্যার দিনে দেবীর পুজো করলে বিশেষ ফল পাবেন। জ্যোতিষ মতে, ব্যবসা, অর্থভাগ্যের কারক বৃহস্পতি। আর বৃহস্পতির ইষ্ট দেবী তারা। ফলে কৌশিকী অমাবস্যায় মা তারার পুজো করলে বিশেষ ফল পাবেন ব্যবসায়ীরা। সংগৃহীত ছবি।
*ব্যবসায়ীরা অমাবস্যার দিনে দেবীর পুজো করলে বিশেষ ফল পাবেন। জ্যোতিষ মতে, ব্যবসা, অর্থভাগ্যের কারক বৃহস্পতি। আর বৃহস্পতির ইষ্ট দেবী তারা। ফলে কৌশিকী অমাবস্যায় মা তারার পুজো করলে বিশেষ ফল পাবেন ব্যবসায়ীরা। সংগৃহীত ছবি।

Kaushiki Amavasya 2024: এ বছরের কৌশিকী অমাবস্যা কবে? কতক্ষণ থাকবে শুভ সময়? তারাপীঠে অমাবস্যার পুজো নিয়ে বিরাট আপডেট

*বীরভূমের মধ্যে অবস্থিত সাধক বামাক্ষ্যাপার অন্যতম সিদ্ধপীঠ তারাপীঠ। প্রত্যেক বছর এই তারাপীঠ মন্দির দর্শনের জন্য দেশ-বিদেশ থেকে বহু পর্যটক ছুটে আসেন। বিশেষ করে ভাদ্র মাসের কৌশিক অমাবস্যায় লক্ষ লক্ষ পর্যটক ভিড় জমান মন্দিরে। প্রতিবেদনঃ সৌভিক রায়। 
*বীরভূমের মধ্যে অবস্থিত সাধক বামাক্ষ্যাপার অন্যতম সিদ্ধপীঠ তারাপীঠ। প্রত্যেক বছর এই তারাপীঠ মন্দির দর্শনের জন্য দেশ-বিদেশ থেকে বহু পর্যটক ছুটে আসেন। বিশেষ করে ভাদ্র মাসের কৌশিক অমাবস্যায় লক্ষ লক্ষ পর্যটক ভিড় জমান মন্দিরে। প্রতিবেদনঃ সৌভিক রায়।
*তারাপীঠের আদি দেবী মা তারা। সব দেবদেবীর ঊর্ধ্বে তিনি। তাই সকল দেবীরূপে মা তারাকে পুজোকরা হয়। কখনও তিনি দুর্গা,কখনও তিনি লক্ষ্মী,কখনও তিনি সরস্বতী,আবার কখনও তিনি কালি রূপে পুজিত হয়ে থাকেন। আর সেই কারণেই এই কৌশিকী অমাবস্যায় জনজোয়ার হয়ে থাকে।
*তারাপীঠের আদি দেবী মা তারা। সব দেবদেবীর ঊর্ধ্বে তিনি। তাই সকল দেবীরূপে মা তারাকে পুজোকরা হয়। কখনও তিনি দুর্গা,কখনও তিনি লক্ষ্মী,কখনও তিনি সরস্বতী,আবার কখনও তিনি কালি রূপে পুজিত হয়ে থাকেন। আর সেই কারণেই এই কৌশিকী অমাবস্যায় জনজোয়ার হয়ে থাকে।
*প্রত্যেক বছরের মতো এই বছর ও কৌশিকী আমাবস্যা পালিত হবে বীরভূমের তারাপীঠে। এই বছর কৌশিকী আমাবস্যা শুরু হচ্ছে বাংলার ১৫ ভাদ্র রবিবার ভোর ৫ টা ৭ মিনিট থেকে ১৭ ভাদ্র মঙ্গলবার সকাল ৬ টা বেজে ৩১ মিনিট পর্যন্ত। ইংরেজের ২ সেপ্টেম্বর। আর তার আগেই কৌশিকী আমাবস্যা নিয়ে এক প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয় বীরভূমের তারাপীঠের 'তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ প্রশাসনিক ভবনে'।
*প্রত্যেক বছরের মতো এই বছর ও কৌশিকী আমাবস্যা পালিত হবে বীরভূমের তারাপীঠে। এই বছর কৌশিকী আমাবস্যা শুরু হচ্ছে বাংলার ১৫ ভাদ্র রবিবার ভোর ৫ টা ৭ মিনিট থেকে ১৭ ভাদ্র মঙ্গলবার সকাল ৬ টা বেজে ৩১ মিনিট পর্যন্ত। ইংরেজের ২ সেপ্টেম্বর। আর তার আগেই কৌশিকী আমাবস্যা নিয়ে এক প্রশাসনিক বৈঠকের আয়োজন করা হয় বীরভূমের তারাপীঠের ‘তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ প্রশাসনিক ভবনে’।
*প্রত্যেক বছরের মতো এখানে আলোচনা করা বিভিন্ন বিষয়ে। আলোচনায় ছিল হোটেল ভাড়া থেকে শুরু করে অটো ভাড়া কেমন থাকবে, কোথায় গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হবে সেই সব বিষয়ও। আর এই আলোচনা সভা থেকে তারাপীঠ আগত পর্যটকদের জন্য এক নতুন এবং আকর্ষণীয় নিয়ম চালু করেছে প্রশাসন।
*প্রত্যেক বছরের মতো এখানে আলোচনা করা বিভিন্ন বিষয়ে। আলোচনায় ছিল হোটেল ভাড়া থেকে শুরু করে অটো ভাড়া কেমন থাকবে, কোথায় গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হবে সেই সব বিষয়ও। আর এই আলোচনা সভা থেকে তারাপীঠ আগত পর্যটকদের জন্য এক নতুন এবং আকর্ষণীয় নিয়ম চালু করেছে প্রশাসন।
*প্রশাসনিক বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, প্রত্যেক বছর তিন দিনের জন্য হোটেল বুকিংয়ের প্যাকেজ রাখা হয়ে থাকে। সেইখানে যে কোনও বড় হোটেলের খরচপড়ে যায় অনেকটাই বেশি।
*প্রশাসনিক বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, প্রত্যেক বছর তিন দিনের জন্য হোটেল বুকিংয়ের প্যাকেজ রাখা হয়ে থাকে। সেইখানে যে কোনও বড় হোটেলের খরচপড়ে যায় অনেকটাই বেশি।
*মধ্যবিত্তদের এত টাকার বিনিময়ে তারাপীঠ হোটেলে ভাড়া করে থাকা সম্ভব হয়ে ওঠে না। আর সেই কারণেই গত দু-বছর থেকে কৌশিকী আমাবস্যায় পর্যটকদের সংখ্যা তুলনমূলকভাবে অনেকটাই কম। সেই সমস্ত বিষয়ে মাথায় রেখে এ বছর তিন দিনের জন্য প্যাকেজের বন্ধ রাখা হয়েছে।
*মধ্যবিত্তদের এত টাকার বিনিময়ে তারাপীঠ হোটেলে ভাড়া করে থাকা সম্ভব হয়ে ওঠে না। আর সেই কারণেই গত দু-বছর থেকে কৌশিকী আমাবস্যায় পর্যটকদের সংখ্যা তুলনমূলকভাবে অনেকটাই কম। সেই সমস্ত বিষয়ে মাথায় রেখে এ বছর তিন দিনের জন্য প্যাকেজের বন্ধ রাখা হয়েছে।
*আপনি যদি কৌশিকী অমাবস্যার দিন এসে সেদিন রাত্রি থেকে পরের দিন সকালে ফিরে যেতে চান তাহলে তারও ব্যবস্থা করা হয়েছে হোটেল কর্তৃপক্ষের তরফ থেকে।
*আপনি যদি কৌশিকী অমাবস্যার দিন এসে সেদিন রাত্রি থেকে পরের দিন সকালে ফিরে যেতে চান তাহলে তারও ব্যবস্থা করা হয়েছে হোটেল কর্তৃপক্ষের তরফ থেকে।
*পার্কিংয়ের বিশেষ সুবিধা করা হয়েছে পর্যটকদের জন্য। নিরাপত্তার কথা মাথায় রেখে লাগান থাকবে একাধিক সিসিটিভি ক্যামেরা এবং তার পাশাপাশি মোতায়েন করা হবে অতিরিক্ত পুলিশ বাহিনী। থাকবে মেডিক্যাল ক্যাম্প পর্যাপ্ত জলের ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত রকম সুযোগ সুবিধা। তাহলে এবার তারাপীঠ এলে আর অন্যান্য বছরের মতো সমস্যায় পড়তে হবে না আপনাদের।
*পার্কিংয়ের বিশেষ সুবিধা করা হয়েছে পর্যটকদের জন্য। নিরাপত্তার কথা মাথায় রেখে লাগান থাকবে একাধিক সিসিটিভি ক্যামেরা এবং তার পাশাপাশি মোতায়েন করা হবে অতিরিক্ত পুলিশ বাহিনী। থাকবে মেডিক্যাল ক্যাম্প পর্যাপ্ত জলের ব্যবস্থা থেকে শুরু করে সমস্ত রকম সুযোগ সুবিধা। তাহলে এবার তারাপীঠ এলে আর অন্যান্য বছরের মতো সমস্যায় পড়তে হবে না আপনাদের।