Tag Archives: KKR

Poila Baisakh: নাইটদের জন্য পয়লা বৈশাখে স্পেশাল বাঙালি ভুরিভোজ, দেখলে জিভে জল আসবে আপনারও

কলকাতা: যতই খেলার চাপ থাক না কেন, পয়েন্ট টেবিলের ওঠা-নামা থাক না কেন, বাংলা ও বাঙালির বিভিন্ন উৎসব, সংস্কৃতি, রীতির সঙ্গে একাত্ম হয়ে থাকে কলকাতা নাইট রাইডার্স। তা সে দুর্গা পুজো, দীপাবলী হোক আর পয়লা বৈশাখ। বিশেষ দিনগুলিতে বিশেষ উদ্যোগ ও ফ্যানেদের শুভেচ্ছা, ভালোবাসা জানাতে ভুল করে না কেকেআর। এবারও বাংলা নববর্ষ উপলক্ষ্যে বিশেষ আয়োজন করা হয় নাইটদে পক্ষ থেকে। শুভেচ্ছা জানারো পাশাপাশি চলে ভুরিভোজ।

পয়লা বৈশাখ উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়ায় শনিবার সকালেই ভিডিও শেয়ার করে সকলকে বাংলা শুভ নববর্ষের শুভেচ্ছা জানানো হয়ে কলকাতা নাইট রাইডার্সের তরফে। সেই ভিডিওতে দেখা যায় কেকেআর অধিনায়ক নীতিশ রানা, এবার আইপিএলে দুরন্ত ফর্মে থাকা রিঙ্কু সিং ও ভেঙ্কটেশ আইয়রকে। সকলেই হাত জোর করে বাংলায় ফ্যানেদের ও গোটা বাংলাকে পয়লা বৈশাখের শুভেচ্ছা জানান।

এরপর আরও একটি ভিডিও সামনে এসে যেখানে কেকেআর তারকাদের জন্য এলাহি ভুরিভোজের আয়োজন করা হয়। অবশ্যই সব বাঙালি পদ। মধ্যাহ্ন ভোজে কব্জি ডুবিয়ে বাঙালি খাবার খান সকল নাইটরা। ভিডিওতে দেখা যায় কেকেআর কোচ চন্দ্রকান্ত পণ্ডিত, লকি ফার্গুসন, শার্দুল ঠাকুর সহ অন্যান্যদের। প্রথমে সকলের কাছে জানতে চাওয়া কে কোন খাবার খেতে চান। কেউ বলেন চিংড়ির মালাইকারি, কেউ বলেন কষা মাংস আবার কেউ বলেন ভেটকির পাতুরি।

তবে ভিডিওতে দেখা যায় যে কোনও একটি পদ নয়, কেকেআর প্লেয়ারদের জন্য স্পেশাল বাঙালি থালির আয়োজন করা হয়েছে। নাইটদের মেনুতে ছিল সাদা ভাত, লুচি, মুগ ডাল, মাছ ভাজা, বেগুন ভাজা, স্যালাড, শুক্তো, নিরামিষ তরকারি, ভেটকির পাতুরি, চিংড়ির মালাইকারি, মুরগির ঝোল, পাঁঠার মাংস, চাটনি, পায়েস, মিষ্টি দই। এমন সুস্বাদু খাবার চেটে-পুটে উপভোগ করেন কেকেআর প্লেয়াররা।

KKR’s Biriyani Love|| ক্রমেই বাঙালি হয়ে উঠছে কেকেআর, বিরিয়ানিতে আলুর মোক্ষম আবেগ ছুঁয়ে এত্ত বড় কথা বলে দিল

কলকাতা:  কেকেআর আর কলকাতারা সম্পর্ক পায়ে পায়ে পনেরো বছর হয়ে গেছে৷ ধীরে ধীরে বাঙালি আবেগের সঙ্গে মিশে গেছে শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স৷ ফ্রাঞ্চাইজি বেসড টুর্নামেন্ট আইপিএল এখন বিভিন্ন শহরের প্রাণ ভোমরা৷ শুক্রবার কেকেআর বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচের আগে এক মজার পোস্ট করেছিল কেকেআর৷

দক্ষিণী শহর হায়দরাবাদের বিরিয়ানি বিখ্যাত আর কলকাতার মানুষও বিরিয়ানি খেতে ভালবাসে৷ কিন্তু দুটো বিরিয়ানির ধরণে খানিকটা আলাদা৷ আর কলকাতা বিরিয়ানির এক বিশাল বৈশিষ্ট্য তাদের আলু৷ এই আলুর স্বাদের ভাগ বাঙালি কখনই করে না৷ বা বলা যায় এই স্বাদের ভাগ তারা আদপে করতেও চায় না৷

আরও দেখুন –

 

বাঙালির বিরিয়ানির আলু প্রেম এতটাই জোরালো যে দক্ষিণী সুপারস্টার এবং সারা ভারতের এখন পরিচিত মুখ আল্লু অর্জুনকেও খোঁচা দিতে ছাড়েনি৷ কেকেআর নিজেদের পোস্টে বলেছে ‘Hey,  @SunRisers admin! Let’s share our love for biryanis and have a great game tonight! অর্থাৎ সানরাইজার্সের প্রশাসক আজ রাতে বিরিয়ানি প্রেম জমুক একটা দারুণ খেলার সঙ্গে৷’ এটা বলেই ক্ষান্ত হয়নি কেকেআর তারা আরও যোগ করেছে, ‘ P.S. Just like you love ???? in your films, we love ??? in our biryani’ – অর্থাৎ পুনশ্চ যেমন তোমরা সিনেমায় আল্লুকে ভালবাস তেমনিই আমরা বিরিয়ানিতে আলুকে ভালবাসি৷

 

ট্যুইটে অবশ্য দক্ষিণকে বধ করে বিরিয়ানিতে মেখে খেয়ে নেওয়ার একটা সূক্ষ্ম খোঁচা ছিল৷ কিন্তু দিনের শেষে অবশ্য লড়েও ঘরের মাঠে ইডেনে কেকেআরকে হারতেই হল৷

কেকেআর বোলারদের বিরুদ্ধে হাতের সুখ করে নেয় সানরাইজার্স হায়দরাবাদ৷ ২০ ওভারে এদিন তারা ৪ উইকেটে ২২৮ রানের বিশাল রান খাড়া করে৷ অন্যদিকে রান তাড়া করতে নেমে শুরু খুব নড়বড়ে ফের একবার রিঙ্কু সিংয়ের ব্যাটে ভর দিয়ে ২০০ রান পার করলেও শেষমেশ হারতেই হয়৷

KKR vs SRH: ইডেনে আজ রাসেল ঝড় উঠবে! বড় ভবিষ্যৎবাণী কেকেআর তারকা পেসারের

কলকাতা: এই মুহূর্তে দল জিতলেও তিনি সেরা ছন্দে নেই। বল করছেন না। ব্যাট হাতেও একবার ছাড়া ফ্লপ। কিন্তু আজ ইডেনে আন্দ্রে রাসেল ঝড় তুলতে পারেন এমন ইঙ্গিত দিয়েছেন ফাস্ট বোলার লকি ফার্গুসন। টানা দ্বিতীয় জয়ে আত্মবিশ্বাস তুঙ্গে কলকাতা নাইট রাইডার্স শিবিরে। তবে আন্দ্রে রাসেলের ফর্ম নিয়ে কিছুটা চিন্তায় কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। শেষ দু’টি ম্যাচে ক্যারিবিয়ান তারকার ঝড় তো দূর অস্ত, ব্যাট থেকে এসেছে যথাক্রমে ০ ও ১ রান।

এই কঠিন পরিস্থিতিতে সতীর্থ রাসেলের পাশে দাঁড়ালেন লকি ফার্গুসন। সানরাইজার্সের বিরুদ্ধে ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে কেকেআরের পেসার বলেন, সবাই বলছে, রাসেল নাকি ছন্দে নেই। তবে আমি তা বিশ্বাস করি না। প্রথম ম্যাচেই তো ঝোড়ো ইনিংস খেলল ও। আর দু’একটা ম্যাচ যে কারও খারাপ যেতে পারে। একটু থেমে তাঁর সংযোজন, আমরা প্রত্যেকেই জানি, রাসেল কতটা বিধ্বংসী হতে পারে।

আরও পড়ুন – KKR vs SRH: ইডেনে আজ আবার স্পিন মন্ত্রেই হায়দরাবাদের সূর্যাস্ত ঘটাতে চায় নাইটরা

২০১৯ সালে ওর ঝোড়ো ব্যাটিং আমায় মুগ্ধ করেছিল। তাই আমি নিশ্চিত, আগামী ম্যাচগুলিতে রাসেল সেরাটা মেলে ধরবে। পাশাপাশি কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকেও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন লকি। তাঁর মন্তব্য, চন্দু স্যরের সততাকে আমি সম্মান করি। খুব সহজেই প্লেয়ারদের সঙ্গে মিশে যেতে পারেন উনি। অন্যদিকে, ফর্মে থাকা কেকেআরের বিরুদ্ধে বেশ সতর্ক সানরাইজার্স হায়দরাবাদের ক্যাপ্টেন আইডেন মার্করাম।

তিনি বলেন, কেকেআর আগ্রাসী ক্রিকেট খেলতে পছন্দ করে। ওদের দলে একাধিক পাওয়ার হিটার রয়েছে, যারা ম্যাচের রং পাল্টে দিতে পারে। তবে প্রতিপক্ষ নিয়ে বেশি ভাবছি না। আমাদের ডেথ ওভার বোলিংও খুব শক্তিশালী। রাসেল নিজেও জানেন তার থেকে কতটা আশা রাখে দল।

তাই অনুশীলনে নিজেকে ডুবিয়ে রাখলেন। কোচ চন্দ্রকান্ত পন্ডিত তার সঙ্গে আলাদা করে কথা বলেন। এমনকি লারার থেকেও টিপস নিতে দেখা যায় তাঁকে। এখন দেখার শুক্রবারের ইডেনে রাসেল নিজের মাসেল দেখাতে পারেন কিনা।

Litton Das: কেকেআর খেলার সুযোগ দিলে লিটন পুরো চমকে দেবে! জানিয়ে দিলেন সাকিব

ঢাকা: মাঠ এবং মাঠের বাইরে লিটন দাসের গুরু তিনি। আজকের লিটন দাস হয়ে ওঠার পেছনে শাকিব আল হাসানের অবদান অনেকটা। গত এক বছরে লিটন যে আত্মবিশ্বাস নিয়ে ক্রিকেট খেলছেন তার পেছনে শাকিবের অবদান আছে। তিনি এবার আইপিএলে নেই। থাকলে লিটন দাসের সঙ্গে কলকাতা নাইট রাইডার্সের হয়ে একসাথে খেলতেন। হয়ত একরুম শেয়ার করতেন। টিম বাসে একসাথে যেতেন। একত্রে লাঞ্চ-ডিনার সারতেন।

দেশের বাইরে আইপিএলকে ঘিরে একটা অন্যরকম রোমাঞ্চকর সময় কাটাতেন সকিব আর লিটন।সাকিব নেই। কেকেআর শিবিরে একা লিটন। শুধু তার ভক্ত ও সমর্থকরা নন। গোটা বাংলাদেশ তাকিয়ে আছে এ স্টাইলিশ ব্যাটারের দিকে। অনেকেরই প্রত্যাশা সুযোগ পেলে লিটন ভাল করবেন। সফল হবেন। রান পাবেন।

আরও পড়ুন – Mumbai Indians: ‘ছ’মাসের মধ্যে ভারতের জার্সিতে না খেললে অবাক হব’! কাকে নিয়ে বড় বয়ান শাস্ত্রীর ?

এর পক্ষে যুক্তি, লিটনের স্কিল, ব্যাটিং টেকনিক, উইকেটের চারিদিকে শটস খেলার দক্ষতা ও ক্ষমতা প্রচুর। লিটনকে নিয়ে অনেক আশা সাকিবের। তিনি বিশ্বাস করেন, আইপিএলে সফল হওয়ার পর্যাপ্ত সামর্থ্য আছে লিটনের। শুধু জায়গামত নিজের সামর্থ্যের প্রয়োগ ঘটাতে পারলেই তার ব্যাট কথা বলবে।

সাকিবকে প্রশ্ন করা হয়, আপনি কি লিটনকে কোন পরামর্শ বা টিপস দিয়েছেন? সাকিবের জবাব, কোনও পরামর্শ দেইনি। এ বিষয়ে কোনো কথাও হয়নি। তবে আমি নিশ্চিত লিটন এখন অনেক অভিজ্ঞ। ওখানে গিয়ে ওর যে অভিজ্ঞতা হবে, সেটি বিশ্বকাপে কাজে লাগবে। একই সঙ্গে ও যদি সুযোগ পায়, আমি চাইবো ও যেন উপভোগ করে, এটা চাপ হিসেবে না নিয়ে যদি উপভোগ করতে পারে, ওর মতো খেলতে পারে তাহলে সফল হবে।

Rinku Singh: রিঙ্কুকে পাকিস্তানি ক্রিকেটারের সঙ্গে তুলনা নাইট কোচ পন্ডিতের! অবাক সবাই

কলকাতা: শহরে ফিরে এসেছে কেকেআর। আহমেদাবাদের মাঠে গুজরাতের বিরুদ্ধে যে অসাধারণ জয় তারা তুলে নিয়েছে তা স্বর্ণাক্ষরে লেখা থাকবে আইপিএল ক্রিকেটের ইতিহাসে। আর রিঙ্কু সিং পাঁচটা ছয় মেরে শুধু ইতিহাস তৈরি করেননি, একটা মিথ হয়ে গেছেন। এমন রেকর্ড বহু বছরে একবার হয়। একটি ভিডিও ভাইরাল হয়েছে নাইট রাইডার্স ড্রেসিং রুমের।

সেখানে দেখা যাচ্ছে সোফায় বসে আছেন ক্রিকেটাররা। দু মিনিট বক্তব্য রাখলেন কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। সেখানে চন্দ্রকান্ত বলেন, ৪৩ বছরের অভিজ্ঞতায় এরকম ইনিংস দুবার দেখেছিলাম। একটা রবি শাস্ত্রী রঞ্জি ট্রফিতে বরদার বিপক্ষে ছটা বলে ছটা ছয় মেরেছিলেন। দ্বিতীয়টা ভারতের বিরুদ্ধে শারজায় জাভেদ মিয়াঁদাদ শেষ বলে ছক্কা মেরে জিতিয়েছিলেন পাকিস্তানকে।

তারপর দেখলাম রিঙ্কুকে। কোচ যখন এমন কথা বলেন স্বাভাবিকভাবেই সেই ক্রিকেটারের আত্মবিশ্বাস এবং খুশি অনেকটা বেড়ে যায়। রিঙ্কু কোচকে ধন্যবাদ জানালেন। দলের বাকিরা তাকে পিঠ চাপড়ে দিল। আসলে অনেকেই মনে করতে পারেন রিঙ্কুর এমন ইনিংস একটা ফ্লুক। কিন্তু সেটা নয়। এর আগে আইপিএলে প্রায় একার হাতেই লখনউয়ের বিরুদ্ধে জিতিয়ে দিয়েছিলেন কলকাতাকে।

অল্পের জন্য হেরে যায় কেকেআর। সেই ব্যথা আজও ভুলতে পারেন না রিঙ্কু। এই দলটার সঙ্গে পাঁচ বছর আছেন তিনি। পরিবারের মতো সম্পর্ক হয়ে গিয়েছে। স্বয়ং শাহরুখ খান তাকে ভালবাসেন। দলের অন্যতম প্রিয় পাত্র তিনি। তবে কোচ চন্দ্রকান্ত পন্ডিত স্পষ্ট জানিয়ে দিয়েছেন বাইরে থেকে দেখে বোঝা যায় না মানসিকভাবে রিঙ্কু কতটা শক্তিশালী।

চলতি আইপিএলে রিংকুর ব্যাট থেকে এরকম আরও ইনিংস আসবে নিশ্চিত চন্দ্রকান্ত। রিঙ্কু অবশ্য ভুলে গিয়েছেন গুজরাত ম্যাচ। আর মনে রাখতে চান না। এবার পরবর্তী লড়াইয়ের জন্য প্রস্তুত হচ্ছেন তিনি। কারণ একটি ম্যাচ খেলে বিখ্যাত হতে চান না রিঙ্কু। দলের হয়ে ধারাবাহিক রান করাই তার একমাত্র লক্ষ্য।

Rinku Singh: বড় রহস্য ফাঁস! অন্যের ‘চুরি’ করা ব্যাটে ৫ ছক্কা মারেন রিঙ্কু, জানালেন ব্যাটের মালিক

আহমেদাবাদ: রবিবারের কেকেআর বনাম গুজরাত ম্যাচের মুখে সকলের মুখে এখন শুধু একটাই নাম রিঙ্কু সিং। যেভাবে শেষ ওভারে ৫ বলে ৫টি ছক্কা মেরে দলকে জয় এনে দিয়েছেন তা অবিশ্বাস্য বললেও কম বলা হবে। সোশ্যাল মিডিয়া জুড়ে এখন শুধু রিঙ্কুর গুণগান। শুভেচ্ছা জানিয়েছেন দলের অন্যতম কর্ণধার শাহরুখ খান। নিজের পাঠান সিনেমার গানে রিঙ্কুর মুখ বসিয়ে শেয়ার করেছেন এসআরকে। শুভেচ্ছা জানিয়েছেন সচিন তেন্ডুলকরও। কিন্তু অনেকেই হয়তো জানেন না এই ঐতিহাসিক ইনিংস অন্যের ‘চুরি; করা ব্যাটে খেলেছেন রিঙ্কু সিং।

যার সখের ব্যাট নিয়ে যশ দয়ালকে পরপর ৫টি ছয় মেরেছেন রিঙ্কু সিং সেই ব্যক্তিই ম্যাচ শেষে ফাঁস করেছেন এই রহস্য। ব্যাটটি আর কারও নয়, কেকেআর অধিনায়ক নীতিশ রানার। কেকেআরের তরফ থেকে একটি ভিডিও শেয়ার করা হয়েছে যেখানে নীতিশ রানা বলেছেন,”এই ব্যাটটি দিয়েই তিনি আগের দুটি ম্যাচে ব্যাট করেছেন, ঘরোয়া ক্রিকেটে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলেছেন। রিঙ্কু আগেই ব্যাটটা আমার কাছে চেয়েছিল। আমি দিতে চাইনি। কিন্তু ব্যাট করতে যাবার আগে কেউ ব্যাটটা রিঙ্কুকে এনে দেয়। তারপর ও যা করল এখন আর এই ব্যাট আর আমার নেই। রিঙ্কুর হয়ে গেছে।”

প্রসঙ্গত, গুজরাটের ২০৫ রানের ইনিংস তারা করতে নেমে শেষ ওভারে কেকেআরের দরকার ছিল ২৯ রান। প্রথম বলে সিঙ্গেল নিয়ে রিঙ্কু সিংকে স্ট্রাইক দেন উমেশ যাদব। সেই সময় তাবড় তাবড় ক্রিকেট বিশেষজ্ঞরাও ভাবতে পারেননি এই ম্যাচের ভাগ্যের চাকা কেকেআরের পক্ষেও ঘুরতে পারে। গুজরাট টাইটান্সও ধরে নিয়েছিল জয় শুধু আর ৫ বলের অপেক্ষা। তবে একমাত্র রিঙ্কু সিংকে তখনও স্থির ও শান্ত দেখিয়েছে। ম্যাচ জেতার জন্য শেষ মরণ কামড়টা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। আর আগামি ৫ বলে তৈরি হল নতুন ইতিহাস। যশ দয়ালকে পরপর ৫ বলে ৫টি ছক্কা হাঁকিয়ে কেকেআরকে অবিশ্বাস্য জয় এনে দেন রিঙ্কু সিং।

আরও পড়ুনঃ Rinku Singh: নেট দুনিয়ায় ঝড়, কিছুতেই ভোলা সম্ভব নয়, আরও একবার ফিরে দেখা রিঙ্কুর পাঁচ বলে ৫ ছক্কা

আরও পড়ুনঃ Rinku Singh: ৫ ছক্কা মেরে ৬টি রেকর্ড গড়লেন রিঙ্কু সিং, আইপিএলে যা নেই ধোনি-কোহলি-রোহিতদের

ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৪ রান করে গুজরাট টাইটানস। এই ম্যাচে হার্দিক পান্ডিয়া না খেলায় গুজরাট টাইটান্সকে নেতৃত্ব দেন রাশিদ খান। গুজরাটের হয়ে সর্বোচ্চ ৬৩ রান করেন বিজয় শংকর। এছাড়া ৫৩ করেন সাই সুদর্শন ও ৩৯ রান করেন শুভমান গিল। রান তাড়া করতে রুদ্ধশ্বাস ম্যাচে লাস্ট বল থ্রিলারে জয় পায় কেকেআর। ৩ উইকেটে ম্যাচ জেতে নাইটরা। কেকেআরের হয়ে ৪০ বলে ৮৩ রান করেন ভেঙ্কটেশ আইয়র। এছাড়া ২৯ বলে ৪৫ করেন নীতিশ রানা। আর শেষে রিঙ্কু সিং ঝড়। পরপর ৫ বলে ৫টি ছয় মেরে দলকে জয় এনে দেন তিনি। ২১ বলে ৪৮ রান করেন তিনি। ৬টি ছয় ও একটি চারে সাজানো তাঁর ইনিংস।

Rinku Singh: নেট দুনিয়ায় ঝড়, কিছুতেই ভোলা সম্ভব নয়, আরও একবার ফিরে দেখা রিঙ্কুর পাঁচ বলে ৫ ছক্কা

আহমেদাবাদ: অনেক দিন ধরেই কেকেআরে রয়েছেন রিঙ্কু সিং। তবে নিয়মিত সুযোগ পেতেন না। ২০২২ আইপিএলে শেষের দিকের ম্যাচগুলিতে সুযোগ আসতেই বুঝিয়ে দিয়েছিলেন তাঁর মধ্যে প্রতিভার কোনও ঘাটতি নেই। বড় ম্যাচে দলকে টানার ক্ষমতা রয়েছে তাঁরও। গত মরসুমে খেলেছিলেন একাধিক গুরুত্বপূর্ণ ইনিংস। তবে অদৃষ্ট তার জন্য যে আরও বড় কিছু ঠিক করে রেখেছে তা বুঝতেও পারেননি উত্তর প্রদেশের এই ক্রিকেটার। আর ২০২৩ আইপিএল মহাতারকার তকমা এনে দিল রিঙ্কু সিংকে। গুজরাট টাইটানসের বিরুদ্ধে শেষ ওভারে ৫টি ছক্কা মেরে যেভাবে দলকে জয় এনে দিয়েছেন রিঙ্কু, তা তাঁকে চিরস্মরণীয় করে রাখল আইপিএলের ইতিহাসে।

গুজরাটের ২০৫ রানের ইনিংস তারা করতে নেমে শেষ ওভারে কেকেআরের দরকার ছিল ২৯ রান। প্রথম বলে সিঙ্গেল নিয়ে রিঙ্কু সিংকে স্ট্রাইক দেন উমেশ যাদব। সেই সময় তাবড় তাবড় ক্রিকেট বিশেষজ্ঞরাও ভাবতে পারেননি এই ম্যাচের ভাগ্যের চাকা কেকেআরের পক্ষেও ঘুরতে পারে। গুজরাট টাইটান্সও ধরে নিয়েছিল জয় শুধু আর ৫ বলের অপেক্ষা। তবে একমাত্র রিঙ্কু সিংকে তখনও স্থির ও শান্ত দেখিয়েছে। ম্যাচ জেতার জন্য শেষ মরণ কামড়টা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। আর আগামি ৫ বলে তৈরি হল নতুন ইতিহাস।

যশ দয়ালকে পরপর ৫ বলে ৫টি ছক্কা হাঁকিয়ে কেকেআরকে অবিশ্বাস্য জয় এনে দেন রিঙ্কু সিং। অসাধ্য সাধন করতেই মাঠে রিঙ্কু ও কেকেআরের আবেগের বিস্ফোরণ। দলকে এমন জয় এনে দেওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন রিঙ্কু সিং। তার পরপর ৫ ছক্কার ভিডিও ভাইরাল। আট থেকে আশি সকলেই মজেছেন রিঙ্কু সিংয়ে। সচিন তেন্ডুলকর থেকে শাহরু খান, শুভেচ্ছার জোয়ারে ভাসছেন কেকেআর তারকা।

আরও পড়ুনঃ IPL 2023: কোহলি-ধাওয়ানদের রেকর্ড ভাঙলেন ওয়ার্নার, আইপিএলে প্রথম বিদেশি হিসেবে গড়লেন অনন্য নজির

প্রসঙ্গত ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৪ রান করে গুজরাট টাইটানস। এই ম্যাচে হার্দিক পান্ডিয়া না খেলায় গুজরাট টাইটান্সকে নেতৃত্ব দেন রাশিদ খান। গুজরাটের হয়ে সর্বোচ্চ ৬৩ রান করেন বিজয় শংকর। এছাড়া ৫৩ করেন সাই সুদর্শন ও ৩৯ রান করেন শুভমান গিল। রান তাড়া করতে রুদ্ধশ্বাস ম্যাচে লাস্ট বল থ্রিলারে জয় পায় কেকেআর। ৩ উইকেটে ম্যাচ জেতে নাইটরা। কেকেআরের হয়ে ৪০ বলে ৮৩ রান করেন ভেঙ্কটেশ আইয়র। এছাড়া ২৯ ৪৫ করেনন নীতিশ রানা। আর শেষে রিঙ্কু সিং ঝড়। পরপর ৫ বলে ৫টি ছয় মেরে দলকে জয় এনে দেন তিনি। ২১ বলে ৪৮ রান করেন তিনি। ৬টি ছয় ও একটি চারে সাজানো তাঁর ইনিংস।

KKR: কেকেআরের সামনে এবার গুজরাত! মিশন হার্দিকের জন্য তৈরি নাইট রাইডার্স

কলকাতা: ক্রিকেটের নন্দনকানন ইডেন খালি হাতে ফেরায়নি শাহরুখ খানের দলকে। দ্বিতীয় ম্যাচে শক্তিশালী বিরাট কোহলির বেঙ্গালুরুকে হারিয়ে আত্মবিশ্বাস সঞ্চয় করেছে নাইট রাইডার্স। এখন শুধুই ‘ফিল গুড ফ্যাক্টর’। দেখে মনে হবে, এই মুহূর্তে আইপিএলের সবচেয়ে সুখী দল কেকেআর। বড় ব্যবধানে জয়ের পর ইডেনে যে উৎসব শুরু হয়েছিল, ড্রেসিংরুম ছাড়িয়ে তা গড়ায় টিম হোটেলেও।

অতীতে ঘরের মাঠে বহু ম্যাচ জিতেছেন নাইটরা। তবে বৃহস্পতিবারের জয় অবশ্যই স্পেশাল। খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে শৃঙ্গ জয়েরই সামিল। তিন বছর পর নাইটরা খেলতে নেমেছিল ঘরের মাঠে। তাই গ্যালারিতে ছিল বিপুল উন্মাদনা। কিন্তু একটুর জন্য সব কিছু জলে যেতে বসেছিল। যদি ঈশ্বরের দূত হয়ে ব্যাটসম্যান শার্দূলের আবির্ভাব না ঘটত ইডেনে।

আরও পড়ুন – Jason Roy: কেকেআর শিবিরে পৌঁছে গেলেন ওপেনার জেসন রয়! গুজরাতের বিরুদ্ধে খেলতে পারেন

একটা বিষয় স্পষ্ট, টিম গেমে অনেক কিছু করা সম্ভব। আর এই ‘রিং টোন’কে সামনে রেখেই আগামীতে পথ চলতে অঙ্গীকারবদ্ধ চন্দ্রকান্ত পণ্ডিতের ছেলেরা।কেকেআরের মিশন এবার গুজরাত। হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে পর পর দু’টি ম্যাচ জিতেছে গুজরাত টাইটান্স। সেই গতিতে লাগাম টানার চ্যালেঞ্জ এবার নাইটদের সামনে। গত ম্যাচে দাপটে জয়ের পরও দলের বেশ কিছু দুর্বলতা চিন্তায় রাখছে কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকে।

সমস্যাগুলি দ্রুত সারিয়ে নিতে না পারলে, এই সাফল্য ধরে রাখা মুশকিল হবে। কেকেআরের টপ অর্ডার একেবারেই ছন্দে নেই। বিশেষ করে ওপেনিং জুটি। রহমনুল্লাহ গুরবাজের যোগ্য সঙ্গী খুঁজে পাওয়া যাচ্ছে না। ভেঙ্কটেশ ব্যর্থ হয়েছেন। মনদিপ সিং কেন দলে আছেন বোঝা যাচ্ছে না। সাকিব-আল-হাসানের পরিবর্ত জেসন রয় এই সমস্যার সমাধান করতে পারেন।

সরাসরি গুজরাতে তিনি যোগ দেবেন দলের সঙ্গে। তবে ইংল্যান্ডের মারকুটে ব্যাটসম্যানকে পরের ম্যাচে খেলানো হবে কিনা, তা এখনও স্পষ্ট নয়। লিটন দাস কবে আসবেন, তা নিয়েও ধোঁয়াশা অব্যাহত। নারিন ও আন্দ্রে রাসেলের জায়গা কার্যত পাকা। ছন্দে গুরবাজও। তাই জেসন রয়কে প্রথম দলে রাখতে হলে বসাতে হবে টিম সাউদিকে।

অন্যদিকে গুজরাত প্রচন্ড ব্যালেন্স একটা দল। শামি, গিল, ঋদ্ধিমান, রশিদ, সাই এবং সঙ্গে হার্দিক। তাও আবার খেলা আমেদাবাদের মাঠে। তাই কেকেআরের কাজ অনেক বেশি কঠিন রবিবার দুপুরে। কিন্তু কোচ চন্দ্রকান্ত পন্ডিত বিশ্বাস করছেন তার ছেলেরা মাথা ঠান্ডা রেখে নিজেদের স্বাভাবিক ক্রিকেট খেলতে পারলে গুজরাতকে হারানো সম্ভব।

Jason Roy: কেকেআর শিবিরে পৌঁছে গেলেন ওপেনার জেসন রয়! গুজরাতের বিরুদ্ধে খেলতে পারেন

আহমেদাবাদ: দুর্দান্ত খবর নাইট রাইডার্স দলের জন্য। শনিবার সকালে আহমেদাবাদে পৌঁছে গিয়েছেন ইংলিশ ওপেনার জেসন রয়। কয়েক ঘন্টার মধ্যেই তার দেখা হবে কেকেআর দলের সঙ্গে। মনে করা হচ্ছে রয় খেলবেন গুজরাত টাইটানস দলের বিরুদ্ধে। সেই কারণে তাকে তাড়াতাড়ি কলকাতায় না এসে আহমেদাবাদে আসতে বলা হল। ইংরেজ ওপেনার জেসন রয়কে সই আগেই করিয়ে নিয়েছিল কেকেআর।

তাঁকে নিতে কলকাতা ২ কোটি ৮০ লক্ষ টাকা খরচ হয়েছিল শাহরুখ খানের দলের। জেসন দুর্দান্ত ছন্দে রয়েছেন। পাকিস্তান সুপার লিগে রান পেয়েছেন তিনি। কোয়েট্টা গ্ল্যাডিয়েটর্সের হয়ে গত মাসে ৬৩ বলে অপরাজিত ১৪৫ রানের ইনিংস খেলেন। জেসনকে নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছিল আগেই। তিনি হঠাৎ ইনস্টাগ্রামে ফলো করতে শুরু করেছেন কেকেআরের পেজ।

শুধু তা-ই নয়, ইনস্টাগ্রামে আইপিএলের আর কোনও দলকে ‘ফলো’ করেন না জেসন। আফগানিস্তানের রহমনউল্লাহ গুরবাজ রয়েছেন। তিনি বিদেশি এবং ওপেন করতে পারেন। লিটন দাস আসতে পারেন। তিনিও বিদেশি এবং ওপেন করতে পারেন। তাঁরা দু’জনে আবার উইকেটরক্ষক হিসাবেও খেলতে পারেন। এমন অবস্থায় জেসনকে নেওয়া নিয়ে প্রশ্ন উঠছে।

তবে কেকেআর ম্যানেজমেন্ট এবং বিশেষ করে নতুন কোচ চন্দ্রকান্ত পন্ডিত যথেষ্ট বুদ্ধিমান। তারা জেসনকে কিভাবে কাজে লাগাবেন সেটা নিয়ে নির্দিষ্ট প্ল্যান আছে। মনে করা হচ্ছে জেসন প্রথম দলে জায়গা পেলে বাদ যাবেন টিম সাউদি। কিন্তু সেক্ষেত্রে প্রথম দুটি ম্যাচে বল না করলেও বোলিংয়ের দায়িত্ব নিতে হবে আন্দ্রে রাসেলকে।

ক্যারিবিয়ান তারকা একটু আনফিট ছিলেন প্রথম দিকে। আশা করা যাচ্ছে এবার বল করবেন রাসেল। রয়কে লাইসেন্স দেওয়া থাকবে মন খুলে প্রথম ছয় ওভার ব্যাটিং করতে। রয় যদি মানিয়ে নিতে পারেন তাহলে ওপেনিং সমস্যা অনেকটা দূর হবে দুবারের চ্যাম্পিয়নদের। রয় এবং আফগান গুরবাজ দাঁড়িয়ে গেলে অন্য দলের বোলারদের দুশ্চিন্তা বাড়বে চোখ বন্ধ করে বলা যায়। তাছাড়া অতীতে রয় সানরাইজার্স দলের হয়ে খেলে গিয়েছেন। তাই আইপিএল সম্পর্কে তার ধারণা যথেষ্ট। আধুনিক ক্রিকেটের সব রকম শট রয়েছে তার হাতে।

Shakib KKR : সাকিবের অভাব পূর্ণ করতে পারবেন না জেসন রয়! বোমা ফাটালেন প্রাক্তন নাইট

কলকাতা: কেকেআর দলের জার্সিতে তিনি দুবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছেন। তবে প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিলেন রাজস্থান রয়্যালসের জার্সিতে। ইউসুফ পাঠান পরিষ্কার জানিয়ে দিয়েছেন সাকিব আল হাসানের পরিবর্ত হিসেবে জেসন রয় একার হাতে বিরাট পার্থক্য তৈরি করতে পারবেন না। ইউসুফের মনে হচ্ছে রয় প্রথম ছয় ওভার বিপক্ষ বোলারদের শাসন করতে পারেন।

কিন্তু ম্যাচের মাঝখানে খেই হারিয়ে ফেলবেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি টুর্নামেন্টে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলার কথা ছিল সাকিব আল হাসানের। কিন্তু দেশের খেলা ও ব্যক্তিগত কারণ দেখিয়ে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক আসরটি থেকে বেরিয়ে এসেছেন বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক।

আরও পড়ুন – LSG vs SRH : আইপিএলে আজ নবাব বনাম নিজামের লড়াই! রাহুলদের সামনে মায়াঙ্কদের সানরাইজার্স

বিশ্বসেরা অলরাউন্ডারকে না পেয়ে ইংলিশ তারকা জেসন রয়কে দলে ভিড়িয়েছে ফ্রেঞ্চাইজিটি। তবে ভারতের প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান মনে করেন সাকিবের অভাব পূরণ হওয়ার নয়। ইএসপিএন ক্রিকইনফোর টি-টোয়েন্টি টাইম আউট অনুষ্ঠানে ইউসুফ বলেন, সাকিব অনেক বড় মাপের ক্রিকেটার। তিন-চার নম্বরে ব্যাটিংয়ের পাশাপাশি চার ওভার বোলিংও করতে পারে সে।

কলকাতার যে ব্যাটিং লাইন আপ, তারা আয়ার ও সাকিবের অভাবটা টের পাবে। কলকাতায় লম্বা সময় ধরে সাকিবের সতীর্থ ছিলেন ইউসুফ। নিজের বাস্তব অভিজ্ঞতা থেকেই এই কথাগুলো বলেছেন তিনি। তবে ইউসুফ আশাবাদী মিডল অর্ডারে রিঙ্কু সিং এবং শার্দুল এবার ভরসা দেবেন দুবারের চ্যাম্পিয়ন দলকে। রিঙ্কু সত্যিই অনেক উন্নতি করেছেন জানিয়েছেন ইউসুফ।