Tag Archives: KKR

KKR vs LSG : গান গেয়ে, পার্টি করে বিন্দাস মুডে সময় কাটছে নাইট রাইডার্স ক্রিকেটারদের !

#মুম্বই: একটা জয় পাল্টে দিয়েছে আবহ। কেটে গিয়েছে টানা পাঁচ ম্যাচে পরাজয়ের গুমোট। সোমবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জয় একইসঙ্গে প্লে-অফের সম্ভাবনাও জিইয়ে রেখেছে। এবং কলকাতা নাইট রাইডার্স শিবিরে এনেছে ফুরফুরে মেজাজ। শনিবার লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হওয়ার আগে যাতে ধরা পড়ছে আত্মবিশ্বাসের ছবি। অধিনায়ক শ্রেয়স আয়ারকে যেমন দেখা গিয়েছে জিমে ঘাম ঝরাতে। অজি পেসার প্যাট কামিন্সও ছিলেন সেখানে। দু’জনে জিমে একসঙ্গে গানের তালে নাচানাচিও করেম।

আরও পড়ুন – Umran Malik 157 KPH : উমরান মালিকের ১৫৭ কিলোমিটার গতির রহস্য লুকিয়ে দুটো জিনিসে! অজানা তথ্য জানুন

মজার সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন কামিন্স। আবার বিলিয়ার্ডস টেবিলে দেখা গেল সুনীল নারিনকে। তাঁর সঙ্গে ছিলেন আফগানিস্তানের অলরাউন্ডার মহম্মদ নবি। পাশাপাশি, নেটে নিজেকে উজাড় করেও দিচ্ছেন ক্রিকেটাররা। পেসার উমেশ যাদব বোলিং কোচ ভরত অরুণের প্রশংসা কুড়িয়েছেন। কোচ ব্রেন্ডন ম্যাকালামকে আবার গ্লাভস ছাড়াই ক্যাচ ধরে নজর কাড়লেন অনুশীলনের ফাঁকে।

সব মিলিয়ে লোকেশ রাহুলদের বিরুদ্ধে নামার আগে বেশ তরতাজা দেখাল নাইটদের। তবে তার মধ্যেও রয়েছে দুশ্চিন্তা। ওপেনিং যেমন জমাট বাঁধছে না। কিপার-ব্যাটসম্যান হিসেবে বাবা ইন্দ্রজিৎ এখনও রান পাননি। ফিনচও ধারাবাহিক নন। তুলনায় সঞ্জু স্যামসনের দলের বিরুদ্ধে চাপের মুখে মাথা ঠান্ডা রেখে জিতিয়ে ফিরেছেন রিঙ্কু সিং। মিডল অর্ডারে নীতীশ রানাকেও দেখাচ্ছে ছন্দে।

অধিনায়ক শ্রেয়স আয়ারের ব্যাটে যদিও বড় রান আসছে না। এদিকে, কেকেআরের বোলিংয়ে প্রধান ভরসা হয়ে উঠেছেন উমেশ যাদব। পাওয়ার প্লে’র মধ্যে নিয়মিত উইকেট নিচ্ছেন তিনি। সুনীল নারিন অবশ্য বেশি উইকেট পাচ্ছেন না। তবে লাইন-লেংথে অভ্রান্ত থাকছেন ক্যারিবিয়ান রহস্যময় বোলার।

রাজস্থানের বিরুদ্ধে অভিষেক হওয়া বাঁহাতি স্পিনার অনুকূল রায়ও নজর কেড়েছেন। আসলে নাইট ম্যানেজমেন্ট চাইছে দ্রুত সেরা কম্বিনেশন ঠিক করতে। কারণ, এই পর্যায়ে কোনও ম্যাচে হার মানেই প্লে-অফের দৌড় থেকে ছিটকে যাওয়া।

IPL 2022: নিজের হাতের তালুতে ‘এই’ বড় কথা লিখে ম্যাচ খেলতে নেমেই রিঙ্কুর কামাল, রইল ভিডিও

#মুম্বই: আইপিএল ২০২২  (IPL 2022) তে ৪৭ তম ম্যাচে কেকেআর , রাজস্থান রয়্যালসকে (KKR vs RR) ৫ বল বাকি থাকতেই ৭ উইকেটে হারায়৷ কেকেআর লাগাতার ৫টি হারের পর অবশেষে জয় পেল৷ কলকাতা নাইট রাইডার্সের জয়ের নায়ক রিঙ্কু সিং (Rinku Singh)৷ তিনি রাজস্থানের বিরুদ্ধে ১৫৩ রানের টার্গেট তাড়া করতে নেমে ২৩ বলে ৪২ রান করেন৷ তাঁর ইনিংসে রিঙ্কু ৬ টি চার, ১ টি ছক্কা মারেন৷ এর আগে রিঙ্কু সিং এক চমৎকার ক্যাচ ধরেন৷ রিঙ্কু ম্যাচে নীতিশ রানার সঙ্গে চতুর্থ উইকেটে ৩৮ বলে ৬৬ রান করে৷ নীতিশ রানা ৩৭ বলে ৪৮ রান করেন৷ এর মধ্যে ৩ টি ছক্কা এবং ২ টি চার মারেন৷ রিঙ্কু সিংয়ের অলরাউন্ডারের প্রদর্শনের জন্য তিনি প্লেয়ার দ্য ম্যাচ হন৷

রিঙ্কু সিং (Rinku Singh) ম্যাচের পর বলেন, ‘‘আমি আলিগড় থেকে আইপিএল খেলা প্রথম ক্রিকেটার৷ যদিও একাধিক রণজি ট্রফি খেলেছেন৷ আইপিএলে ফার্স্টক্লাস  ক্রিকেট মোকাবিলায় বেশি চাপ থাকে৷ গত ৫ বছরে আমার লাগাতার সুযোগ আসছে৷ আসলে দলের জয়ে যোগদান দিতে ভাল লাগে৷ বাজ (ম্যাককালাম) আমায় খেলা শেষ করে ফিরতে বলেছিলেন৷ যখন আমি ময়দানে নীতিশ রানার সঙ্গে ক্রিকেট খেলছিলাম তখন উনিও একই কথা বলেছিলেন৷’’

আরও পড়ুন – শালীনতার মাত্রা ছাড়ালেন গম্ভীর, মুখে চার অক্ষরের অশ্লীল শব্দ, ভাইরাল ভিডিও

দেখে নিন ভাইরাল ভিডিও (Viral Video)

ম্যাচের আগে লিখে নিয়েছিলাম ফিফটি করব- রিঙ্কু সিং (Viral Video)

ম্যাচের পর কেকেআর রিঙ্কু সিংয়ের এক মজাদার ভিডিও নিজেদের ট্যুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছেন৷ এতে নীতিশ রাণাকে তিনি বলছেন দেখা যায়- ‘‘আমার সকাল থেকে মনে হচ্ছিল আজ আমি রান করব৷ ম্যান অফ দ্য ম্যাচও হব৷ এই জন্য আমি ম্যাচের আগে নিজের হাতের তালুতে লিখেছিলাম আমি আজ ৫০ রান করব৷’’

৫ বছর এই সময়ের জন্য অপেক্ষা করছি

নীতিশ রিঙ্কুকে জিজ্ঞাসা করেন যে কী করে বুঝলেন যে আজ তিনি ভাল ব্যাটিং করবেন? তার উত্তরে রিঙ্কু বলেন, ‘‘আমি পাঁচ বছর এই সুযোগের অপেক্ষা করছি, কিন্তু নিয়মিত সুযোগ পায়নি৷ আমারও মনে হচ্ছিল কবে আমি ম্যান অফ দ্য ম্যাচ পাব৷ ঘরোয়া টুর্নামেন্টে অনেক রান করলে আত্মবিশ্বাস তৈরি হয়ে যায়৷ যখন স্বপ্নপূরণ হয় তখন মনে খুশি হয়৷’’

KKR, Shreyas Iyer : টানা পাঁচ ম্যাচ হেরেও নাকি কম্বিনেশন বুঝতে পারছেন না কেকেআর অধিনায়ক শ্রেয়স

#মুম্বই: যত সময় যাচ্ছে কেকেআরের প্লে অফ খেলার সম্ভাবনা তত কমে যাচ্ছে। ইডেনে আইপিএলের প্লে অফ হবে, অথচ কেকেআর খেলবে না, ব্যাপারটা মেনে নিতে কষ্ট হবে ক্রিকেটপ্রেমীদের। কিন্তু সম্ভাবনা সেদিকেই যাচ্ছে। এখনো সঠিক কম্বিনেশন খুঁজে বের করা গেল না। চার ম্যাচে তিন জয়ে আসরের শুরুটা বেশ ভাল ছিল কলকাতা নাইট রাইডার্সের। কিন্তু এরপর যেনো জিততেই ভুলে গেল আইপিএলের দুবারের চ্যাম্পিয়নরা।

আরও পড়ুন – Yuvraj Singh on Virat Kohli : বিরাট কোহলির জন্য নতুন টোটকা দিলেন যুবরাজ সিং! জানলে চমকে যাবেন

টানা পাঁচ ম্যাচ হেরে প্লে-অফ খেলার সম্ভাবনা প্রায় শেষ বললেই চলে। নয় ম্যাচে মাত্র তিন জয় টেবিলের আট নম্বরে রয়েছে তারা। সবশেষ বৃহস্পতিবার রাতে দিল্লি ক্যাপিট্যালসের কাছে ৪ উইকেটে হেরেছে শাহরুখ খানের দল। যেখানে তাদের ভুগিয়েছে ব্যাটিং ব্যর্থতা। মাত্র ৮৩ রানে ৬ উইকেট হারানোর পর নিতিশ রানার ৩৪ বলে ৫৭ রানে ভর করে ১৪৬ রানে পৌঁছায় কলকাতা। যা টপকাতে বেগ পায়নি দিল্লি।

টানা পঞ্চম পরাজয়ের পর সবকিছু নতুন করে ভাবার দিকে মনোযোগ দিচ্ছেন কলকাতা অধিনায়ক শ্রেয়স আইয়ার। তার মতে এখন আবার পেছনে ফিরে ভুলগুলো খুঁজে বের করা উচিত কলকাতার। দিল্লির কাছে হেরে ম্যাচ পরবর্তী পুরস্কার বিতরণীতে এমনটাই বলেছেন শ্রেয়াস। তার ভাষ্য, আমাদের শুরুটা ছিল খুবই ধীর এবং টানা উইকেটও হারিয়েছি। শুরুর দিকে উইকেটে বল থেমে আসছি।

তবু আমার মতে এই রান (১৪৬) এমন উইকেটের জন্য যথেষ্ট নয়। আমরা যেমন ব্যাটিং করেছি তার কোনো অজুহাত হয় না। আমাদের এখন পেছনে ফিরে খুঁজতে হবে যে কোথায় ভুল করেছি।এখন পর্যন্ত চলতি আসরে পাঁচটি ভিন্ন ভিন্ন উদ্বোধনী জুটি ব্যবহার করেছে কলকাতা। কিন্তু মেলেনি সাফল্য।

গত আসরে ওপরের দিকে ব্যাট করে সফল হওয়া ভেংকটেশ আইয়ার এবার হতাশ করেছেন। অ্যারন ফিঞ্চ, অজিঙ্কা রাহানেরাও বড় ইনিংস খেলতে ব্যর্থ। সুনিল নারিনকে ওপরে আনার পরিকল্পনা কাজে লাগেনি আবার।

KKR, Shreyas Iyer : তিন জন ক্রিকেটারের ওপর রেগে আগুন কেকেআর শিবির! জানেন কারা?

#মুম্বই: কেকেআর সর্মথকরা প্রত্যেকবার আশা করে থাকেন তাদের দল গর্বিত করবে। কিন্তু সেই ২০১৪ সালের পর থেকে আর চ্যাম্পিয়ন হওয়া হয়নি নাইট রাইডার্স ব্রিগেডের। যদিও গতবার ফাইনাল খেলেছিল তারা। আইপিএলের দ্বিতীয় পর্বে অসাধারণ কামব্যাক ঘটিয়ে। এবারও প্রথম দুটি ম্যাচে জয় তুলে নেওয়ার পর সর্মথকরা আশাবাদী ছিলেন শাহরুখ খানের দলকে নিয়ে। কিন্তু তারপরেই সব জারিজুরি শেষ। আবারও হতাশ কেকেআরের ব্যাটিং আপার অর্ডার।

আরও পড়ুন – Hardik Pandya, IPL : অস্ট্রেলিয়ার বিমানে জায়গা পাকা করে ফেলেছে! কার সম্পর্কে বললেন গাভাসকার ?

ক্যাপ্টেন শ্রেয়স আইয়ার কেকেআরের পরাজয়ের জন্য এই দুর্বল ব্যাটিংকেই দায়ী করেছেন। ম্যাচের পর শ্রেয়স আইয়ার বলেন, পাওয়ারপ্লেতে আমরা যে ভাবে ব্যাট করেছি এবং প্রথম ছয় ওভারে বোলিং করেছি তা ভালো ছিল না। আমি মনে করি এখানে ১৬০-১৬৫ একটি ভালো স্কোর ছিল। আমাদের বোলাররা তাদের এর নীচে আটকাতে সক্ষম হয়েছিল। এই ক্ষেত্রে আমরা সফল ছিলাম। তিনি আরও বলেন, এই ফর্ম্যাটে প্রতিটি ম্যাচই খুব ক্লোস হচ্ছে তাই আপনাকে একটু বেশি পরিশ্রম করতে হবে।

আমাদের শেষ চার ম্যাচের মধ্যে তিনটি খুব কাছাকাছি ছিল। ম্যাচের আগে খেলোয়াড়দের উৎসাহ ও উদ্দীপনা ভালো ছিল,কিন্তু আমি হতাশ যে আমরা শেষ পর্যন্ত এটাকে ধরে রাখতে পারছিনা ও এই উদ্দীপনাকে জয়ে রূপান্তরিত করতে পারছি না। দিনের ম্যাচে কেকেআরের শীর্ষ চার ব্যাটসম্যান খুব খারাপ পারফরমেন্স করেন। স্যাম বিলিংস চার রান করেন। সুনীল নারিন পাঁচ রান করেন। শ্রেয়স আইয়ার ১২ রান করেন এবং নীতিশ রানা ২ রান করে আউট হন।

সস্তায় প্যাভিলিয়নে ফিরে যান শিবম মাভিও। রিঙ্কু সিং ৩৫ রান করেন এবং আন্দ্রে রাসেল অবশ্যই দলের পক্ষে ৪৮ রান করেন। তবে তারাও ম্যাচ জেতাতে পারেননি। শ্রেয়স মনে করেন তাদের মিডল অর্ডার এবং টপ অর্ডারে ভরসা করার মতো ক্রিকেটার পাওয়া যাচ্ছে না। তিনি আগের দিন ৮৫ করেছিলেন।

ধারাবাহিক খেলছেন রাসেল। কিন্তু নাম না করেও নীতিশ রানা, ভেঙ্কটেশ আইয়ার, সুনীল নারিন, স্যাম বিলিংসদের দায়ী করেছেন কেকেআর অধিনায়ক। দায় বদ্ধতা দেখাতে পারছেন না এরা। সোশ্যাল মিডিয়ায় কেকেআর সর্মথকরা আক্রমণ শুরু করেছেন টিম ম্যানেজমেন্টকে। নিম্নমানের ক্রিকেটার নিয়ে আবার তৈরি হয়েছে কেকেআর, অভিযোগ তাদের।

KKR vs GT, Tim Southee: সাউদি, রাসেলের দুরন্ত বোলিং! গুজরাতকে বড় রান থেকে আটকাল কেকেআর

গুজরাত টাইটান্স – ১৫৬/৯

#মুম্বই: গত একটা বছর সময়টা কঠিন গিয়েছে তার। অনেক সমালোচনা সহ্য করতে হয়েছে, অনেক প্রশ্নের জবাব দিতে হয়েছে। ভারতীয় নির্বাচকদের নজর ছিল এই আইপিএলে তিনি কেমন পারফর্ম করেন। হার্দিক পান্ডিয়াকে ধরে রাখেনি প্রাক্তন দল মুম্বই ইন্ডিয়ান্স। গুজরাত টাইটান্স দলের অধিনায়ক হিসেবে তার কাছে এবারের আইপিএল নিজেকে প্রমাণ করার একটা মঞ্চ ছিল। সেভাবেই নিজেকে তৈরি রেখেছিলেন হার্দিক সেটা প্রমাণ করে চলেছেন।

রান করছেন, উইকেট নিয়েছেন, ফিন্ডিং করে উইকেট তুলছেন। আজ কেকেআরের বিরুদ্ধে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। শুভমন গিল তাড়াতাড়ি ফিরে গেলেও তিন নম্বরে এসে দায়িত্ব নিয়ে খেলতে থাকেন হার্দিক। প্রথম দিকে একটু দেখে নিলেন। তারপর আক্রমনাত্মক ব্যাটিং করতে থাকলেন। কিছুটা তাকে সাহায্য করলেন ঋদ্ধিমান এবং ডেভিড মিলার।

হার্দিক পান্ডিয়া এদিন টার্গেট করে নেমেছিলেন শেষ পর্যন্ত ব্যাট করবেন। কারণ তিনি দলের অধিনায়ক। যতটা বেশি সম্ভব রান দোলা ছিল তার একমাত্র লক্ষ্য। তিনি যতক্ষণ রইলেন চাপ বাড়তে থাকল নাইট রাইডার্স দলের। উমেশ যাদব, বরুণ চক্রবর্তী, সুনীল নারিনদের বুদ্ধি করে খেললেন। অন্যদিকে সুযোগ পেলেই ডেভিড মিলার বড় শট মারতে শুরু করেন।

দুটি উইকেট পড়ার পর আর উইকেট ফেলতে পারছিল না কেকেআর। তবে অধিনায়ক শ্রেয়স আইয়ার চেষ্টা করছিলেন ফিল্ডিং বদল করে চাপ সৃষ্টি করতে। আজ হার্দিক পান্ডিয়া দেখিয়ে দিলেন শুধু রান করা নয়, অধিনায়ক হিসেবে তিনি দায়িত্ব নিতে তৈরি। এত টাকা খরচ করে তাকে নেওয়া হয়েছে, সেটা সুদে-আসলে পুষিয়ে দিচ্ছেন গুজরাত অধিনায়ক। এদিন ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে বোলারদের জন্য উইকেটে সেভাবে কিছুই সাহায্য ছিল না।

পুরোটাই ব্যাটসম্যানদের পক্ষে। মাভির বলে ২৭ করে আউট হলেন ডেভিড মিলার। শেষ পর্যন্ত সাউদির বলে রিঙ্কু সিং এর হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন হার্দিক (৬৭)। এদিন প্যাট কামিন্সকে বসিয়ে নিউজিল্যান্ডের সাউদিকে ফিরিয়েছিল কেকেআর। তিনটি উইকেট নিয়ে ভরসার মর্যাদা দিলেন কিউই পেসার। ফিরিয়ে দিলেন রশিদ খানকে।

এই ধরনের উইকেটে কিভাবে বল করতে হয় দেখালেন অভিজ্ঞ সাউদি। সুইং, গতির হেরফের এবং মুভমেন্ট দিয়ে গুজরাত ব্যাটসম্যানদের বড় শট খেলতে দিলেন না। রাসেল ফিরিয়ে দিলেন লকি ফার্গুসনকে। তার আগের বলেই আউট করেছিলেন অভিনবকে। ফের আউট করলেন তেওয়াতিয়াকে। পরের বলেই কট অ্যান্ড বোল্ড করলেন দয়ালকে। এক ওভারে চারটি উইকেট নিলেন রাসেল।

KKR, Brendon McCullum : অনেক হয়েছে আর নয়! দলকে এবার কড়া বার্তা নাইট কোচ ম্যাকালামের

#মুম্বই: টানা তিন ম্যাচে হার। পরাজয়ের হ্যাটট্রিক শুধুমাত্র পয়েন্ট তালিকার সপ্তম স্থানে নাইটদের ঠেলে দেয়নি, একই সঙ্গে কঠিন করে তুলেছে প্লে-অফের রাস্তাকেও। সাত ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের পকেটে এখন ৬ পয়েন্ট। প্রথম চার দলের মধ্যে থাকতে হলে অবিলম্বে জয়ের রাস্তায় ফেরা দরকার। শনিবার সেই লক্ষ্যেই নবি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে নামবে শ্রেয়স আয়ারের দল। তবে কাজটা সহজ নয়।

আরও পড়ুন – Sachin Tendulkar on Mumbai Indians : চরম ব্যর্থতা সত্ত্বেও কেন মুম্বই ইন্ডিয়ান্স নিয়ে আশাবাদী সচিন? জানতে পড়ুন

প্রতিপক্ষ যে গুজরাত টাইটান্স! ছয় ম্যাচ খেলে পাঁচটিতেই জিতেছে হার্দিক পান্ডিয়ার দল। ১০ পয়েন্ট নিয়ে রয়েছে সবার উপরে। একসময় কলকাতাও ছিল তালিকার এক নম্বরে। কিন্তু ক্রমাগত হারে বদলে গিয়েছে যাবতীয় হিসেবনিকেষ। মাথাচাড়া দিয়েছে নানা প্রশ্ন। কোচ ব্রেন্ডন ম্যাকালাম অবশ্য ঘুরে দাঁড়ানোর ব্যাপারে আশাবাদী।

তাঁর কথায়, ভেঙে পড়ার প্রশ্ন নেই। মনোবল হারালে চলবে না। জয়ে ফেরার রাস্তা দ্রুত খুঁজে নিতে হবে। পরপর কয়েক ম্যাচ হারলে খেলোয়াড়দের মধ্যে হাল ছেড়ে দেওয়ার প্রবণতা চলে আসে। তাই আমাদের সতর্ক থাকতে হবে। আগেও এমন কঠিন সময় সামলেছি আমরা। এবারও চ্যালেঞ্জটা নিচ্ছি।

মাঠে পরিকল্পনার বাস্তবায়নের ক্ষেত্রে সমস্যার কথা স্বীকার করেছেন ম্যাকালাম। তবে জস বাটলারের সেঞ্চুরি ও যুজবেন্দ্র চাহালের পাঁচ উইকেট সত্ত্বেও মাত্র সাত রানে হারের মধ্যে ইতিবাচক দিক খুঁজছেন তিনি। নাইট কোচের কথায়, এতবড় টার্গেট তাড়া করে আমরা মাত্র সাত রানে হেরেছি। এতেই পরিষ্কার যে, দল খারাপ খেলেনি। মুশকিল হল, আসল সময়ে ভুল করে ফেলছি। সেই রোগ সারিয়ে দলকে জয়ের রাস্তায় ফেরানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ম্যাকালামের।

KKR, Shreyas Iyer : হারের হ্যাটট্রিক সত্ত্বেও দলকে কোন মন্ত্রে চাঙ্গা করছেন কেকেআর অধিনায়ক? জানুন

#মুম্বই: টানা তিনটি ম্যাচে হার। হঠাৎ করেই যেন থমকে গিয়েছে কেকেআরের স্বপ্নের দৌড়। তবে এখনই হতাশ হওয়ার মত কিছু দেখছেন না শ্রেয়স আইয়ার। টুর্নামেন্টের মাঝামাঝি অবস্থায় বরং এই ভুল ত্রুটি তাদের গুছিয়ে নিতে সাহায্য করবে মনে করেন কেকেআর ক্যাপ্টেন। শেষ পর্যন্ত ব্যাট করে সোমবার দলকে জেতাতে না পেরে হতাশ কলকাতা নাইট রাইডার্সের নতুন অধিনায়ক শ্রেয়স আয়ার। তিনি আরও হতাশ, ৫১ বলে ৮৫ রানের অনবদ্য ইনিংস খেলার পরেও তাঁর দল রাজস্থান রয়্যালসের কাছে সাত রানে হেরে যায়।

আরও কোচ – Ravi Shastri on Virat Kohli : শেষ হয়ে যাবে কোহলির ক্রিকেট জীবন! বোর্ডকে বিশেষ পরামর্শ প্রাক্তন কোচের

শ্রেয়সের মতোই হতাশ কেকেআর কোচ ব্রেন্ডন ম্যাকালাম। টানা তিন ম্যাচে হারের পরে যিনি বলেছেন, এই বৃত্ত থেকে বেরিয়ে আসার উপায় যত দ্রুত সম্ভব, বার করতে হবে। সঙ্গে এও জানাতে ভোলেননি, সোমবার নিজেদের ভুলেই জেতা ম্যাচ হাতছাড়া করতে হয়েছে। ম্যাচের পরে শ্রেয়স বলেন, একটা সময় আমাদের রান তোলার গতি প্রায় ওদের সমান-সমান হয়ে গিয়েছিল। যার জন্য ধন্যবাদ প্রাপ্য অ্যারন ফিঞ্চের। কিন্তু সেই ধারাবাহিকতাটা রক্ষা করতে পারলাম না।

আরও পড়ুন – Mumbai Indians, Arjun Tendulkar : ধোনিদের বিরুদ্ধেই কী অভিষেক হতে চলেছে সচিন পুত্রের? সম্ভাবনা কতটা জানুন

এটা নিশ্চিত করতে হবে যে, এই পরিস্থিতিতে সকলকে একজোট হয়ে এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। এমন প্রতিকূলতার সামনে আগেও পড়তে হয়েছে। আবারও এক কঠিন পরীক্ষা অপেক্ষা করছে আমাদের জন্য। নাইট অধিনায়কের কাছে জানতে চাওয়া হয়েছিল, যুজ়বেন্দ্র চহালের বলে নীতিশ রানার আউটই কি ম্যাচের রং পাল্টে দিয়েছিল? শ্রেয়সের জবাব, নীতিশের বিরুদ্ধে যুজ়ি একটা অনুকূল পরিস্থিতি পেয়ে গিয়েছিল।

শ্রেয়স জানিয়েছেন, সোমবারের ম্যাচে শিশির কাঁটা হয়ে দাঁড়ায়নি। তা হলে ম্যাচে চারশোর বেশি রান হত না। যদিও আউটফিল্ড তাঁর পছন্দ হয়নি। তবে শ্রেয়সের বিশ্বাস, কেকেআর দারুণ ভাবে ঘুরে দাঁড়াবে। বলেছেন, আমি চাপ ভালবাসি। হারলেও এখান থেকে ঘুরে দাঁড়ানো সম্ভব। মাঝে দূটো দিন সময়। তারপর হার্দিক পান্ডিয়ার গুজরাত টাইটান্স দলের বিপক্ষে খেলা।

RR vs KKR, Jos Buttler : জস দ্য বস! বিধ্বংসী বাটলারে প্রথম ইনিংসের শেষেই হারের ভ্রুকুটি নাইটদের

মুম্বই: টস জিতে বল করার সিদ্ধান্ত নিলেন কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার। কিন্তু প্রথম থেকেই ব্রেবর্ণের পিচে নাইট বোলারদের বিরুদ্ধে ঝড়ের গতিতে শুরু করলেন জস বাটলার এবং দেবদত্ত পাড়িকাল। বাটলার মাভি, উমেশ যাদব, প্যাট কামিন্সদের বিরুদ্ধে খুনে মেজাজে মারতে থাকলেন। কেকেআর বোলাররা বুঝতে পারছিলেন না কোথায় বল ফেলবেন।

পেসার, স্পিনার কেউ রেহাই পেলেন না। ক্লাব স্তরে নামিয়ে আনলেন কামিন্সদের। ছক্কা যেন মেরিন ড্রাইভে গিয়ে পড়ছিল। মুম্বই ইন্ডিয়ান্সর বিরুদ্ধে এবারের আইপিএলে শতরান করেছিলেন বাটলার। মনে হচ্ছিল কেকেআরের বিরুদ্ধে আবার শতরান করা সময়ের অপেক্ষা। সেটাই করলেন। ৫৯ বলে চলতি টুর্নামেন্টের দ্বিতীয় শতরান ইংরেজ তারকার। শেষ পর্যন্ত প্যাট কামিন্স ফিরিয়ে দিলেন বাটলারকে। কিন্তু ততক্ষণে রানের পাহাড় তৈরি করেছে রাজস্থান।

দেবদত্ত (২৪) বোল্ড হলেন নারিনের বলে। ১৯ বলে ৩৮ করে আউট হলেন সঞ্জু স্যামসন। উইকেট নিলেন রাসেল। হতে পারত জয়ের হ্যাটট্রিক। সে জায়গায় হারের হ্যাটট্রিকের মুখে দাঁড়িয়ে নাইটরা। দলের এই পদস্খলনে হিসেব কিছুতেই মেলাতে পারছেন না কেকেআর কোচ ব্রেন্ডন ম্যাকালাম। একটা সময় মনে হচ্ছিল, অ্যারন ফিঞ্চ দলে যোগ দিলে নাইট রাইডার্সের ব্যাটিং মজবুত হবে। মিটবে ওপেনিং জুটির সমস্যা।

কিন্তু গত ম্যাচে অজি তারকাটি খেললেও বড় রান পাননি। ফলে সমস্যা থেকেই গিয়েছে। এই সঙ্কট কাটিয়ে উঠতে না পারলে, সোমবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধেও বিপদে পড়বে নাইট রাইডার্স, জানা ছিল। একটা সময় পয়েন্ট তালিকায় শীর্ষে ছিল নাইট রাইডার্স। নামতে নামতে শ্রেয়সরা এখন ষষ্ঠ স্থানে। সেই তুলনায় বেশ ভালে জায়গায় রাজস্থান রয়্যালস।

বিগত কয়েক বছরের ব্যর্থতা ভুলে সঞ্জু স্যামসনরা এবার খেতাবি লড়াইয়ে দারুণভাবে রয়েছেন। পাঁচটি খেলে তিনটিতে জিতে রাজস্থান রয়েছে চতুর্থ স্থানে। নাইটদের হারাতে পারলে আরও উত্থান ঘটবে তাদের। শেষ পর্যন্ত হেটমায়ার, অশ্বিন, করুন নাযার মিলে স্কোরবোর্ডে ২১৭ রান তুললেন। এবারের আইপিএলে এটাই সর্বোচ্চ রান।

KKR vs RR Preview : জোড়া হারের পর কোন ফর্মুলায় রাজস্থানের বিরুদ্ধে জয়ের স্বপ্ন দেখছে কেকেআর? জানুন

#মুম্বই: দুই রহস্য স্পিনার সুনীল নারিন ও বরুণ চক্রবর্তী বোলিংয়ে কেকেআরের সবচেয়ে বড় ভরসা। এই দুই স্পিনারের পারফরম্যান্সের উপর ভর করেই বিগত মরসুমগুলিতে প্রচুর ম্যাচ জিতেছে নাইট রাইডার্স। ২০১২ সাল থেকে আইপিএল খেলছেন নারিন। প্রথম থেকেই কেকেআরের সঙ্গে যুক্ত এই ক্যারিবিয়ান তারকা। কেকেআরের হয়ে ১৪০ টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে তার। ওভারপিছু সাত রানেরও কম দিয়ে নিয়েছেন ১৪৭ টি উইকেট।

আরও পড়ুন – Qatar World Cup ticket price: আইপিএলে টিকিটের এত দাম! কাতার বিশ্বকাপে কত? সাধ্যের মধ্যে? জেনে নিন

আইপিএলে তিনি কৃপণতম বোলারদের মধ্যে একজন। তবে শুধু বল হাতে নয় ব্যাট হাতেও কেকেআরের হয়ে বেশ কিছু উল্লেখযোগ্য ইনিংস খেলেছেন সুনীল নারিন। ১৪০ ম্যাচে ১৬২ এর উপর স্ট্রাইক রেটে করেছেন ৯৭৬ রান । ২০১২ ও ২০১৪ সালে কলকাতা নাইট রাইডার্সের আইপিএল জয়ের পিছনে বিরাট অবদান ছিল নারিনের। আইপিএলে তার প্রথম বছরেই টুর্নামেন্টের সেরা খেলোয়ার হন তিনি।

এরপর ২০১৮ সালেও তিনি টুর্নামেন্টের সেরা ক্রিকেটার নির্বাচিত হন। অন্যদিকে, ২০২০ সাল থেকে কেকেআরে রয়েছেন বরুণ চক্রবর্তী। এর ঠিক এক বছর আগেই কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে বরুণের অভিষেক হয়। কিন্তু পঞ্জাবের হয়ে আহামরি তেমন পারফরম্যান্স না হওয়ায় প্রথম মরসুমের পরই তাকে ছেড়ে দেয় পঞ্জাব।

কেকেআরের জার্সি পরেই তিনি সকলের নজরে আসেন। গত মরসুমে কেকেআরের হয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক ছিলেন বরুণ। নিয়েছিলেন ১৮ উইকেট। তার আগের মরসুমে নিয়েছেন ১৭ উইকেট। আইপিএলে এখনো পর্যন্ত ৩৭ টি ম্যাচ খেলেছেন বরুণ, ওভারপিছু ৭ রানের সামান্য বেশি দিয়ে নিয়েছেন ৪০ টি উইকেট। গত বছর কেকেআরকে আইপিএলের ফাইনালে তোলার পিছনে এই দুই স্পিনারের বিরাট অবদান ছিল।

আইপিএলের চলতি মরসুমেও দলের সাফল্যের জন্য এদের দুজনের দিকেই তাকিয়ে কেকেআর টিম ম্যানেজমেন্ট। এই জন্যই এই দুই নির্ভরযোগ্য বোলারকে নিলামে নামায়নি কেকেআর। চলতি মরসুমে ভাল শুরু করলেও পরে হোঁচট খেতে হয়েছে কলকাতাকে। এখনো পর্যন্ত ৬ টি ম্যাচের মধ্যে ৩ টি জিতেছে কেকেআর। সুনীল নারিন এখনো পর্যন্ত আশানুরূপ প্রদর্শন করতে পারলেও, ছন্দে নেই বরুণ চক্রবর্তী।

শেষ দুই ম্যাচে দিল্লি ক্যাপিটালস ও সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ৪০ এর উপর রান দিয়েছেন বরুন। শেষ ম্যাচে তার স্পেল সম্পূর্ণই করতে পারেননি বরুণ। এখনো এবারের আইপিএলে মাত্র ২ টি উইকেট নিয়েছেন তিনি। তার পারফরম্যান্স নিয়ে নিজেও খুব একটা খুশি নন বরুণ।

নেটে তার বোলিংয়ের ধার বাড়ানোর চেষ্টা করছেন বরুণ। ব্যাটারদের বোকা বানাতে তার বোলিংয়ে আরো মিশ্রণ নিয়ে আসতে চাইছেন তিনি। সোমবার রাজস্থানের বিরুদ্ধে বরুণ এবং সুনীল নারিনের ঘূর্ণির দিকেই তাকিয়ে আছে কেকেআর।

KKR, Shreyas Iyer : জঘন্য আউট হয়েছি! বোল্ড হয়ে নিজেকে ক্ষমা করতে পারছেন না কেকেআর অধিনায়ক

#মুম্বই: দিল্লির বিরুদ্ধে হারের পর আশা করা গিয়েছিল সানরাইজার্স হায়দারাবাদের বিপক্ষে ঘুরে দাঁড়াবে কেকেআর। কিন্তু কোথায় কি? উল্টে টানা দুবার হারের জ্বালা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে শাহরুখ খানের দলকে। ম্যাচটা দাপটে জিতে নিয়েছে সানরাইজার্স। বোলিং নিয়ে একেবারেই খুশি নন কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ার। শ্রেয়স মনে করেন প্যাট কামিন্স, বরুণ চক্রবর্তী, উমেশ যাদবের মত বোলারদের উইকেট তোলার ব্যর্থতার মূল্য দিতে হয়েছে দলকে।

আরও পড়ুন – Wasim Akram : সুইমিং পুলে সুট পড়ে নামলেন ওয়াসিম আক্রম! কারণ জানলে চমকে উঠবেন

নিজের পারফরম্যান্স নিয়েও অখুশি নাইট অধিনায়ক। ২৮ রান করে সেট হয়ে গেলেও যেভাবে উমরানের বলে বোল্ড হয়েছেন, মেনে নিতে পারছেন না। এতদিন স্পিনারদের উইকেট দিয়ে আসছিলেন। এবার ফাস্ট বোলারের বিপক্ষে বোল্ড হলেন শ্রেয়স আইয়ার। তবে বড় রান না পেলেও অ্যারন ফিঞ্চকে নিয়ে সমালোচনা করতে রাজি নন শ্রেয়স। পাশাপাশি নীতিশ রানা এবং আন্দ্রে রাসেলকে নিয়ে উচ্ছ্বসিত তিনি।

বিশেষ করে রাসেল যেভাবে শেষ পর্যন্ত একক দক্ষতায় দলের রান বাড়িয়েছেন, তাতে মুগ্ধ কেকেআর অধিনায়ক। ক্যারিবিয়ান তারকার রানের মধ্যে থাকা দারুন লক্ষণ। আইপিএলে পর পর দু’ম্যাচ হেরে হতাশ কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক শ্রেয়স আয়ার। খেলা শেষ হওয়ার পর সে কথা স্বীকারও করে নিলেন তিনি। একই সঙ্গে শ্রেয়স মেনে নিয়েছেন প্রাক্তন নাইট রাহুল ত্রিপাঠীর কাছেই হেরে গেলেন তাঁরা।

ম্যাচের পরে কেকেআর অধিনায়ক বলেন, ভাল রান তুলেছিলাম আমরা। ত্রিপাঠী এসে খেলার মেজাজটাই বদলে দিল। ম্যাচটাও আমাদের থেকে ছিনিয়ে নিয়ে গেল। আমাদের থিতু হওয়ার সুযোগই দিল না। স্পষ্টতই তাঁকে হতাশ দেখিয়েছে। শ্রেয়স বলেন, খুবই বিধ্বস্ত লাগছে। হায়দরাবাদের বোলারদের কাছেও যে ম্যাচ হারতে হয়েছে, সেটাও জানিয়ে শ্রেয়স বলেন, ওদের বোলাররাও ভাল বোলিং করেছে। সুইং পেয়েছে। প্রশংসা করেছেন নিজের দলের ব্যাটারদের।

তবে শ্রেয়স একেবারেই খুশি নন দলের বোলিং নিয়ে। বলে, ইনিংসের শেষ দিকে আমাদের ব্যাটাররাও ভাল খেলেছে। পাওয়ার প্লে কাজে লাগিয়ে ভাল রান তুলেছে। ব্যাটিং ভালই হয়েছে। কিন্তু আমাদের বোলিং ভাল হয়নি। সোমবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে পরের ম্যাচে ভুল শুধরে শক্তিশালী ভাবে ফিরে আসার আশ্বাস দিয়েছেন কেকেআর অধিনায়ক।