Tag Archives: Lionel Messi

`বাবা তোমাদের দেখছেন’! মেসির আর্জেন্টিনাকে কাপ নিয়ে ফেরার আর্জি মারাদোনার মেয়ের

#বুয়েনস আয়রস: তাকে ছাড়া প্রথম বিশ্বকাপ। এটাই বিশ্বের ফুটবলপ্রেমীদের কাছে বড় আঘাত। দিয়েগো মারাদোনা পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন দেড় বছর হয়ে গেল। বেঁচে থাকলে নিশ্চিত কাতারে বিশ্বকাপ দেখতে যেতেন। লিওনেল মেসির কাছে বিশেষ আবেদন রাখলেন মারাদোনার কন্যা দালমা।

একটি ভিডিও বার্তায় তিনি জানিয়েছেন, মেসিকে বলছি – আমার বাবা তোমারদের সঙ্গে রয়েছেন সর্বক্ষণ। তিনি আর্জেন্টিনার দ্বাদশ ব্যক্তি। আমার বাবার জন্যই চেষ্টা কর বিশ্বকাপ জিতে দেশে ফেরার। বাবার আশীর্বাদ তোমাদের সঙ্গে রয়েছে। এদিকে আর্জেন্টিনা দল আগেই জানিয়েছিল কিংবদন্তি মারাদোনার কথা মাথায় রেখেই বিশ্বকাপে নামবে তারা।

আরও পড়ুন – মৃত সন্তান এবং বাবার চিতাভস্ম বাড়িতে রেখেছেন রোনাল্ডো! বিশ্বকাপে নতুন প্রতিজ্ঞা মহাতারকার

নিজের ঘোষণা অনুযায়ী কাতারেই শেষবারের মতো ফুটবল বিশ্বকাপে নামছেন দলটির সেরা তারকা লিওনেল মেসি। বিশ্বকাপ জিতে তিনি তার বিদায় স্মরণীয় করে রাখতে চাইছেন। সেই সঙ্গে মেসির সামনে রয়েছে আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর দিয়াগো মারাদোনাকে টপকে যাওয়ার সুযোগ।

এখনও পর্যন্ত ফুটবল বিশ্বকাপে আর্জেন্টাইন হিসেবে সব থেকে বেশি ম্যাচ খেলেছেন দিয়েগো মারাদোনা। চারটি বিশ্বকাপ মিলিয়ে মোট ২১ ম্যাচ খেলেছেন তিনি। অন্যদিকে মেসি চারটি বিশ্বকাপে খেলেছেন ১৯ ম্যাচ। অর্থাৎ এই বিশ্বকাপের গ্রুপ পর্বের তিনটি ম্যাচে খেললেই দিয়েগোর এই নজির ভেঙে ফেলবেন মেসি।

বিশ্বকাপে মারাদোনার গোলের সংখ্যাকেও টপকে যেতে পারেননি মেসি। বিশ্বকাপে ২১ ম্যাচ খেলে ৮টি গোল করেছেন মারাদোনা। তার মধ্যে ১৯৮২ সালের বিশ্বকাপে ৫ ম্যাচে ২ গোল করেছিলেন তিনি। ১৯৮৬ সালের বিশ্বকাপে ৭ ম্যাচে করেছিলেন ৫ গোল। সেবার মারাদোনার নেতৃত্বে বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা।

১৯৯০ সালের বিশ্বকাপে ৭ ম্যাচ খেলে একটিও গোল দিতে পারেননি দিয়াগো। ১৯৯৪ সালের বিশ্বকাপে ২ ম্যাচ খেলে এক গোল করেছিলেন তিনি। বিশ্বকাপের মাঝেই ডোপ কেলেঙ্কারিতে জড়িয়ে আর খেলতে পারেননি দিয়েগো। অন্যদিকে মেসি বিশ্বকাপে এখনও পর্যন্ত ৬টি গোল করেছেন।

তার মধ্যে ২০০৬ সালের বিশ্বকাপে ৩ ম্যাচ খেলে ১টি গোল করেছেন তিনি। ২০১০ সালে ৫ ম্যাচ খেলে একটিও গোল করতে পারেননি মেসি। ২০১৪ সালের বিশ্বকাপে ৭ ম্যাচে ৪টি গোল করেছিলেন তিনি। ২০১৮ সালে ৪ ম্যাচে ১টি গোল করেছেন মেসি। অর্থাৎ, এ বারের বিশ্বকাপে ৩টি গোল করলেই মারাদোনাকে টপকে যাবেন মেসি। হবেন বিশ্বকাপে সব থেকে বেশি গোল করা আর্জেন্টাইন।

বিশ্বকাপে আর্জেন্টাইন ফুটবলারদের মধ্যে গোলের ক্ষেত্রে অ্যাসিস্টের দিক দিয়ে শীর্ষে রয়েছেন দিয়েগো। ৮টি অ্যাসিস্ট করেছেন তিনি। তার মধ্যে ৫টি অ্যাসিস্ট করেছিলেন ১৯৮৬ সালের বিশ্বকাপে। মেসি এখনও পর্যন্ত বিশ্বকাপে ৫টি অ্যাসিস্ট করেছেন। অর্থাৎ, এবারের বিশ্বকাপে চারটি অ্যাসিস্ট করলেই ম্যারাডোনাকে টপকে যাবেন মেসি।

অধরা বিশ্বজয়ের লক্ষ্যে মেসি, বিশ্বকাপের দল ঘোষণা করল আর্জেন্টিনা

#কাতার: ব্রাজিল, জার্মানি, স্পেন, বেলজিয়াম আগেই ঘোষণা করে দিয়েছিল তাদের বিশ্বকাপের স্কোয়াড। লিওনেল মেসির আর্জেন্টিনা কখন দল ঘোষণা করবে সেই অপেক্ষাতেই ছিল বিশ্ব জুড়ে নীল-সাদা সমর্থকরা। অবশেষে কাতার বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল আর্জেন্টিনার ফুটবল সংস্থা।

লিওনেল স্কালোনির দলে তেমন কোনও চমক না থাকলেও শঙ্কা ছিল দলের কিছু প্লেয়ারের চোট নিয়ে। বিশেষ করে পাওলো দিবালা ও অ্যা‍ঞ্জেল ডি মারিয়া চোট কিছুটা চিন্তায় রেখেছিল সমর্থকদের। তবে দুই তারকাকে রেখেই ঘোষণা করা হয়েছে আর্জেন্টিনার স্কোয়াড।

২২ নভেম্বর সৌদি আরবের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করবে আর্জেন্টিনা। পরের দুই ম্যাচে মেসির দেশ যথাক্রমে মাঠে নামবে ২৬ নভেম্ব মেক্সিকোর বিরুদ্ধে ও ৩০ নভেম্বর পোল্যান্ডের বিপক্ষে।

ফিফা বিশ্বকাপ ২০২২-এ আর্জেন্টিনা স্কোয়াড-

গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুল্লি, ফ্রাঙ্কো আরমানি।

ডিফেন্ডার: নাহুয়েল মোলিনা, গঞ্জালো মন্টিয়েল, ক্রিশ্চিয়ান রোমেরো, জার্মান পেজেলা, নিকোলাস ওটামেন্ডি, লিসান্দ্রো মার্টিনেজ, মার্কোস অ্যাকুনা, নিকোলাস ট্যাগলিয়াফিকো, জুয়ান ফয়েথ।

মিডফিল্ডার: রদ্রিগো ডিপল, লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, গুইডো রদ্রিগেজ, আলেজান্দ্রো গোমেজ, এনজো ফার্নান্দেজ, এক্সকুয়েল প্যালাসিওস।

ফরোয়ার্ড: অ্যাঞ্জেল ডি মারিয়া, লাউতারো মার্তিনেজ, জুলিয়ান আলভারেজ, পাওলো দিবালা, নিকোলাস গঞ্জালেজ, জোয়াকিন কোরেয়া, লিওনেল মেসি।

রেকর্ড ৩৫ ম্যাচ অপরাজিত আর্জেন্টিনা! তবুও চোট নিয়ে চিন্তিত মেসিদের কোচ

#দোহা: বিশ্বকাপের আগে প্রীতি ম্যাচের মোড়কে যুতসই প্রস্তুতি নিয়েছে আর্জেন্টিনা। সবশেষ ম্যাচে লিওনেল মেসির জোড়া গোলে জ্যামাইকাকে হারায় আলবেসেলিস্তেরা। নিউইয়র্কের রেড বুল অ্যারেনায় ৩-০ গোলের জয় পেয়েছিল লিওনেল স্কালোনির দল। এই জয়ে ব্রাজিল ও স্পেনের একটি রেকর্ড ছুঁয়েছে আর্জেন্টিনা। ৩৫ ম্যাচে অপরাজিত রইল আর্র্জেন্টিনা।

আন্তর্জাতিক ফুটবলে সমান সংখ্যক ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড রয়েছে ব্রাজিল ও স্পেনের। দুয়ারে বিশ্বকাপ। অথচ প্রতিনিয়ত চোটের জেরে ছিটকে যাচ্ছেন একের পর এক ফুটবলার। বিশ্বকাপের দেড় সপ্তাহ আগেও পুরো দমে চলছে ক্লাব মরশুম। এমন পরিস্থিতি ফুটবলারদের চোটমুক্ত রাখতে ক্লাবগুলোর কাছে বিশেষ আবেদন করলেন আর্জেন্তিনার হেড কোচ লায়োনেল স্কালোনি।

আরও পড়ুন – ভারতীয় দল এখন `চোকার্স’ ! ব্যাপক বদলের প্রয়োজন দেখছেন কপিল দেব

অল্পবিস্তর চোট থাকা ফুটবলারদের দলে না রাখার অনুরোধ জানান তিনি। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ইতিমধ্যেই প্রতিটি ক্লাব কতৃপক্ষের সঙ্গে আমরা কথা বলছি। অল্প বিস্তর চোট থাকা ফুটবলাররা ক্লাবের হয়ে ম্যাচ না খেলে যাতে দ্রুত জাতীয় দলের সঙ্গে যোগ দিতে পারে, সেই বিষয়েও বিশেষ আবেদন জানানো হয়েছে। আশা করছি, বিশ্বকাপের গুরুত্বের কথা মাথায় রেখে তারা এই বিষয়টা বিবেচনা করে দেখবে।

উল্লেখ্য, চোটের জন্য ইতিমধ্যেই ছিটকে গিয়েছিলেন আর্জেন্তিনার নির্ভরযোগ্য মিডফিল্ডার জিওভানি লা সেলসো। পাশাপাশি বিশ্বকাপে অনিশ্চিত পাওলো ডিবালা। এমনকী, হাল্কা চোট রয়েছে মেসি ও অ্যাঞ্জেল ডি মারিয়ার।

তাই চোটের তালিকা যাতে আর লম্বা না হয়, তাই এমনই আবেদন করেছেন স্কালোনি। ডে পল, লতারো মার্টিনেজ, এঞ্জো ফার্নান্ডেজ – মেসি ছাড়া এই চার ফুটবলারের ওপর অনেকটাই নির্ভর করছে আর্জেন্টিনার বিশ্বকাপ ভাগ্য।

বিশ্বকাপের আগে ক্রমশ ভয়ঙ্কর হচ্ছেন মেসি, ভেঙে দিলেন রোনাল্ডোর রেকর্ড

#প্যারিস: চ্যাম্পিয়ন্স লিগের আরেকটি রাত রঙিন হল লিওনেল মেসির বা পায়ের জাদুতে। প্যারিসের ৩০ নম্বর জার্সি গায়ে আরও একটি রেকর্ড ভাঙলেন লিও মেসি। চ্যাম্পিয়ন্স লিগে বক্সের বাইরে থেকে সর্বাধিক গোলে গতকাল রাত্রে ছাপিয়ে গেলেন তিনি রোনাল্ডোকেও।

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের পঞ্চম ম্যাচে মাকাবি হাইফাকে চূর্ণ বিচূর্ণ করলো পিএসজি এবং সেই রাত্রে জোড়া গোল, জোড়া এসিস্ট দিয়ে প্রধান কারিগর ছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি। পার্ক দেস প্রিন্সেসে ৪৪ মিনিটে মেসি চ্যাম্পিয়ন্স লিগে তার ২৩ তম বক্সের বাইরে থেকে গোলটি করেন এবং টপকে যান তার চির প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে।

আরও পড়ুন – বাবরের সাম্রাজ্য শেষ করে নতুন রাজা সিকন্দর, জিম্বাবোয়ের কাছে হারল পাকিস্তান

রোনাল্ডো বর্তমানে সেখানে রীতিমত লড়াই করছেন মাঠে নামার জন্য সেখানে লিওনেল মেসি তার নতুন ক্লাবের সাথে দাপিয়ে বেড়াচ্ছেন। তবে বুধবার শুধু একটি রেকর্ড নয় একগুচ্ছ রেকর্ড করলেন মেসি। এই প্রথম কোনো ৩৫ বছর বয়সী ফুটবলার চ্যাম্পিয়ন্স লিগের কোনো ম্যাচে দুটি গোলের সাথে দুটি এসিস্টও করলেন।

শুধু তাই নয় লিওনেল মেসি এই মরশুমে ইউরোপের প্রথম প্লেয়ার যিনি গোল এবং এসিস্ট দুটোতেই দুই অঙ্কের ঘর পার করলেন। বুধবার চ্যাম্পিয়ন্স লিগে মাকাবির বিরুদ্ধে যে পিএসজিকে দেখা গেলো, সেই রূপ এই মরশুমে তাদের আগে দেখা যায়নি। মেসি এম্বাপে বা নেইমার কেউই ম্যাচ জয়ের জন্য খেলছিলেন না।

তাদের একমাত্র লক্ষ্য ছিল বিপক্ষ দলকে ছিঁড়ে খেয়ে যতগুলি সম্ভব গোল ঝুলিতে ভরা। এক গোলে পিছিয়ে থাকা কোনো দল গোল করার জন্য যে রকম মরিয়া থাকে, মাকাবিকে ৬ গোল দেওয়ার পরও সেরকম হিংস্রতা দেখা যাচ্ছিল পিএসজির অ্যাটাকিং থার্ডএ। দ্বিতীয় অর্ধ শুরু হতে ইসরায়েলি লিগ চ্যাম্পিয়ন মাকাবি হাইফা আরেকটি গোল শোধ দিয়ে ৪-২ এ ব্যবধান কমিয়ে আনে।

ম্যাচ বের করার একটি অদম্য প্রচেষ্টা দেখা যাচ্ছিল দুর্বলদের মধ্যে। কিন্তু সেটি দশ পনেরো মিনিটের বেশি টিকলো না। হিংস্র নেকড়ের মতো ছিড়ে খেলো পিএসজি তাদের, ম্যাচ শেষ করলো ৭-২ এর ব্যবধানে।

প্রচন্ড চিন্তায় পড়েছেন লিওনেল মেসি! বিশ্বকাপের আগে কেন ঘুম উড়েছে আর্জেন্টাইন তারকার?

#রোজারিও: লিওনেল মেসি হঠাৎ প্রচন্ড চিন্তায় পড়েছেন। কিন্তু হয়েছে কী? তার নিজের চোট আগের থেকে ভাল জায়গায়। কিন্তু দলের অন্য দুজন গুরুত্বপূর্ণ ফুটবলারের চোট লেগেছে পায়ে। তারাও এই আর্জেন্টিনা দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ সদস্য। কাতারে ফিফা বিশ্বকাপ শুরু হতে বাকি এক মাসের কিছু বেশি সময়। এমন সময়ে একের পর এক চোটের খবর আর্জেন্টিনা দলে।

আরও পড়ুন – বাবর এবং রিজওয়ানের দুর্বলতা ঠিক কোথায়? জানিয়ে দিলেন ইরফান পাঠান

গত এক সপ্তাহের মধ্যে চোটে পড়েছেন পাওলো দিবালা ও দি মারিয়া। পায়ের পেশির সমস্যায় পিএসজির দুটি ম্যাচ মিস করেছেন লিওনেল মেসিও। চোটের এই ‘মিছিল’ নিয়ে চিন্তিত আর্জেন্টিনা অধিনায়ক মেসি। সেটি নিজেকে নিয়ে নয়। পিএসজির সামনের ম্যাচেই মাঠে ফিরতে প্রস্তুত তিনি।

কিন্তু দি মারিয়া আর দিবালারা এত দ্রুত ফিরতে পারছেন না। সাধারণত বিশ্বকাপ অনুষ্ঠিত হয় বছরের মাঝামাঝিতে, ক্লাব ফুটবলের মৌসুম শুরুর আগে। কিন্তু কাতারে বিশ্বকাপ হতে যাচ্ছে ফুটবল মৌসুম শুরু হয়ে যাওয়ার পর, নভেম্বর–ডিসেম্বরে। সব ফুটবলার ক্লাবের হয়ে মাঠে থাকায় চোটের ঝুকিও তাই বাড়ছে। দি মারিয়া, দিবালাদের চোট তাই মেসিকে ভাবিয়ে তুলছে, এটা চিন্তার বিষয়।

ভিন্ন একটি বিশ্বকাপ, ভিন্ন সময়ে খেলা। বিশ্বকাপ এতটাই কাছে চলে এসেছে যে এখন যেকোনো ছোট কিছুর কারণেও বিশ্বকাপ থেকে বেরিয়ে যেতে হতে পারে। তবে চোট নিয়ে চিন্তিত থাকাও কাজের কিছু নয় বলে বিশ্বাস মেসির, চোটের ব্যাপারটা ভীতি জাগায়। তবে এটা নিয়ে চিন্তা করাটাও ভাল কিছু নয়। যা করা যায়, সেটা হচ্ছে সব সময়ের মতো স্বাভাবিক থাকা, খেলতে থাকাটাই সেরা উপায়।

গত রোববার সিরি ‘আ’তে লিসের বিপক্ষে পেনাল্টি নিতে গিয়ে চোটে পড়েন রোমা মিডফিল্ডার দিবালা। বাঁ ঊরুর পেশিতে টান পড়ায় মাঠেই কাতরাতে দেখা যায় তাঁকে। পরীক্ষা–নিরীক্ষার পর জানা যায়, মাসখানেকের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে দিবালাকে। কাতার বিশ্বকাপও মিস করতে পারেন তিনি।

দিবালার দুই দিন পর চোট পান জুভেন্টাসে খেলা দি মারিয়া। চ্যাম্পিয়নস লিগে মাকাবি হাইফার বিপক্ষে ঊরুতে চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি। জুভেন্টাস জানিয়েছে, আগামী মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত মাঠের বাইরে থাকতে হবে দি মারিয়াকে। মেসি অবশ্য দুজনকেই বিশ্বকাপে পেতে আশাবাদী।

ডিরেকটিভি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে আর্জেন্টাইন অধিনায়ক বলেন, আশা করছি, দুজনই বিশ্বকাপের আগে সুস্থ হয়ে উঠবে। এখনো ভাল সময় আছে। সবাই সুস্থ শরীরে বিশ্বকাপে নামতে পারব বলে আশা রাখছি। কাতারে বিশ্বকাপ শুরু হবে আগামী ২০ নভেম্বর। আর্জেন্টিনার প্রথম ম্যাচ ২২ নভেম্বর সৌদি আরবের বিপক্ষে।

এটাই আর্জেন্টিনার হয়ে মেসির প্রথম আন্তর্জাতিক ট্রফি অলিম্পিক সোনা বাদ দিলে। তাই এবার নিজের শেষ বিশ্বকাপে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করে বিদায় নিতে চান আধুনিক ফুটবলের ডন।

পকেটে থাকবে মারাদোনার ছবি, কিংবদন্তীর জন্যই বিশ্বকাপ জিততে চান মেসি

#রোজারিও: এবারের ফুটবল বিশ্বকাপ লিওনেল মেসির শেষ বিশ্বকাপ হতে চলেছে তাতে সন্দেহের অবকাশ নেই। নিজের বিদায় লগ্নে অন্তত একবার ফুটবল বিশ্বকাপ জিতে বিদায় নিন আর্জেন্টাইন মহাতারকা এমনটাই স্বপ্ন মেসি ভক্তদের। ফুটবল পায়ে আলো ছড়িয়ে কখনও ‘জাদুকর’ আবার কখনও ‘ভিন গ্রহের ফুটবলার’ উপাধি পেয়েছেন লিওনেল মেসি।

প্রাক্তন ফুটবলার থেকে বর্তমান বিশ্ব তারকারা মেসিকে নানাভাবে প্রশংসা করে থাকেন। সাতবারের ব্যালন ডি’অর জয়ী লিওনেল মেসি যেদিন ফুটবল থেকে অবসর নিবে সেদিন ফুটবল বিশ্বে কি অবস্থা হবে সেটা এখনি কেউ ভাবনাতে না আনলেও আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি টেনে এনেছেন রজার ফেদেরারের উদাহরণ।

আর্জেন্টাইন এই কোচের মতে ফেদেরারের মত লিওনেল মেসির বিদায়েও কাঁদবে বিশ্ব। এইতো ক’দিন আগেই টেনিসকে বিদায় বলে দিয়েছেন রজার ফেদেরার। ২৫ বছরের ক্যারিয়ারের বিদায় নাড়া দিয়েছে পুরো বিশ্বে। ফেদেরারের বিদায় কাঁদিয়েছে প্রতিপক্ষকে, কাঁদিয়েছে সমর্থককে।

আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি’ও মনে করেন, মেসির বিদায়েও এমন পরিস্থিতি তৈরি হবে। তার বিদায়ে কাঁদবে বিশ্ব। জ্যামাইকাকে ৩-০ গোলে হারায় আর্জেন্টিনা। বদলি নেমে জোড়া গোল করেন লিওনেল মেসি। এই ম্যাচ শেষেই মেসিকে নিয়ে কথা বলেছেন স্কালোনি।

খেলোয়াড়ি জীবনেও লিওনেল মেসির সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করার অভিজ্ঞতা হয়েছে স্কালোনির। আর এখন সেই মেসিকেই কোচিং করাচ্ছেন তিনি। মেসিকে তাই শুধু উপভোগ করতে বললেন আর্জেন্টিনা কোচ,’আমরা তাকে উপভোগ করি। দেশের সবাই তার খেলা উপভোগ করে।

তাকে আমি ট্রেনিং করালেও আমি যদি একজন সমর্থক হতাম তাহলে টিকিট কেটে তার খেলা দেখতাম, তার জার্সি কিনতাম। আসলে লিওনেল মেসি বারবার আসে না। দিয়েগো মারাদোনার পর এরকম একজন ফুটবলার পাওয়া আর্জেন্টিনার কাছে ভাগ্যের ব্যাপার ছিল। কোচ হিসেবে স্কালোনি আশাবাদী কাতার বিশ্বকাপে ভাল ফল করবে আর্জেন্টিনা।

এদিকে আর্জেন্টিনা ফুটবল দল ঠিক করেছে দিয়েগো মারাদোনার প্রতি শ্রদ্ধা জানাতে বিশ্বকাপের প্রতিটি ম্যাচে তার ছবি পকেটে রাখা হবে ফুটবলারদের। কিংবদন্তি ফুটবলারের মৃত্যুর পর আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপ এটা।

মাঠে ঢুকে সোজা পায়ে ঝাঁপিয়ে পড়লেন ভক্ত ! পুলিশের মার থেকে বাঁচালেন মেসি

আর্জেন্টিনা – ৩
( অ্যালভারেজ, মেসি -২)

জামাইকা – ০

#নিউইয়র্ক: বিশ্বকাপ যত এগিয়ে আসছে, ততই যেন নিজের চূড়ান্ত ফর্মে পৌঁছছেন লিওনেল মেসি। সারা বিশ্বে তার সমর্থকদের জন্য যেটা বিরাট সুখের খবর। ফিফা আন্তর্জাতিক বিরতির দুই ম্যাচেই জোড়া গোল করলেন আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি। গত বৃহস্পতিবার হন্ডুরাসের পর আজ জ্যামাইকার বিপক্ষে ম্যাচেও দুবার বল জালে জড়ালেন সাতবারের ব্যালন ডি অর জয়ী তারকা ফুটবলার।

মেসির জোড়া গোলে জ্যামাইকার বিপক্ষেও ৩-০ গোলের জয় পেয়েছে আর্জেন্টিনা। এ নিয়ে আন্তর্জাতিক ফুটবলে মেসির গোলসংখ্যা বেড়ে দাঁড়াল ৯০-এ। দলের হয়ে অন্য গোলটি করেছেন মেসির জায়গায় ম্যাচের শুরু থেকে খেলতে নামা হুলিয়ান আলভারেজ। এই নিয়ে টানা ৩৫ ম্যাচ অপরাজিত থাকল লিওনেল স্কালোনির দল।

আগামী নভেম্বরে বিশ্বকাপ শুরুর আগে আবুধাবিতে আরব আমিরাতের বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। সেটি জিতলে টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকার সুখস্মৃতি নিয়েই বিশ্বকাপ শুরু করতে পারবেন মেসিরা। ফ্লু-তে আক্রান্ত হয়ে খানিক অসুস্থতা থাকায় জ্যামাইকার বিপক্ষে ম্যাচে শুরুর একাদশে মেসিকে রাখেননি আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।

তার জায়গায় শুরু থেকে নামেন হুলিয়ান আলভারেজ। যিনি নিজের সামর্থ্যের প্রমাণ দিতে সময়ে নিয়েছেন মাত্র ১৩ মিনিট। আরেক ফরোয়ার্ড লাউতারো মার্টিনেজের অ্যাসিস্টে দলকে এগিয়ে দেন আলভারেজ। তবে শুরুতে এগিয়ে যাওয়ার পর আর গোলের দেখা পাচ্ছিল না আর্জেন্টিনা।

ম্যাচের প্রথমার্ধে হয়নি আর কোনো গোল। দ্বিতীয়ার্ধেও ৮৫ মিনিট পর্যন্ত স্কোরলাইনে আসেনি কোনো পরিবর্তন। যুক্তরাষ্ট্রের মিয়ামির দর্শকদের আনন্দে ভাসিয়ে ৫৬ মিনিটের সময় মেসিকে নামান আর্জেন্টাইন কোচ। বাকি ৩৫ মিনিটে কখনও ঢিমেতালে, কখনও আবার জাদুকরী কারিশমায় সবাইকে উদ্বেলিত করেন মেসি।

তবে তার শুরুটা ছিল রয়েসয়ে, ধীরভাবে। প্রথম কয়েক মিনিট তেমন বলের ছোঁয়াও পাননি। ম্যাচের শেষ বাঁশি বাজার মাত্র চার মিনিট বাকি থাকতে জিওভানি লো সেলসোর পাস ধরে ডি-বক্সের ঠিক বাইরে থেকে বাম পায়ের শটে জালের ঠিকানা খুঁজে নেন মেসি।

এসময় তাকে জড়িয়ে ধরতে, গায়ে অটোগ্রাফ নিতে গ্যালারি থেকে ছুটে আসেন এক দর্শক। দলকে ২-০ গোলে এগিয়ে দেওয়ার পরেও থামেননি মেসি। এবার ৮৯ মিনিটে প্রায় একই জায়গায় ফ্রি-কিক পেয়ে যায় আর্জেন্টিনা। বুদ্ধিদীপ্ত ফ্রি-কিকে মাটি কামড়ানো শটে ডানদিক দিয়ে বল জালে জড়ান সময়ের অন্যতম সেরা এই ফুটবলার। জাতীয় দলের হয়ে এটি তার ৯০তম গোল।

কাতার বিশ্বকাপ যেন হাতে উঠতে চলেছে মেসির! ভয়ঙ্কর ফর্মে আর্জেন্টাইন সুপারস্টার

আর্জেন্টিনা – ৩
( মেসি -২, মার্টিনেজ)

হন্ডুরাস -০

নিউইয়র্ক: এশিয়ার মাটিতে কাতারে শেষ বিশ্বকাপ খেলতে নামছেন লিওনেল মেসি। তাই এবার তার কাছে শেষ সুযোগ চ্যাম্পিয়ন হয়ে স্বপ্ন পূর্ণ করার। কিন্তু স্বপ্ন পূরণ হবে কিনা তার উত্তর দেবে সময়। অবশ্য বিশ্বকাপের আগে দারুণ ছন্দে আর্জেন্টিনা। বেগুনি রংয়ের নতুন বিশ্বকাপ জার্সি গায়ে চড়িয়ে দারুণ এক জয় তুলে নিল আর্জেন্টিনা। অধিনায়ক লিওনেল মেসি করলেন জোড়া গোল। পাত্তাই পেল না হন্ডুরাস।

আরও পড়ুন – নাক ফেটে গলগল করে রক্ত! তাতেও পর্তুগালের বিশাল জয় নায়ক সেই রোনাল্ডো

টানা ৩৪ ম্যাচ অপরাজিত রইল আলবিসেলেস্তেরা। মায়ামির হার্ড রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় শনিবার সকালে প্রীতি ম্যাচে হন্ডুরাসকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। লাউতারো মার্টিনেসের গোলে দল এগিয়ে যাওয়ার পর দুবার জালে বল পাঠান মেসি। দাপট দেখিয়ে খেলা ম্যাচে ৬৮ ভাগ বল দখলে রেখে মোট ১৭টি শট নেয় লিওনেল স্কালোনির দল, যার মধ্যে ৮টি ছিল লক্ষ্যে।

অন্যদিকে ২ শট নিলেও একটিতেও আর্জেন্টিনাকে চ্যালেঞ্জ জানাতে পারেনি হন্ডুরাস। ম্যাচের শুরু থেকেই স্বপ্রতিভ ছিলেন মেসি। ১৬ মিনিটে তার পাস থেকেই বল পান পাপু গোমেজ। তিনি সেটা লাউতারো মার্টিনেজকে দিলে গোল তুলে নিতে ভুল করেননি আর্জেন্টাইন স্ট্রাইকার। ৩৯ মিনিটে মেসিকে শক্ত ফাউল করে হলুদ কার্ড দেখেন হন্ডুরাসের ডেয়াবি ফ্লোরেস।

ওই ফাউলকে কেন্দ্র করে আর্জেন্টাইন সতীর্থরা হন্ডুরাসের খেলোয়াড়দের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন। যদিও পরিস্থিতি শান্ত হলে মাঠে রয়ে যান মেসি। প্রথমার্ধের যোগ করা সময়ে আরও একবার ফাউলের শিকার হয় আর্জেন্টিনা। এবার হন্ডুরাসের মার্সেলো সান্তোস বিপজ্জনক জায়গায় ফেলে দেন জিওভানি লো সেলসোকে। নিখুঁত স্পট কিকে ব্যবধান দ্বিগুণ করেন মেসি।

দ্বিতীয়ার্ধেও দাপট অব্যাহত রাখে আর্জেন্টিনা। ৬৯ মিনিটে ব্যবধান ৩-০ করেন মেসি। এনসো ফের্নান্দেসের চাপের মুখে বল হারিয়ে ফেলেন হন্ডুরাসের কেরভিন। আলগা বল পেয়ে ২৫ গজ দূর থেকে স্কুপ শট নেন মেসি, আগুয়ান গোলরক্ষকের ওপর দিয়ে তা খুঁজে নেয় ঠিকানা।

আন্তর্জাতিক ফুটবলে এটি ছিল মেসির ৮৮তম গোল। ৮৪ মিনিটে হ্যাটট্রিকও পেয়ে যেতে পারতেন পিএসজি সুপারস্টার। কিন্তু ছয় গজ বক্সের বাইরে থেকে তার লাফিয়ে নেওয়া শট ক্রসবারের ওপর দিয়ে যায়। শেষ পর্যন্ত ৩-০ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

তিনদিন পর আরেকটি প্রীতি ম্যাচে মাঠে নামবে লিওনেল মেসির দল। নিউ জার্সিতে মঙ্গলবার সেই ম্যাচে আর্জেন্টাইনদের প্রতিপক্ষ জ্যামাইকা। লিওনেল মেসি যেন বুঝিয়ে দিচ্ছেন এবারের কাতার বিশ্বকাপ তার হাতেই উঠতে চলেছে।

রোনাল্ডোর রেকর্ড ভাঙলেন দুরন্ত মেসি, চ্যাম্পিয়ন্স লিগে পিএসজির বড় জয়

ম্যাকাবি হাইফা -১
(চেরি )

পিএসজি – ৩
( মেসি, এমব্যপে, নেইমার )

#প্যারিস: মেসি-নেইমার-এমবাপে; আক্রমণভাগে যাদের এমন তিন ফুটবলার আছে, তাদের আর দুশ্চিন্তা কী! তবে ইসরাইলের মাঠে খেলতে গিয়ে দুশ্চিন্তায় পড়ে গিয়েছিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। চ্যাম্পিয়নস লিগের লড়াইয়ে বুধবার রাতে শুরুতে পিছিয়ে পড়েছিল ক্রিস্টোফে গাল্টিয়ের দল। সেখান থেকে ওই তারকাত্রয়ীই এনে দিয়েছেন বড় জয়।

‘এইচ’ গ্রুপের ম্যাচে ইসরাইলের ক্লাব ম্যাকাবি হাইফাকে ৩-১ গোলে হারিয়েছে পিএসজি। জারুন শিরির গোলে পিছিয়ে পড়ার পর মেসির রেকর্ড গড়া গোলে সমতা ফেরায় পিএসজি। পরে আর্জেন্টাইন খুদেরাজের পাস থেকেই এমবাপের গোলে এগিয়ে যায় দলটি। শেষ দিকে জালের দেখা পান নেইমারও।

Lionel Messi scores brilliant goal and breaks Ronaldo record for PSG in ম্যাচে বলতে গেলে সমান তালে লড়েছে হাইফা। ৪৪ শতাংশ বল দখলে রেখে গোলের জন্য ১৩টি শট নেয় স্বাগতিকরা, যার পাঁচটি ছিল লক্ষ্যে। অন্যদিকে পিএসজির ১৬ শটের ছয়টি ছিল লক্ষ্যে, এর তিনটিতে হয়েছে গোল। আক্রমণ-পাল্টা আক্রমণে জমে উঠা ম্যাচে ২৪ মিনিটে এগিয়ে যায় হাইফা। ডোলেভ হাজিজিয়ার দুর্দান্ত ক্রসে জারুন শিরির ভলি জড়ায় জালে (১-০)।

৩৭ মিনিটে মেসির গোলে সমতায় ফেরে পিএসজি। এমবাপের পাস হাইফার ডিফেন্ডার ডিলান বাতুবিনসিকার পায়ে লেগে যায় মেসির কাছে। বাঁ পায়ের আড়াআড়ি শটে জাল কাঁপান রেকর্ড সাতবারের ব্যালন ডি’ অর জয়ী তারকা (১-১)। চ্যাম্পিয়ন্স লিগে এটি মেসির ১২৬তম গোল। সঙ্গে ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে গোল করলেন টানা

১৮ আসরে এবং গড়লেন ৩৯টি ভিন্ন দলের বিপক্ষে গোলের রেকর্ড। বিরতির পর আক্রমণের ধার বাড়ায় পিএসজি। যার সুফল মেলে ৬৮তম মিনিটে। দুর্দান্ত এক পাসে এমবাপেকে খুঁজে নেন মেসি। প্রথম স্পর্শে দূরের পোস্ট ঘেঁষে বল ঠিকানায় পাঠান ফরাসি ফরোয়ার্ড (২-১)। সমতায় ফিরতে মরিয়া হাইফার কফিনে শেষ পেরেকটি ঠুকেন নেইমার।

৮৮তম মিনিটে ভেরাত্তির উঁচু করে বাড়ানো বল পেয়ে দূরের পোস্ট দিয়ে জালে পাঠান ব্রাজিলিয়ান সুপারস্টার (৩-১)। বড় জয় নিয়েই মাঠ ছাড়ে পিএসজি। গ্রুপের অন্য ম্যাচে ঘুরে দাঁড়িয়ে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসকে ২-১ গোলে হারিয়েছে পর্তুগিজ দল বেনফিকা। পিএসজি জার্সিতে মেসি অসাধারণ ফুটবল খেলেছেন।

নিজে যেমন গোল করেছেন, তেমন বাকিদের দিয়ে করিয়েছেন। বয়স যতই বাড়ুক, আর্জেন্টাইন মহাতারকার ঝলকানি যে বিন্দুমাত্র কমেনি সেটা আবার প্রমাণিত। এদিন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর একটি রেকর্ড ভেঙে দিলেন মেসি। ইউরোপিয়ান ফুটবলে সবচেয়ে বেশি প্রতিপক্ষর বিরুদ্ধে গোল করার রেকর্ড ছিল পর্তুগিজ তারকার। সেটা ছাপিয়ে গেলেন মেসি।

Lionel Messi : বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা, নায়ক হবেন মেসি! ভবিষ্যৎবাণী জার্মান কিংবদন্তির

#দোহা: কয়েকদিন আগেই প্রাক্তন আর্জেন্টিনার কিংবদন্তি গাবরিয়েল বাতিস্তুতা জানিয়েছিলেন কাতার বিশ্বকাপে লিওনেল মেসির সামনে বড় সুযোগ রয়েছে চ্যাম্পিয়ন হওয়ার। এবার একই কথা শোনা গেল এক জার্মান কিংবদন্তি ফুটবলারের মুখে। যুর্গেন ক্লিনসম্যান মনে করেন দোহাতে বিশ্বকাপ ফাইনালে আর কেউ নন, ট্রফি তুলবেন লিওনেল মেসি।

আরও পড়ুন – Manchester United : রোনাল্ডোকে বসিয়ে রেখে লিভারপুলের বিরুদ্ধে দুরন্ত জয় ম্যান ইউনাইটেডের

তৃতীয়বার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা। ১৯৯০ জার্মানির বিশ্বকাপ জয়ের নায়ক মনে করেন ১৯৮৬ সালের পর থেকে অন্তত দুবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়া উচিত ছিল আর্জেন্টিনার। এরমধ্যে ১৯৯০ এবং ২০১৪ ফাইনালে পৌঁছেও হেরে গিয়েছিল তারা। দুবারই বিপক্ষে ছিল জার্মানি। কিন্তু অনেকদিন পর এই আর্জেন্টিনা দলটা একটা ইউনিট হিসেবে খেলছে।

কোচ স্কালোনি বুদ্ধি করে দলটাকে তৈরি করেছেন। এমন কিছু ফুটবলার আছে যারা মেসিকে সঠিক জায়গায় বল দিতে পারেন, আবার রিটার্ন বল কাজে লাগিয়ে গোল করতে পারেন। ডি মারিয়া, লো সেলসো, মার্টিনেজ, দি পল – এই কাজটা কোপা আমেরিকায় করে দেখিয়েছেন। ২৮ বছর পর লাতিন আমেরিকার সেরা হয়েছে আর্জেন্টিনা। সেটাও টিম গেম খেলে।

ক্লিনসম্যান বিশ্বাস করেন লিওনেল মেসির মতো ফুটবলার যদি আন্তর্জাতিক ক্যারিয়ার অন্তত একটা বিশ্বকাপ না জিতে শেষ করেন, সেটা তার পক্ষে সঠিক বিচার নয়। কারণ মেসি ১০০ বছরে একটা আসে। মারাদোনার থেকে লিওনেল মেসিকে সামান্য পিছিয়ে রাখতে চান জার্মান কিংবদন্তি।

তবে জার্মানি এবার চ্যাম্পিয়ন হতে পারবে না, এ বিষয়ে সন্দেহ নেই প্রাক্তন স্ট্রাইকারের। আর্জেন্টিনার পর চ্যাম্পিয়ন হওয়ার ব্যাপারে নেইমারের ব্রাজিলকেই দ্বিতীয় ফেভারিট হিসেবে দেখছেন ক্লিনসম্যান।

দীর্ঘদিন পর ইউরোপিয়ান দলের থেকে বিশ্বকাপে ব্রাজিল এবং আর্জেন্টিনা ফেভারিট হিসেবে নামছে জানিয়ে দিয়েছেন তিনি। তাছাড়া এটাই সম্ভবত হতে চলেছে মেসির শেষ বিশ্বকাপ। তাই পুরো আর্জেন্টিনা দল মরিয়া হয়ে থাকবে শুধু মেসির জন্য নিজেদের সবকিছু উজাড় করে দিতে।