Tag Archives: Lionel Messi

Copa America: Lionel Messi-র দুর্দান্ত ফ্রি কিক, তবুও Argentina vs Chile ম্যাচ ড্র

আর্জেন্টিনা বনাম চিলি (১-১)

#সাওপাওলো: আর্জেন্টিনা লড়ল, গোল করল তবুও কোপা অভিযান জয় দিয়ে শুরু করতে পারল না৷ নিকোলাস গঞ্জালেস শুরুতেই আক্রমণ শানিয়ে প্রায় গোলে বল ঢুকিয়ে দিয়েছিলেন কিন্তু তাঁর হেড চিলির গোলরক্ষক বাঁচিয়ে দেন , সেরকমটাই মিস ম্যাচের সিগনেচার হবে কেউ ভাবেনি৷ কারণ এদিন কোপা আমেরিকায় চিলির বিরুদ্ধে ম্যাচ শেষ হল ১-১৷

এদিন নীল -সাদা ব্রিগেডকে এগিয়ে দেন লিওনেল মেসি৷ এদিন মেসি যে ফ্রি কিকটা মারেন সেটা এক কথায় অবিশ্বাস্য৷ মেসির সেই দুরন্ত ফ্রি কিক আটাকানোর সাধ্য ছিল না চিলির গোলরক্ষকের৷ ফলে ১-০ গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা৷ দেখে নিন সেই অবিশ্বাস্য গোলের ভিডিও৷

 

এদিনের গোল ছাড়াও মেসি আরও একটি গোলের সুযোগ তৈরি করে দিয়েছিলেন৷ তাঁর পাঠানো পেনাল্টি এরিয়ায় একটি ক্রস নিকোলাস গঞ্জালেস সেই হেডটি মিস করেন৷ স্কালোনি দলে তিনটি বদল করেন৷ যেখানে জাকুইন কোরেরিয়া নামেন নিকোলাস গঞ্জালেসের পরিবর্তে, সার্জেই অ্যাগুয়েরো নামেনলাউতারো মার্তিনেজের জায়গায়৷ আর নাহুয়েল মলিনা নামেন ইজিকুয়েল মনিতেইলের পরিবর্তে৷

এদিন খেলায় ৭ মিনিটের ইনজুরি টাইমেও দলের জন্য জয় আনতে পারেননি আর্জেন্টিনা ফুটবলাররা৷ দ্বিতীয়ার্ঝে চিলির এডুরাডো ভার্গাসের করা গোলে এদিন ১-১ ফলাফল হয় এই ম্যাচের৷

 

প্রথমার্ধে  এক গোলে এগিয়ে থাকার পাশাপাশি দুই অর্ধেই দাপট নিয়ে খেললেও দ্বিতীয়ার্ধে ব্যাপক আক্রমণ বাড়ায় চিলি৷ ঠিক এভাবেই কলম্বিয়ার বিরুদ্ধে খেলায় হয়েছিল৷ এদিকে আর্জেন্টিনার পরের ম্যাচ শুক্রবার উরুগুয়ের বিরুদ্ধে৷ এদিন দলকে তিন পয়েন্ট এনে দিতে না পারলেও মেসির ফ্রি কিক থেকে গোলে মজে ফুটবল দুনিয়া৷

নেইমার থাকছেন পিএসজি-তেই, সঙ্গে পাবেন কি মেসিকে!

#নয়াদিল্লি: বার্সেলোনা (Barcelona) ফ্যানদের আশায় জল৷ এ মরশুম তো নয়ই ২০২৫ অবধি পিএসজি-র (PSG) জার্সিতেই খেলবেন নেইমার (Neymar) ৷ এ মরশুমের ট্রান্সফার উইন্ডোর সময় জোর গুঞ্জন ছিল এবার হয়ত নিজের পুরনো দলে ফিরতে পারেন তিনি৷ ফরাসি লিগের এক নম্বর দলের সঙ্গে নিজের চুক্তি বাড়াতে আগ্রহী হয়েছেন৷ আর তারই ফলশ্রুতি হল ব্রাজিলীয় (Brazil) তারকা ক্যাটালন জায়েন্টে ফেরত না গিয়ে প্যারিস সেন্ট জার্মেইনেই খেলবেন৷

ন্যু ক্যাম্পে নেইমারের যাওয়া নিয়ে বেশ কয়েক সপ্তাহ ধরেই কথা চলছিল৷ কিন্তু নেইমার ফরাসি দলেই তাঁর ভবিষ্যত সিল করে নিলেন৷ ২৯ বছরের নেইমার যে ডিল সাইন করেছেন তাতে ২০২৫ অবধি তিনি সেখানে খেলবেন৷ ৩৩ বছর বয়স অবধি তাঁর এই জার্সিতে খেলার কথা৷

 

পিএসজি তে থাকা নেইমার যা বলেছেন, ‘‘ আমি  প্যারিস সেন্ট জার্মেইনে (Paris Saint-Germain)-র সঙ্গে নিজের সম্পর্ক জারি রাখতে পেরে খুব খুশি৷ আমি প্যারিসে ভালো আছি৷ এই দলের সঙ্গী হতে পেরে খুশি৷ আমাদের কোচ দারুণ৷ এই ক্লাবের ইতিহাসের সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে৷ এটা থেকেই আমি বিশ্বাস করি আমাদের জন্য আরও বড় প্রজেক্ট রয়েছে৷ আমি এখন একজন ব্যক্তি হিসেবে বড় হয়ে উঠতে সাহায্য করেছে৷ আমি তাই এখানে চুক্তি বাড়াতে পেরে খুশি, আশা করি আরও অনেক ট্রফি জিততে পারব৷ ’’

এদিকে পিএসজি নাকি জোরকদমে লিওনেল মেসিকে (Lionel Messi) সই করানোর চেষ্টা করছে৷ কারণ এ মরশুমে তিনি ফ্রি প্লেয়ার হচ্ছেন ৷ তবে বার্সা আশাবাদী তারা তাদের অধিনায়ককে ধরে রাখতে পারবে৷

নেইমারকে পাওয়ার জন্য এ মরশুমে বার্সা দারুণ চেষ্টা করেছিল৷ তাদের নিজেদের অ্যাটাকিং ফোর্সের নিয়মিত মেমফিস ডিপে, সার্জেই অ্যাগুয়েরো, আর্লিং হ্যালান্ডের সঙ্গে৷

গোল করেই জার্সি খুলে ফেললেন! অভিনব কায়দায় মারাদোনাকে স্যালুট মেসির

গুরু-শিষ্য, এমন ভাবেই তাঁদের চেনে গোটা বিশ্ব। আর সেই চেনাটা যে খুব একটা ভুল নয় তা প্রমাণ করলেন লিওনেল মেসি। ওসাসুনার বিরুদ্ধে বার্সা ম্যাচে তিন কাঠিতে ফুল ফুটল ঘনঘন, ফুল ফোটালেন মেসি। গুরুপ্রণামী হিসেবে যা দিলেন তার চেয়ে বেশি কিছুই বোধহয় মারাদোনাকে দেওয়ার নেই।

এদিন ওসাসুনার ম্যাচে যেন গোলের সংকল্প নিয়েই নেমেছিলেন মেসি। গোটা ম্যাচ জুড়ে বল সাজিয়ে গেলেন ঠিক যেমনটা করতেন ১০ নং জার্সি গায়ে খেলা কিংবদন্তি। খেললেন উঠে-নেমে, সারা মাঠ জুড়ে। প্রথম গোলটা আসে মার্টিন ব্রাথওয়েটের পা থেকে ২৯মিনিটের মাথয়। ৪২ মিনিট নাগাদ ডি বস্কসের বাইরে থেকে জালে হল ঢোকান আঁতোয়ান গ্রিজম্যান।৫৭ মিনিটের মাথায় গোল আসে কুতিনিওর পা থেকে। দাপটের সঙ্গে খেললেও গোল পাচ্ছিলেন না মেসি। অবশেষে আসে মহেন্দ্রক্ষণ।

৭৩ মিনিটের মাথায় পা বল পেয়ে বক্সে ডিফেন্ডারদের কাটিয়ে মেসি যে শটটা নেন, তাঁকে নয়নাভিরাম বললেও কম বলা হয়। সঙ্গে সঙ্গে জার্সি খুলে ফেলেন মেসি। দু হাত তুলে গোল উৎসর্গ করেন ফুটবলের রাজপুত্রকে। যেন বললেন, এই ১০ নম্বরের সবচেয়ে বড় হকদার তুমি ছিলে আছো, থাকবে, প্রিয় মারাদোনা। ১০ নম্বর জার্সি খোলাটা নিছকই জার্সি খোলা নয়, রয়েছে অন্য গল্পও। তলায় যে ইয়ামাহার ইনারটি পরেছিলেন মেসি, হুবহু সেই জার্সি গায়ে একসময়ে খেলেছেন  মারাদোনা নিউওয়েলস ওল্ড বয়ের হয়ে। মেসি যেন বুঝিয়ে দিলেন, মারাদোনার পথই তাঁর পাথেয়।

মাঠে নিয়ম ভাঙার জন্য রেফারি হলুদ কার্ড দেখান। কিন্তু ফুটবল মাঠে ততক্ষণে তৈরি হচ্ছে বিশ্বের তাবড় সংবাদমাধ্যমের হেডলাইন। তৈরি হয়েছে এক অতিলৌকিক কবিতা। ওপারে যখন মারাদোনা, হলুদ কার্ড বড় ফিকে।

বার্সা ছাড়তে চান লিওনেল মেসি, ‘প্রস্তাব’ দিল কেকেআর

#কলকাতা: বার্সেলোনা ছাড়তে চান লিওনেল মেসি৷ এই খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ফুটবল প্রেমীদের আগ্রহের বিষয় একটিই৷ শেষ পর্যন্ত সত্যিই মেসি বার্সার সঙ্গে সম্পর্ক ছিন্ন করলে কোন ক্লাবে যাবেন? আর বিশ্ব ফুটবলের প্রথম সারিতে থাকা তাবড় ক্লাবগুলি যে ফুটবলের রাজপুত্রকে পেতে ঝাঁপাবে, তা বলার অপেক্ষা রাখে না৷ তাই বলে মেসিকে দলে টানতে আগ্রহী কেকেআর?

হ্যাঁ, ট্যুইটারে বার্সা তারকাকে তাদের বেগুনি-সোনালি জার্সি পরার প্রস্তাব দিল কলকাতা নাইট রাইডার্স৷ তবে গোটা বিষয়টিই করা হয়েছে মজা করে৷ এমন কি, নাইট রাইডার্সের জার্সি পরিহিত মেসির কাল্পনিক ছবিও পোস্ট করেছে কেকেআর৷

কেকেআর-এর এই ট্যুইটে সমর্থকরা তো বটেই, দলের ক্রিকেটাররাও বেশ মজা পেয়েছেন৷ দলের অন্যতম তারকা কুলদীপ যাদব কেকেআর ট্যুইটের জবাবে লিখেছেন, ‘২২০ মিলিয়ন ডলার নিয়ে তৈরি থাকো৷’

তবে সবাই যে বিষয়টিতে মজা পেয়েছেন এমনও নয়৷ একজন যেমন লিখেছেন,  অনেক হতাশা এবং অভিমান নিয়েই বার্সার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করতে চাইছেন মেসি৷ ফলে বিষয়টি নিয়ে এই ধরনের মজা করা উচিত নয়৷

শেষ পর্যন্ত আইনি জটিলতা কাটিয়ে মেসি বার্সা ছাড়তে পারেন কি না, তা সময়ই বলবে৷ কারণ, এখনও পর্যন্ত যা খবর তাতে মেসি দল ছাড়তে চাইলেও বার্সা কর্তৃপক্ষ এত সহজে তাঁকে ছাড়তে নারাজ৷ মেসিকে ধরে রাখতে নাকি তারা প্রয়োজনে আইনি লড়াইও করবে৷ তবে মেসি বার্সা ছাড়লে ইংল্যান্ডের ম্যাঞ্চেস্টার সিটি তাঁকে কেনার দৌড়ে সবথেকে এগিয়ে রয়েছে বলে শোনা যাচ্ছে৷ এছাড়াও ফ্রান্সের পিএসজি এবং ইটালির ইন্টার মিলানও নাকি মেসিকে পেতে আগ্রহী৷