Tag Archives: Local

The Night Is Ours: রাতের রাস্তা দখলে রাজপথে নামছে রাজ্যের মেয়েরা! নিরাপত্তায় তৈরি থাকছে পুলিশ

উওর ২৪ পরগনা: এমন প্রতিবাদ এর আগে হয়তো দেখেনি কেউ। মহিলাদের উপর নৃশংস অত্যাচার, খুন ও ধর্ষণের মতো ঘটনা অতীতে ঘটলেও, আরজি কর-কাণ্ড যেন টলিয়ে দিয়েছে নারীর স্বাধীনতা ও নিরাপত্তার ভিতকে। আর তাই এরই প্রতিবাদে ইতিহাসের সাক্ষী হতে চলেছে গোটা রাজ্য। রাতের রাস্তার দখল নেবে মহিলারা! সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে বিভিন্ন জায়গায় মহিলাদের জমায়েতের আহবানের পোস্ট। স্বাধীনতা দিবসের ঠিক আগের রাতে আর জি কর কাণ্ডের  প্রতিবাদে পাশাপাশি প্রিন্সিপালের করা মন্তব্যের প্রতিবাদে এদিন রাতে রাস্তায় নামবেন সমাজের বিভিন্ন স্তরের মহিলারা।

লিঙ্গ বৈষম্য ও নিজেদের স্বাধীনতার অধিকারের পাশাপাশি নিরাপত্তার দাবি ছিনিয়ে নিতেই প্রায় কয়েক হাজার মহিলারা এদিন একসঙ্গে রাত জাগবেন রাজপথে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে রাজ্যের নানা প্রান্তের নির্দিষ্ট একটি স্থান। সেখানেই মহিলারা জমায়েত হয়ে প্লাকার্ড হাতে, স্লোগানে মুখরিত করে তুলবেন রাতের রাস্তা। রাস্তার দখল নিয়ে কলরবে মেতে উঠবে নারী শক্তি। একজন পুরুষের পাশাপাশি সমাজে মহিলাদেরও যে সমান অধিকার রয়েছে মূলত সেই বিষয়টি তুলে ধরতে এই রাতের রাস্তা দখলের ডাক। তবে এদিন নানা প্রান্তে মহিলারা এভাবে একত্রিত হলেও, নিরাপত্তা নিয়ে কিন্তু উঠে যাচ্ছে বড় প্রশ্ন চিহ্ন।

আরও পড়ুনCBI reaches RG Kar hospital: আরজি করে পৌঁছেই সোজা চারতলার সেমিনার রুমে সিবিআই-এর তদন্তকারীরা, সঙ্গে ফরেন্সিক দল

ইতিমধ্যেই এই জমায়েতের আহ্বান জানিয়ে সোশ্যাল মিডিয়ার পাশাপাশি বিভিন্ন এলাকায় চলছে মাইকিং প্রচার। আর এই প্রতিবাদ মিছিলে অংশ নিতে মহিলারা নানা প্রান্ত থেকেই আসবেন। কেউ শঙ্খ ধ্বনি দিয়ে কেউ কালো পোশাক পড়ে কোথাও আবার মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে জানানো হবে প্রতিবাদ। ফলে একসঙ্গে কয়েক হাজার মহিলাদের নিরাপত্তা দিতে কতটা সক্ষম হবে জেলা প্রশাসন!

যবারাসাত জেলা পুলিশ সুপারের তরফ থেকে জানানো হয়েছে পর্যাপ্ত পরিমাণ পুলিশ মোতায়েন থাকবে স্থানীয় থানা গুলির তরফে। নিরাপত্তা দেওয়া হবে মহিলাদের। রাতের রাস্তায় চলাফেরা করার সময় বহু ক্ষেত্রে মহিলাদের নানা সমস্যার সম্মুখীন হতে হয়। কখনও কটুক্তি, কখনও শারীরিক নির্যাতন । এই সমাজে মহিলাদেরও যে সমান অধিকার রয়েছে তা জনসমক্ষে ফুটিয়ে তুলতে, রাজ্যের নানা প্রান্তের পাশাপাশি মধ্যমগ্রাম, বারাসাত, হাবরা, অশোকনগর, বনগাঁ, ব্যারাকপুর, ডানলপ, নৈহাটি সহ আরও বিভিন্ন জায়গা থেকে সোশ্যাল মিডিয়ায় মহিলাদের আহ্বান জানানো হয়েছে।

ইতিমধ্যে বাংলা চলচ্চিত্রের খ্যাতনামা অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায় সহ বহু বিশিষ্ট ব্যক্তিরা নারীদের অধিকারের লক্ষ্যে এই দিনের এই প্রতিবাদ জমায়েতকে সমর্থন করেছেন। তবে এই একটা দিনই নয় প্রতিবাদে কি আদৌ বদলাবে নারীদের প্রতি সমাজের দৃষ্টিভঙ্গি! কমবে কি কটুক্তি শ্লীলতাহানি ধর্ষণের মতো ঘটনা? আগামী দিনে সময়ই যার উত্তর দেবে। তবে আজ রাত রাজ্য থাকবে মহিলাদের দখলেই বলে মনে করা হচ্ছে।

Rudra Narayan Roy

Hooghly School Collapse: অল্পের জন্য প্রাণে বাঁচল ছাত্রীরা, ভেঙে পড়ল শতাব্দি প্রাচীন স্কুলের একাংশ! শ্রীরামপুরে চাঞ্চল্য

হুগলি: হুড়মুড় করে ভেঙে পড়ল শ্রীরামপুরের শতাব্দী প্রাচীন ঐতিহ্যের হান্না হাউস। অল্পের জন্য রক্ষা শ্রীরামপুর মিশন গার্লস হাইস্কুলের পড়ুয়াদের। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেল চারটে নাগাদ শ্রীরামপুর মিশন গার্লস স্কুলে। ঘটনায় আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন ছাত্রী। আহত অসুস্থ ছাত্রীরা ভর্তি শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে।

ইতিহাস বলছে হান্না মার্শম্যান ভারতে আসা প্রথম মিশনারি মহিলা। ১৮০০ সাল থেকেই তিনি শ্রীরামপুরে মেয়েদের শিক্ষাপ্রসারে উদ্যোগী হন। ১৮১৮ সালে ভবনটি তাঁর হাত ধরে তৈরি হয় শ্রীরামপুর মিশন বালিকা বিদ্যালয় হিসাবে। ভারত তথা এশিয়ার অন্যতম প্রাচীন বালিকা বিদ্যালয় গুলির মধ্যে এটি একটি। মেয়েদের শিক্ষাপ্রসারে হান্নার ভূমিকা অনস্বীকার্য। হান্নার স্বামী ছিলেন শ্রীরামপুর কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা জেশুয়া মার্শম্যান।

আরও পড়ুনAyush Herbal Garden: সরকারি দফতরে কবিতার ছড়াছড়ি! আসল কারণ জানলে অবাক হবেন

সেই বিদ্যালয়ের পুরোনো ভবন প্রায় ধ্বংস প্রাপ্ত হয়েছিল অনেকদিন আগেই। দাবি উঠছিল শ্রীরামপুরে ডেনিসদের অন্যান্য স্থাপত্য অবিকল রেখে সংস্কার করা হোক। শ্রীরামপুর পুরসভার ডিপিআর তৈরি করে পূর্ত দফতরকে পাঠানো হবে বলে জানান শ্রীরামপুর পুরসভার পুর পারিষদ সন্তোষ সিং। সেই হেরিটেজ হান্না হাউসের অবশিষ্টাংশ ভেঙে পরে এদিন বিকালে।তখন স্কুলের মাঠে মেয়েদের নৃত্য অনুশীলন চলছিল। স্বাধীনতা দিবসের অনুষ্ঠানের জন্য।হান্না হাউসের পাশেই রয়েছে প্রাথমিক বিভাগ।

সোমবার তিনটে নাগাদ সেই স্কুল ছুটি হয়ে যায়। স্কুল চালকালীন এই দুর্ঘটনা হলে বড় বিপদ হতে পারত বলে জানান স্কুলের প্রধান শিক্ষিকা সোনালী চক্রবর্তী। তিনি জানান, তখন মেয়েদের নৃত্য অনুশীলন চলছিল।হুড়মুড় করে ভেঙে পড়ে হান্না হাউসের একাংশ।ধুলো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা।এর মধ্যেই কয়েকজন ছাত্রী অসুস্থ বোধ করে।একজনের শ্বাসকষ্ট শুরু হলে তাকে নিয়ে যেতে হয়। এই বিষয়ে পুরোপ্রধান সন্তোষ সিং বলেন,হান্না হাউজ একটা হেরিটেজ বিল্ডিং তাকে রক্ষা করার জন্য চেষ্টা করা হচ্ছে। টিন দিয়ে ওই এলাকা ঘিরে দেব যাতে পড়ুয়ারদের কোন অসুবিধা না হয়।

রাহী হালদার