Tag Archives: love letter

Love Letter: প্রেমিকাকে ভুলতে গিয়ে বিশ্ব রেকর্ড! গল্প শুনলে অবাক হবেন

প্রেমিকাকে ভোলার জন্য নিয়েছিলেন অভিনব পন্থা। আর সেই চেষ্টাতেই অনুপম বাবু অবাক করেছিলেন দেশের মানুষকে। প্রেমিকাকে চিষ্টি লিখতে লিখতে লিখে ফেলেছেন বিশাল চিঠি৷ যা গড়েছে বিশ্ব রেকর্ড৷

Love Letter World Record: বিশ্বের সবচেয়ে ‘বড়’ প্রেমপত্র, ৪ মাস ধরে লিখেছিলেন অনুপম! এই বিশ্বরেকর্ডের কারণ জানলে চমকে যাবেন

আসানসোল : যুক্ত ছিলেন সাংবাদিকতায়। হাতের লেখা ছিল অসামান্য। জীবন চলছিল নিজের ছন্দে। কিন্তু হঠাৎ ছন্দপতন। জীবনের প্রিয় মানুষটির ছেড়ে চলে যাওয়া। প্রেমিকাকে ভুলতে গিয়ে অবসাদের ধাক্কা। তবে সেই শোক কাটিয়ে উঠতে হাতিয়ার করেছিলেন নিজের পেনকেই। প্রেমিকাকে ভুলতে গিয়ে শুরু করেছিলেন চিঠি লেখা। প্রেমিকাকে ভোলার চেষ্টায় তৈরি করে ফেলেছিলেন বিশ্ব রেকর্ড।

আসানসোলের বার্নপুর রোড এলাকার বাসিন্দা অনুপম ঘোষাল। বর্তমানে তিনি অসুস্থ। এখন কোনও কাজও করতে পারেন না সেভাবে। ২০০০ সালে প্রেমিকাকে নিজের জীবন থেকে হারিয়ে ফেলেন অনুপমবাবু। তবে বর্তমান প্রেমিকদের মতো তিনি অবসাদে বিপথে চলে যাননি। প্রেমিকাকে ভোলার জন্য নিয়েছিলেন অভিনব পন্থা। আর সেই চেষ্টাতেই অনুপমবাবু অবাক করেছিলেন দেশের মানুষকে।

সেই লম্বা চিঠি
সেই লম্বা চিঠি

আরও পড়ুন: মুখ দেখলেই বোঝা যায় ডায়াবেটিস ধরেছে! দাঁতের মাড়িতে এই লক্ষণ থাকলে সাবধান হতেই হবে, জানুন

প্রেমিকাকে ভুলতে গিয়ে তিনি শুরু করেছিলেন চিঠি লেখা। চিঠিতে মনের কথা লিখতে গিয়ে তিনি বিশ্বরেকর্ড করেছেন। কারণ তিনি লিখে ফেলেছেন বিশ্বের সবথেকে বড় প্রেমের চিঠি। ৩২৭ ফুট লম্বা এই চিঠি ২০০০ সালে জানুয়ারি মাস থেকে তিনি লেখা শুরু করেন। চিঠিটি লেখা শেষ হতে হতে প্রায় চার মাস কেটে যায়। এপ্রিলের মাঝামাঝি সময়ে এই চিঠিটি লেখা শেষ হয়। যা হয়েছে একটি বিশ্বরেকর্ড। কলকাতার দুটি প্রকাশক সংস্থা এই চিঠিটি বই আকারে প্রকাশও করেছে।

আরও পড়ুন: ভাল করে চিনুন এই ‘মেডিসিন’ পাতা, নাম তোড়নি শাক; বাড়ির আশপাশের জঙ্গল থেকে তুলে এনে খেলে ওষুধের খরচ কমবেই!

কিন্তু প্রেমের এই স্মৃতি আগলে রাখতে এখন নাজেহাল অনুপমবাবু। সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে যাচ্ছে এত বড় চিঠি। ইঁদুরের দৌরাত্ম্যে চিঠির বিভিন্ন জায়গা নষ্ট হয়ে গিয়েছে। খুব দ্রুত চিঠিটি সংরক্ষণ করা না গেলে, আগামী দিনে তার আসল সংস্করণ আর খুঁজে পাওয়া যাবে না। প্রশাসনের কাছে অনুপম বাবুর আবেদন, বিশাল আকার এই চিঠির সংরক্ষণের ব্যবস্থা করা হোক। চিঠিটি বই আকারে প্রকাশিত হলেও আসল সংস্করণটি যাতে সুরক্ষিত থাকে, সেজন্যই সংরক্ষণের আবেদন তুলেছেন লেখক অনুপম ঘোষাল।

নয়ন ঘোষ

Viral: অধ্যক্ষের লেটারহেডে লাভ লেটার! কে লিখল প্রেমের চিঠি? কী লেখা তাতে?

অধ্যক্ষের লেটারহেডে লাভ লেটার! অধ্যক্ষর প্যাডে প্রেমের চিঠি প্রাক্তনীর। বর্ধমানের গুসকরা কলেজের ঘটনা। অধ্যক্ষর নাম করে প্রস্তাব গ্রহণের আবেদন। অধ্যক্ষর চিঠি ভাইরাল সোশাল মিডিয়ায়। ব্যবস্থার আশ্বাস শৃঙ্খলারক্ষা কমিটির।