Tag Archives: Maa Tara

Tarapith Mandir: তারাপীঠে তারা মা-র মন্দিরে বড়সড় রদবদল, একাধিক মন্দির এখন নতুন জায়গায়, ভক্তরা আকূল

তারাপীঠ মন্দিরে একাধিক রদবদল, বীরভূমে মা তারার দর্শনে রোজ ভিড় জমান লক্ষ-লক্ষ ভক্ত৷ কিন্তু আপনি যদি এখন যেতে চান তাহলে জেনে নিন নতুন পরিবর্তনের কথা৷
তারাপীঠ মন্দিরে একাধিক রদবদল, বীরভূমে মা তারার দর্শনে রোজ ভিড় জমান লক্ষ-লক্ষ ভক্ত৷ কিন্তু আপনি যদি এখন যেতে চান তাহলে জেনে নিন নতুন পরিবর্তনের কথা৷
বীরভূমে তারাপীঠের মা তারা মন্দির ঘুরতে আসছেন! তবে মা তারার মন্দির চত্বরের মধ্যে অবস্থিত বেশ কয়েকটি মন্দির স্থানান্তরিত করা হয়েছে।বিস্তারিত না জানলে পস্তাতে হবে।
বীরভূমে তারাপীঠের মা তারা মন্দির ঘুরতে আসছেন! তবে মা তারার মন্দির চত্বরের মধ্যে অবস্থিত বেশ কয়েকটি মন্দির স্থানান্তরিত করা হয়েছে।বিস্তারিত না জানলে পস্তাতে হবে।
অক্ষয় তৃতীয়া উপলক্ষে মন্দির সাজানো হয়েছে এবং তার পাশাপাশি যেহেতু তিনটি মন্দির স্থানান্তরিত করা হচ্ছে সেই কারণে পুরো মন্দির ফুল মালা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। নতুন মন্দিরের অভিষেক করার পর ঢাক ঢোল বাজিয়ে নতুন মন্দিরে মূর্তি স্থাপন করা হবে।
অক্ষয় তৃতীয়া উপলক্ষে মন্দির সাজানো হয়েছে এবং তার পাশাপাশি যেহেতু তিনটি মন্দির স্থানান্তরিত করা হচ্ছে সেই কারণে পুরো মন্দির ফুল মালা দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। নতুন মন্দিরের অভিষেক করার পর ঢাক ঢোল বাজিয়ে নতুন মন্দিরে মূর্তি স্থাপন করা হবে।
বীরভূমের মধ্যে অবস্থিত রয়েছে তারাপীঠ মা তারার মন্দির। আর এই মা তারার মূল গর্ভ গৃহের বাইরে অবস্থিত রয়েছে মোট তিনটি মন্দির। বামদেব মন্দির নারায়ণ মন্দির এবং হনুমান মন্দির।সেই তিনটি মন্দিরের স্থান বিশেষ কারণে পরিবর্তন করা হচ্ছে।তাই তারাপীঠ আসার আগে জেনে নিন কোথায় স্থান পরিবর্তন করা হয়েছে।
বীরভূমের মধ্যে অবস্থিত রয়েছে তারাপীঠ মা তারার মন্দির। আর এই মা তারার মূল গর্ভ গৃহের বাইরে অবস্থিত রয়েছে মোট তিনটি মন্দির। বামদেব মন্দির নারায়ণ মন্দির এবং হনুমান মন্দির।সেই তিনটি মন্দিরের স্থান বিশেষ কারণে পরিবর্তন করা হচ্ছে।তাই তারাপীঠ আসার আগে জেনে নিন কোথায় স্থান পরিবর্তন করা হয়েছে।
তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানান তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ এর তরফ থেকে তারাপীঠ মন্দিরের উন্নয়ন করা হচ্ছে।আর সেই মতই মা তারার মূল মন্দিরের পাশে অবস্থিত বামদেব নারায়ণ এবং হনুমান মন্দির সরিয়ে তার পিছনে নতুন মন্দিরে স্থানান্তরিত করা হচ্ছে।
তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানান তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদ এর তরফ থেকে তারাপীঠ মন্দিরের উন্নয়ন করা হচ্ছে।আর সেই মতই মা তারার মূল মন্দিরের পাশে অবস্থিত বামদেব নারায়ণ এবং হনুমান মন্দির সরিয়ে তার পিছনে নতুন মন্দিরে স্থানান্তরিত করা হচ্ছে।
এক কথায় তারাপীঠ মন্দিরে এক দিকে যখন অক্ষয় তৃতীয়ার জন্য ভক্ত সমাগম ঘটেছে ঠিক অন্য জায়গায় যেহেতু তিনটি মন্দির নতুনভাবে সংস্কার করা হচ্ছে, সেই কারণে ও সাজে সাজা রব তারাপীঠ মন্দিরে। তাই এবার তারাপীঠ মন্দির দর্শনে এলে নতুন মন্দিরের দেখা মিলবে।
এক কথায় তারাপীঠ মন্দিরে এক দিকে যখন অক্ষয় তৃতীয়ার জন্য ভক্ত সমাগম ঘটেছে ঠিক অন্য জায়গায় যেহেতু তিনটি মন্দির নতুনভাবে সংস্কার করা হচ্ছে, সেই কারণে ও সাজে সাজা রব তারাপীঠ মন্দিরে। তাই এবার তারাপীঠ মন্দির দর্শনে এলে নতুন মন্দিরের দেখা মিলবে।

Tarapith Tara Maa: পয়লা বৈশাখের দিনে মা তারার অপরূপ রূপ দেখুন, তারাপীঠে ভিড় গেল উপচে

বীরভূম: বাংলা নতুন বছরের প্রথম দিন মানেই বাঙালি বা ব্যবসায়ীদের কাছে এক আলাদা গুরুত্বপূর্ণ দিন।এই বিশেষ দিনে বিভিন্ন মন্দিরে ভোর থেকেই থেকেই উপচে পড়ে মানুষের ভিড়। বীরভূমের তারাপীঠ এ ও তার উল্টোটা হয় না। বছরের এই প্রথম দিন তারাপীঠ মন্দিরে মা তারার কাছে দূর-দূরান্ত থেকে হালখাতা নিয়ে পুজো দিতে হাজির হচ্ছেন ব্যবসায়ীরা। বছরের শুরুটা যাতে ভাল হয়, সে জন্য মা তারার কাছে পুজো দিয়ে শুরু করেন ব্যবসায়ীরা।

শুধু বছরে প্রথম দিন নয়, বছরের অন্যান্য দিনও হাজার হাজার কোনওকোনওদিন লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটে। নতুন বছরের প্রথম দিনও দূর-দূরান্ত থেকে হোক বা এলাকার স্থানীয় ব্যবসায়ীরা যাতে তাঁদের পুজো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারেন, তার জন্য মন্দির কমিটির পক্ষ থেকে আলাদা করে নিরাপত্তাকর্মী নিয়োগ থেকে শৃঙ্খলারক্ষা করার জন্য মন্দির চত্বরে বিশেষ ব্যবস্থা করা হয়েছে।স্থানীয় পুলিশ-প্রশাসনেরও এই দিনটির জন্য বিশেষ নজরদারি রয়েছে।

আরও পড়ুন – Rohit Sharma: হার্দিক পান্ডিয়ার মুম্বই ইন্ডিয়ান্সে এ কী হাল রোহিতের! চেন্নাই ম্যাচের আগের দিন শেষমেশ এই কাজ

তারাপীঠ মন্দির কমিটির তথা তারামাতা সেবাইত সংঘের সমিতির সহ সভাপতি ধ্রুব চট্টোপাধ্যায় বলেন, ভক্তদের নিরাপত্তা কথা মাথায় রেখে সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একদিকে যখন পুলিশের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে মন্দির কমিটির তরফ থেকে অতিরিক্ত নিরাপত্তা রক্ষী নিয়োগ করা হয়েছে। সকাল থেকে দূরদূরান্ত থেকে ব্যবসায়ীরা হালখাতা নিয়ে মা তারা কাছে পুজো দেওয়ার জন্য উপস্থিত হচ্ছেন।

বাংলা নববর্ষের এই প্রথম দিন সকাল থেকেই তীব্র তাপদাহ রয়েছে বীরভূমে। আর সেই তীব্র তাপদাহকে উপেক্ষা করেই সকাল থেকে ভক্তদের ভিড় একদম চোখে পড়ার মত। সাধারণ ভক্তদের কথা চিন্তা করে মন্দির কমিটির তরফ থেকে মন্দির চত্বরে ত্রিপল খাটিয়ে দেওয়া হয়েছে। রয়েছে পর্যন্ত জলের ব্যবস্থা।

Souvik Roy