Tag Archives: Madan Mitra

Madan Mitra on West Bengal Lok Sabha Elections 2024 Result: ‘এক্সিট পোল মিথ্যে’! বাংলায় কত পাবে তৃণমূল? যজ্ঞ করে জানিয়ে দিলেন মদন মিত্র

কলকাতা: রাত পোহালেই লোকসভা নির্বাচন ২০২৪-এর ফলাফল। তার আগেই তৃণমূলের জয়ের আশায় যজ্ঞ করলেন মদন মিত্র। ভবানীপুর যদুবাবুর বাজারে যজ্ঞ করলেন কামারহাটির তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্র। তিনি ভবানীপুরের আদি বাসিন্দা। দীর্ঘ দিন ধরে এই এলাকায় তিনি রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত।

পশ্চিমবঙ্গ নির্বাচন ফলাফল ২০২৪, লোকসভা নির্বাচন ২০২৪ রেজাল্ট

 

এদিন ভবানীপুরে সেই পুরনো মেজাজে দেখা গেল মদন মিত্রকে। সোমবার দুপুর আড়াইটে নাগাদ তিনি যজ্ঞ শুরু করেন। মদন মিত্র বলেন, “এই যজ্ঞের মাধ্যমে ভবানীপুরের তৃণমূল কর্মীরা শপথ নিচ্ছে কাল ফলপ্রকাশের আগে পর্যন্ত তাঁরা উপোস থাকবেন। শুধু মুখে চলবে জয় বাংলা স্লোগান।’’

আরও পড়ুন: জীবনের শেষ শটে ছক্কা, তারপরই মৃত্যুর কোলে ঢলে পড়লেন ক্রিকেটার! শিউরে ওঠা ভিডিও, স্তম্ভিত দেশ

এক্সিট পোল-কে বিশ্বাস করেন না মদন মিত্র। তিনি বলেন, “আগামী দিনে তিরিশটির বেশি আসনেই আমরা জয়লাভ করব। সব এক্সিট পোল মিথ্যে হয়ে যাবে।” মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিভিন্ন প্রকল্পের জয়ধ্বনি এদিন বারবার দিতে শোনা যায় মদন মিত্রকে।

নির্বাচন রেজাল্ট ২০২৪, লোকসভা নির্বাচন ২০২৪ রেজাল্ট

আরও পড়ুন: ভোটের রেজাল্ট ২৪ ঘণ্টাও বাকি নেই, হাঁসখালিতে মারাত্মক ঘটনা! ভয়ে কাঁপছে বাংলার গ্রাম

রাত পোহালেই লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশ। এক্সিট পোলে বেশির ভাগ সংবাদ মাধ্যমই বিজেপিকে বেশি আসন দিয়েছে। কম আসন দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসকে। যদিও এই সব বুথ ফেরত সমীক্ষা মানতে নারাজ তৃণমূল কংগ্রেস। কংগ্রেসের পক্ষ থেকেও খারিজ করে দেওয়া হয়েছে এক্সিট পোল। এই নিয়ে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে।

North 24 Parganas News: “কালারফুল বয়”-কে দেখতে দক্ষিণেশ্বরে অভিনেত্রী প্রার্থী সায়ন্তিকা, জানুন পুরোটা

উত্তর ২৪ পরগনা: বঙ্গ রাজনীতিতে কালারফুল বয় “ও লাভলী” খ্যাত মদন মিত্রকে বেশ দীর্ঘদিন হল প্রকাশ্যে দেখা যাচ্ছে না শারীরিক অসুস্থতার কারণে। রাজ্যে লোকসভা নির্বাচনের প্রচার ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে পাশাপাশি বরানগর বিধানসভা কেন্দ্রেও উপনির্বাচন হবে। সেই জায়গায় দাঁড়িয়ে কামারহাটির বিধায়ক মদন মিত্রের সঙ্গে দেখা করতে এলেন এ বারের উপনির্বাচনের প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়৷

মনে করা হচ্ছে, দেখতে  জনপ্রিয়তাকে কাজে লাগাতে পাশাপাশি অসুস্থ বিধায়ক মদনকে দেখতে এ দিন দক্ষিণেশ্বরের বাড়িতে গেলেন অভিনেত্রী তথা বরানগর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন ধরে অসুস্থ রয়েছেন বিধায়ক মদন মিত্র। অসুস্থ থাকার জন্য গৃহবন্দী অবস্থায় রয়েছেন তিনি। আর তাই কোন রাজনৈতিক কাজ, দলের প্রচারে দেখা যাচ্ছে না ফেমাস এই বিধায়ককে।

চিকিৎসকরা তাঁকে বিশ্রামের নির্দেশ দিয়েছেন। এ দিন সায়ন্তিকা মদন মিত্রের শরীরের খোঁজ খবর নেন, পাশাপাশি নির্বাচনে লড়াই-এর জন্য সাহস ও আশীর্বাদ চান মদন মিত্রের কাছে। মদন মিত্র সায়ন্তিকাকে জয়ের লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য সাহস যোগান। বরানগর কামারহাটি এলাকায় মদন মিত্রের আলাদা ফ্যান ফলোয়ার্স রয়েছে, ভোট বাক্সে সেই ফ্যাক্টর কাজে লাগাতেই এ দিন সায়ন্তিকার মদন দর্শন বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Rudra Nrayan Roy

Madan Mitra: চাদরে ঢাকা গোটা শরীর, বহুদিন পর প্রকাশ্যে মদন মিত্র! পাশে সুন্দরী ‘বউমা’-কে নিয়ে ছবি ভাইরাল

কলকাতা: বাংলা রাজনীতির রঙিন মানুষ। মদন মিত্র রাজনীতির ময়দানের বাইরে সোশ্যাল মিডিয়াতেও সমান জনপ্রিয়। সম্প্রতি অসুস্থ হয়ে একেবারেই ঘরবন্দি মদন মিত্র। বহুদিন পর হোলি উপলক্ষে ফেসবুকে ছবি শেয়ার করেছেন সকলের প্রিয় ‘মদনদা’। মদন মিত্র লাইভ আপাতত বন্ধ রেখেছেন তৃণমূল বিধায়ক। তবে হোলিতে সকলের খবর নিলেন তিনি।

দোলের পরদিন কপালে সবুজ আবীরের ছোঁয়া, চাদরে গোটা শরীর ঢেকে ছবি পোস্ট করেছেন মদন মিত্র। পাশে বসে রয়েছেন পাশে বসে তাঁর ছোট ছেলের স্ত্রী। নাম মেঘনা মিত্র। ছবিটি পোস্টের ক্যাপসানে মদন লিখেছেন ‘কেমন কাটল আপনাদের দোল’? মেঘনা কামারহাটি পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। মদন মিত্র তাঁর কাছে পুত্রবধূ নয়, একেবারেই নিজের মেয়ের মতো বলে দাবি করেছেন নেতা।

আরও পড়ুন: সল্টলেকে ঘরের দরজা খুলতেই রক্তের বন্যা, মাটিতে পড়ে বৃদ্ধ ডাক্তার দম্পতি! মৃত ১

সামনেই লোকসভা ভোট। কিন্তু অসুস্থতার কারণে বাড়িতেই রয়েছেন মদন মিত্র। ফলে ভোটের প্রচারে তাঁকে দেখা যাবে কি না তা নিয়ে কোনও সঙ্কেতই নেই আপাতত। গত ডিসেম্বরে জ্বর এবং শ্বাসকষ্টের সমস্যা নিয়ে এসএসকেএম হাসপাতালে ভর্তি হন। তৃণমূল বিধায়কের ঘনিষ্ঠদের সূত্রে খবর, তাঁর নিউমোনিয়া হয়েছিল। দীর্ঘদিন উডবার্ন ওয়ার্ডে ভর্তি ছিলেন মদন।

আরও পড়ুন: সকাল-বিকেল এক কাপ চা লাগেই! এক মাস টানা চা না খেলে শরীরে কী হয় জানেন?

একদিন সেখান থেকে তাঁকে পরীক্ষার জন্য বাঙ্গুরের এক পরীক্ষাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল থেকে একটি হুইলচেয়ারে বসে বেরিয়ে আসতে দেখা যায় মদন মিত্রকে। অনর্গল কাশছিলেন তিনি। কথা বলছিলেন জড়়িয়ে জড়িয়ে। পরে সুস্থ হয়ে বাড়ি ফেরেন তৃণমূল নেতা। চোখে রোদ চশমা, পরনে রঙিন পাঞ্জাবি- মদন মিত্রকে এই ‘লুকে’ দেখতেই অভ্যস্ত আপামর বাঙালি। বহুদিন পর রঙের উৎসবে একেবারে অন্য রূপে দেখা গেল তাঁকে।