Tag Archives: Maldah

Lok Sabha Elections 2024: গণনায় যুক্ত করা হচ্ছে অস্থায়ী কর্মীদের! মালদহে চাঞ্চল্যকর অভিযোগ তুলল বিজেপি আর কংগ্রেস

মালদহ: নির্বাচন কমিশনের নির্দেশকে অমান্য করে অস্থায়ী কর্মী নিয়োগ করা হচ্ছে মালদহে ভোট গগনার কাজে। এমনই অভিযোগ করলেন মালদহ উত্তর ও মালদহ দক্ষিণ লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী খগেন মুর্মু ও শ্রীরূপা মিত্র চৌধুরী। একই অভিযোগ তুলে সরব মালদহ দক্ষিণের কংগ্রেস প্রার্থী ইশা খানচৌধুরীও।

পশ্চিমবঙ্গ নির্বাচন ফলাফল ২০২৪, লোকসভা নির্বাচন ২০২৪ রেজাল্ট

মালদহে গণনায় কারচুপির আশঙ্কা করে এবং অস্থায়ী ও  চুক্তিভিত্তিক কর্মীদের গণনায় নিয়োগের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি ও কংগ্রেস। আরও একধাপ এগিয়ে মালদহের জেলাশাসককে গণনার দায়িত্ব থেকে সরানোর দাবিও করেছেন মালদহ উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মু।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘‘গণনা কেন্দ্রে যেকোনও ধরনের কারচুপির চেষ্টা ব্যর্থ করা হবে।’’ নির্বাচন কমিশনকে পাঠানো অভিযোগ পত্রের সঙ্গে অস্থায়ী গণনা কর্মীদের তালিকাও পাঠানো হয়েছে বলেও দাবি বিজেপি ও কংগ্রেসের।

আরও পড়ুন: মালদহে দু’টি লোকসভার ভোটগণনা ঘিরে প্রস্তুতি চূড়ান্ত, নিরাপত্তায় বাড়তি জোর প্রশাসনের

মালদহ উত্তরের বিজেপি প্রার্থী খগেন মুর্মু-র অভিযোগ, নির্বাচনের দিন ঘোষণা হয়েছে ১৬ মার্চ। তারপর ২১ মার্চ জেলাশাসক একটি চিঠি ইস্যু করেছেন। যেখানে দেখা যাচ্ছে, বেশকিছু অস্থায়ী কর্মীকে গণনার কাজে নিয়োগ করা হয়েছে। অথচ, তাঁরা সরকারি কর্মী নন।

নির্বাচন কমিশনের নির্দেশকে অমান্য করেই এই কাজ করেছেন জেলাশাসক। এর উদ্দেশ্য যেকোনওভাবে গণনায় কারচুপি ঘটিয়ে শাসকদলকে সহায়তা করা।

আরও পড়ুন: গণনাকেন্দ্রে সাদা পোশাকে পুলিশ! শুভেন্দুর অভিযোগের পরে কড়া সিদ্ধান্ত কমিশনের

মালদহ দক্ষিণের কংগ্রেস প্রার্থী ইশা খান চৌধুরী বলেন, ‘‘আমরাও একটি তালিকা নির্বাচন কমিশনকে দিয়েছি। যেখানে দেখা যাচ্ছে অস্থায়ী ও চুক্তিভিত্তিক কর্মীরা গণনার সঙ্গে যুক্ত। বিষয়টি নির্বাচন কমিশনের গাইড লাইন বিরোধী। আমাদের দাবি সুষ্ঠু ও স্বচ্ছ ভোট গণনাকে নিশ্চিত করতে হবে।’’

যদিও প্রশাসনের দাবি, গণনার কাজে কোনওরকম অস্থায়ী কর্মীকে কাজে লাগানো হচ্ছে না। যে তালিকার কথা রাজনৈতিক দলগুলি বলছে তা পুরনো। এরসঙ্গে গণনাতে যুক্ত কর্মীদের তালিকার কোনও মিল নেই। গণনার কাজে স্থায়ী সরকারি কর্মীরাই কাজ করবেন। ভোট গণনা কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থাও ঢেলে সাজানো হয়েছে।

বাপের বাড়িতে এসেছিল স্ত্রী, জামাই যা করলেন শুনলে আঁতকে উঠবেন, নৃশংস ঘটনা

মালদহ: বাপের বাড়িতে এসে জামাইয়ের হাতে খুন মেয়ে। ভোর রাতে  গলাকাটা মৃতদেহ উদ্ধার। শিশু কন্যার কান্নার শব্দে ঘুম ভাঙে বাড়ির লোকজনের।

মহিলার গলাকাটা মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল মালদহের পুখুরিয়া থানার পরানপুর এলাকায়। স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে খুনের অভিযোগ তুলেছেন মৃত মহিলার পরিবারের সদস্যরা।

ঘটনায় গলাকাটা মৃতদেহ উদ্ধার করে অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুখুরিয়া থানার পুলিশ। মৃত মহিলার নাম আঙ্গুরা বিবি(২২)। ভোররাতে গলাকাটা রক্তাক্ত দেহ উদ্ধার হয়।

আরও পড়ুন- বৃষ্টিতে মাঠে ধান কাটতে যাওয়াই হল কাল! বজ্রপাতে প্রাণ গেল নাবালকের

অভিযুক্ত স্বামী এসরাফুল হক। প্রায় চার বছর আগে পুখুরিয়া থানার কদমতলী এলাকায় পেশায় রাজমিস্ত্রি এসরাফুল হকের সঙ্গে বিয়ে হয় আঙ্গুরার। সম্বন্ধ করে বিয়ে দেন পরিবারের লোকজন। দু’টি সন্তানও রয়েছে ওই দম্পতির।

পরিবার সূত্রে জানা গিয়েছে, স্ত্রী ও সন্তানকে নিয়ে বুধবার পরানপুর এলাকায় শ্বশুরবাড়িতে আসে জামাই। জামাই আপ্যায়নের জন্য শ্বশুরবাড়িতে মাংস ভাত সহ নানান খাবারের আয়োজন করা হয়। এর পর রাতে এক সন্তানকে শ্বশুর, শাশুড়ির সঙ্গে ঘুমোতে দিয়ে ছয় মাসের কন্যা সন্তান ও স্ত্রীকে নিয়ে একটি আলাদা ঘরে ঘুমোয় জামাই।

রাত তিনটে নাগাদ শিশুর কান্নার আওয়াজ দীর্ঘক্ষণ না থামায় মেয়ে, জামাইয়ের ঘরে যান গৃহকর্তা। শিশুকে আদর করে কান্না থামানোর পর মেয়েকে ঘরে দেখতে না পেয়ে জামাইকে জিজ্ঞাসা করলে জানানো হয় মেয়ে বাথরুমে গিয়েছে।

এর পর পরিবারের লোকজন ফের শুয়ে পড়েন। ভোররাতে বাড়ির বাথরুমের সামনে গলাকাটা অবস্থায় মেয়েকে পড়ে রয়েছে দেখতে পান পরিবারের সদস্যরা। আর এর পরই এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়ায়।

আরও পড়ুন- প্রবল বৃষ্টির জেরে মহা দুর্ভোগ, তিস্তায় আটকে গজরাজ! নজর রাখছে বনদফতর

মৃত মহিলার বাপের বাড়ির লোকেদের অভিযোগ, জামাইয়ের বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। এই নিয়ে মাঝে মধ্যে মেয়ে-জামাইয়ের মধ্যে বিবাদ হয়। কিছুদিন আগে এলাকায় সালিশি মীমাংসাও হয়।

তখনকার মতো সমস্যা মিটেও যায়। কিন্তু এদিনের খুনের ঘটনার পর পরিবারের দাবি, জামাইয়ের বিবাহ বহির্ভূত সম্পর্কের প্রতিবাদ করার কারণেই তাঁদের মেয়েকে গলা কেটে খুন করা হয়েছে ।

ঘটনার খবর পেয়ে পুখুরিয়া থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ঘটনা অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।

রাস্তায় বৃষ্টির জমা জলে জাল ফেলছেন গ্রামবাসীরা, কারণ জানলে চমকে উঠবেন!

মালদহ: বর্ষার আগেই বেহাল নিকাশির জেরে জীবন অতিষ্ঠ। ভোররাত থেকে বৃষ্টিতে প্রায় হাঁটুজল গ্রামে। জলে ডুবে চলাচলের গুরুত্বপূর্ণ রাস্তা।

বর্ষার আগে নিকাশির দাবিতে বিক্ষোভ এলাকাবাসীর। রাস্তায় মাছ ধরার জাল ফেলে প্রতিবাদ। চাঁচল- ১ নং ব্লকের মকদমপুর গ্রাম পঞ্চায়েতের টেংড়িয়া পাড়া এলাকার ঘটনা। যদিও রাস্তায় নিকাশি ব্যবস্থা তৈরির আশ্বাস তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতির।

বুধবার ভোররাত থেকে দফায় দফায় বৃষ্টিতে জলবন্দি গ্রাম। নিকাশি ব্যবস্থা না থাকায় গ্রামের রাস্তায় দাঁড়িয়ে হাঁটু সমান জল। পরিস্থিতির জেরে কার্যত বন্ধ হয়েছে চলাচল। এমনকী সাবমার্সিবল পাম্পও জলের তলায়।

আরও পড়ুন- হাতে আর ঘণ্টাখানেক! ধেয়ে আসছে বৃষ্টি, জোর বজ্রপাত! নিম্নচাপের জেরে ভাসবে ৪ জেলা

সব মিলিয়ে বৃষ্টিতে চরম দুর্ভোগে চাঁচল- ১ নং ব্লকের মকদমপুর গ্রাম পঞ্চায়েতের ট্যাংরিয়া পাড়া গ্রামের বাসিন্দারা। এই রাস্তা দিয়ে বেশকয়েকটি গ্রামের মানুষ দৈনিক যাতায়াত করেন। কিন্তু, মাত্র কয়েক ঘণ্টার হালকা থেকে মাঝারি বৃষ্টিতেই রাস্তা কার্যত পুকুরে পরিণত হয়।

গ্রামে জল বেরনোর কোনও রাস্তা বা ব্যবস্থা নেই। জল পেরিয়ে যাতায়াত করছেন গ্রামের সাধারণ মানুষ। শুধু তাই নয়, জল যন্ত্রণার শিকার হয়েছেন হাসপাতালে যাওয়া অসুস্থ রোগী থেকে শুরু করে স্কুলের পড়ুয়ারাও।

স্থানীয়দের ক্ষোভ, এলাকায় নিকাশি সমস্যার সমাধানের দাবিতে, এর আগেও বহুবার পঞ্চায়েত ও ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়েছেন গ্রামের সাধারণ মানুষ। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। শুধু প্রতিশ্রুতিই মিলেছে।

আরও পড়ুন- বাংলায় তুমুল ঝড়বৃষ্টি, বিকেলে ধেয়ে আসবে কালবৈশাখী? কোন জেলায় কেমন আবহাওয়া?

দ্রুত নিকাশি নালার দাবিতে বুধবার জলমগ্ন রাস্তায় বিক্ষোভের পাশাপাশি মাছ ধরার জাল ফেলে প্রতিবাদে সামিল হন স্থানীয়রা। দীর্ঘক্ষণ ধরে চলে বিক্ষোভ। দাবি পূরণ না হলে ফের বৃহত্তম আন্দোলনের নামার হুমকিও দিয়েছেন স্থানীয়রা।

যদিও তৃণমূল পরিচালিত চাঁচল-১ পঞ্চায়েত সমিতির সহকারি সভাপতি জাকির হোসেনের পাল্টা দাবি, দীর্ঘদিন এই এলাকা কংগ্রেসের দখলে ছিল। তাঁরা উন্নয়নের ব্যর্থ। কংগ্রেসের সময়ে এলাকায় উন্নয়ন হয়নি। গত পঞ্চায়েতে তৃণমূল এলাকায় জিতেছে। এখন কাজ শুরুর উদ্যোগ নেওয়া হচ্ছে। বর্ষার আগেই নিকাশি-নালা তৈরির ব্যবস্থা নেওয়া হবে।

ছিল টোটো, হয়ে গেল দেখার মতো জিনিস! ইচ্ছে থাকলেই হয়, প্রমাণ করলেন এই মহিলা

মালদহ: অবিশ্বাস্য হলেও সত্যি। এমনটাই করে দেখালেন মালদহের এক মহিলা। কিছু করার তাগিদেই অল্প পুঁজি বিনিয়োগ করে বুদ্ধির জোরে একটি টোটোকেই দোকান তৈরি করে নিয়েছেন তাঁরা।

ফাস্ট ফুডের দোকান এখন টোটোতে। কী নেই সেই টোটোতে! রয়েছে রান্নার জায়গা, খাবার সাজিয়ে রাখার মতো কিছু জায়গা, আবার টোটোর মধ্যেই রয়েছে ফ্রিজ।

একেবারেই অভিনব এই খাবারের দোকানের নাম দেওয়া হয়েছে ফুড অন হুইল। সাগরিকা সাহা বলেন, কিছু করার ইচ্ছে ছিল। সেই ভাবনা থেকেই এই চিন্তা-ভাবনা। এই দোকান মোবাইল ভ্যানের মতো সর্বত্র নিয়ে যাওয়া যাবে। তবে আপাতত একটি নির্দিষ্ট জায়গায় দোকান দিচ্ছি।

আরও পড়ুন- একশো দুশো নয়, প্রায় ৭০ হাজার মিষ্টি বিতরণ তৃণমূলের! কারণে আছে বড় চমক

মালদহ শহরের রাস্তায় এখন এই টোটো দোকান অবাক করছে সকলকেই। যদিও ঘুরে ঘুরে নয়, একটি নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়েই দোকান করছেন আপাতত এক মহিলা। মালদহ শহরের পার্কের সামনে বসছে এই দোকান।

সাগরিকা সাহা নামে ওই মহিলার স্বামী বেসরকারি সংস্থার কর্মী। স্বামীর পাশাপাশি নিজেও কিছু করবেন, এমনটা দীর্ঘদিন ধরেই ভাবছিলেন। কিন্তু মালদহ শহরের মতো জায়গায় দোকান কিনে বা ভাড়া নিতে অনেক টাকার প্রয়োজন। তাই অল্প টাকা বিনিয়োগ করার চিন্তা ভাবনা শুরু করেন।

ইউটিউবে ভিডিও দেখে টোটোতে দোকান তৈরির আইডিয়া আসে। তার পর একটি পুরনো টোটো কিনে সেটিকে দোকানের মতো তৈরি করেন। টোটো বদলে যায় চলমান দোকানে।

এই টোটোকে দোকানে পরিণত করতে খরচ হয়েছে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা। এছাড়াও দোকানের সামগ্রী কিনতে হয়েছে। সব মিলিয়ে খুব অল্প খরচেই এই দোকান তৈরি হয়েছে।

আরও পড়ুন- ফিরবে তাপপ্রবাহ? ঝড়বৃষ্টি কতদিন চলবে? বঙ্গের আবহাওয়ার বড় আপডেট জানুন

সাগরিকা সাহা বলেন, পুরনো টোটো কিনে সেটিকে দোকানের আদল দেওয়া হয়েছে। সাধারণ দোকানের থেকে এখানে খরচ অনেক কম হয়েছে। ফাস্টফুড সমস্ত ধরনের খাবারের পাশাপাশি প্যাকেটজাত কাঁচা মাংস বিক্রি করছি।

ফুট অন হুইলে শুধুমাত্র হরিণঘাটার মাংস পাওয়া যায়। বিভিন্ন আইটেমের মাংস ছাড়াও মোমো বিক্রি করছেন মহিলা। তবে এখানে হরিণঘাটার কাঁচা মাংসও বিক্রি করছেন।

হরষিত সিংহ

Malda News: রাস্তার পাশ দিয়ে চলাফেরায় সাবধান! মালদহে মহিলার সঙ্গে ‌যা ঘটল শিউরে উঠবেন

মালদহ: রাস্তার পাশ দিয়ে হাঁটা বা দাঁড়িয়ে থাকা থেকে সাবধান! মালদহের মহিলার সঙ্গে যা ঘটন শিউরিয়ে উঠবেন আপনি। মর্মান্তিক দুর্ঘটনায় সব শেষ হয়ে গেল। ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকা জুড়ে। রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন মহিলা, নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাইক মহিলাকে ধাক্কা মারে। ঘটনাস্থলে মৃত্যু হয় ওই মহিলার। ঘটনায় আহত হয়েছেন বাইক আরোহী। মালদহের ইংরেজবাজার থানার সুলতানপুর রাউতপাড়া এলাকায় রাজ্য সড়কের উপর দূর্ঘটনাটি ঘটেছে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গিয়েছে মৃত মহিলার নাম অনিতা রাউত( ৪৫)। পরিবারের রয়েছে স্বামী কালীচরণ রাউত। এছাড়াও আহত হয়েছেন মোটরবাইক আরোহী সেনাউল শেখ। তার বাড়ি বাগবাড়ি বাঁধ এলাকায়। মৃতের স্বামী কালীচরণ রাউত বলেন, আমার স্ত্রী রান্না করছিল। রান্না করতে করতে রাস্তার পাশে গিয়ে দাঁড়ায়। সে সময় একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে আমার স্ত্রীকে ধাক্কা মারে। তড়িঘড়ি হাসপাতলে নিয়ে আসলে চিকিৎসকৃত বলে ঘোষণা করে।

আরও পড়ুনBengali Sweet: রসগোল্লা নয়, বাংলা কাঁপানো এই মিষ্টির দর ইংল্যান্ডে মারাত্মক! সকলেই খাচ্ছেন সেখানে

স্থানীয় পুলিশ সূত্রে আরও জানা যায় সানাউল শেখ মোটরবাইক চালিয়ে মালদহ শহর থেকে বাড়ির দিকে যাচ্ছিল। সেই সময় ওই মহিলা রাস্তা পাশে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি মহিলাকে সজরে ধাক্কা মারে।রাস্তার পাশে দুই জন ছিটকে পড়ে। দুজনকেই তড়িঘড়ি উদ্ধার করে নিয়ে আসে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে। জরুরী বিভাগেই অনিতা রাউতকে মৃত বলে ঘোষণা করে কর্মরত চিকিৎসকেরা। মোটরবাইক আরোহী গুরুতর আহত অবস্থায় মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

হরষিত সিংহ