Tag Archives: Mangrove Day

Bangla Video: সুন্দরবনের ভারসাম্য রক্ষায়  গবেষকের লক্ষাধিক ম্যানগ্রোভ রোপন সুন্দরবনে

উত্তর ২৪ পরগণা: সুন্দরবনের ভারসাম্য রক্ষায় গবেষকের লক্ষাধিক ম্যানগ্রোভ রোপন সুন্দরবনে। একদিকে সুন্দরবনের বাদা অঞ্চল ভারসাম্য হারাচ্ছে অপরদিকে বিশ্ব উষ্ণায়নের ফলে প্রতিনিয়ত সুন্দরবন তার নিজস্বতাকে হারিয়ে ফেলেছে। কিন্তু তাদের মধ্যে থেকেই ব্যতিক্রমী সুন্দরবন এলাকার অনিমেষ মন্ডল। নদীমাতৃক এলাকায় প্রতিবছর বন্যায় হাজার হাজার বাড়ি নদীতে ভেসে যায়। যে ছবি বারবার দেখা যায় সুন্দরবন লাগোয়া এলাকায়। এক সময় তিনি বুঝে গিয়েছিলেন সুন্দরবন বাঁচলে তবেই রক্ষা পাবে পৃথিবী। তাই নিজেকে ভালবাসার আগে ভালবাসতে হবে পরিবেশকে। এজন্য লেগে পড়েন সুন্দরবন নিয়ে গবেষণা করার কাজে। সুন্দরবনের নদী, জঙ্গল, মাছ, কাঁকড়া, জেলে, মৌলে, বাদাবন, রয়েল বেঙ্গল টাইগার, কুমির সুন্দরবনের জীববৈচিত্র নিয়ে গবেষণার কাজে লেগে পড়েন।

আরও পড়ুন: বিখ্যাত তাঁতের শাড়ি সবার কাছে পৌঁছে দিতে উদ্বোধন হল তাঁত বস্ত্র শিল্প মেলা

এখন সুন্দরবনকে বাঁচানোই তাঁর জীবনের মূল ব্রত। রায়মঙ্গল, কালিন্দী, বিদ্যাধরী নদীর তীরে ম্যানগ্রোভের চারা রোপণ শুরু করেন তিনি। তাঁর কাজে উদ্বুদ্ধ হয়ে স্থানীয়রাও তাঁর সাথে এই কাজে যোগ দেন। এই মুহূর্তে তিনি এলাকার যুবক ও মহিলাদের নিয়ে একটি সংস্থা গঠন করেছেন। যা সুন্দরবনের ম্যানগ্রোভ এলাকার উন্নতি করার কাজ করে।

উত্তর ২৪ পরগনা জেলার সন্দেশখালি, হিঙ্গলগঞ্জের মহিলারা ম্যানগ্রোভের বীজ সংগ্রহ করেন এবং নার্সারি ব্যাগে জমা করে তাদের দিন শুরু করেন। তাদের এই সময়োপযোগী পদক্ষেপ প্রকৃতির রোষ থেকে বাঁচতে সাহায্য করে। অনিমেষবাবু ইতিমধ্যে এক লক্ষাধিক ম্যানগ্রোভ চারাগাছ সুন্দরবন এলাকার নদীর খাড়িতে রোপন করেছেন। মূলত সুন্দরবনের নদী বাঁধ রক্ষা ও বনাঞ্চলকে আরো গভীর করে তোলাই মূল লক্ষ্য বলে জানিয়েছেন তিনি। আগামীতে তিন লক্ষ ম্যানগ্রোভ রোপনের লক্ষ্যমাত্রা নিয়েছেন বলে তিনি জানান।

জুলফিকার মোল্লা