Tag Archives: manish pandey

Cricketer Love Story: রূপের জাদুতে মুগ্ধ হবেন আপনিও, চিনে নিন কেকেআর তারকার বউকে

২০০৯ সাল থেকে আইপিএল খেলছেন মনীশ পাণ্ডে। এর আগে কেকেআরের আইপিএল জয়া দলের সদস্যও ছিলেন। একাধিক দল ঘুড়ে ফের কেকেআরে খেলছেন তিনি। তবে মনীশ পাণ্ডের বউ কে চেনেনে? রূপে টেক্কা দেবে যে কোনও বলি অভিনেত্রীকে।
২০০৯ সাল থেকে আইপিএল খেলছেন মনীশ পাণ্ডে। এর আগে কেকেআরের আইপিএল জয়া দলের সদস্যও ছিলেন। একাধিক দল ঘুড়ে ফের কেকেআরে খেলছেন তিনি। তবে মনীশ পাণ্ডের বউ কে চেনেনে? রূপে টেক্কা দেবে যে কোনও বলি অভিনেত্রীকে।
ব্যক্তিগত জীবনে মণীশ পাণ্ডে বিয়ে করেছেন দক্ষিণী ছবির অভিনেত্রী আশ্রিতা শেট্টিককে। প্রেম করে বিয়ে হয় তাদের। ২০১৯ সালের ২ ডিসেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হন মণীশ ও আশ্রিতা। মণীশ পাণ্ডে ও আশ্রিতা শেট্টি দীর্ঘ বছর ধরে একে অপরের সঙ্গে সম্পর্কে ছিলেন। বেশ কয়েকবার ডেটিংয়ে দেখাও গিয়েছিল তাদের। অবশেষে তারা বিয়ে করে একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেন।
ব্যক্তিগত জীবনে মণীশ পাণ্ডে বিয়ে করেছেন দক্ষিণী ছবির অভিনেত্রী আশ্রিতা শেট্টিককে। প্রেম করে বিয়ে হয় তাদের। ২০১৯ সালের ২ ডিসেম্বর বিবাহ বন্ধনে আবদ্ধ হন মণীশ ও আশ্রিতা। মণীশ পাণ্ডে ও আশ্রিতা শেট্টি দীর্ঘ বছর ধরে একে অপরের সঙ্গে সম্পর্কে ছিলেন। বেশ কয়েকবার ডেটিংয়ে দেখাও গিয়েছিল তাদের। অবশেষে তারা বিয়ে করে একসঙ্গে থাকার সিদ্ধান্ত নেন।
দক্ষিণী ছবির ইন্ডাস্ট্রিতে আশ্রিতা শেট্টি একজন পরিচিত অভিনেত্রী। তার রূপেও মুগ্ধ সকলেই। ২৬ বছর বয়সী এই অভিনেত্রী বেশ কয়েকটি সুপার হিট ছবিতে কাজ করেছেন।  দক্ষিণী ছবির ইন্ডাস্ট্রিতে আশ্রিতা শেট্টি একজন পরিচিত অভিনেত্রী। তার রূপেও মুগ্ধ সকলেই।
দক্ষিণী ছবির ইন্ডাস্ট্রিতে আশ্রিতা শেট্টি একজন পরিচিত অভিনেত্রী। তার রূপেও মুগ্ধ সকলেই। ২৬ বছর বয়সী এই অভিনেত্রী বেশ কয়েকটি সুপার হিট ছবিতে কাজ করেছেন। দক্ষিণী ছবির ইন্ডাস্ট্রিতে আশ্রিতা শেট্টি একজন পরিচিত অভিনেত্রী। তার রূপেও মুগ্ধ সকলেই।
আশ্রিতা শেট্টির জন্ম ১৯৯৩ সালে ১৬ জুলাই। ২০১০ সালে একটি বিউটি কনটেস্ট জেতে আশ্রিতা। তারপর ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক হয় তার। তার প্রথম ছবির নাম, 'তেলিকেদা বলি'।  ২৬ বছর বয়সী এই অভিনেত্রী বেশ কয়েকটি সুপার হিট ছবিতে কাজ করেছেন।
আশ্রিতা শেট্টির জন্ম ১৯৯৩ সালে ১৬ জুলাই। ২০১০ সালে একটি বিউটি কনটেস্ট জেতে আশ্রিতা। তারপর ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিষেক হয় তার। তার প্রথম ছবির নাম, ‘তেলিকেদা বলি’। ২৬ বছর বয়সী এই অভিনেত্রী বেশ কয়েকটি সুপার হিট ছবিতে কাজ করেছেন।
মণীশ পাণ্ডে জন্মগ্রহণ করেন ১৯৮৯ সালের ১০ সেপ্টেম্বর। নৈনিতালে জন্ম তার। ছোট বেলা থেকেই ক্রিকেটের প্রতি তার ভাললোবাসা ছিল। তার বন্ধুরা তাকে ভালোবাসে 'চুললবুল পাণ্ডে' বলেও ডাকে। স্কুল জীবন থেকেই ক্রিকেট খেলতেন মণীশ পাণ্ডে। রাজ্য স্তরের ক্রিকেটে অনুর্ধ্ব ১৬ ও অনুর্ধ্ব ১৯ বিভাগেও খেলেছেন তিনি। এছাড়াও ২০০৮ সালে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী টিমেরও সদস্য ছিলেন তিনি।
মণীশ পাণ্ডে জন্মগ্রহণ করেন ১৯৮৯ সালের ১০ সেপ্টেম্বর। নৈনিতালে জন্ম তার। ছোট বেলা থেকেই ক্রিকেটের প্রতি তার ভাললোবাসা ছিল। তার বন্ধুরা তাকে ভালোবাসে ‘চুললবুল পাণ্ডে’ বলেও ডাকে। স্কুল জীবন থেকেই ক্রিকেট খেলতেন মণীশ পাণ্ডে। রাজ্য স্তরের ক্রিকেটে অনুর্ধ্ব ১৬ ও অনুর্ধ্ব ১৯ বিভাগেও খেলেছেন তিনি। এছাড়াও ২০০৮ সালে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী টিমেরও সদস্য ছিলেন তিনি।
২০০৮ সালে প্রথম মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে সুযোগ পান মণীশ। তারপর ২০০৯ সালে আরসিবির হয়ে খেললেন। সেই বছরই প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে আইপিএল সেঞ্চুরি করেন মণীশ। এরপর কেকেআর, সানরাইজার্স, দিল্লি হয়ে ফের কেকেআরে মনীশ পাণ্ডে।
২০০৮ সালে প্রথম মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএলে সুযোগ পান মণীশ। তারপর ২০০৯ সালে আরসিবির হয়ে খেললেন। সেই বছরই প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে আইপিএল সেঞ্চুরি করেন মণীশ। এরপর কেকেআর, সানরাইজার্স, দিল্লি হয়ে ফের কেকেআরে মনীশ পাণ্ডে।
ব্যক্তিগত জীবনে খুবই রোমান্টিক মণীশ পাণ্ডে। যখনও সময় পান স্ত্রীর সঙ্গে কোয়ালিটা সময় কাটা তিনি। দুজনের একাধিক রোমান্টিক ছবিও পছন্দ করেন সকলে। সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় আশ্রিতাও। তার এক একটি ছবিতে প্রচুর লাইক ও কমেন্টের বন্যা বয়ে যায়। আশ্রিতা এতটাই সুন্দর দেখতে যে তার থবির অপেক্ষা করেন ফলোয়ার্সরা। বিয়ের পরও খুব সুখেই দাম্পত্য জীবন কাটাচ্ছেন মণীশ পাণ্ডে ও আশ্রিতা শেট্টি।
ব্যক্তিগত জীবনে খুবই রোমান্টিক মণীশ পাণ্ডে। যখনও সময় পান স্ত্রীর সঙ্গে কোয়ালিটা সময় কাটা তিনি। দুজনের একাধিক রোমান্টিক ছবিও পছন্দ করেন সকলে। সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় আশ্রিতাও। তার এক একটি ছবিতে প্রচুর লাইক ও কমেন্টের বন্যা বয়ে যায়। আশ্রিতা এতটাই সুন্দর দেখতে যে তার থবির অপেক্ষা করেন ফলোয়ার্সরা। বিয়ের পরও খুব সুখেই দাম্পত্য জীবন কাটাচ্ছেন মণীশ পাণ্ডে ও আশ্রিতা শেট্টি।

IPL 2024 Auction: কোন কোন বোলার হলেন নিষিদ্ধ, নাটক চরমে, বাদ উঠতি তারকার নাম, প্রাক্তন KKR-র নাম গেল কাটা

:  মণীষ পান্ডে  ভারতীয় দলের হয়েও খেলেছেন৷ কেকেআরের এক সময়ের বিশ্বস্ত অস্ত্র, হঠাৎ করেই আইপিএল নিলামের আগে তাঁর বোলিং অ্যাকশনকে অবৈধ  ঘোষণা করে দিল বিসিসিআই৷
:  মণীষ পান্ডে  ভারতীয় ক্রিকেটে চেনা নামেদের অন্যতম৷  কেকেআরের এক সময়ের বিশ্বস্ত অস্ত্র, হঠাৎ করেই আইপিএল নিলামের আগে তাঁর বোলিং অ্যাকশনকে অবৈধ  ঘোষণা করে দিল বিসিসিআই৷
বিসিসিআইয়ের মতে মণীষ পান্ডের বোলিং অ্যাকশন নিয়ে রীতিমতো প্রশ্ন আছে৷ তাই এই মুহূর্তে তিনি ক্লিয়ারেন্স না পাওয়া পর্যন্ত কোনও দলের জার্সিতেই বল করতে পারবেন না৷
বিসিসিআইয়ের মতে মণীষ পান্ডের বোলিং অ্যাকশন নিয়ে রীতিমতো প্রশ্ন আছে৷ তাই এই মুহূর্তে তিনি ক্লিয়ারেন্স না পাওয়া পর্যন্ত কোনও দলের জার্সিতেই বল করতে পারবেন না৷
এদিকে শুধু মণীষ পান্ডেই নয় বোর্ড নিজের সাম্প্রতিকতম লিস্টে মোট ৬ জন বোলারের বোলিং অ্যাকশনকে স্ক্যানারের তলায় এনে আর তাঁদের পাশ করাতে পারেনি৷
এদিকে শুধু মণীষ পান্ডেই নয় বোর্ড নিজের সাম্প্রতিকতম লিস্টে মোট ৬ জন বোলারের বোলিং অ্যাকশনকে স্ক্যানারের তলায় এনে আর তাঁদের পাশ করাতে পারেনি৷
এদিনের তালিকায় প্রথমে নাম ছিল চেতন শাকারিয়ার৷ তা নিয়ে প্রচুর তোলপাড় শুরু৷ কারণ তিনি ১৯ টি আইপিএল ম্যাচ খেলেছেন এহং জাতীয় দলের হয়েও একটি একদিনের ম্যাচ ও দুটি টি টোয়েন্টি ম্যাচও খেলেছেন৷
এদিনের তালিকায় প্রথমে নাম ছিল চেতন শাকারিয়ার৷ তা নিয়ে প্রচুর তোলপাড় শুরু৷ কারণ তিনি ১৯ টি আইপিএল ম্যাচ খেলেছেন এহং জাতীয় দলের হয়েও একটি একদিনের ম্যাচ ও দুটি টি টোয়েন্টি ম্যাচও খেলেছেন৷
প্রাথমিকভাবে শাকারিয়ার সঙ্গে কথা বলা হলেও তিনি সংবাদমাধ্যমকে জানান তিনি পুরো বিষয়টি সম্পর্কে কিছুই জানতেন না৷
প্রাথমিকভাবে শাকারিয়ার সঙ্গে কথা বলা হলেও তিনি সংবাদমাধ্যমকে জানান তিনি পুরো বিষয়টি সম্পর্কে কিছুই জানতেন না৷
পরে সৌরাষ্ট্র ক্রিকেট সংস্থার পক্ষ থেকে জয়দেব শাহ জানিয়ে দেন কোনওভাবে ভুলক্রমে শাকারিয়ার নাম জুড়ে গিয়েছিল৷ আসলে ৭ জন নয়, ৬ প্লেয়ারের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন রয়েছে৷ তাঁরাই এই মুহূর্তে বোলিং করতে পারবেন না৷
পরে সৌরাষ্ট্র ক্রিকেট সংস্থার পক্ষ থেকে জয়দেব শাহ জানিয়ে দেন কোনওভাবে ভুলক্রমে শাকারিয়ার নাম জুড়ে গিয়েছিল৷ আসলে ৭ জন নয়, ৬ প্লেয়ারের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন রয়েছে৷ তাঁরাই এই মুহূর্তে বোলিং করতে পারবেন না৷
নির্বাসিত প্লেয়ারদের তালিকায় রয়েছেন তানুষ কোতিয়ান (মুম্বই), রোহন কুন্নুমামাল (কেরল), চিরাগ গান্ধি (সৌরাষ্ট্র), সলমন নিজার (কেরল), সৌরভ দুবে (বিদর্ভ), অর্পিত গুলেরিয়া (হিমাচল প্রদেশ)৷
নির্বাসিত প্লেয়ারদের তালিকায় রয়েছেন তানুষ কোতিয়ান (মুম্বই), রোহন কুন্নুমামাল (কেরল), চিরাগ গান্ধি (সৌরাষ্ট্র), সলমন নিজার (কেরল), সৌরভ দুবে (বিদর্ভ), অর্পিত গুলেরিয়া (হিমাচল প্রদেশ)৷