Tag Archives: IPL 2024 Auction

Kolkata Knight Riders: শাকিবকে কেন দলে নিল কেকেআর? এই ভিডিও দেখলে মাথা ঘুড়ে যাবে

কলকাতা: অজানা-অখ্যাত প্লেয়ারদের দলে সুযোগ দিয়ে বারবার চমক দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। এবারও আইপিএল ২০২৪ নিলামে তার ব্যতিক্রম হয়নি। ১৯ বছরের বিহারের ডানহাতি পেসার শাকিব হুসেনকে দলে নিয়েছে নাইটরা। কিন্তু কেন হঠাৎ শাকিব হুসেনকে দলে নিল কেকেআর? তা নিয়ে ফ্যানেদের মধ্যে কৌতুহল ছিল।

এখনও পর্যন্ত ঘরোয়া ক্রিকেটে অভিজ্ঞতা বলতে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ২ ম্যাচ খেলে ৪ উইকেট নেওয়া। তাও আবার ২০২২ সালে। কিন্তু এই তরুণেরআগুনে পেস বোলিং মুগ্ধ করেছে কেকেআর টিম ম্যানেজমেন্টকে। তাল বলে পেস ও বাউন্স নজর কেড়েছে। সেই কারণেই কেকেআর তাঁকে দলে নিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় শাকিব হুসেনর কিছু ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে তার ম্যাচের ও এনসিএ-তে বোলিংয়ের কিথু কোলাচ রয়েছে। সেখানে কোথাও উইকেট হাওয়ায় ঘুড়িয়ে দিচ্ছেন তো ও কোথায় আবার ব্যাটাররা তাঁর ‘খতরনাক’ বাউন্সার খেলতে গিয়ে ল্যাজে গোবরে হচ্ছেন।

আরও পড়ুনঃ IPL 10 Team Full Squad: বদলে গেল সব! কোন দল হল বেশি শক্তিশালী? আইপিএল নিলামের পর দেখে নিন ১০ দলের পুরো স্কোয়াড

এর আগে চেন্নাই সুপার কিংসে নেট বোলার হিসেবে ছিলেন শাকিব হুসেন। এমএস ধোনির থেকে টিপসও পেয়েছেন। কেকেআরে সুযোগ পেয়ে খুশি এই তরুণ পেসার। প্রথম ১১-তে সুযোগ পেলে নিজের সেরাটা উজার করে দিতে প্রস্তুত। একইসঙ্গে অনেক কিছু শিখতে পারবেন বলেও মনে করেন শাকিব।

IPL 10 Team Full Squad: বদলে গেল সব! কোন দল হল বেশি শক্তিশালী? আইপিএল নিলামের পর দেখে নিন ১০ দলের পুরো স্কোয়াড

দুবাইয়ে আইপিএল ২০২৪ নিলামে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি নতুন করে তাদের দল গুছিয়ে নিয়েছে। নিলামের পর কেমন হল আইপিএলের ১০টি দলের স্কোয়াড, কোন দল বেশি শক্তিশালী হল দেখে নিন।
দুবাইয়ে আইপিএল ২০২৪ নিলামে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি নতুন করে তাদের দল গুছিয়ে নিয়েছে। নিলামের পর কেমন হল আইপিএলের ১০টি দলের স্কোয়াড, কোন দল বেশি শক্তিশালী হল দেখে নিন।
চেন্নাই সুপার কিংস: এমএস ধোনি (অধিনায়ক), মঈন আলি, দীপক চাহার, ডেভন কনওয়ে, তুষার দেশপান্ডে, শিবম দুবে, রুতুরাজ গায়কওয়াড়, রাজবর্ধন হাঙ্গারগেকর, রবীন্দ্র জাদেজা, অজয় ​​মন্ডল, মুকেশ চৌধুরী, মাথিশা পাথিরানা, আজিঙ্কা রাহানে, শেইক রশিদ সিং, মিচেল সিং, নিশান্ত সিন্ধু, প্রশান্ত সোলাঙ্কি, মহেশ থেকশানা, রাচিন রবীন্দ্র, শার্দুল ঠাকুর, ড্যারিল মিচেল, সমীর রিজভি, মুস্তাফিজুর রহমান, অবনীশ রাও আরেভেলি।
চেন্নাই সুপার কিংস: এমএস ধোনি (অধিনায়ক), মঈন আলি, দীপক চাহার, ডেভন কনওয়ে, তুষার দেশপান্ডে, শিবম দুবে, রুতুরাজ গায়কওয়াড়, রাজবর্ধন হাঙ্গারগেকর, রবীন্দ্র জাদেজা, অজয় ​​মন্ডল, মুকেশ চৌধুরী, মাথিশা পাথিরানা, আজিঙ্কা রাহানে, শেইক রশিদ সিং, মিচেল সিং, নিশান্ত সিন্ধু, প্রশান্ত সোলাঙ্কি, মহেশ থেকশানা, রাচিন রবীন্দ্র, শার্দুল ঠাকুর, ড্যারিল মিচেল, সমীর রিজভি, মুস্তাফিজুর রহমান, অবনীশ রাও আরেভেলি।
মুম্বই ইন্ডিয়ান্স: রোহিত শর্মা, ডিওয়াল্ড ব্রেভিস, সূর্যকুমার যাদব, ইশান কিষাণ, তিলক ভার্মা, টিম ডেভিড, বিষ্ণু বিনোদ, অর্জুন তেন্ডুলকার, শামস মুলানি, নেহাল ওয়াধেরা, জাসপ্রিত বুমরাহ, কুমার কার্তিকে, পীযূষ চাওলা, আকাশ মাধওয়াল, জেসন বেহরেনডর্ফ, রোমা শেফ, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), জেরাল্ড কোয়েটজি, দিলশান মাদুশঙ্কা, শ্রেয়াস গোপাল, নুয়ান থুশারা, নমন ধীর, আনশুল কাম্বোজ, মহম্মদ নবী, শিবালিক শর্মা।
মুম্বই ইন্ডিয়ান্স: রোহিত শর্মা, ডিওয়াল্ড ব্রেভিস, সূর্যকুমার যাদব, ইশান কিষাণ, তিলক ভার্মা, টিম ডেভিড, বিষ্ণু বিনোদ, অর্জুন তেন্ডুলকার, শামস মুলানি, নেহাল ওয়াধেরা, জাসপ্রিত বুমরাহ, কুমার কার্তিকে, পীযূষ চাওলা, আকাশ মাধওয়াল, জেসন বেহরেনডর্ফ, রোমা শেফ, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), জেরাল্ড কোয়েটজি, দিলশান মাদুশঙ্কা, শ্রেয়াস গোপাল, নুয়ান থুশারা, নমন ধীর, আনশুল কাম্বোজ, মহম্মদ নবী, শিবালিক শর্মা।
কলকাতা নাইট রাইডার্স: নীতীশ রানা, রিঙ্কু সিং, রহমানউল্লাহ গুরবাজ, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), জেসন রায়, সুনীল নারিন, সুয়শ শর্মা, অনুকুল রায়, আন্দ্রে রাসেল, ভেঙ্কটেশ আইয়ার, হর্ষিত রানা, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী, কেএস ভরত, চেতন সাকারিয়া, মিচেল স্টার্ক , অঙ্গকৃশ রঘুবংশী, রমনদীপ সিং, শেরফেন রাদারফোর্ড, মনীশ পান্ডে, মুজিব উর রহমান, গুস অ্যাটকিনসন, সাকিব হুসেন।
কলকাতা নাইট রাইডার্স: নীতীশ রানা, রিঙ্কু সিং, রহমানউল্লাহ গুরবাজ, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), জেসন রায়, সুনীল নারিন, সুয়শ শর্মা, অনুকুল রায়, আন্দ্রে রাসেল, ভেঙ্কটেশ আইয়ার, হর্ষিত রানা, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী, কেএস ভরত, চেতন সাকারিয়া, মিচেল স্টার্ক , অঙ্গকৃশ রঘুবংশী, রমনদীপ সিং, শেরফেন রাদারফোর্ড, মনীশ পান্ডে, মুজিব উর রহমান, গুস অ্যাটকিনসন, সাকিব হুসেন।
গুজরাত টাইটান্স: ডেভিড মিলার, শুভমান গিল (অধিনায়ক), ম্যাথু ওয়েড, ঋদ্ধিমান সাহা, কেন উইলিয়ামসন, অভিনব মনোহর, বি সাই সুদর্শন, দর্শন নালকান্দে, বিজয় শঙ্কর, জয়ন্ত যাদব, রাহুল তেওয়াটিয়া, মহম্মদ শামি, নুর আহমেদ, সাই কিশোর, রশিদ খান, জোশুয়া লিটল, মোহিত শর্মা, আজমতুল্লাহ ওমরজাই, উমেশ যাদব, শাহরুখ খান, সুশান্ত মিশ্র, কার্তিক ত্যাগী, মানব সুথার, স্পেন্সার জনসন, রবিন মিঞ্জ।
গুজরাত টাইটান্স: ডেভিড মিলার, শুভমান গিল (অধিনায়ক), ম্যাথু ওয়েড, ঋদ্ধিমান সাহা, কেন উইলিয়ামসন, অভিনব মনোহর, বি সাই সুদর্শন, দর্শন নালকান্দে, বিজয় শঙ্কর, জয়ন্ত যাদব, রাহুল তেওয়াটিয়া, মহম্মদ শামি, নুর আহমেদ, সাই কিশোর, রশিদ খান, জোশুয়া লিটল, মোহিত শর্মা, আজমতুল্লাহ ওমরজাই, উমেশ যাদব, শাহরুখ খান, সুশান্ত মিশ্র, কার্তিক ত্যাগী, মানব সুথার, স্পেন্সার জনসন, রবিন মিঞ্জ।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল, বিরাট কোহলি, রজত পতিদার, অনুজ রাওয়াত, দীনেশ কার্তিক, সুয়শ প্রভুদেসাই, উইল জ্যাকস, মহিপাল লোমরর, কর্ণ শর্মা, মনোজ ভন্ডগে, মায়াঙ্ক ডাগর, বিজয়কুমার ভিশক, আকাশ মোহাম্মদ, আকাশ দীপ, মহম্মদ সিরাজ, রিসি টপলে, হিমাংশু শর্মা, রাজন কুমার, ক্যামেরন গ্রিন, আলজারি জোসেফ, যশ দয়াল, টম কুরান, লকি ফার্গুসন, স্বপ্নিল সিং, সৌরভ চৌহান।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল, বিরাট কোহলি, রজত পতিদার, অনুজ রাওয়াত, দীনেশ কার্তিক, সুয়শ প্রভুদেসাই, উইল জ্যাকস, মহিপাল লোমরর, কর্ণ শর্মা, মনোজ ভন্ডগে, মায়াঙ্ক ডাগর, বিজয়কুমার ভিশক, আকাশ মোহাম্মদ, আকাশ দীপ, মহম্মদ সিরাজ, রিসি টপলে, হিমাংশু শর্মা, রাজন কুমার, ক্যামেরন গ্রিন, আলজারি জোসেফ, যশ দয়াল, টম কুরান, লকি ফার্গুসন, স্বপ্নিল সিং, সৌরভ চৌহান।
সানরাইজার্স হায়দরাবাদ: আব্দুল সামাদ, অভিষেক শর্মা, এইডেন মার্করাম (অধিনায়ক), মার্কো জানসেন, রাহুল ত্রিপাঠি, ওয়াশিংটন সুন্দর, গ্লেন ফিলিপস, সানভীর সিং, হেনরিখ ক্লাসেন, ভুবনেশ্বর কুমার, মায়াঙ্ক আগরওয়াল, টি নটরাজন, আনমোলপ্রীত সিং, মায়াঙ্ক মার্কন্ডে, উপেন্দ্র সিং যাদব, উমরান মালিক, নীতীশ কুমার রেড্ডি, ফজলহক ফারুকী, শাহবাজ আহমেদ, ট্র্যাভিস হেড, ওয়ানিন্দু হাসরাঙ্গা, প্যাট কামিন্স, জয়দেব উনাদকাট, আকাশ সিং, ঝাথাভেধ সুব্রহ্মণ্যম।
সানরাইজার্স হায়দরাবাদ: আব্দুল সামাদ, অভিষেক শর্মা, এইডেন মার্করাম (অধিনায়ক), মার্কো জানসেন, রাহুল ত্রিপাঠি, ওয়াশিংটন সুন্দর, গ্লেন ফিলিপস, সানভীর সিং, হেনরিখ ক্লাসেন, ভুবনেশ্বর কুমার, মায়াঙ্ক আগরওয়াল, টি নটরাজন, আনমোলপ্রীত সিং, মায়াঙ্ক মার্কন্ডে, উপেন্দ্র সিং যাদব, উমরান মালিক, নীতীশ কুমার রেড্ডি, ফজলহক ফারুকী, শাহবাজ আহমেদ, ট্র্যাভিস হেড, ওয়ানিন্দু হাসরাঙ্গা, প্যাট কামিন্স, জয়দেব উনাদকাট, আকাশ সিং, ঝাথাভেধ সুব্রহ্মণ্যম।
দিল্লি ক্যাপিটালস: ঋষভ পান্ত (অধিনায়ক), প্রবীন দুবে, ডেভিড ওয়ার্নার, ভিকি অস্টওয়াল, পৃথ্বী শ, অ্যানরিখ নর্টজে, অভিষেক পোরেল, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, লুঙ্গি এনগিডি, ললিত যাদব, খলিল আহমেদ, মিচেল মার্শ, ইশান্ত শর্মা, যশ ধুল, মুকেশ কুমার , হ্যারি ব্রুক, ট্রিস্টান স্টাবস, রিকি ভুই, কুমার কুশাগ্রা, রাসিখ দার, ঝাই রিচার্ডসন, সুমিত কুমার, শাই হোপ, স্বস্তিক চিকারা।
দিল্লি ক্যাপিটালস: ঋষভ পান্ত (অধিনায়ক), প্রবীন দুবে, ডেভিড ওয়ার্নার, ভিকি অস্টওয়াল, পৃথ্বী শ, অ্যানরিখ নর্টজে, অভিষেক পোরেল, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, লুঙ্গি এনগিডি, ললিত যাদব, খলিল আহমেদ, মিচেল মার্শ, ইশান্ত শর্মা, যশ ধুল, মুকেশ কুমার , হ্যারি ব্রুক, ট্রিস্টান স্টাবস, রিকি ভুই, কুমার কুশাগ্রা, রাসিখ দার, ঝাই রিচার্ডসন, সুমিত কুমার, শাই হোপ, স্বস্তিক চিকারা।
রাজস্থান রয়্যালস: সঞ্জু স্যামসন (অধিনায়ক), জস বাটলার, শিমরন হেটমায়ার, যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুরেল, রিয়ান পরাগ, ডোনোভান ফেরেরা, কুনাল রাঠোর, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ সেন, নবদীপ সাইনি, প্রসিদ কৃষ্ণ, সন্দীপ শর্মা, ট্রেন্ট বোল্ট, যুজবেন্দ্র চাহাল, অ্যাডাম জাম্পা , আভেশ খান, রোভম্যান পাওয়েল, শুভম দুবে, টম কোহলার-ক্যাডমোর, আবিদ মুশতাক, নান্দ্রে বার্গার।
রাজস্থান রয়্যালস: সঞ্জু স্যামসন (অধিনায়ক), জস বাটলার, শিমরন হেটমায়ার, যশস্বী জয়সওয়াল, ধ্রুব জুরেল, রিয়ান পরাগ, ডোনোভান ফেরেরা, কুনাল রাঠোর, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ সেন, নবদীপ সাইনি, প্রসিদ কৃষ্ণ, সন্দীপ শর্মা, ট্রেন্ট বোল্ট, যুজবেন্দ্র চাহাল, অ্যাডাম জাম্পা , আভেশ খান, রোভম্যান পাওয়েল, শুভম দুবে, টম কোহলার-ক্যাডমোর, আবিদ মুশতাক, নান্দ্রে বার্গার।
লখনউ সুপার জায়ান্টস: কেএল রাহুল (অধিনায়ক), কুইন্টন ডি কক, নিকোলাস পুরান, আয়ুষ বাদোনি, কাইল মায়ার্স, মার্কাস স্টয়নিস, দীপক হুডা, দেবদত্ত পাড়িক্কল, রবি বিষ্ণোই, নবীন-উল-হক, ক্রুনাল পান্ডিয়া, যুধবীর সিং, প্রেমাক মানকদ, যশ ঠাকুর, অমিত মিশ্র, মার্ক উড, মায়াঙ্ক যাদব, মহসিন খান, কৃষ্ণাপ্পা গৌতম, শিবম মাভি, আরশিন কুলকার্নি, এম. সিদ্ধার্থ, অ্যাশটন টার্নার, ডেভিড উইলি, ম: আরশাদ খান।
লখনউ সুপার জায়ান্টস: কেএল রাহুল (অধিনায়ক), কুইন্টন ডি কক, নিকোলাস পুরান, আয়ুষ বাদোনি, কাইল মায়ার্স, মার্কাস স্টয়নিস, দীপক হুডা, দেবদত্ত পাড়িক্কল, রবি বিষ্ণোই, নবীন-উল-হক, ক্রুনাল পান্ডিয়া, যুধবীর সিং, প্রেমাক মানকদ, যশ ঠাকুর, অমিত মিশ্র, মার্ক উড, মায়াঙ্ক যাদব, মহসিন খান, কৃষ্ণাপ্পা গৌতম, শিবম মাভি, আরশিন কুলকার্নি, এম. সিদ্ধার্থ, অ্যাশটন টার্নার, ডেভিড উইলি, ম: আরশাদ খান।
পঞ্জাব কিংস: শিখর ধাওয়ান (অধিনায়ক), ম্যাথু শর্ট, প্রভসিমরান সিং, জিতেশ শর্মা, সিকান্দার রাজা, ঋষি ধাওয়ান, লিয়াম লিভিংস্টোন, অথর্ব তাইদে, আর্শদীপ সিং, ন্যাথান এলিস, স্যাম কুরান, কাগিসো রাবাডা, হরপ্রীত ব্রার, রাহুল চাহার, হরপ্রীত ভাটিয়া, বিদওয়াত কাভেরাপ্পে , শিবম সিং, হার্ষল প্যাটেল, ক্রিস ওকস, আশুতোষ শর্মা, বিশ্বনাথ প্রতাপ সিং, শশাঙ্ক সিং, তনয় থ্যাগরাজান, প্রিন্স চৌধুরী, রিলি রসু।
পঞ্জাব কিংস: শিখর ধাওয়ান (অধিনায়ক), ম্যাথু শর্ট, প্রভসিমরান সিং, জিতেশ শর্মা, সিকান্দার রাজা, ঋষি ধাওয়ান, লিয়াম লিভিংস্টোন, অথর্ব তাইদে, আর্শদীপ সিং, ন্যাথান এলিস, স্যাম কুরান, কাগিসো রাবাডা, হরপ্রীত ব্রার, রাহুল চাহার, হরপ্রীত ভাটিয়া, বিদওয়াত কাভেরাপ্পে , শিবম সিং, হার্ষল প্যাটেল, ক্রিস ওকস, আশুতোষ শর্মা, বিশ্বনাথ প্রতাপ সিং, শশাঙ্ক সিং, তনয় থ্যাগরাজান, প্রিন্স চৌধুরী, রিলি রসু।

IPL 2024 New Rule: আইপিএলের নিয়মে এল বড় বদল, এবার আরও জমে উঠবে ব্যাটে-বলের লড়াই

আইপিএলের মনোরঞ্জন বাড়ানোর জন্য নিত্যনতুন নিয়ম আনছে বিসিসিআই। গতবার থেকে যেমন শুরু হয়েছে ইমপ্যাক্ট প্লেয়ার। এবার আরও একটি নতুন নিয়ম আনল আইপিএল।
আইপিএলের মনোরঞ্জন বাড়ানোর জন্য নিত্যনতুন নিয়ম আনছে বিসিসিআই। গতবার থেকে যেমন শুরু হয়েছে ইমপ্যাক্ট প্লেয়ার। এবার আরও একটি নতুন নিয়ম আনল আইপিএল।
আগামী ২০২৪ আইপিএল থেকেই লাগু হবে এই নতুন নিয়ম। এই নতুন নিয়মের ফলে ব্য়াটারদের চ্যালেঞ্জ কিছুটা বাড়বে। একইসঙ্গে এই নতুন নিয়ম বাড়তি স্বস্তি দেবে বোলাররা।
আগামী ২০২৪ আইপিএল থেকেই লাগু হবে এই নতুন নিয়ম। এই নতুন নিয়মের ফলে ব্য়াটারদের চ্যালেঞ্জ কিছুটা বাড়বে। একইসঙ্গে এই নতুন নিয়ম বাড়তি স্বস্তি দেবে বোলাররা।
ক্রিকেট যত আধুনিক হয়েছে বিভিন্ন সময়ে বারবার অভিযোগ উঠেছে দিনে দিনে ব্যাটারদের খেলা হয়ে যাচ্ছে। টি-২০ ক্রিকেট আসার পর বোলারদের গুরুত্ব অনেক কমেছে বলে মনে করেন অনেকেই।
ক্রিকেট যত আধুনিক হয়েছে বিভিন্ন সময়ে বারবার অভিযোগ উঠেছে দিনে দিনে ব্যাটারদের খেলা হয়ে যাচ্ছে। টি-২০ ক্রিকেট আসার পর বোলারদের গুরুত্ব অনেক কমেছে বলে মনে করেন অনেকেই।
এবার বোলারদের কথা মাথায় রেখে নতুন নিয়ম আনল আইপিএল। এবার থেকে এক ওভারে দুটি করে বাউন্সার করতে পারবেন বোলাররা। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে নতুন নিয়ম প্রয়োগ করা হয়েছে।
এবার বোলারদের কথা মাথায় রেখে নতুন নিয়ম আনল আইপিএল। এবার থেকে এক ওভারে দুটি করে বাউন্সার করতে পারবেন বোলাররা। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে নতুন নিয়ম প্রয়োগ করা হয়েছে।
আগে এক ওভারে একটিমাত্র বাউন্সার করতে পারেন বোলার। তার পর বাউন্সার দিলে সেটি ওয়াইড বলে বিবেচিত হয়। এবার দুটি করে বাউন্সার দেওয়া যাবে। এই নিয়মে ব্যাটে-বলের লড়াই আরও জমে উঠবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।
আগে এক ওভারে একটিমাত্র বাউন্সার করতে পারেন বোলার। তার পর বাউন্সার দিলে সেটি ওয়াইড বলে বিবেচিত হয়। এবার দুটি করে বাউন্সার দেওয়া যাবে। এই নিয়মে ব্যাটে-বলের লড়াই আরও জমে উঠবে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

IPL 2024 Auction: আইপিএল নিলামে বড় ভুল করেছেন প্রীতি জিন্টা! অনেক অনুরোধ করেও হল না সংশোধন

দুবাইতে আইপিএল ২০২৪ মিনি নিলামে দল গুছিয়ে নিয়েছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। কিন্তু এরইমধ্যে সামনে এসেছে একটি খবর। নিলাম টেবিলে বড় ভুল করে বসেছে প্রীতি জিন্টার পঞ্জাব কিংস।
দুবাইতে আইপিএল ২০২৪ মিনি নিলামে দল গুছিয়ে নিয়েছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। কিন্তু এরইমধ্যে সামনে এসেছে একটি খবর। নিলাম টেবিলে বড় ভুল করে বসেছে প্রীতি জিন্টার পঞ্জাব কিংস।
আইপিএল নিলামের নিয়ম অনুযায়ী শেষের দিকে সব দল মিলে এমন কিছু প্লেয়ারের নাম জমা দিতে হয় যাদের নিলামে তোলা হবে। সময় বাঁচাতেই এমনটা করা হয়। দুবাইতে আইপিএল নিলামেও ঘটে এই ঘটনা।
আইপিএল নিলামের নিয়ম অনুযায়ী শেষের দিকে সব দল মিলে এমন কিছু প্লেয়ারের নাম জমা দিতে হয় যাদের নিলামে তোলা হবে। সময় বাঁচাতেই এমনটা করা হয়। দুবাইতে আইপিএল নিলামেও ঘটে এই ঘটনা।
সবার সম্মতিক্রমে কিছু নাম নিয়ে শেষের দিকে সেই সকল নাম নিলামে তোলা হয়। এবারের সঞ্চালিকা মল্লিকা সাগর তখন শশাঙ্ক সিংয়ের নাম নিলামে তোল। পঞ্জাব কিংস ২০ লক্ষ টাকায় বেস প্রাইজে বিড করে ও কিনে নেয়।
সবার সম্মতিক্রমে কিছু নাম নিয়ে শেষের দিকে সেই সকল নাম নিলামে তোলা হয়। এবারের সঞ্চালিকা মল্লিকা সাগর তখন শশাঙ্ক সিংয়ের নাম নিলামে তোল। পঞ্জাব কিংস ২০ লক্ষ টাকায় বেস প্রাইজে বিড করে ও কিনে নেয়।
তারপরই শুরু হয় আসল কাণ্ড। কিছু সময়ের মধ্যেই ঞ্জাবের দুই মালিক প্রীতি জ়িন্টা ও নেস ওয়াদিয়া জানান, তাঁরা ভুল ক্রিকেটার কিনে ফেলেছেন। শশাঙ্ককে কিনতে চাননি তাঁরা। বিড ফেরাচে চান তাঁরা। অনেক অনুরোধও করে পঞ্জাব।
তারপরই শুরু হয় আসল কাণ্ড। কিছু সময়ের মধ্যেই ঞ্জাবের দুই মালিক প্রীতি জ়িন্টা ও নেস ওয়াদিয়া জানান, তাঁরা ভুল ক্রিকেটার কিনে ফেলেছেন। শশাঙ্ককে কিনতে চাননি তাঁরা। বিড ফেরাচে চান তাঁরা। অনেক অনুরোধও করে পঞ্জাব।
কিন্তু আইপিএলের নিয়ম অনুযায়ী একবার কোনও ক্রিকেটারের নাম নিলামে ওঠার পর তারজন্য বিড করে কিনে নিলে তাকে আর ফেরত দেওয়া যায় না। সেই নিয়মে অনড়  থাকেন মল্লিকে সাগরও। শেষ পর্যন্ত নিয়ম মেনে শশাঙ্ক সিং-কে দবে নিতেই হয় পঞ্জাব কিংসকে।
কিন্তু আইপিএলের নিয়ম অনুযায়ী একবার কোনও ক্রিকেটারের নাম নিলামে ওঠার পর তারজন্য বিড করে কিনে নিলে তাকে আর ফেরত দেওয়া যায় না। সেই নিয়মে অনড় থাকেন মল্লিকে সাগরও। শেষ পর্যন্ত নিয়ম মেনে শশাঙ্ক সিং-কে দবে নিতেই হয় পঞ্জাব কিংসকে।

IPL 2024 Auction: ৫০ কোটিরও বেশি দাম! আইপিএলের ইতিহাসে এমন ঘটনা আগে ঘটেনি

১৯ ডিসেম্বর দুবাইতে হয়ে গেল আইপিএল ২০২৪-এর মিনি নিলাম। প্রত্যাশা মতই কিছু প্লেয়ারের জন্য হল টাকার বৃষ্টি। একই দিনে দুবার ভাঙল আইপিএলের ইতিহাসে সবথেকে দামি প্লেয়ার হওয়ার রেকর্ড। একইসঙ্গে হল আরও একটি রেকর্ড। যা আইপিএলে এর আগে হয়নি।
১৯ ডিসেম্বর দুবাইতে হয়ে গেল আইপিএল ২০২৪-এর মিনি নিলাম। প্রত্যাশা মতই কিছু প্লেয়ারের জন্য হল টাকার বৃষ্টি। একই দিনে দুবার ভাঙল আইপিএলের ইতিহাসে সবথেকে দামি প্লেয়ার হওয়ার রেকর্ড। একইসঙ্গে হল আরও একটি রেকর্ড। যা আইপিএলে এর আগে হয়নি।
প্রথমে ২০.৫০ কোটি টাকায় অস্ট্রেলিয়ার প্যাট কামিন্সকে কেনে সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএলের ইতিহাসে সবথেকে দামি প্লেয়ার হন তিনি। তার ঘণ্টাখানেকের মধ্যে ভেঙে যায় রেকর্ড। মিচেল স্টার্ককে ২৪.৭৫ কোটি টাকায় কেনে কেকেআর।
প্রথমে ২০.৫০ কোটি টাকায় অস্ট্রেলিয়ার প্যাট কামিন্সকে কেনে সানরাইজার্স হায়দরাবাদ। আইপিএলের ইতিহাসে সবথেকে দামি প্লেয়ার হন তিনি। তার ঘণ্টাখানেকের মধ্যে ভেঙে যায় রেকর্ড। মিচেল স্টার্ককে ২৪.৭৫ কোটি টাকায় কেনে কেকেআর।
আইপিএল ২০২৪ নিলামে সবথেকে বেশি টাকার ঝড় উঠেছে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের জন্য। কামিন্স ও স্টার্ক বাদে অপর অজি তারকা ট্রেভিস হেডের জন্য নিলামে দর উঠেছে ৬ কোটি ৮০ লাখ টাকা। সানরাইজার্স হায়দরাবাদ কিনেছে হেডকে।
আইপিএল ২০২৪ নিলামে সবথেকে বেশি টাকার ঝড় উঠেছে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের জন্য। কামিন্স ও স্টার্ক বাদে অপর অজি তারকা ট্রেভিস হেডের জন্য নিলামে দর উঠেছে ৬ কোটি ৮০ লাখ টাকা। সানরাইজার্স হায়দরাবাদ কিনেছে হেডকে।
অস্ট্রেলিয়ার এই তিন ক্রিকেটার মিলেই আইপিএলের ইতিহাসে নয়া রেকর্ড গড়ল। মিচেল স্টার্ক ২৪.৭৫ কোটি, প্যাট কামিন্স ২০.৫০ কোটি ও ট্রেভিস হেড ৬.৮০ কোটি টাকা। ৩ ক্রিকেটারকে কিনতে খরচ হয়েছে ৫২.০৫ কোটি টাকা খরচ হয়েছে।
অস্ট্রেলিয়ার এই তিন ক্রিকেটার মিলেই আইপিএলের ইতিহাসে নয়া রেকর্ড গড়ল। মিচেল স্টার্ক ২৪.৭৫ কোটি, প্যাট কামিন্স ২০.৫০ কোটি ও ট্রেভিস হেড ৬.৮০ কোটি টাকা। ৩ ক্রিকেটারকে কিনতে খরচ হয়েছে ৫২.০৫ কোটি টাকা খরচ হয়েছে।
আইপিএলের ইতিহাসে এর আগে কোনও একটি দেশের ৩ ক্রিকেটারকে কিনতে ৫০ কোটির বেশি টাকা খরচও হওয়ার রেকর্ড নেই। যা করে দেখালেন বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়ার দলের ৩ তারকা।
আইপিএলের ইতিহাসে এর আগে কোনও একটি দেশের ৩ ক্রিকেটারকে কিনতে ৫০ কোটির বেশি টাকা খরচও হওয়ার রেকর্ড নেই। যা করে দেখালেন বিশ্বকাপ জয়ী অস্ট্রেলিয়ার দলের ৩ তারকা।

IPL 2024 Auction: আইপিএলের ১০ দল কতজন করে প্লেয়ার কিনল? দেখে নিন সম্পূর্ণ তালিকা

দুবাইয়ে বসেছিল আইপিএল ২০২৪-এর মিনি নিলামের আসর।  দল সাজিয়ে নিয়েছে আইপিএলের ১০টি দল। কেমন দল গড়ল আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি। দেখে নিন এক নজরে।
দুবাইয়ে বসেছিল আইপিএল ২০২৪-এর মিনি নিলামের আসর। দল সাজিয়ে নিয়েছে আইপিএলের ১০টি দল। কেমন দল গড়ল আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলি। দেখে নিন এক নজরে।
কলকাতা নাইট রাইডার্স: মিচেল স্টার্ক (২৪.৭৫ কোটি টাকা), শেরফেন রাদারফোর্ড (১.৫ কোটি), মুজিব উর রহমান (২ কোটি), গুস অ্যাটকিনসন (১কোটি ), কেএস ভারত (৫০ লক্ষ), চেতন সাকারিয়া (৫০ লক্ষ ),মনীশ পান্ডে (৫০ লক্ষ), অঙ্গকৃশ রঘুবংশী (২০ লক্ষ), রমনদীপ সিং (২০ লক্ষ), সাকিব হুসেন (২০ লক্ষ )।
কলকাতা নাইট রাইডার্স: মিচেল স্টার্ক (২৪.৭৫ কোটি টাকা), শেরফেন রাদারফোর্ড (১.৫ কোটি), মুজিব উর রহমান (২ কোটি), গুস অ্যাটকিনসন (১কোটি ), কেএস ভারত (৫০ লক্ষ), চেতন সাকারিয়া (৫০ লক্ষ ),মনীশ পান্ডে (৫০ লক্ষ), অঙ্গকৃশ রঘুবংশী (২০ লক্ষ), রমনদীপ সিং (২০ লক্ষ), সাকিব হুসেন (২০ লক্ষ )।
মুম্বই ইন্ডিয়ান্স: আইপিএল 2024 নিলামে কেনা এমআই খেলোয়াড়: জেরাল্ড কোয়েটজি ( ৫ কোটি টাকা), দিলশান মাদুশঙ্কা (৪.৬০ কোটি টাকা), শ্রেয়াস গোপাল (২০ লাখ টাকা), নুয়ান থুশারা (৪.৮০ কোটি টাকা), নমন ধীর (২০ টাকা লাখ), আনশুল কাম্বোজ (২০ লাখ টাকা), মোহাম্মদ নবী (১.৫ কোটি টাকা), শিবালিক শর্মা (২০ লাখ টাকা)।
মুম্বই ইন্ডিয়ান্স: আইপিএল 2024 নিলামে কেনা এমআই খেলোয়াড়: জেরাল্ড কোয়েটজি ( ৫ কোটি টাকা), দিলশান মাদুশঙ্কা (৪.৬০ কোটি টাকা), শ্রেয়াস গোপাল (২০ লাখ টাকা), নুয়ান থুশারা (৪.৮০ কোটি টাকা), নমন ধীর (২০ টাকা লাখ), আনশুল কাম্বোজ (২০ লাখ টাকা), মোহাম্মদ নবী (১.৫ কোটি টাকা), শিবালিক শর্মা (২০ লাখ টাকা)।
চেন্নাই সুপার কিংস: রাচিন রবীন্দ্র (১.৮ কোটি টাকা), শার্দুল ঠাকুর (৪ কোটি টাকা), ড্যারিল মিচেল (১৪ কোটি টাকা), সমীর রিজভি (৮.৪০ কোটি টাকা), মুস্তাফিজুর রহমান (২ কোটি টাকা), অবনীশ রাও আরাভেলি (২০ লাখ টাকা)।
চেন্নাই সুপার কিংস: রাচিন রবীন্দ্র (১.৮ কোটি টাকা), শার্দুল ঠাকুর (৪ কোটি টাকা), ড্যারিল মিচেল (১৪ কোটি টাকা), সমীর রিজভি (৮.৪০ কোটি টাকা), মুস্তাফিজুর রহমান (২ কোটি টাকা), অবনীশ রাও আরাভেলি (২০ লাখ টাকা)।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: আলজারি জোসেফ (১১.৫০ কোটি টাকা), যশ দয়াল (৫ কোটি টাকা), টম কুরান (১.৫ কোটি টাকা), লকি ফার্গুসন (২ কোটি টাকা), স্বপ্নিল সিং (২০ লাখ টাকা), সৌরভ চৌহান (২০ লাখ টাকা)।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: আলজারি জোসেফ (১১.৫০ কোটি টাকা), যশ দয়াল (৫ কোটি টাকা), টম কুরান (১.৫ কোটি টাকা), লকি ফার্গুসন (২ কোটি টাকা), স্বপ্নিল সিং (২০ লাখ টাকা), সৌরভ চৌহান (২০ লাখ টাকা)।
গুজরাত টাইটান্স: আজমতুল্লাহ ওমরজাই (৫০ লাখ টাকা), উমেশ যাদব (৫.৮০ কোটি টাকা), শাহরুখ খান (৭.৪০ কোটি টাকা), সুশান্ত মিশ্র (২.২০ কোটি টাকা), কার্তিক ত্যাগী (৬০ লক্ষ টাকা), মানব সুথার (২০ লাখ টাকা), স্পেনসার জনসন (১০ কোটি টাকা), রবিন মিঞ্জ (৩.৬০ কোটি টাকা)।
গুজরাত টাইটান্স: আজমতুল্লাহ ওমরজাই (৫০ লাখ টাকা), উমেশ যাদব (৫.৮০ কোটি টাকা), শাহরুখ খান (৭.৪০ কোটি টাকা), সুশান্ত মিশ্র (২.২০ কোটি টাকা), কার্তিক ত্যাগী (৬০ লক্ষ টাকা), মানব সুথার (২০ লাখ টাকা), স্পেনসার জনসন (১০ কোটি টাকা), রবিন মিঞ্জ (৩.৬০ কোটি টাকা)।
সানরাইজার্স হায়দদাবাদ: ট্র্যাভিস হেড (৬.৮০ কোটি টাকা), ওয়ানিন্দু হাসরাঙ্গা (১.৫ কোটি টাকা), প্যাট কামিন্স (২০.৫০ কোটি টাকা), জয়দেব উনাদকাট (১.৬০ কোটি টাকা), আকাশ সিং (২০ লাখ টাকা), ঝাথাভেধ সুব্রমানিয়ান (২০ লাখ টাকা)।
সানরাইজার্স হায়দদাবাদ: ট্র্যাভিস হেড (৬.৮০ কোটি টাকা), ওয়ানিন্দু হাসরাঙ্গা (১.৫ কোটি টাকা), প্যাট কামিন্স (২০.৫০ কোটি টাকা), জয়দেব উনাদকাট (১.৬০ কোটি টাকা), আকাশ সিং (২০ লাখ টাকা), ঝাথাভেধ সুব্রমানিয়ান (২০ লাখ টাকা)।
দিল্লি ক্যাপিটালস: হ্যারি ব্রুক (৪ কোটি টাকা), ট্রিস্টান স্টাবস (৫০ লাখ টাকা), রিকি ভুই (২০ লাখ টাকা), কুমার কুশাগ্র (৭.২০ কোটি টাকা), রাসিখ দার (২০ লাখ টাকা), ঝাই রিচার্ডসন (৫ কোটি টাকা), সুমিত কুমার (১ কোটি টাকা), শাই হোপ (৭৫ লাখ টাকা), স্বস্তিক চিকারা (২০ লাখ টাকা)।
দিল্লি ক্যাপিটালস: হ্যারি ব্রুক (৪ কোটি টাকা), ট্রিস্টান স্টাবস (৫০ লাখ টাকা), রিকি ভুই (২০ লাখ টাকা), কুমার কুশাগ্র (৭.২০ কোটি টাকা), রাসিখ দার (২০ লাখ টাকা), ঝাই রিচার্ডসন (৫ কোটি টাকা), সুমিত কুমার (১ কোটি টাকা), শাই হোপ (৭৫ লাখ টাকা), স্বস্তিক চিকারা (২০ লাখ টাকা)।
রাজস্থান রয়্যালস: রোভম্যান পাওয়েল (৭.৪ কোটি টাকা), শুভম দুবে (৫.৮০ কোটি টাকা), টম কোহলার-ক্যাডমোর (৪০ লাখ টাকা), আবিদ মুশতাক (২০ লাখ টাকা), নানদ্পে বারগার (৫০ লাখ টাকা)।
রাজস্থান রয়্যালস: রোভম্যান পাওয়েল (৭.৪ কোটি টাকা), শুভম দুবে (৫.৮০ কোটি টাকা), টম কোহলার-ক্যাডমোর (৪০ লাখ টাকা), আবিদ মুশতাক (২০ লাখ টাকা), নানদ্পে বারগার (৫০ লাখ টাকা)।
পঞ্জাব কিংস: হর্ষাল প্যাটেল (১১.৭৫ কোটি টাকা), ক্রিস ওকস (৪.২০ কোটি টাকা), আশুতোষ শর্মা (২০ লাখ টাকা), বিশ্বনাথ প্রতাপ সিং (২০ লাখ টাকা), শশাঙ্ক সিং (২০ লাখ টাকা), তনয় থ্যাগরাজান (২০ লাখ টাকা), প্রিন্স চৌধুরী (২০ লক্ষ টাকা), রিলি রোসু (৮ কোটি টাকা)।
পঞ্জাব কিংস: হর্ষাল প্যাটেল (১১.৭৫ কোটি টাকা), ক্রিস ওকস (৪.২০ কোটি টাকা), আশুতোষ শর্মা (২০ লাখ টাকা), বিশ্বনাথ প্রতাপ সিং (২০ লাখ টাকা), শশাঙ্ক সিং (২০ লাখ টাকা), তনয় থ্যাগরাজান (২০ লাখ টাকা), প্রিন্স চৌধুরী (২০ লক্ষ টাকা), রিলি রোসু (৮ কোটি টাকা)।
লখনউ সুপার জায়ান্টস: শিবম মাভি (৬.৪০ কোটি টাকা), আরশিন কুলকার্নি (২০ লাখ টাকা), এম. সিদ্ধার্থ (২.৪০ কোটি টাকা), অ্যাশটন টার্নার (১ কোটি টাকা), ডেভিড উইলি (২ কোটি টাকা), ম: আরশাদ খান (২০ লাখ টাকা)।
লখনউ সুপার জায়ান্টস: শিবম মাভি (৬.৪০ কোটি টাকা), আরশিন কুলকার্নি (২০ লাখ টাকা), এম. সিদ্ধার্থ (২.৪০ কোটি টাকা), অ্যাশটন টার্নার (১ কোটি টাকা), ডেভিড উইলি (২ কোটি টাকা), ম: আরশাদ খান (২০ লাখ টাকা)।

IPL 2024 Auction: নিলামে রাতারাতি কোটিপতি ৬ অনামী ভারতীয় ক্রিকেটার, দামে টেক্কা দিলেন তারকাদের

আইপিএল নিলাম যেমন নামী প্লেয়ারদের কেনার জন্য টাকার বৃষ্টি দেখেছে। ঠিক তেমনই অনেক অনামী প্লেয়ারও রাতারাতি কোটিপতি হয়ে উঠেছেন আইপিএলের সৌজন্য। ভারতে কোটিপতি লিগ অনেক অখ্যাত ক্রিকেটারকেই অন্ধকার গলি থেকে আলোময় রাজপথে নিয়ে এসেছে। আইপিএল ২০২৪-এও তার ব্যতিক্রম হয়নি। একাধিক অনামী-অখ্যাত প্লেয়ারের জন্য কোটি-কোটি টাকা দর দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলি। কেউ কেউ তো আবার দামের ক্ষেত্রে হার মানিয়েছে তারকা ক্রিকেটারদের।
আইপিএল নিলাম যেমন নামী প্লেয়ারদের কেনার জন্য টাকার বৃষ্টি দেখেছে। ঠিক তেমনই অনেক অনামী প্লেয়ারও রাতারাতি কোটিপতি হয়ে উঠেছেন আইপিএলের সৌজন্য। ভারতে কোটিপতি লিগ অনেক অখ্যাত ক্রিকেটারকেই অন্ধকার গলি থেকে আলোময় রাজপথে নিয়ে এসেছে। আইপিএল ২০২৪-এও তার ব্যতিক্রম হয়নি। একাধিক অনামী-অখ্যাত প্লেয়ারের জন্য কোটি-কোটি টাকা দর দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলি। কেউ কেউ তো আবার দামের ক্ষেত্রে হার মানিয়েছে তারকা ক্রিকেটারদের।
সমীর রিজভি: এর আগে এই ক্রিকেটারের নাম খুব কম লোকই শুনেছেন। বয়স মাত্র ২০ বছর। বেস প্রাইজ ছিল ২০ লক্ষ টাকা। উত্তর প্রদেশের অনূর্ধ্ব ২৩ দলের হয়ে খেলেছেন। উইপি-র ঘরোয়া টি-২০ লিগে সব থেকে বেশি ছয় মারার রেকর্ড রয়েছে তাঁর। নিলাম টেবিলে গুজরাত ও সিএসকের মধ্যে জোর লড়াই হয় সমীর রিজভিকে দলে নেওয়ার জন্য। শেষ পর্যন্ত ৮.৪০ কোটি টাকা দিয়ে সমীর রিজভিকে দলে নেয় এমএস ধোনির চেন্নাই সুপার কিংস।
সমীর রিজভি: এর আগে এই ক্রিকেটারের নাম খুব কম লোকই শুনেছেন। বয়স মাত্র ২০ বছর। বেস প্রাইজ ছিল ২০ লক্ষ টাকা। উত্তর প্রদেশের অনূর্ধ্ব ২৩ দলের হয়ে খেলেছেন। উইপি-র ঘরোয়া টি-২০ লিগে সব থেকে বেশি ছয় মারার রেকর্ড রয়েছে তাঁর। নিলাম টেবিলে গুজরাত ও সিএসকের মধ্যে জোর লড়াই হয় সমীর রিজভিকে দলে নেওয়ার জন্য। শেষ পর্যন্ত ৮.৪০ কোটি টাকা দিয়ে সমীর রিজভিকে দলে নেয় এমএস ধোনির চেন্নাই সুপার কিংস।
কুমার কুশাগ্র: ঝাড়খণ্ডের তরুণ ক্রিকেটার হলেন কুমার কুশাগ্র। নিজের মারকাটারি ব্যাটিংয়ের জন্য খ্যাত এই উইকেটকিপার-ব্যাটার। অনেকে তাঁকে আগামীর এমএস ধোনি বলছেন। নিলামে কুমার কুশাগ্রর বেস প্রাইজ ছিল ২০ লক্ষ টাকা। অনেক লড়াই তকে তাকে ৭.২০ কোটি টাকায় দলে নেয় দিল্লি ক্যাপিটালস।
কুমার কুশাগ্র: ঝাড়খণ্ডের তরুণ ক্রিকেটার হলেন কুমার কুশাগ্র। নিজের মারকাটারি ব্যাটিংয়ের জন্য খ্যাত এই উইকেটকিপার-ব্যাটার। অনেকে তাঁকে আগামীর এমএস ধোনি বলছেন। নিলামে কুমার কুশাগ্রর বেস প্রাইজ ছিল ২০ লক্ষ টাকা। অনেক লড়াই তকে তাকে ৭.২০ কোটি টাকায় দলে নেয় দিল্লি ক্যাপিটালস।
শুভম দুবে: নিলামের টেবিলে টাকার ঝড় ওঠে শুভম দুবেকে দলে নেওয়ার জন্য। বিদর্ভের হয়ে ক্রিকেট খেলেন এই অলরাউন্ডার। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও উল্লেখযোগ্য পারফরম্যান্স করেছেন। বেস প্রাইজ ছিল ২০ লক্ষ। শুভম দুবেকে দলে নেওয়ার জন্য রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যে জোর লড়াই হয়। শেষ পর্যন্ত ৫.৮০ কোটি টাকায় তাঁকে দলে নেয় রাজস্থান রয়্যালস।
শুভম দুবে: নিলামের টেবিলে টাকার ঝড় ওঠে শুভম দুবেকে দলে নেওয়ার জন্য। বিদর্ভের হয়ে ক্রিকেট খেলেন এই অলরাউন্ডার। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও উল্লেখযোগ্য পারফরম্যান্স করেছেন। বেস প্রাইজ ছিল ২০ লক্ষ। শুভম দুবেকে দলে নেওয়ার জন্য রাজস্থান রয়্যালস ও দিল্লি ক্যাপিটালসের মধ্যে জোর লড়াই হয়। শেষ পর্যন্ত ৫.৮০ কোটি টাকায় তাঁকে দলে নেয় রাজস্থান রয়্যালস।
রবিন মিঞ্জ: আইপিএলের ইতিহাসে প্রথম আদিবাসী ক্রিকেটার হিসেবে দল পেয়ে নজির গড়েছেন ঝাড়খণ্ডের রবিন মিঞ্জ। ঘরোয়া ক্রিকেটে তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে। আইপিএলের নিলাম টেবিলে এই উইকেটকিপার-ব্যাটারকে দলে নেওয়ার জন্য সিএসকে, মুম্বই ও গুজরাতের মধ্যে লড়াই হয়। শেষ পর্যন্ত ৩.৬ কোটিতে রবিন মিঞ্জকে দলে নিয়েছে গুজরাত টাইটান্স।
রবিন মিঞ্জ: আইপিএলের ইতিহাসে প্রথম আদিবাসী ক্রিকেটার হিসেবে দল পেয়ে নজির গড়েছেন ঝাড়খণ্ডের রবিন মিঞ্জ। ঘরোয়া ক্রিকেটে তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে। আইপিএলের নিলাম টেবিলে এই উইকেটকিপার-ব্যাটারকে দলে নেওয়ার জন্য সিএসকে, মুম্বই ও গুজরাতের মধ্যে লড়াই হয়। শেষ পর্যন্ত ৩.৬ কোটিতে রবিন মিঞ্জকে দলে নিয়েছে গুজরাত টাইটান্স।
এম সিদ্ধার্থ: তামিলনাড়ুর হয়ে ক্রিকেট খেলেন বাঁ হাতি স্পিনার এম সিদ্ধার্থ। তাঁর বেস প্রাইস ছিল ২০ লক্ষ টাকা। ঘরোয়া ক্রিকেটে তাঁক বোলিং যথেষ্ট প্রশংসীত হয়েছে। নিলামে তাঁকে দলে নেওয়ার জন্য লখনউ সুপার জায়ান্টস ও আরসিবি-র মধ্যে লড়াই চলছিল। শেষ পর্যন্ত ২.৪০ কোটিতে তাঁকে দলে নেয় লখনউ।
এম সিদ্ধার্থ: তামিলনাড়ুর হয়ে ক্রিকেট খেলেন বাঁ হাতি স্পিনার এম সিদ্ধার্থ। তাঁর বেস প্রাইস ছিল ২০ লক্ষ টাকা। ঘরোয়া ক্রিকেটে তাঁক বোলিং যথেষ্ট প্রশংসীত হয়েছে। নিলামে তাঁকে দলে নেওয়ার জন্য লখনউ সুপার জায়ান্টস ও আরসিবি-র মধ্যে লড়াই চলছিল। শেষ পর্যন্ত ২.৪০ কোটিতে তাঁকে দলে নেয় লখনউ।
সুশান্ত মিশ্রা: ঝাড়খণ্ডের হয়ে লিস্ট এ ক্রিকেট খেলেন সুশান্ত মিশ্রা। বাঁ হাতি পেসার নজর কেড়েছেন অনেকের। তাঁর বেস প্রাইস ছিল ২০ লক্ষ টাকা। নিলামে তাঁর দর উঠল ২ কোটি ২০ লক্ষ টাকা। অনেক লড়াই করে তাঁকে দলে নেয় সুশান্ত মিশ্র।
সুশান্ত মিশ্রা: ঝাড়খণ্ডের হয়ে লিস্ট এ ক্রিকেট খেলেন সুশান্ত মিশ্রা। বাঁ হাতি পেসার নজর কেড়েছেন অনেকের। তাঁর বেস প্রাইস ছিল ২০ লক্ষ টাকা। নিলামে তাঁর দর উঠল ২ কোটি ২০ লক্ষ টাকা। অনেক লড়াই করে তাঁকে দলে নেয় সুশান্ত মিশ্র।

KKR Full Squad After IPL 2024 Auction: শেষ বেলায় ফের চমক! নিলামে মোট ১০ জনকে কিনল কেকেআর, কেমন হল নাইটদের স্কোয়াড

দুবাই: আইপিএল ২০২৪ নিলামে রেকর্ড তৈরি করেছে কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের ইতিহাসে এখনও পর্যন্ত সবথেকে দামি ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ার মি়চেল স্টার্ককে দলে নিয়েছে কেকেআর। অজি তারকার জন্য ২৪.৭৫ কোটি টাকা খরচ করেছে নাইটরা।

একজন প্লেয়ারকে কিনতে এত টাকা খরচ করার পর নিলামে কেমন দল হবে কেকেআরের তা নিয়ে কৌতুহলে ছিল কেকেআর ফ্যানেরা। কিন্তু দলের পেস বিভাগকে শক্তিশালী করতে এমনই একজন প্লেয়ারকে চাইছিলেন গৌতম গম্ভীর। দল গোছানোর জন্য কেকেআর টিম ম্যানেজমেন্টের কাছে যে পরিকল্পনা তৈরি ছিল তা পরে বোঝা যায়।

নিলাম থেকে মোট ১০ প্লেয়ারকে নিলাম থেকে কিনেছে কেকেআর। মিচেল স্টার্কের মত তারকা পেসারার পাশাপাশি দলের ব্যাটিংকে শক্তিশালী করতে নাইটদের হয়ে প্রাক্তন আইপিএল জয়ী মণীশ পাণ্ডেকে দলে নিয়েছে কেকেআর। এছাড়া আফগান তারকা স্পিনার মুজিব উর রহমানকে কিনেছে নাইটরা। রয়েছে চেতন সাকারিয়ার মত ভারতীয় পেসার ও কেএস ভরতের মত উইকেটকিপারও। কেমন হল কেকেআরের স্কোয়াড চলুন দেখে নেওয়া যাক।

কেকেআর রিটেন করেছিল যাদের: নীতীশ রানা, রিঙ্কু সিং, রহমানউল্লাহ গুরবাজ, শ্রেয়াস আইয়ার, জেসন রায়, সুনীল নারিন, সুয়শ শর্মা, অনুকুল রায়, আন্দ্রে রাসেল, ভেঙ্কটেশ আইয়ার, হর্ষিত রানা, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী।

নিলাম থেকে ১০ জনকে কিনল কেকেআর: মিচেল স্টার্ক (২৪.৭৫ কোটি টাকা), শেরফেন রাদারফোর্ড (১.৫ কোটি), মুজিব উর রহমান (২ কোটি), গুস অ্যাটকিনসন (১কোটি ), কেএস ভারত (৫০ লক্ষ), চেতন সাকারিয়া (৫০ লক্ষ ),মনীশ পান্ডে (৫০ লক্ষ), অঙ্গকৃশ রঘুবংশী (২০ লক্ষ), রমনদীপ সিং (২০ লক্ষ), সাকিব হুসেন (২০ লক্ষ )।

কেকেআরের পুরো স্কোয়াড: নীতীশ রানা, রিঙ্কু সিং, রহমানউল্লাহ গুরবাজ, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), জেসন রায়, সুনীল নারিন, সুয়শ শর্মা, অনুকুল রায়, আন্দ্রে রাসেল, ভেঙ্কটেশ আইয়ার, হর্ষিত রানা, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী, কেএস ভরত, চেতন সাকারিয়া, মিচেল স্টার্ক , অঙ্গকৃশ রঘুবংশী, রমনদীপ সিং, শেরফেন রাদারফোর্ড, মনীশ পান্ডে, মুজিব উর রহমান, গুস অ্যাটকিনসন, সাকিব হুসেন।

আরও পড়ুনঃ IPL 2024 Auction: আইপিএল নিলামে কাদের জন্য হল টাকার বৃষ্টি! রেকর্ড তৈরি করল ২ অজি তারকা

১০ জন প্লেয়ার কেনার পর কেকেআরের মোট ২৩ জনের স্কোয়াড হয়েছে। আরও ২ জন ক্রিকেটার কিনতে হবে নাইটদের। ৩২.৭ কোটি নিয়ে নিলামে নেমেছিল কলকাতা। এখন হাতে রয়েছে আর ১.৩৫ কোটি টাকা। বিদেশী প্লেয়ার নেওয়ার আর জায়গা নেই। তবে ২ জন দেশি ক্রিকেটার এখনও নিতে পারবে কেকেআর।

আইপিএল ২০২৪ | পয়েন্ট টেবিল | রেজাল্ট | খবর
অরেঞ্জ ক্যাপপার্পল ক্যাপসর্বাধিক ছক্কা

IPL 2024 Auction: আইপিএলে বাংলাদেশের একমাত্র প্লেয়ার মুস্তাফিজুর, ২ কোটিতে দলে নিল সিএসকে

দুবাই: আইপিএল ২০২৪-এ কোনও বাংলাদেশি ক্রিকেটার থাকবে কিনা তা নিয়ে উঠেছিল প্রশ্ন। নিলামের আগেই শাকিব আল হাসান, লিটন দাস, মুস্তাফিজুর রহমানদের রিলিজ করেছিল তাদের ফ্র্যাঞ্চাইজি। তারপর আইপিএল ২০২৪ না খেলার সিদ্ধান্ত নেন শাকিব ও লিটন। তবে নিলামে ছিলেন মুস্তাফিজুর। অবশেষে আগামী আইপিএলের বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে দল পেলেন মুস্তাফিজুর রহমান।

আইপিএল নিলামে মুস্তাফিজুর রহমানের বেস প্রাইজ ছিল ২ কোটি টাকা। দুবাইয়ের কোকাকোলা অ্যারেনায় অনুষ্ঠিত নিলামে তাকে ২ কোটি টাকার বেস প্রাইজেই দলে সামিল করল এমএস ধোনির দল চেন্নাই সুপার কিংস। নিলামে বাংলাদেশি মিডিয়াম পেসারের নাম ওঠার পর অন্য কোনও ফ্র্যাঞ্চাইজি তেমনভাবে আগ্রহ দেখায়নি। সে সুযোগে বেস প্রাইজেই মুস্তাফিজুরকে দলে নিল এসকে।

আরও পড়ুনঃ IPL 2024 Auction: ইতিহাস তৈরি করলেন স্টার্ক-কামিন্স, আইপিএলের ইতিহাসে সবথেকে দামি ৫ ক্রিকেটার কারা? রইল তালিকা

প্রসঙ্গত আইপিএলে দীর্ঘ বছর ধরে খেলছেন মুস্তাফিজুর রহমান। ২০১৬ সালে সানরাইজার্স হায়দারাবাদের হয়ে শিরোপা জিতেছেন এবং নিজের প্রথম মরশুমেই সেরা উদীয়মান খেলোয়াড় হন। এরপর রাজস্থান রয়্যালস, মুম্বাই ইন্ডিয়ান্স ও দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছেন। এবার তাঁকে দেখা যাবে ধোনির অধিনায়কত্বে খেলতে।

IPL-এ কী যোগ্যতা থাকলে চিয়ারলিডার হওয়া যায়? বেতন থেকে বাড়তি সুবিধা জানুন

IPL-র নিলামে কোটি কোটি টাকায় বিক্রি হচ্ছেন ক্রিকেটাররা৷ ২০ কোটি ৫০ লক্ষ টাকায় প্যাট কামিন্সকে কেনে সানরাইজার্স হায়দরাবাদ। তারপর সেই রেকর্ড ভেঙে ২৪ কোটি ৭৫ লক্ষ টাকায় মিচেল স্টার্ককে নিল কলকাতা নাইট রাইডার্স। অর্থাৎ নিলামে গড়ল রেকর্ড! এই আইপিএল-এ এক গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকেন চিয়ারলিডাররা৷ কখনও ভেবেছেন কিভাবে এই চিয়ারলিডারা নির্বাচিত হন? চিয়ারলিডারদের বেতন কত? কী যোগ্যতায় এই কাজে নিযুক্ত হন চিয়ারলিডারা?
IPL-র নিলামে কোটি কোটি টাকায় বিক্রি হচ্ছেন ক্রিকেটাররা৷ ২০ কোটি ৫০ লক্ষ টাকায় প্যাট কামিন্সকে কেনে সানরাইজার্স হায়দরাবাদ। তারপর সেই রেকর্ড ভেঙে ২৪ কোটি ৭৫ লক্ষ টাকায় মিচেল স্টার্ককে নিল কলকাতা নাইট রাইডার্স। অর্থাৎ নিলামে গড়ল রেকর্ড! এই আইপিএল-এ এক গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকেন চিয়ারলিডাররা৷ কখনও ভেবেছেন কিভাবে এই চিয়ারলিডারা নির্বাচিত হন? চিয়ারলিডারদের বেতন কত? কী যোগ্যতায় এই কাজে নিযুক্ত হন চিয়ারলিডারা?
IPL Cheerleaders Salary, Qualifications & Selection Process: চিয়ারলিডারদের নাচের ক্ষেত্রে অভিজ্ঞতার প্রয়োজন৷ পাশাপাশি মডেলিং-র অভিজ্ঞতাও দেখা হয়৷ মানুষের সামনে পারফর্ম করার ক্ষমতা থাকতে হবে তাঁদের। এগুলি ছাড়াও, চিয়ারলিডারদের অগ্রাধিকার দেওয়া হয় যাতে তাঁরা গ্রুপের সঙ্গে আরও ভালভাবে পারফর্ম করতে পারে। শুধু তাই নয়, লিখিত পরীক্ষা ও মৌখিক ভিত্তিতে পরীক্ষা দিয়ে চিয়ারলিডারদের বাছাই করা হয়৷
IPL Cheerleaders Salary, Qualifications & Selection Process:
চিয়ারলিডারদের নাচের ক্ষেত্রে অভিজ্ঞতার প্রয়োজন৷ পাশাপাশি মডেলিং-র অভিজ্ঞতাও দেখা হয়৷ মানুষের সামনে পারফর্ম করার ক্ষমতা থাকতে হবে তাঁদের। এগুলি ছাড়াও, চিয়ারলিডারদের অগ্রাধিকার দেওয়া হয় যাতে তাঁরা গ্রুপের সঙ্গে আরও ভালভাবে পারফর্ম করতে পারে। শুধু তাই নয়, লিখিত পরীক্ষা ও মৌখিক ভিত্তিতে পরীক্ষা দিয়ে চিয়ারলিডারদের বাছাই করা হয়৷
এইভাবে, নাচ, মডেলিং, পারফরম্যান্স, পুনরায় দেখে নেওয়া হয়৷ পরীক্ষা এবং ইন্টারভিউ ছাড়াও অনেক কিছু আধার তৈরি করা হয়। এরপর আইপিএল ম্যাচের জন্য চিয়ারলিডারদের নির্বাচন করা হয়। এর পরে এই চিয়ারলিডারদের আইপিএল ম্যাচের সময় ভক্তদের বিনোদন দিতে দেখা যায়।
এইভাবে, নাচ, মডেলিং, পারফরম্যান্স, পুনরায় দেখে নেওয়া হয়৷ পরীক্ষা এবং ইন্টারভিউ ছাড়াও অনেক কিছু আধার তৈরি করা হয়। এরপর আইপিএল ম্যাচের জন্য চিয়ারলিডারদের নির্বাচন করা হয়। এর পরে এই চিয়ারলিডারদের আইপিএল ম্যাচের সময় ভক্তদের বিনোদন দিতে দেখা যায়।
আইপিএল ম্যাচে চিয়ারলিডাররা ম্যাচ প্রতি কত পারিশ্রমিক পান?চিয়ারলিডাররা প্রতি ম্যাচে ১৪হাজার থেকে ১৭হাজার টাকা পান,আইপিএল ম্যাচ চলাকালীন। আলাদাভাবে বোনাসও পান চিয়ারলিডাররা৷ যে দলের হয়ে তাঁরা অংশ নিচ্ছেন, সেই দল জিতলেও চিয়ারলিডাররা বেশি টাকা পান।
আইপিএল ম্যাচে চিয়ারলিডাররা ম্যাচ প্রতি কত পারিশ্রমিক পান?
চিয়ারলিডাররা প্রতি ম্যাচে ১৪হাজার থেকে ১৭হাজার টাকা পান,আইপিএল ম্যাচ চলাকালীন। আলাদাভাবে বোনাসও পান চিয়ারলিডাররা৷ যে দলের হয়ে তাঁরা অংশ নিচ্ছেন, সেই দল জিতলেও চিয়ারলিডাররা বেশি টাকা পান।
বেতন ছাড়া আর কী বাড়তি সুযোগ-সুবিধা পান?বেতন এবং বোনাস ছাড়াও ফাইভ স্টার বিলাসবহুল হোটেলে থাকার সুবিধা পান চিয়ারলিডাররা। এছাড়াও খাবারের টাকা এবং অন্যান্য অনেক সুবিধা পান তিনি।
বেতন ছাড়া আর কী বাড়তি সুযোগ-সুবিধা পান?
বেতন এবং বোনাস ছাড়াও ফাইভ স্টার বিলাসবহুল হোটেলে থাকার সুবিধা পান চিয়ারলিডাররা। এছাড়াও খাবারের টাকা এবং অন্যান্য অনেক সুবিধা পান তিনি।