Tag Archives: Mitali Express

Mitali Express: অশান্ত বাংলাদেশ! মিতালি এক্সপ্রেসের যাত্রা বাতিল করল ভারতীয় রেল 

জলপাইগুড়ি: অশান্ত বাংলাদেশ। মিতালী এক্সপ্রেসের যাত্রা বাতিল করল ভারতীয় রেল, টিকিটের অর্থ ফেরত দেওয়া হবে যাত্রীদের। এই মুহূর্তে ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশ জুড়ে চলছে রাজনৈতিক অস্থিরতা, সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী সমগ্র দেশ জুড়ে জারী হয়েছে কারফিউ আকাশে উড়ছে সেনা বাহিনীর হেলিকপ্টার।

এমন পরিস্থিতিতে নিউ জলপাইগুড়ি-ঢাকার মধ্যে চলাচলকারী মিতালী এক্সপ্রেস ট্রেনের যাত্রা আপাতত বাতিল করল ভারতীয় রেল। এই প্রসঙ্গে শনিবার জলপাইগুড়িতে রেলের কাটিহার ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার এস সুরেন্দ্র কুমার জানান, ‘‘বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখেই মিতালী এক্সপ্রেস ট্রেনের যাত্রা বাতিল করা হয়েছে, যাত্রীদের টিকিটের মাশুল ফেরত দেওয়া হচ্ছে।’’

আরও পড়ুন: শনিবারও চলল গুলি! বিদেশ সফর বাতিল হাসিনার, বাংলাদেশের এখন কী পরিস্থিতি?

প্রসঙ্গত, হাসিনার সরকারের চাকরির কোটা সংক্রান্ত ক্ষেত্রে প্রতিবাদ জানিয়েই পথে নেমেছে বাংলাদেশের পড়ুয়ারা। বিক্ষোভ আন্দোলনে এখনও পর্যন্ত নিহতের সংখ‍্যা ১০৫ বলেই জানা গিয়েছে সংবাদ সংস্থা মারফত।

সমস্ত সমাবেশ এবং জনসমাবেশের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ইন্টারনেট পরিষেবা বন্ধ থাকা সত্বেও প্রায় ২০ মিলিয়ন বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের মোকাবিলা হয়। টেলিযোগাযোগ পরিষেবাও ব্যাহত হয়।

আরও পড়ুন: বাজ পড়ার সময় ফোন চার্জে? পুড়ে যাবে না তো? বৃষ্টি হোক বা বজ্র, বর্ষায় ফোন ভাল রাখতে কখনও করবেন না এইসব ভুল

সূত্রের খবর অনুযায়ী, সাম্প্রতিক পরিস্থিতে বাংলাদেশের বেশিরভাগ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বলেই খবর। ইতিমধ‍্যেই ভারতে প্রবেশ করেছেন প্রায় ৩০০-র বেশি পড়ুয়া। রাজধানী ঢাকায় পুলিশ এর আগে দিনের জন্য সমস্ত জনসমাগম নিষিদ্ধ করার কঠোর পদক্ষেপ নিয়েছিল।

সুরজিৎ দে

Mitali Express Train: রেলযাত্রীদের জন‍্য বড় খবর, বাতিল মিতালি এক্সপ্রেস! কবে কবে চলবে না ট্রেন? সামার স্পেশ্য়ালেও বিরাট বদল!

জলপাইগুড়ি: বাংলাদেশে ইদ উৎসব পালনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ রেলওয়ের সঙ্গে আলোচনা করে ভারতীয় রেলওয়ের পক্ষ থেকে ট্রেন নং. ১৩১৩২/১৩১৩১ (নিউ জলপাইগুড়ি-ঢাকা-নিউ জলপাইগুড়ি) মিতালি এক্সপ্রেসের পরিষেবা বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এছাড়াও যাত্রীদের অতিরিক্ত ভিড় হ্রাস করতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে দুই জোড়া স্পেশ্যাল ট্রেন নং. ০৬২২১/০৬২২২ (মাইসোর-মুজাফফরপুর-মাইসোর)-এর পরিষেবা দুই ট্রিপের জন্য এবং ট্রেন নং. ০১৬৬৫/০১৬৬৬ (রানি কমলাপতি-আগরতলা-রানি কমলাপতি)-এর পরিষেবা যথাক্রমে উভয় দিক থেকে ২৬টি ট্রিপের জন্য অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই ট্রেনগুলি বিদ্যমান পরিষেবার দিন, সময়সূচি ও স্টপেজের মধ্যেই চলাচল করবে।

সেই অনুযায়ী, ১২, ১৬ ও ১৯ জুন, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৩১৩২ (নিউ জলপাইগুড়ি-ঢাকা) মিতালি এক্সপ্রেস বাতিল থাকবে। ১৩, ১৭ ও ২০ জুন, ২০২৪ তারিখে রওনা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৩১৩১ (ঢাকা-নিউ জলপাইগুড়ি) মিতালি এক্সপ্রেস বাতিল থাকবে। বাংলাদেশে ইদ উৎসবের পরে আবার মিতালি এক্সপ্রেসের স্বাভাবিক পরিষেবা চালু হবে।

ট্রেন নং. ০৬২২১ (মাইসোর-মুজাফফরপুর) স্পেশ্যালের পরিষেবা ১৭ জুন থেকে ২৪ জুন, ২০২৪ পর্যন্ত প্রত্যেক সোমবার বৃদ্ধি করা হয়েছে। ফেরত যাত্রার সময় ০৬২২২ (মুজাফফরপুর-মাইসোর) স্পেশ্যালের পরিষেবা ২০ জুন থেকে ২৭ জুন, ২০২৪ পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবার বৃদ্ধি করা হয়েছে।

আরও পড়ুন: একটানা বৃষ্টি, ঝড়ের দাপট! উত্তরের আবহাওয়ায় দুর্যোগের সতর্কতা, কোন কোন জেলা ভিজবে? এক নজরে

একইভাবে ট্রেন নং. ০১৬৬৫ (রানি কমলাপতি-আগরতলা) সাপ্তাহিক এক্সপ্রেস স্পেশ্যালের পরিষেবা ২৭ জুন থেকে ২৬ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবার বৃদ্ধি করা হয়েছে। ফেরত যাত্রার সময় ট্রেন নং. ০১৬৬৬ (আগরতলা-রানি কমলাপতি) সাপ্তাহিক এক্সপ্রেস স্পেশ্যালের পরিষেবা ৩০ জুন থেকে ২৯ ডিসেম্বর, ২০২৪ পর্যন্ত প্রত্যেক রবিবার বৃদ্ধি করা হয়েছে। এই ট্রেনগুলির পরিষেবা বৃদ্ধি করার ফলে সংশ্লিষ্ট রুটগুলির অন্যান্য ট্রেনের ওয়েটিং লিস্টের যাত্রীরা উপকৃত হবেন।