Tag Archives: Mocha

Mocha Jhal Mashla: ছাড়াতে সমস্যা? আস্ত মোচা দিয়েই রাঁধুন এই সুস্বাদু পদ! টেক্কা দেবে সব রান্নাকে…

হাওড়া: ছাড়ানোর ঝামেলা ছাড়া, আস্ত মোচার সুস্বাদু রেসিপি! মোচা বলতেই নিরামিষ পদ এমনটাই ধারণা বহু মানুষের, কিন্তু মোচার এই রেসিপি মাছ বা মাংসের পদের থেকে কোনও অংশে কম নয়। মোচার চপ ডালনা তরকারি ঘন্টা বেশি পরিচিত।

মোচা আরও একটু অন্যভাবে তেল মসলা দিয়ে রান্না করা, যা আমিষ পছন্দকারী মানুষের জন্য একেবারে উপযুক্ত হতে পারে। মোচার একঘেঁয়েমি খাবারে ছেড়ে। আরও আকর্ষণীয় খাবার বানাতে রইল সহজ রেসিপি। গ্রামাঞ্চলের মানুষের হেঁসেলে অতি সহায়ক সবজির তালিকায় মোচা। টাটকা তাজা মোচা গ্রাম বাংলায় গাছে গাছে দেখা যায়। শহরের বাজার অঞ্চলেও এই মোচার চাহিদা বেশ।

আরও পড়ুন- টাক মাথাতেও উপচে পড়বে কালো চুল! তেলের বদলে মাখুন বিরিয়ানির এই জিনিস…

মোচার উপকারিতা সম্পর্কে কম বেশি প্রায় সমস্ত মানুষের জানা। সেই দিক থেকে মোচার চাহিদা দারুন এই বাজারে। মোচার ঘুরিয়ে-ফিরিয়ে বহু পদ। মোচার সহজ রেসিপি জানা থাকলেতো আর কথা নেই।
‘মোচার ঝাল মসলা’ বলা যেতে পারে মাছ মাংস বা ডিমের মত আমিষ পদকে পাল্লা দেবে। ঝাল ঝাল মোচার এই পদ গরম ভাত অন্যরকম এর স্বাদ।
এই সহজ উপকরণ তৈরিতে প্রয়োজন, মোচার কচি অংশ, পেঁয়াজ, সাদা তেল বা সরষের তেল, আদা রসুন, পোস্ত, সাদা সরষে, লঙ্কা হলুদ গুঁড়ো মসলা এবং সামান্য ঘি। নিরামিষ এই রেসিপি বানাতে চাইলে পেঁয়াজ ছাড়া রান্না করতে পারেন।
প্রথমে মোচার বাইরের খোলস এবং পাকা রেসের ফুল বাদ দিয়ে। মোচার সাদা অংশ ধুয়ে কেটে নিতে হবে। কেটে নেওয়া মোচা সুতো দিয়ে বেঁধে নিতে হবে, যাতে কোনও ভাবে খুলে না যায়। লবণ হলুদ জলে ভাপিয়ে নিতে হবে মোচা। অন্যদিকে পেঁয়াজ ছোট ছোট করে কুচি করে, সরষে ও পোস্ত বেটে নেওয়া। এবার পাত্রে তেল দিয়ে মোচা ভেজে নিন।

আরও পড়ুন- মহাকাশে আটকে! কেমন কাটছে সুনীতার? সঙ্গী বুচ ভোট দিতে চান space থেকেই!

মোচা তুলে রেখে পেঁয়াজ আদা রসুন প্রয়োজনমত দিয়ে মসলা কষিয়ে। মসলায় প্রয়োজনমত জল দিয়ে ভাজা মোচা ছেড়ে দিন। এবার কিছুক্ষণ পর বাটা সরষে ও তারপর পোস্ত দিন। নামানোর আগে, উপর থেকে ঘি ছড়িয়ে নামিয়ে নিন। এভাবেই সহজে তৈরি মোচার ঝাল মসলা। এই ঝাল মসলা দিয়েই নিমেষে এক থালা গরম ভাত সাফ।

রাকেশ মাইতি

Mocha or Banana Flower Benefits: ব্লাড সুগার, হৃদরোগে ধন্বন্তরি! ওজন কমাতে অব্যর্থ! সুস্থ থাকতে মোচা খান এভাবে

আমিষ, নিরামিষ-সহ নানা উপায়ে খাওয়া যায় মোচা। মূলত কলাগাছের ফুলকে বলা হয় মোচা। বাঙালি হেঁশেলে স্বাদের ভান্ডার হল মোচা।
আমিষ, নিরামিষ-সহ নানা উপায়ে খাওয়া যায় মোচা। মূলত কলাগাছের ফুলকে বলা হয় মোচা। বাঙালি হেঁশেলে স্বাদের ভান্ডার হল মোচা।

 

স্বাদের পাশাপাশি গুণেরও ভান্ডার মোচা। কেন বেশি করে মোচা খাবেন, জেনে নিন। বলছেন পুষ্টিবিদ মনপ্রীত কালরা।
স্বাদের পাশাপাশি গুণেরও ভান্ডার মোচা। কেন বেশি করে মোচা খাবেন, জেনে নিন। বলছেন পুষ্টিবিদ মনপ্রীত কালরা।

 

মোচাকে বলা হয় পুষ্টির পাওয়ার হাউস। এই সবজি খেলে অজস্র শারীরিক সুবিধে পাওয়া যায়। ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি হজমে সাহায্য করে।
মোচাকে বলা হয় পুষ্টির পাওয়ার হাউস। এই সবজি খেলে অজস্র শারীরিক সুবিধে পাওয়া যায়। ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি হজমে সাহায্য করে।

 

মোচা খেলে পাওয়া যায় সার্বিক সুস্থতাও। ব্লাড সুগার বা মধুমেহ নিয়ন্ত্রণ করতে মোচা জুড়িহীন। ডায়াবেটিস থাকলে মোচা খেতে ভুলবেন না।
মোচা খেলে পাওয়া যায় সার্বিক সুস্থতাও। ব্লাড সুগার বা মধুমেহ নিয়ন্ত্রণ করতে মোচা জুড়িহীন। ডায়াবেটিস থাকলে মোচা খেতে ভুলবেন না।

 

মোচায় আছে অত্যাবশ্যকীয় ভিটামিন ও মিনারেল। মোচার ভিটামিন সি সাহায্য করে রোগ প্রতিরোধ শক্তি তৈরি করতে। সংক্রমণ রোধ করতে।
মোচায় আছে অত্যাবশ্যকীয় ভিটামিন ও মিনারেল। মোচার ভিটামিন সি সাহায্য করে রোগ প্রতিরোধ শক্তি তৈরি করতে। সংক্রমণ রোধ করতে।

 

মোচার ফাইবার হজমশক্তি মজবুত করে। পেট ফাঁপা, ইনফ্লেম্যাশন-সহ বহু পেটের রোগ দূর করে মোচা।
মোচার ফাইবার হজমশক্তি মজবুত করে। পেট ফাঁপা, ইনফ্লেম্যাশন-সহ বহু পেটের রোগ দূর করে মোচা।

 

ভিটামিন এ, সি এবং ই, মিনারেল, অ্যান্টিঅক্সিড্যান্টস, পটাশিয়ামে ভরা মোচায় ক্যালরি নামমাত্র। তাই ওজন কমাতে সাহায্য করে।
ভিটামিন এ, সি এবং ই, মিনারেল, অ্যান্টিঅক্সিড্যান্টস, পটাশিয়ামে ভরা মোচায় ক্যালরি নামমাত্র। তাই ওজন কমাতে সাহায্য করে।

 

মোচার অ্যান্টি অক্সিড্যান্টসের গুণে নিখুঁত ও উজ্জ্বল হয় ত্বক। ঋতুস্রাব চক্র নিয়মিত করতেও মোচা উপকারী। টক্সিন পদার্থ শরীর থেকে বার করে এনে ডিটক্সিফাই করে মোচা।
মোচার অ্যান্টি অক্সিড্যান্টসের গুণে নিখুঁত ও উজ্জ্বল হয় ত্বক। ঋতুস্রাব চক্র নিয়মিত করতেও মোচা উপকারী। টক্সিন পদার্থ শরীর থেকে বার করে এনে ডিটক্সিফাই করে মোচা।

 

সোডিয়াম কম এবং পটাশিয়াম বেশি মোচায়। হৃদযন্ত্রের সুস্থতা বজায় রাখতে মোচা খুবই উপকারী। মোচার ম্যাগনেসিয়াম স্ট্রেস দূরে রেখে মাসল রিল্যাক্সিং এবং মুড ভাল করতে সাহায্য করে।
সোডিয়াম কম এবং পটাশিয়াম বেশি মোচায়। হৃদযন্ত্রের সুস্থতা বজায় রাখতে মোচা খুবই উপকারী। মোচার ম্যাগনেসিয়াম স্ট্রেস দূরে রেখে মাসল রিল্যাক্সিং এবং মুড ভাল করতে সাহায্য করে।

 

পরিমিত পরিমাণে মোচা ডাক্তারের পরামর্শ নিয়ে অবশ্যই রাখুন ডায়েটে। তবে চেষ্টা করুন কম তেলমশলায় রান্না করতে।
পরিমিত পরিমাণে মোচা ডাক্তারের পরামর্শ নিয়ে অবশ্যই রাখুন ডায়েটে। তবে চেষ্টা করুন কম তেলমশলায় রান্না করতে।