Tag Archives: Mousuni Island

‘বাংলার মিনি গোয়া’ এই জায়গা! ২ দিনে ঘোরা হয়ে যাবে, খরচও একেবারে কম

এক বা ২ দিনের জন্য ঘুরতে যাওয়ার প্ল্যান করেন অনেকেই। সপ্তাহান্তে এমন একটা ঘোরাঘুরির প্ল্যান মনটাকে চাঙ্গা করে দিতে পারে কিন্তু।
এক বা ২ দিনের জন্য ঘুরতে যাওয়ার প্ল্যান করেন অনেকেই। সপ্তাহান্তে এমন একটা ঘোরাঘুরির প্ল্যান মনটাকে চাঙ্গা করে দিতে পারে কিন্তু।
আজকাল ফেসবুকের বিভিন্ন পেজে অনেকেই সপ্তাহান্তে ঘোরার জায়গার হদিশ চান। আজ আমাদের এই প্রতিবেদন তাঁদের জন্যই। আমরা আজ যে জায়গার কথা বলব, সেখানে ২ দিনে ঘুরে আসতে পারবেন। খরচও আহামরি কিছু নয়।
আজকাল ফেসবুকের বিভিন্ন পেজে অনেকেই সপ্তাহান্তে ঘোরার জায়গার হদিশ চান। আজ আমাদের এই প্রতিবেদন তাঁদের জন্যই। আমরা আজ যে জায়গার কথা বলব, সেখানে ২ দিনে ঘুরে আসতে পারবেন। খরচও আহামরি কিছু নয়।
অনেকেই এই জায়গাটিকে বলেন- বাংলার মিনি গোয়া। ২টো দিন নিরিবিলিতে থাকতে পারেন সেখানে গিয়ে। কলকাতা থেকে ১২০-১৩০ কিমি দূরে এই জায়গা।  গঙ্গা ও হুগলি নদী ঠিক যেখানে সাগরে মিশেছে সেখানেই এই দ্বীপ।
অনেকেই এই জায়গাটিকে বলেন- বাংলার মিনি গোয়া। ২টো দিন নিরিবিলিতে থাকতে পারেন সেখানে গিয়ে। কলকাতা থেকে ১২০-১৩০ কিমি দূরে এই জায়গা। গঙ্গা ও হুগলি নদী ঠিক যেখানে সাগরে মিশেছে সেখানেই এই দ্বীপ।
সাগরদ্বীপের পূর্ব দিকে এই ছোট্টো দ্বীপ। নাম মৌসুনি। চাইলে গাড়ি চালিয়ে যেতে পারেন। না হলে ট্রেনেও যাওয়া যায়।
সাগরদ্বীপের পূর্ব দিকে এই ছোট্টো দ্বীপ। নাম মৌসুনি। চাইলে গাড়ি চালিয়ে যেতে পারেন। না হলে ট্রেনেও যাওয়া যায়।
শিয়ালদহ থেকে ট্রেনে চেপে নামখানা। সেখানে নেমে টোটো চেপে নৌকা। তার পর আবার টোটো। পৌঁছে যাবেন মৌসুনি দ্বীপে।
শিয়ালদহ থেকে ট্রেনে চেপে নামখানা। সেখানে নেমে টোটো চেপে নৌকা। তার পর আবার টোটো। পৌঁছে যাবেন মৌসুনি দ্বীপে।
এই দ্বীপে আপনি টেন্টে থাকতে পারবেন। সেই ক্যাম্পগুলি বেশ পকেট ফ্রেন্ডলি। খাওয়া-দাওয়া, থাকা নিয়ে খরচ হবে কমই।
এই দ্বীপে আপনি টেন্টে থাকতে পারবেন। সেই ক্যাম্পগুলি বেশ পকেট ফ্রেন্ডলি। খাওয়া-দাওয়া, থাকা নিয়ে খরচ হবে কমই।
সারা সপ্তাহে তুলনামূলক ফাঁকা থাকে মৌসুনি। ভিড় বাড়ে সপ্তাহান্তে। এই দ্বীপে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখলে আপনার মন ভাল হতে বাধ্য।
সারা সপ্তাহে তুলনামূলক ফাঁকা থাকে মৌসুনি। ভিড় বাড়ে সপ্তাহান্তে। এই দ্বীপে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখলে আপনার মন ভাল হতে বাধ্য।
মৌসুনি দ্বীপের কাছে জম্বু দ্বীপ। সেখানে ঘুরতে গেলে অবশ্য আলাদা করে অনুমতি নিতে হয়। সেখানে থাকার ব্যবস্থা নেই। ঝড়ে বেশ ক্ষতি হয়েছিল মৌসুনি দ্বীপের। তবে এখন আবার অনেকটাই আগের রূপে ফিরে এসেছে মৌসুনি।
মৌসুনি দ্বীপের কাছে জম্বু দ্বীপ। সেখানে ঘুরতে গেলে অবশ্য আলাদা করে অনুমতি নিতে হয়। সেখানে থাকার ব্যবস্থা নেই। ঝড়ে বেশ ক্ষতি হয়েছিল মৌসুনি দ্বীপের। তবে এখন আবার অনেকটাই আগের রূপে ফিরে এসেছে মৌসুনি।

Offbeat Travel Destination: দিঘা বাদ দিন! এই নির্জন সমুদ্রে জমুক নিউ-ইয়ারের পার্টি! খরচ খুব কম!

চারিদিকে দিগন্ত বিস্তৃত সৈকত, বঙ্গোপসাগরের জলরাশির মধ্যে সবুজ ছোট্ট একটি দ্বীপ হল মৌসুনি দ্বীপ। বছর শেষের ছুটির দিনগুলিতে আপনার গন্তব্য হোক সেখানেই।
চারিদিকে দিগন্ত বিস্তৃত সৈকত, বঙ্গোপসাগরের জলরাশির মধ্যে সবুজ ছোট্ট একটি দ্বীপ হল মৌসুনি দ্বীপ। বছর শেষের ছুটির দিনগুলিতে আপনার গন্তব্য হোক সেখানেই।
নিস্তব্ধ প্রকৃতির মাঝে ছুটি কাটানোর উপযুক্ত ঠিকানা এই দ্বীপ। সোশ্যাল মিডিয়ার দৌলতে গত কয়েক বছরে পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই দ্বীপ।
নিস্তব্ধ প্রকৃতির মাঝে ছুটি কাটানোর উপযুক্ত ঠিকানা এই দ্বীপ। সোশ্যাল মিডিয়ার দৌলতে গত কয়েক বছরে পর্যটকদের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে এই দ্বীপ।
সমুদ্রের পাশে নির্জনে থাকার অন্যতম সুন্দর জায়গা এটি। দ্বীপে এখনও গড়ে ওঠেনি কংক্রিটের যাত্রী আবাস। এখানে রয়েছে টেন্ট পরিষেবা।
সমুদ্রের পাশে নির্জনে থাকার অন্যতম সুন্দর জায়গা এটি। দ্বীপে এখনও গড়ে ওঠেনি কংক্রিটের যাত্রী আবাস। এখানে রয়েছে টেন্ট পরিষেবা।
সমুদ্রের পাড়ে রয়েছে বেশ কয়েকটি মাটির কটেজ। এলাকার প্রচলিত খাবার এবং সামুদ্রিক মাছের নানা পদ পাবেন এখানে। নৌকায় চেপে পার্শ্ববর্তী দ্বীপগুলিও ঘুরে দেখতে পারেন আপনি।
সমুদ্রের পাড়ে রয়েছে বেশ কয়েকটি মাটির কটেজ। এলাকার প্রচলিত খাবার এবং সামুদ্রিক মাছের নানা পদ পাবেন এখানে। নৌকায় চেপে পার্শ্ববর্তী দ্বীপগুলিও ঘুরে দেখতে পারেন আপনি।
মৌসুনী দ্বীপ কলকাতা থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে অবস্থিত। এই দ্বীপটি বেশ নিরিবিলি। নিজের গাড়িতেই যাওয়া যায় এখানে।
মৌসুনী দ্বীপ কলকাতা থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে অবস্থিত। এই দ্বীপটি বেশ নিরিবিলি। নিজের গাড়িতেই যাওয়া যায় এখানে।
মৌসুনী দ্বীপে রয়েছে একাধিক পকেট ফ্রেন্ডলি ক্যাম্প। ১২০০ থেকে ১৫০০ টাকার মধ্যে চারবেলা খাওয়া এবং তাঁবুতে থাকার সুব্যবস্থা রয়েছে। রয়েছে আধুনিক শৌচাগারও।
মৌসুনী দ্বীপে রয়েছে একাধিক পকেট ফ্রেন্ডলি ক্যাম্প। ১২০০ থেকে ১৫০০ টাকার মধ্যে চারবেলা খাওয়া এবং তাঁবুতে থাকার সুব্যবস্থা রয়েছে। রয়েছে আধুনিক শৌচাগারও।
সমুদ্রের ধারে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা এখানকার ইউএসপি। সমুদ্রতটে সঙ্গীকে নিয়ে হেঁটে বেড়ান কিংবা নৌকাবিহারে যান আপনার দিন এখানে ভালো কাটবেই। তাহলে আর দেরী কিসের ঘুরে আসুন মৌসুনি দ্বীপে‌
সমুদ্রের ধারে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা এখানকার ইউএসপি। সমুদ্রতটে সঙ্গীকে নিয়ে হেঁটে বেড়ান কিংবা নৌকাবিহারে যান আপনার দিন এখানে ভালো কাটবেই। তাহলে আর দেরী কিসের ঘুরে আসুন মৌসুনি দ্বীপে‌