Tag Archives: Mystery Death

Mysterious Death: রাস্তাতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন ৩৫-এর যুবক, এগিয়ে এল না কেউ, তারপর…

বসিরহাট: বসিরহাটের বদরতলা এলাকায় মৃত্যু অজ্ঞাত পরিচয় ব্যক্তির, চাঞ্চল্য এলাকায়। বসিরহাট পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের ইছামতি নদীর পাড়ে বছর ৩৫ এর যুবক কার্যত পথের ধারেই মারা গেল।

রাস্তার ধারে বসে ছিলেন তিনি, হঠাৎই অসুস্থ হয়ে পড়েন, পথ চলতি মানুষ মুখ ফিরিয়ে চলে যাচ্ছিলেন৷ তাঁর কিছুক্ষণের মধ্যেই ওই যুবকের মৃত্যু হয়েছে। নাম পরিচয়হীন এই যুবকের খোঁজ এখনওপাওয়া যায়নি।

আরও পড়ুন-       বিরাট ক্ষতিকর…! ‘তেলাপিয়া’ মাছ-ই ডেকে আনছে ভয়ঙ্কর বিপদ, যা বলছেন গবেষকরা, শুনলে আঁতকে উঠবেন

স্থানীয় জনপ্রতিনিধি রানা দাস, এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন, কিন্তু ততক্ষণে মারা যায় ওই ব্যক্তি। ঘটনাস্থলে বসিরহাট থানার পুলিশ গিয়ে মৃতদেহ ময়না তদন্তের জন্য বসিরহাট স্বাস্থ্য জেলার পুলিশ মর্গে পাঠিয়েছে। প্রশ্ন উঠছে ইটিন্ডা রোড ব্যস্ততম একাধিক অফিস যেখানে মূল বসিরহাট স্বাস্থ্য জেলা হাসপাতাল সেখানে নিয়ে যাওয়ার জন্য কেউ এগিয়ে এল না। এমনকি বহু পথ চলতি সাধারণ মানুষ মুখ ফিরিয়ে চলে গেলেন।

আরও পড়ুন-        বলুন তো, স্ত্রী-রা কি রাখি পড়াতে পারেন স্বামীকে? ৯৯ শতাংশই ‘এই’ ভুলটা করেন, আপনিও কি তাই করছেন? আজই শুধরে নিন…

যদিও এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি রানা দাস জানায়, “সকাল থেকে উনি জীবিত ছিলেন, নড়াচড়াও করছিলেন। তারপর থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির নড়াচড়া বন্ধ হয়ে ‌যায়। তারপর এলাকার মানুষ আমাকে খবর দেয়, আমাদের মনে হল উনি আর জীবিত নেই এরপর থানায় খবর দেওয়া হয়। এনাকে আগে কখনও এই এলাকায় দেখা যায়নি। আর এভাবে একটি তরতাজা যুবকের মৃত্যু হল এ কোন মানবিকতা? এ যেন বসিরহাট শহর দেখল অন্য এক ছবি।

জুলফিকার মোল্যা

Family Death Mystery: স্বামীর মৃত্যুর পর ৪ মাস পরই দ্বিতীয় বিয়ে, মা-মেয়েকে খুন করে আত্মঘাতী দ্বিতীয় বর

বহরমপুর: স্বামী, স্ত্রী ও সন্তানের রহস্যজনক মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য বহরমপুরের কুঞ্জঘাটা এলাকায়। শনিবার ঘরের মধ্যেই স্বামী, স্ত্রী ও ৫বছরের শিশুর মৃতদেহ উদ্ধার হয়। মৃতদের নাম সুজয় মন্ডল, শোভা ঘোষ  ও আরাধ্যা ঘোষ । পারিবারিক অশান্তির জেরেই স্ত্রী ও সন্তানকে খুন করে স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে বলে অভিযোগ।

খবর পেয়ে ঘটনাস্থলে বহরমপুর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে পাঠায়। তবে  কী ভাবে একইসঙ্গে তিন জনের মৃত্যু হল তা খতিয়ে দেখতে বহরমপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

দু’বছর আগে শোভা ঘোষের প্রথম পক্ষের স্বামীর পথদুর্ঘটনায় মৃত্যু হয়। মৃত্যুর চার মাসের মাথায় সুজয় মন্ডলের সঙ্গে বিয়ে হয় শোভার। পাঁচ বছরের কন্যা সন্তানটি প্রথম পক্ষের। স্থানীয় সূত্রে জানা যায়, মাস খানেক আগে কুঞ্জঘাটা এলাকায় সৈদাবাদ কেদার মাহাতো লেনের একটি বাড়িতে ভাড়া আসেন ওই দম্পতি। কিন্তু মাঝেমধ্যেই স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই থাকত। এদিন সকালে বাচ্চাটিকে বাইরে দোকানে যেতে দেখেছিল প্রতিবেশীরা। তার পর বাড়ির বাইরে আর কাউকে দেখা যায়নি।

প্রতিবেশীদের অভিযোগ পারিবারিক অশান্তির কারনেই স্ত্রী ও শিশুটিকে খুন করে ওই যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। প্রতিবেশী বিভাস কুন্ডু বলেন, “কয়েক মাস আগে ওরা এই বাড়িতে ভাড়া আসে। সকালেও বাচ্চা মেয়েটাকে আমি দোকানে যেতে দেখেছিলাম। প্রতি দিনই স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি হত। সেই কারনেই স্ত্রী আর বাচ্চা মেয়েটাকে খুন করে ওই যুবক আত্মহত্যা করেছে।”

মৃত শোভা ঘোষের প্রথম পক্ষের শাশুড়ি লক্ষ্মী শীল বলেন, “আমার ছেলের মৃত্যুর পর আমাদের সঙ্গে শোভার কোনো সম্পর্ক ছিল না। বাচ্চা মেয়েটাকেও আমাদের দেখতে দিত না। মেয়েটার জন্যই আমি ছুটে এসেছি।” মৃত শোভা ঘোষের দাদা টিঙ্কু ঘোষ বলেন, “দ্বিতীয়বার বিয়ে করার পর আমাদের সঙ্গে বোন কোনও সম্পর্ক রাখত না। একই সঙ্গে তিনজনের কিভাবে মৃত্যু হল কিছু বুঝতে পারছিনা। পুলিশ তদন্ত করলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”

আরও পড়ুন-সরকারি জমিই বর্ষায় সাক্ষাৎ যম! ক্রিকেট খেলতে গিয়ে প্রাণ গেল দুই পড়ুয়ার

Mystery death: সল্টলেকে বাগজোলা খালের জলে ভেসে এল পচাগলা দেহ! এলাকায় চাঞ্চল্য

সল্টলেক: সল্টলেকে বাগজোলা খালের জলে ভেসে এল দেহ! শুক্রবার বাগজোলা খাল থেকে পচাগলা একটি দেহ ভেসে উঠতে দেখেন স্থানীয় মানুষেরা। পরে তাঁরা পুলিশে খবর দেন। খবর পেয়েই সেখানে হাজির হয় বিধান নগর উত্তর থানার পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।

আরও পড়ুন: কিছুক্ষণের মধ্যেই আসছে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি! রাজ্যের বহু জেলায় জারি সতর্কতা

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুরে সল্টলেকে এ ব্লক সংলগ্ন বাগজোলা খাল থেকে এক ব্যক্তির পচাগলা দেহ উদ্ধার হয়। স্থানীয় বাসিন্দারা দেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। দেহটি উদ্ধারের সময় ব্যক্তির হাত-পা বাঁধা ছিল বলেও জানান অনেকে। আরও জানা গিয়েছে, যে খালের জলে নোংরা আবর্জনায় আটকে ছিল মৃতদেহটি।

প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান দেহটি কয়েক দিন আগের। ঘটনার তদন্ত শুরু করেছে বিধাননগর পুলিশ। কোথা থেকে এই দেহটি এল এবং কী ভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত রিপোর্ট আসলেই জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। খাল থেকে দেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।