Tag Archives: nainital

মাত্র ৯৫ টাকা হাতে নিয়ে বাড়ি থেকে পালিয়ে সোজা কৈঁচি ধামে পৌঁছলেন তরুণ, জানাজানি হতেই যা করলেন পিআরডি জওয়ান…

নৈনিতাল: সম্প্রতি উত্তরাখণ্ডের নৈনিতাল জেলার নিম করোলি বাবার কৈঁচি ধাম (Kainchi Dham Nainital) নৈনিতালের একটি চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এসেছে। আসলে এক তরুণ বাড়ি থেকে পালিয়ে সরাসরি এসে পৌঁছেছেন বাবার ধামে। তবে মন্দিরে নিরাপত্তার দায়িত্বে থাকা পিআরডি জওয়ানরা ওই তরুণকে বাড়ি ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন। এদিকে ঘরে ফিরতে নারাজ ওই তরুণ। এরপর বিষয়টি গুরুত্ব সহকারে দেখার জন্য পিআরডি জওয়ানরা বাড়ি থেকে পালিয়ে আসা ওই তরুণের সঙ্গে কথা বলেন। তাঁরা বিষয়টি ভাল ভাবে বোঝেন।

আরও পড়ুন- C-130J হারকিউলিস বিমানের ফিচার শুনলে হুঁশ উড়ে যাবে! এতে চেপেই ভারতে এসেছেন হাসিনা

বাড়ি থেকে পালিয়ে আসা ওই তরুণের নাম চন্দ্রমণি মিশ্র। বাড়ি থেকে পালিয়ে সটান কৈঁচি ধামে পৌঁছন তিনি। তবে তাঁকে দেখে মনে হচ্ছিল, তিনি যেন মানসিক চাপে রয়েছেন। সূত্রের খবর, মাত্র ৯৫ টাকা হাতে নিয়ে বাড়ি থেকে বেরিয়েছিলেন চন্দ্রমণি মিশ্র। ট্রেনে চেপে কাঠগোদাম পৌঁছন। এরপর একটি গাড়িতে চেপে কৈঁচি ধামে গিয়েছিলেন তিনি। পিআরডি জওয়ানদের কাছে চন্দ্রমণি জানান যে, সম্প্রতি দ্বাদশ শ্রেণি পাশ করেছেন তিনি। প্রায় ৬ দিন ধরেই কিছুই খাওয়া হয়নি তাঁর। বাড়ি ছেড়ে সোজা কৈঁচি ধামে পৌঁছেছেন। এরপরেই কৈঁচি ধামের নিরাপত্তার দায়িত্বে থাকা পিআরডি জওয়ান আনন্দ বল্লভ বধানি ওই তরুণকে সাহায্য করতে এগিয়ে আসেন। এমনকী, চন্দ্রমণির পরিবারের সঙ্গে যোগাযোগও করেন। কিন্তু বারবার বোঝানো সত্ত্বেও বাড়ি ফিরে যেতে নারাজ চন্দ্রমণি। তাঁর পরিবারের কৈঁচি ধামে পৌঁছনোর কথা।

আরও পড়ুন– বিয়ে হচ্ছে না, সেই দুঃখে চিঠি লিখলেন স্বয়ং ভগবান ভোলানাথকে, পাঠালেন এই ঠিকানায়; তারপর যা হল…

আনন্দ বল্লভ বধানি জানতে পেরেছিলেন ওই তরুণ দিল্লি থেকে পালিয়ে এসেছেন। মন্দিরের ফটকেই বসেছিলেন চন্দ্রমণি। এটা জানামাত্রই তিনি ওই তরুণের কাছে ছুটে যান। চন্দ্রমণিকে বারবার প্রশ্ন করা সত্ত্বেও মুখ খুলতে চাননি তিনি। এরপরেই ওই তরুণকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করেন ওই পিআরডি জওয়ান। তাতেই জানা যায়, বাড়ি থেকে পালিয়ে কৈঁচি ধামে এসেছেন চন্দ্রমণি। এরপরেই আনন্দ বধানি ওই তরুণকে খাবার খাওয়ান। এমনকী তাঁর বাবার ফোন নম্বর নিয়ে যোগাযোগও করেন। এরপর চন্দ্রমণিকে নিজের বাড়িতে নিয়ে যান আনন্দ বধানি। পরে অবশ্য পরিবারের সদস্যদের হাতে চন্দ্রমণিকে তুলে দিয়েছেন তিনি।

VIDEO: গাড়ি দুর্ঘটনা, মহম্মদ শামি বাঁচালেন মানুষের প্রাণ!

নৈনিতাল: ক্রিকেট মাঠে প্রতিপক্ষ টিমের রান আটকেছেন মহম্মদ শামি (Mohammed Shami)৷ অনেক ম্যাচে টিম ইন্ডিয়াকে বাঁচিয়েছেন৷ এবার তিনি বাঁচালেন এক ব্যক্তির জীবন!নৈনিতালের রাস্তায় টিম ইন্ডিয়ার তারকা বোলার মহম্মদ শামির গাড়ির সামনে আরেকটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। নৈনিতালের হিল রোডে এই দুর্ঘটনা ঘটে। শামি তৎপরতা জীবন রক্ষা পায় গাড়িতে থাকা ওই ব্যক্তির।

নিজের ইনস্টাগ্রামে এই দুর্ঘটনার সম্পূর্ণ বিবরণ শেয়ার করেছেন মহম্মদ শামি। তিনি এই ঘটনার একটি ভিডিওও শেয়ার করেছেন৷ সেখানে দেখা যাচ্ছে যে একটি গাড়ি পাহাড়ের নীচে ঝোপের মধ্যে মুখ থুবড়ে পড়েছে৷ এই ভিডিওটি শেয়ার করে শামি লিখেছেন- ‘এই ব্যক্তি খুবই ভাগ্যবান।’

আরও পড়ুনArjun Chakraborty in Anurager Chowa: ভাল লাগলেই কাজ করব, সবসময় এটা ভাবলে না খেয়ে মরতে হবে: অর্জুন চক্রবর্তী

শামি আরও বলেন, “ঈশ্বর তাঁকে দ্বিতীয় জন্ম দিয়েছেন। নৈনিতালের পাহাড়ি রাস্তায় আমার গাড়ির ঠিক সামনেই তাঁর গাড়ি পাহাড় থেকে নীচে পড়ে যায়। আমরা তাঁকে নিরাপদে বের করে এনেছি।”

শামি যে ভিডিওটি শেয়ার করেছেন তাতে দেখা গিয়েছে যে তিনি একজন আহত ব্যক্তির যত্ন নিচ্ছেন। আরও অনেকই এই ঘটনার পর সেখানে উপস্থিত হয়৷ এরা সকলেই তাঁকে সাহায্য করেছিল দুর্ঘটনাগ্রস্ত লোকটির জীবন বাঁচাতে। তারকা বোলারকে দেখা গিয়েছে আহত ব্যক্তির যত্ন নিতে। তিনি বলেছিলেন যে আমরা তাঁর জীবন রক্ষা করেছি। মহম্মদ শামির এই ভিডিওটি দেখে সকলেই তাঁর প্রসংশায় মঞ্চমুখ৷ শামির শেয়ার করা ভিডিওগুলো এখন পর্যন্ত ৫ লাখ ৮০ হাজারের বেশি লাইক পেয়েছে। এ নিয়ে ভক্তরাও প্রতিক্রিয়া ব্যক্ত করছেন।

শামি নৈনিতালে এসেছিলেন একটি স্কুলের অনুষ্ঠানে অংশ নিতে। শামির ভাগ্নি নৈনিতালের সেন্ট মেরি কনভেন্ট স্কুলে পড়াশুনা করে। শামি সেখানে পৌঁছলে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এর আগে শুক্রবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও দেখা করেছিলেন মহম্মদ শামি । ইনস্টাগ্রামে এর ছবি শেয়ার করেছেন তিনি।

ফাস্ট বোলার মহম্মদ শামি ২০২৩ বিশ্বকাপে আশ্চর্যজনকভাবে পারফর্ম করেছিলেন এবং সর্বোচ্চ ২৪টি উইকেট নিয়েছিলেন। ২০২৩ বিশ্বকাপে, টিম ইন্ডিয়া দুর্দান্ত পারফরম্যান্স করে এবং টানা ১০ টি ম্যাচ জেতে। যদিও ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে টিম ইন্ডিয়া। বিশ্বকাপে হারের পর খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন মহম্মদ শামি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ড্রেসিংরুমে পিঠ চাপড়ে তাকে উৎসাহিত করেছিলেন।

বিশ্বকাপের পর সিনিয়র খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া হয়েছে। সূর্যকুমার যাদবের নেতৃত্বে যুব দলটি বর্তমানে অস্ট্রেলিয়ার সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ খেলছে। প্রথম ম্যাচেও জয় পেয়েছে দল।

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F