Tag Archives: nil sashthi

Neel Sashthi 2024: রাত পোহালেই নীলষষ্ঠী! সন্তানের মঙ্গলকামনায় কখন জ্বালবেন নীলের বাতি? জানুন শুভ সময়

চৈত্র অবসানে এখন নতুন বছরকে বরণ করে নেওয়ার পালা৷ প্রতি বছরের মতো নতুন বঙ্গাব্দে পা দেওয়ার আগে এ বারও রয়েছে নীলষষ্ঠীর মতো লৌকিক পার্বণ৷
চৈত্র অবসানে এখন নতুন বছরকে বরণ করে নেওয়ার পালা৷ প্রতি বছরের মতো নতুন বঙ্গাব্দে পা দেওয়ার আগে এ বারও রয়েছে নীলষষ্ঠীর মতো লৌকিক পার্বণ৷

 

প্রতি বছর পয়লা বৈশাখের আগে চড়ক উৎসবের আগের দিন পালিত হয় নীলষষ্ঠী৷ এ বছর আগামিকাল, শুক্রবার, ১২ এপ্রিল পড়েছে নীলষষ্ঠী৷
প্রতি বছর পয়লা বৈশাখের আগে চড়ক উৎসবের আগের দিন পালিত হয় নীলষষ্ঠী৷ এ বছর আগামিকাল, শুক্রবার, ১২ এপ্রিল পড়েছে নীলষষ্ঠী৷

 

সন্তানের মঙ্গলকামনায় এই ব্রত পালন করেন মায়েরা৷ এই লৌকিক ব্রত পালিত হয়ে আসছে কয়েক যুগ ধরে৷
সন্তানের মঙ্গলকামনায় এই ব্রত পালন করেন মায়েরা৷ এই লৌকিক ব্রত পালিত হয়ে আসছে কয়েক যুগ ধরে৷

 

এই তিথিতে গুরুত্বপূর্ণ অংশ হল নীলের বাতি প্রজ্বলন করা৷ বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ অরবিন্দ ত্রিপাঠী৷
এই তিথিতে গুরুত্বপূর্ণ অংশ হল নীলের বাতি প্রজ্বলন করা৷ বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ অরবিন্দ ত্রিপাঠী৷

 

সন্তানের সুস্থ, নীরোগ ও দীর্ঘ জীবন কামনা করে মায়েরা ঘিয়ের বাতি নিবেদন করেন বাবা মহেশ্বরের কাছে৷ যত জন সন্তান, তত গুলি ঘিয়ের বাতি উৎসর্গ করা হয়৷
সন্তানের সুস্থ, নীরোগ ও দীর্ঘ জীবন কামনা করে মায়েরা ঘিয়ের বাতি নিবেদন করেন বাবা মহেশ্বরের কাছে৷ যত জন সন্তান, তত গুলি ঘিয়ের বাতি উৎসর্গ করা হয়৷

 

এ বছর নীলষষ্ঠীতে নীলের বাতি দেওয়ার শুভ সময় শুক্রবার বিকেল ৪.১১ মিনিট থেকে বিকেল ৫.৫ মিনিট পর্যন্ত৷
এ বছর নীলষষ্ঠীতে নীলের বাতি দেওয়ার শুভ সময় শুক্রবার বিকেল ৪.১১ মিনিট থেকে বিকেল ৫.৫ মিনিট পর্যন্ত৷

 

নীলষষ্ঠী তিথিতে আবার নীলের বাতি প্রজ্বলন করতে পারবেন সন্ধ্যা ৭.২৩ মিনিট থেকে ৮.৫৬ মিনিট পর্যন্ত৷
নীলষষ্ঠী তিথিতে আবার নীলের বাতি প্রজ্বলন করতে পারবেন সন্ধ্যা ৭.২৩ মিনিট থেকে ৮.৫৬ মিনিট পর্যন্ত৷

 

বাড়িতে পুজো করলে খেয়াল রাখুন নীলষষ্ঠীর বাতি যেন রাতভর প্রজ্বলিত থাকে৷
বাড়িতে পুজো করলে খেয়াল রাখুন নীলষষ্ঠীর বাতি যেন রাতভর প্রজ্বলিত থাকে৷

Nil Sashthi Vrat 2024: আসছে নীলষষ্ঠী ব্রত! সন্তানের কল্যাণে এই বিশেষ ফুল দিন দেবাদিদেব মহাদেবকে ও এই ফুলে পুজো করুন দেবী নীল চণ্ডিকার

আসছে নীলষষ্ঠী৷ চৈত্র মাসে সন্তানের মঙ্গলকামনায় এই ব্রত পালন করেন মায়েরা৷ মহাদেবের পুজোর পাশাপাশি প্রজ্বলন করা হয় নীলের বাতি৷
আসছে নীলষষ্ঠী৷ চৈত্র মাসে সন্তানের মঙ্গলকামনায় এই ব্রত পালন করেন মায়েরা৷ মহাদেবের পুজোর পাশাপাশি প্রজ্বলন করা হয় নীলের বাতি৷

 

এই তিথিতে মহাদেবকেন নিবেদন করুন তাঁর প্রিয় ফুল বলে পরিচিত আকন্দফুল, ধুতুরাফুল, সাদাফুল এবং নীলকণ্ঠ বা নীল অপরাজিতা৷
এই তিথিতে মহাদেবকেন নিবেদন করুন তাঁর প্রিয় ফুল বলে পরিচিত আকন্দফুল, ধুতুরাফুল, সাদাফুল এবং নীলকণ্ঠ বা নীল অপরাজিতা৷

 

নীলষষ্ঠীতে চেষ্টা করুন মহাদেবকে নীল অপরাজিতা বা নীলকণ্ঠ ফুল নিবেদন করার৷ সবথেকে ভাল হয় যদি নীলকণ্ঠ ফুলের মালা নিবেদন করতে পারেন৷
নীলষষ্ঠীতে চেষ্টা করুন মহাদেবকে নীল অপরাজিতা বা নীলকণ্ঠ ফুল নিবেদন করার৷ সবথেকে ভাল হয় যদি নীলকণ্ঠ ফুলের মালা নিবেদন করতে পারেন৷

 

বেলপাতা তো অতি অবশ্যই লাগবে নীলষষ্ঠীতে৷ চেষ্টা করুন পুজোর জন্য নিখুঁত এবং অখণ্ড বেলপাতা যোগাড় করার৷
বেলপাতা তো অতি অবশ্যই লাগবে নীলষষ্ঠীতে৷ চেষ্টা করুন পুজোর জন্য নিখুঁত এবং অখণ্ড বেলপাতা যোগাড় করার৷
এই তিথিতে মহাদেবের পাশাপাশি পূজিত হন নীলাবতী পরমেশ্বরী বা দেবী নীল চণ্ডিকা এবং দেবী ষষ্ঠী৷
এই তিথিতে মহাদেবের পাশাপাশি পূজিত হন নীলাবতী পরমেশ্বরী বা দেবী নীল চণ্ডিকা এবং দেবী ষষ্ঠী৷

 

পরমেশ্বরী বা দেবী নীল চণ্ডিকার পুজোর জন্য প্রয়োজন কিছু রঙিন ফুল৷ দেবী ষষ্ঠীকে নিবেদন করুন সাদা ফুল এবং বোঁটাসমেত একটি আম৷
পরমেশ্বরী বা দেবী নীল চণ্ডিকার পুজোর জন্য প্রয়োজন কিছু রঙিন ফুল৷ দেবী ষষ্ঠীকে নিবেদন করুন সাদা ফুল এবং বোঁটাসমেত একটি আম৷

 

এ বছর নীলষষ্ঠী ব্রত পালিত হবে শুক্রবার, ১২ এপ্রিল৷ সেদিনই সব রীতিনীতি পালন করে সন্তানের মঙ্গলকামনায় পুজো করবেন মায়েরা৷
এ বছর নীলষষ্ঠী ব্রত পালিত হবে শুক্রবার, ১২ এপ্রিল৷ সেদিনই সব রীতিনীতি পালন করে সন্তানের মঙ্গলকামনায় পুজো করবেন মায়েরা৷

Neelsashthi 2024 Date & Timing: সন্তানের মঙ্গলকামনায় নীলষষ্ঠী ব্রত ও পুজো এ বছর কবে পালিত হবে? জানুন এই পুজোর দিনক্ষণ ও রীতি

চৈত্রমাসের অন্যতম গুরুত্বপূর্ণ পার্বণ নীলষষ্ঠী৷ সাধারণত চৈত্র সংক্রান্তি বা চৈত্র মাসের শেষ দিনের আগের দিন নীলপুজো অনুষ্ঠিত হয়৷ এরপর সংক্রান্তি, চড়কপুজো, গাজনের পর্ব পেরিয়ে আসে পয়লা বৈশাখ বা নববর্ষ বরণের পালা৷
চৈত্রমাসের অন্যতম গুরুত্বপূর্ণ পার্বণ নীলষষ্ঠী৷ সাধারণত চৈত্র সংক্রান্তি বা চৈত্র মাসের শেষ দিনের আগের দিন নীলপুজো অনুষ্ঠিত হয়৷ এরপর সংক্রান্তি, চড়কপুজো, গাজনের পর্ব পেরিয়ে আসে পয়লা বৈশাখ বা নববর্ষ বরণের পালা৷

 

শিব বা নীলকণ্ঠের পুজো বলে একে বলা হয় নীলপুজো৷ প্রাচীন কাল থেকে রচিত হয়েছে নীলের গানও৷ নীলের গান শুনিয়ে নীল সন্ন্যাসীরা গৃহস্থের কাছ থেকে ভিক্ষা গ্রহণ করেন৷ তবে স্থানভেদে আচারে পার্থক্য দেখা যায়৷
শিব বা নীলকণ্ঠের পুজো বলে একে বলা হয় নীলপুজো৷ প্রাচীন কাল থেকে রচিত হয়েছে নীলের গানও৷ নীলের গান শুনিয়ে নীল সন্ন্যাসীরা গৃহস্থের কাছ থেকে ভিক্ষা গ্রহণ করেন৷ তবে স্থানভেদে আচারে পার্থক্য দেখা যায়৷

 

নীলকণ্ঠ বা শিবপুজোর সঙ্গে জড়িয়ে গিয়েছে সন্তানের মঙ্গলকামনায় প্রার্থনাও৷ সন্তানসন্ততির কল্যাণ প্রার্থনা করে পুজো বলে এই তিথিতে নীলের সঙ্গে যুক্ত হয় মা ষষ্ঠীর নাম৷ সব মিলিয়ে এই পার্বণ পরিচিত হয় নীলষষ্ঠী পুজো বলে৷
নীলকণ্ঠ বা শিবপুজোর সঙ্গে জড়িয়ে গিয়েছে সন্তানের মঙ্গলকামনায় প্রার্থনাও৷ সন্তানসন্ততির কল্যাণ প্রার্থনা করে পুজো বলে এই তিথিতে নীলের সঙ্গে যুক্ত হয় মা ষষ্ঠীর নাম৷ সব মিলিয়ে এই পার্বণ পরিচিত হয় নীলষষ্ঠী পুজো বলে৷

 

নীলষষ্ঠী পার্বণে অর্থাৎ সংক্রান্তির আগের দিন নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি প্রজ্বলন করেন সন্তানের মায়েরা৷ দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢেলে পুজো করেন৷ তার পর ঈশ্বরের কাছে প্রার্থনা করেন সন্তানের কল্যাণকামনায়৷
নীলষষ্ঠী পার্বণে অর্থাৎ সংক্রান্তির আগের দিন নীলাবতীর পুজো করে নীলকণ্ঠ শিবের ঘরে বাতি প্রজ্বলন করেন সন্তানের মায়েরা৷ দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢেলে পুজো করেন৷ তার পর ঈশ্বরের কাছে প্রার্থনা করেন সন্তানের কল্যাণকামনায়৷

 

পুজোর পর উপবাস ভঙ্গ করেন ব্রতীরা৷ তবে এদিন ফল, সাবুমাখা খেয়েই ব্রতভঙ্গের রীতি প্রচলিত৷
পুজোর পর উপবাস ভঙ্গ করেন ব্রতীরা৷ তবে এদিন ফল, সাবুমাখা খেয়েই ব্রতভঙ্গের রীতি প্রচলিত৷

 

এ বছর নীলষষ্ঠী ব্রত পালিত হবে শুক্রবার, ১২ এপ্রিল৷ সেদিনই সব রীতিনীতি পালন করে সন্তানের মঙ্গলকামনায় পুজো করবেন মায়েরা৷
এ বছর নীলষষ্ঠী ব্রত পালিত হবে শুক্রবার, ১২ এপ্রিল৷ সেদিনই সব রীতিনীতি পালন করে সন্তানের মঙ্গলকামনায় পুজো করবেন মায়েরা৷

 

ঋতু পরিবর্তনের সময় বসন্তকালে এই ব্রতপালনে জড়িয়ে থাকে সন্তানকে ভাল রাখার জন্য মায়ের আকুতি৷ লৌকিক আচারে এই ব্রত বিশেষ তাৎপর্যপূর্ণ৷
ঋতু পরিবর্তনের সময় বসন্তকালে এই ব্রতপালনে জড়িয়ে থাকে সন্তানকে ভাল রাখার জন্য মায়ের আকুতি৷ লৌকিক আচারে এই ব্রত বিশেষ তাৎপর্যপূর্ণ৷

 

Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।