Tag Archives: Nepal

Charles Sobhraj: পাশের আসনে চার্লস শোভরাজ, ভয়ে কুকড়ে গেলেন মহিলা! ভাইরাল ছবি

#কাঠমান্ডু: দীর্ঘ দিন নেপালের জেলে বন্দি থাকার পর সম্প্রতি মুক্তি পেয়েছেন সিরিয়াল কিলার চার্লস শোভরাজ। তাকে ফ্রান্সে প্রত্য়র্পণের নির্দেশ দেয় নেপালের শীর্ষ আদালত। শারীরিক কারণেই শোভরাজকে মুক্তির নির্দেশ দেওয়া হয়।

মুক্তির পরেই কাঠমান্ডু থেকে দোহাগামী একটি বিমান ধরেন শোভরাজ। দোহা থেকে অন্য় বিমানে প্য়ারিস উড়ে যাওয়ার কথা তাঁর।

আরও পড়ুন: কাঠমান্ডুর কুরশিতে ফের ফিরলেন ‘প্রচণ্ড’, এই নিয়ে তৃতীয়বার

তথ্য় বলছে, ১৯৭০-এর দশকে চার্লস শোভরাজের বিরুদ্ধে অন্তত কুড়িটি খুনের অভিযোগ রয়েছে। মূলত তাঁর টার্গেট হতেন বিদেশী পর্যটকরা। নেপাল থেকে প্য়ারিস ফেরার পথে বিমানের ভিতরে চার্লস শোভরাজের একটি ছবিই সম্প্রতি সমধ্য়মে ছড়িয়ে পড়েছে। তবে তার মূল কারণ অবশ্য় শোভরাজের পাশের আসনে বসে থাকা সহযাত্রী এক মহিলা।

আরও পড়ুন: তুষার ঝড়ে বিধ্বস্ত আমেরিকা, বড়দিনে হুহু করে বাড়ছে মৃতের সংখ্যা

চার্লস শোভরাজের মতো একজন কুখ্য়াত খুনি তাঁর পাশে বসে রয়েছেন, একথা ভেবেই যেন আতঙ্কিত হয়ে পড়েন ওই মহিলা যাত্রী। সেই আতঙ্কের ছাপ স্পষ্ট ফুটে উঠেছে ওই মহিলার চোখেমুখে।

শোভরাজের সহযাত্রী মহিলার প্রতিক্রিয়া দেখে একের পর এক মন্তব্য় করেছেন নেট ব্য়বহারকারীরা। তাঁদের মধ্য়ে কেউ কেউ লিখেছেন, ‘যদি জানতাম আমার পাশের আসনে একজন সিরিয়াল কিলার বসে আছে, তাহলে আমার মুখটাও ওরকমই হয়ে যেত।’ সৌরভ সিং নামে আর একজনের মন্তব্য়, ‘ওই মহিলার জীবনের সবথেকে ভয়ঙ্করতম মুহূর্ত।’ আর একজনের মন্তব্য়, ‘ওই মহিলার অবস্থা আমি বুঝতে পারছি। একবার ভাবুন, টিকিট কেটে বিমানে উঠে আপনি জানতে পারলেন আপনার পাশের আসনে একজন সিরিয়াল কিলার বসে আছে!’

সংবাদসংস্থা পিটিআই-এর রিপোর্ট অনুযায়ী, শোভরাজ নিজে চেয়েছিলেন নেপালেই থাকতে। সেখানকার একটি হাসপাতালে অন্তত দশ দিন চিকিৎসা করানোর জন্য় আবেদন জানিয়েছিলেন তিনি। যদিও তাঁর সেই আবেদন খারিজ করে দেয় আদালত। যেহেতু তাঁর বয়স হয়েছে এবং তিনি সাজার মেয়াদের ৯৫ শতাংশই ভোগ করে ফেলেছেন, তাই শোভরাজকে মুক্তি দেন দুই বিচারপতি। যদিও আগামী দশ বছর শোভরাজের নেপালে প্রবেশের উপরে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

 

India vs Nepal: গোল করলেন, করালেন সুনীল, ফিরতি ম্যাচে নেপালকে হারাল ভারত

#কাঠমাণ্ডু: ভারতীয় ফুটবল দলের কাছে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ নেপাল। কিন্তু সেই নেপালের বিরুদ্ধেই প্রথম ম্যাচে ড্র করেছিলেন ভারতীয় ফুটবল দল। ১-১ শেষ হয়েছিল সেই ম্যাচ। ফিরতি ম্যাচে অবশ্য নেপালকে হারালেন সুনীল ছেত্রীরা (Indian Football Team)। রবিবার ফিরতি ফ্রেন্ডলি ম্যাচে ২-১ গোলে নেপালকে হারাল ভারতীয় দল। ফারুখ চৌধুরী ও সুনীল ছেত্রী গোল করলেন। নেপালের হয়ে গোল তেজ তামাংয়ের। ইগর স্টিম্যাচের ছেলেরা এদিন শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকেন। প্রথম ১০ মিনিটের মাথাতেই গোল করার মতো পরিস্থিতি তৈরি করেছিলেন সুনীল ছেত্রীরা।

১৩ মিনিটের মাথায় ভারতীয় গোলরক্ষক অমরিন্দর সিংয়ের ভুলে গোল করতে পারত নেপাল। তাড়াহুড়োয় গোলকিক নিতে গিয়ে ভুল করে বসেন অমরিন্দর। নেপালের ফুটবলার তামাংয়ের পায়ে বল চলে যায়। তবে তাঁর দূরপাল্লার শট লক্ষ্য়ভ্রষ্ট হয়। এর পর ২৪ মিনিটে গোল করার মতো পরিস্থিতি তৈরি করেন ভারতীয় ফুটবলাররা। কিন্তু গোল হয়নি। দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক খেলতে থাকেন ভারতীয় ফুটবলাররা। ফলে ৬২ মিনিটে গোল পায় ভারত। বাঁ দিক থেকে ভেসে আসা ক্রস থেকে বল পান সুনীল ছেত্রী। ফাঁকায় দাঁড়ানে ফারুখকে বল বাড়িয়ে দেন তিনি। গোল করেন ফারুখ।

এর পর ৮০ মিনিটে দ্বিতীয় গোলটি করেন সুনীল ছেত্রী। এর পর নেপালের তেজ তামাং একটি গোল শোধ করেন। তিনি আরও একটি গোল শোধ করতে পারতেন। নেপাল শেষের কয়েক মিনিট মরিয়া চেষ্টা করেছিল। তবে ভারতীয় রক্ষণ নেপালের সব আক্রমণ রুখে দেয়।

মানচিত্র নিয়ে ভারতের সঙ্গে বিবাদ, নেপালকে সমর্থন করলেন মণীষা কৈরালা !

#মুম্বই: লিপুলেখ ও কালাপানিকে নিয়ে ভারত-নেপাল বিবাদ নতুন করে আবার শুরু হয়েছে ৷ সম্প্রতি নেপাল এক মানচিত্র প্রকাশ করেছে, যেখানে এই দুই জায়গা নেপালের বলে দাবি করা হয়েছে ৷ প্রকাশ্যে আসা মানচিত্র নিয়েই নতুন করে সংঘাত শুরু হয়েছে নেপাল ও ভারতের মধ্যে ৷ তবে এই বিবাদের সূত্রপাত কিন্তু ২০১৯ থেকেই ৷

তবে এই বিবাদকে সমর্থন করে এবং বিশেষ করে এই বিতর্কে নেপালকে সমর্থন করার জন্য বিতর্কে পড়লেন নেপালের মেয়ে এবং বলিউডের জনপ্রিয় নায়িকা মণীষা কৈরালা ! নেপালের এই মানচিত্রের প্রশংসা করে ট্যুইটও করেছেন মণীষা !

ট্যুইটে মণীষা লিখেছেন, ‘আমাদের ছোট দেশ যে তাঁর সম্মান ও গৌরব রাখতে পেরেছে, তা সত্যিই প্রশংসা যোগ্য ৷  ’

দেখুন সেই ট্যুইট—