Tag Archives: Neel Sashthi 2024

Neelsashthi Offerings 2024: নীলষষ্ঠীতে এই ২ ফল ও ‘এই’ কালো দানা অবশ্যই নিবেদন করুন বাবা মহেশ্বরকে, সন্তানের কল্যাণ হবে

শুক্রবার নীলষষ্ঠী ব্রত পালন করবেন? সন্তানের মঙ্গলকামনায় নীলের ঘরে বাতি প্রজ্বলন করবেন? চৈত্র মাসে এই লৌকিক পার্বণ পালন করার আগে জানুন বিশেষ কিছু নিয়ম।
শুক্রবার নীলষষ্ঠী ব্রত পালন করবেন? সন্তানের মঙ্গলকামনায় নীলের ঘরে বাতি প্রজ্বলন করবেন? চৈত্র মাসে এই লৌকিক পার্বণ পালন করার আগে জানুন বিশেষ কিছু নিয়ম।

 

নীলষষ্ঠী ব্রত পালনে ব্রতীরা অবশ্যই সেই নিয়মগুলি পালন করুন। তাহলে ব্রতপালনের শ্রেষ্ঠ ফল লাভ করবেন। বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ অরবিন্দ ত্রিপাঠী।
নীলষষ্ঠী ব্রত পালনে ব্রতীরা অবশ্যই সেই নিয়মগুলি পালন করুন। তাহলে ব্রতপালনের শ্রেষ্ঠ ফল লাভ করবেন। বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ অরবিন্দ ত্রিপাঠী।

 

সামান্য উপকরণে ঘরোয়া উপায়ে এই ব্রতপালন করা যায়। সন্তান সন্ততির কল্যাণকামনায় প্রজ্বলন করা যায় নীলের ঘরের বাতি। শুধু মনে রাখতে হবে কিছু নিয়ম ও রীতি নীতি।
সামান্য উপকরণে ঘরোয়া উপায়ে এই ব্রতপালন করা যায়। সন্তান সন্ততির কল্যাণকামনায় প্রজ্বলন করা যায় নীলের ঘরের বাতি। শুধু মনে রাখতে হবে কিছু নিয়ম ও রীতি নীতি।

 

নীলষষ্ঠীর পুজোর অর্ঘ্যে রাখুন ৫ টি গোটা ফল। তার মধ্যে অবশ্যই নিবেদন করুন বেল এবং বৃন্ত-সহ একটি কাঁচা আম। নৈবেদ্যে ফল কেটে দিলেও পুজোর ডালিতে নিবেদন করুন গোটা ফল।
নীলষষ্ঠীর পুজোর অর্ঘ্যে রাখুন ৫ টি গোটা ফল। তার মধ্যে অবশ্যই নিবেদন করুন বেল এবং বৃন্ত-সহ একটি কাঁচা আম। নৈবেদ্যে ফল কেটে দিলেও পুজোর ডালিতে নিবেদন করুন গোটা ফল।

 

নীলষষ্ঠীতে মহাদেবের পাশাপাশি পূজিত হন দেবী নীলাবতী নীল চণ্ডিকাও। তাই পুজোর অর্ঘ্যে অবশ্যই রাখুন নীল অপরাজিতা। একান্তই না পাওয়া গেলে দিন সাদা অপরাজিতা।
নীলষষ্ঠীতে মহাদেবের পাশাপাশি পূজিত হন দেবী নীলাবতী নীল চণ্ডিকাও। তাই পুজোর অর্ঘ্যে অবশ্যই রাখুন নীল অপরাজিতা। একান্তই না পাওয়া গেলে দিন সাদা অপরাজিতা।

 

অপরাজিতার সঙ্গে পুজোয় নিবেদন করুন মহেশ্বরের প্রিয় আকন্দ এবং হলুদ কল্কে ফুলও। সঙ্গে অবশ্যই অর্ঘ্য দিন অখণ্ড ত্রিপত্র বিল্বপত্র বা বেলপাতা। মা ষষ্ঠীকে লাল ফুল নিবেদন করলেও মহেশ্বরকে লাল ফুল নিবেদন করবেন না।
অপরাজিতার সঙ্গে পুজোয় নিবেদন করুন মহেশ্বরের প্রিয় আকন্দ এবং হলুদ কল্কে ফুলও। সঙ্গে অবশ্যই অর্ঘ্য দিন অখণ্ড ত্রিপত্র বিল্বপত্র বা বেলপাতা। মা ষষ্ঠীকে লাল ফুল নিবেদন করলেও মহেশ্বরকে লাল ফুল নিবেদন করবেন না।

 

সন্তানের সুস্থতা কামনা করে নীলষষ্ঠীতে মহাদেবকে অর্পণ করুন কালো তিল। সরাসরি নিবেদন করতে পারেন। অথবা দুধ বা গঙ্গাজল বা বিশুদ্ধ জলে মিশিয়েও অর্পণ করতে পারেন।
সন্তানের সুস্থতা কামনা করে নীলষষ্ঠীতে মহাদেবকে অর্পণ করুন কালো তিল। সরাসরি নিবেদন করতে পারেন। অথবা দুধ বা গঙ্গাজল বা বিশুদ্ধ জলে মিশিয়েও অর্পণ করতে পারেন।

 

মহেশ্বরকে যদি গঙ্গাজল বা এমনি বিশুদ্ধ জল অর্পণ করেন তাহলে সেটা তামার পাত্রে রাখুন। কিন্তু পঞ্চামৃত তামার পাত্রে নিবেদন করবেন না। পিতল বা কাঁসার পাত্র সেক্ষেত্রে ব্যবহার করবেন না। লোহা বা স্টিলের পাত্র ব্যবহার করবেন না।
মহেশ্বরকে যদি গঙ্গাজল বা এমনি বিশুদ্ধ জল অর্পণ করেন তাহলে সেটা তামার পাত্রে রাখুন। কিন্তু পঞ্চামৃত তামার পাত্রে নিবেদন করবেন না। পিতল বা কাঁসার পাত্র সেক্ষেত্রে ব্যবহার করবেন না। লোহা বা স্টিলের পাত্র ব্যবহার করবেন না।

 

দেবাদিদেব মহাদেবের নৈবেদ্যে সাদা রঙের মিষ্টান্ন অবশ্যই রাখুন। নিবেদন করুন অখণ্ড আতপ চাল। সব সময় উত্তরদিকে মুখ করে মহাদেবের পুজো করুন। সম্ভব হলে দাঁড়িয়ে না থেকে বসে অর্ঘ্য নিবেদন করুন।
দেবাদিদেব মহাদেবের নৈবেদ্যে সাদা রঙের মিষ্টান্ন অবশ্যই রাখুন। নিবেদন করুন অখণ্ড আতপ চাল। সব সময় উত্তরদিকে মুখ করে মহাদেবের পুজো করুন। সম্ভব হলে দাঁড়িয়ে না থেকে বসে অর্ঘ্য নিবেদন করুন।

 

 নীলষষ্ঠীতে নীলের ঘরে বাতি অবশ্যই প্রজ্বলন করুন সন্তানের মঙ্গলকামনায়। পুজো এবং ব্রত সমাপনে পাঠ করুন নীলষষ্ঠীর ব্রতকথা।
নীলষষ্ঠীতে নীলের ঘরে বাতি অবশ্যই প্রজ্বলন করুন সন্তানের মঙ্গলকামনায়। পুজো এবং ব্রত সমাপনে পাঠ করুন নীলষষ্ঠীর ব্রতকথা।

Neel Sashthi 2024: রাত পোহালেই নীলষষ্ঠী! সন্তানের মঙ্গলকামনায় কখন জ্বালবেন নীলের বাতি? জানুন শুভ সময়

চৈত্র অবসানে এখন নতুন বছরকে বরণ করে নেওয়ার পালা৷ প্রতি বছরের মতো নতুন বঙ্গাব্দে পা দেওয়ার আগে এ বারও রয়েছে নীলষষ্ঠীর মতো লৌকিক পার্বণ৷
চৈত্র অবসানে এখন নতুন বছরকে বরণ করে নেওয়ার পালা৷ প্রতি বছরের মতো নতুন বঙ্গাব্দে পা দেওয়ার আগে এ বারও রয়েছে নীলষষ্ঠীর মতো লৌকিক পার্বণ৷

 

প্রতি বছর পয়লা বৈশাখের আগে চড়ক উৎসবের আগের দিন পালিত হয় নীলষষ্ঠী৷ এ বছর আগামিকাল, শুক্রবার, ১২ এপ্রিল পড়েছে নীলষষ্ঠী৷
প্রতি বছর পয়লা বৈশাখের আগে চড়ক উৎসবের আগের দিন পালিত হয় নীলষষ্ঠী৷ এ বছর আগামিকাল, শুক্রবার, ১২ এপ্রিল পড়েছে নীলষষ্ঠী৷

 

সন্তানের মঙ্গলকামনায় এই ব্রত পালন করেন মায়েরা৷ এই লৌকিক ব্রত পালিত হয়ে আসছে কয়েক যুগ ধরে৷
সন্তানের মঙ্গলকামনায় এই ব্রত পালন করেন মায়েরা৷ এই লৌকিক ব্রত পালিত হয়ে আসছে কয়েক যুগ ধরে৷

 

এই তিথিতে গুরুত্বপূর্ণ অংশ হল নীলের বাতি প্রজ্বলন করা৷ বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ অরবিন্দ ত্রিপাঠী৷
এই তিথিতে গুরুত্বপূর্ণ অংশ হল নীলের বাতি প্রজ্বলন করা৷ বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ অরবিন্দ ত্রিপাঠী৷

 

সন্তানের সুস্থ, নীরোগ ও দীর্ঘ জীবন কামনা করে মায়েরা ঘিয়ের বাতি নিবেদন করেন বাবা মহেশ্বরের কাছে৷ যত জন সন্তান, তত গুলি ঘিয়ের বাতি উৎসর্গ করা হয়৷
সন্তানের সুস্থ, নীরোগ ও দীর্ঘ জীবন কামনা করে মায়েরা ঘিয়ের বাতি নিবেদন করেন বাবা মহেশ্বরের কাছে৷ যত জন সন্তান, তত গুলি ঘিয়ের বাতি উৎসর্গ করা হয়৷

 

এ বছর নীলষষ্ঠীতে নীলের বাতি দেওয়ার শুভ সময় শুক্রবার বিকেল ৪.১১ মিনিট থেকে বিকেল ৫.৫ মিনিট পর্যন্ত৷
এ বছর নীলষষ্ঠীতে নীলের বাতি দেওয়ার শুভ সময় শুক্রবার বিকেল ৪.১১ মিনিট থেকে বিকেল ৫.৫ মিনিট পর্যন্ত৷

 

নীলষষ্ঠী তিথিতে আবার নীলের বাতি প্রজ্বলন করতে পারবেন সন্ধ্যা ৭.২৩ মিনিট থেকে ৮.৫৬ মিনিট পর্যন্ত৷
নীলষষ্ঠী তিথিতে আবার নীলের বাতি প্রজ্বলন করতে পারবেন সন্ধ্যা ৭.২৩ মিনিট থেকে ৮.৫৬ মিনিট পর্যন্ত৷

 

বাড়িতে পুজো করলে খেয়াল রাখুন নীলষষ্ঠীর বাতি যেন রাতভর প্রজ্বলিত থাকে৷
বাড়িতে পুজো করলে খেয়াল রাখুন নীলষষ্ঠীর বাতি যেন রাতভর প্রজ্বলিত থাকে৷

Neel Sashthi 2024: সামনেই নীলষষ্ঠী! সন্তানের মঙ্গলে মহেশ্বরের কাছে এভাবে জ্বালুন ‘নীলের বাতি’! জানুন এ বছর এই বাতি প্রজ্বলনের শুভ সময় কখন

আগামী সপ্তাহে পালিত হবে নীলষষ্ঠী৷ সন্তানের মঙ্গলকামনায় এই ব্রত পালন করেন মায়েরা৷ এই লৌকিক ব্রত পালিত হয়ে আসছে কয়েক যুগ ধরে৷
আগামী সপ্তাহে পালিত হবে নীলষষ্ঠী৷ সন্তানের মঙ্গলকামনায় এই ব্রত পালন করেন মায়েরা৷ এই লৌকিক ব্রত পালিত হয়ে আসছে কয়েক যুগ ধরে৷

 

এ বছর নীলষষ্ঠী পালিত হবে আগামী ১২ এপ্রিল, শুক্রবার৷ এই তিথিতে গুরুত্বপূর্ণ অংশ হল নীলের বাতি প্রজ্বলন করা৷ বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ অরবিন্দ ত্রিপাঠী৷
এ বছর নীলষষ্ঠী পালিত হবে আগামী ১২ এপ্রিল, শুক্রবার৷ এই তিথিতে গুরুত্বপূর্ণ অংশ হল নীলের বাতি প্রজ্বলন করা৷ বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ অরবিন্দ ত্রিপাঠী৷

 

সন্তানের সুস্থ, নীরোগ ও দীর্ঘ জীবন কামনা করে মায়েরা ঘিয়ের বাতি নিবেদন করেন বাবা মহেশ্বরের কাছে৷ যত জন সন্তান, তত গুলি ঘিয়ের বাতি উৎসর্গ করা হয়৷
সন্তানের সুস্থ, নীরোগ ও দীর্ঘ জীবন কামনা করে মায়েরা ঘিয়ের বাতি নিবেদন করেন বাবা মহেশ্বরের কাছে৷ যত জন সন্তান, তত গুলি ঘিয়ের বাতি উৎসর্গ করা হয়৷

 

অবিবাহিত পুরুষ বা মহিলাও এই ব্রত পালন করে নীলকণ্ঠ শিবের কাছে নীলের বাতি নিবেদন করতে পারেন পরিবারের মঙ্গল কামনা করে৷
অবিবাহিত পুরুষ বা মহিলাও এই ব্রত পালন করে নীলকণ্ঠ শিবের কাছে নীলের বাতি নিবেদন করতে পারেন পরিবারের মঙ্গল কামনা করে৷

 

বাড়িতে পুজো করলে খেয়াল রাখুন নীলষষ্ঠীর বাতি যেন রাতভর প্রজ্বলিত থাকে৷ এই বাতি তৈরির জন্য প্রয়োজন নতুন বড় মাটির প্রদীপ৷
বাড়িতে পুজো করলে খেয়াল রাখুন নীলষষ্ঠীর বাতি যেন রাতভর প্রজ্বলিত থাকে৷ এই বাতি তৈরির জন্য প্রয়োজন নতুন বড় মাটির প্রদীপ৷

 

ঘিয়ের প্রদীপ নিবেদন করাই প্রাচীন রীতি৷ তবে অনেকে নীলরঙের মোমবাতিও নিবেদন করেন নীলের বাতি স্বরূপ৷
ঘিয়ের প্রদীপ নিবেদন করাই প্রাচীন রীতি৷ তবে অনেকে নীলরঙের মোমবাতিও নিবেদন করেন নীলের বাতি স্বরূপ৷

 

এ বছর নীলষষ্ঠীতে নীলের বাতি দেওয়ার শুভ সময় শুক্রবার বিকেল ৪.১১ মিনিট থেকে বিকেল ৫.৫ মিনিট পর্যন্ত৷
এ বছর নীলষষ্ঠীতে নীলের বাতি দেওয়ার শুভ সময় শুক্রবার বিকেল ৪.১১ মিনিট থেকে বিকেল ৫.৫ মিনিট পর্যন্ত৷

 

নীলষষ্ঠী তিথিতে আবার নীলের বাতি প্রজ্বলন করতে পারবেন সন্ধ্যা ৭.২৩ মিনিট থেকে ৮.৫৬ মিনিট পর্যন্ত৷
নীলষষ্ঠী তিথিতে আবার নীলের বাতি প্রজ্বলন করতে পারবেন সন্ধ্যা ৭.২৩ মিনিট থেকে ৮.৫৬ মিনিট পর্যন্ত৷

Gardening Tips for Aparajita Flower: আসছে নীলষষ্ঠী! জানুন নীলকণ্ঠ ফুল ফোটানোর গুপ্তমন্ত্র! ম্যাজিক স্প্রে দিলেই অপরাজিতা লতা ছেয়ে যাবে ফুলে

সামনের সপ্তাহেই নীলষষ্ঠী। সন্তানের মঙ্গলকামনায় এই শুভ তিথিতে পুজো করা হয় দেবাদিদেব মহাদেবের। প্রজ্বলন করা হয় নীলবাতি। এই তিথিতে মহাদেবকে নিবেদন করা হয় নীল অপরাজিতা বা নীলকণ্ঠ ফুল। মহাদেবেরও আর এক নাম নীলকণ্ঠ।
সামনের সপ্তাহেই নীলষষ্ঠী। সন্তানের মঙ্গলকামনায় এই শুভ তিথিতে পুজো করা হয় দেবাদিদেব মহাদেবের। প্রজ্বলন করা হয় নীলবাতি। এই তিথিতে মহাদেবকে নিবেদন করা হয় নীল অপরাজিতা বা নীলকণ্ঠ ফুল। মহাদেবেরও আর এক নাম নীলকণ্ঠ।

 

জানুন কীভাবে যত্ন করলে অপরাজিতা গাছে প্রচুর ফুল ফুটবে। ছাদবাগান, ব্যালকনি বা জমি-সব জায়গাতেই পরিচর্যা করলে বেড়ে উঠবে অপরাজিতা লতা। অনেকেই বলেন, এই গাছে ফুল আসছে না। জেনে নিন তার জন্য দরকারি টিপস।
জানুন কীভাবে যত্ন করলে অপরাজিতা গাছে প্রচুর ফুল ফুটবে। ছাদবাগান, ব্যালকনি বা জমি-সব জায়গাতেই পরিচর্যা করলে বেড়ে উঠবে অপরাজিতা লতা। অনেকেই বলেন, এই গাছে ফুল আসছে না। জেনে নিন তার জন্য দরকারি টিপস।

 

অপরাজিতা ফুলের মাটি অবশ্যই আম্লিক হতে হবে। ক্ষারীয় ভাব বেশি হলে ফুলের ফলন কমে যাবে। মাটিতে মিশিয়ে নিন এমন উপাদান যাতে অম্লের পরিমাণ বাড়ে।
অপরাজিতা ফুলের মাটি অবশ্যই আম্লিক হতে হবে। ক্ষারীয় ভাব বেশি হলে ফুলের ফলন কমে যাবে। মাটিতে মিশিয়ে নিন এমন উপাদান যাতে অম্লের পরিমাণ বাড়ে।

 

সবথেকে ভাল হয় বৃষ্টির জল পেলে। না হলে এমনি ট্যাপ ওয়াটার নিন। ৬-৭ ইঞ্চির টবের জন্য এক গ্লাস জলে মেশান ১-২ চামচ কফি পাউডার। তাতে দিন হাফ চামচ লাল পটাশ। টব বড় হলে বাড়বে খাবারের পরিমাণ। এই মিশ্রণ গাছের মাটিতে মেশান ৫-১০ দিন অন্তর।
সবথেকে ভাল হয় বৃষ্টির জল পেলে। না হলে এমনি ট্যাপ ওয়াটার নিন। ৬-৭ ইঞ্চির টবের জন্য এক গ্লাস জলে মেশান ১-২ চামচ কফি পাউডার। তাতে দিন হাফ চামচ লাল পটাশ। টব বড় হলে বাড়বে খাবারের পরিমাণ। এই মিশ্রণ গাছের মাটিতে মেশান ৫-১০ দিন অন্তর।

 

বেশি রোদে গাছের ক্ষতি হয়। নরম এই গাছে সারাদিন রোদে রাখলে ক্ষতি হবে। বিকেলের দিকে ৩-৪ ঘণ্টা রোদ পেলেই হবে। বাড়িতে এমন জায়গায় রাখুন অপরাজিতা গাছ।
বেশি রোদে গাছের ক্ষতি হয়। নরম এই গাছে সারাদিন রোদে রাখলে ক্ষতি হবে। বিকেলের দিকে ৩-৪ ঘণ্টা রোদ পেলেই হবে। বাড়িতে এমন জায়গায় রাখুন অপরাজিতা গাছ।

 

এই গাছের গোড়া সব সময় আর্দ্র রাখতে হবে। নিয়মিত গাছে জল দিন। না হলে কিন্তু এই গাছ ঝিমিয়ে পড়বে। সতেজ থাকবে না।
এই গাছের গোড়া সব সময় আর্দ্র রাখতে হবে। নিয়মিত গাছে জল দিন। না হলে কিন্তু এই গাছ ঝিমিয়ে পড়বে। সতেজ থাকবে না।

 

৪০ শতাংশ মাটির সঙ্গে জৈব সার ও কোকোপিট মিটিয়ে মাটি তৈরি করুন। তাতে জল দাঁড়াবে না। গাছের গোড়া আর্দ্র থাকবে। কিন্তু জল যেন মাটির মধ্যে দিয়ে দ্রুত প্রবাহিত হয়ে যায়।
৪০ শতাংশ মাটির সঙ্গে জৈব সার ও কোকোপিট মিটিয়ে মাটি তৈরি করুন। তাতে জল দাঁড়াবে না। গাছের গোড়া আর্দ্র থাকবে। কিন্তু জল যেন মাটির মধ্যে দিয়ে দ্রুত প্রবাহিত হয়ে যায়।

 

অপরাজিতা গাছে এক বার ফুল ধরে শুকিয়ে গেলে আবার ফুল আসতে দেরি হয়। তাই ধৈর্য হারাবেন না। পরিচর্যা বজায় রাখুন। গাছ সুস্থ থাকলে অবশ্যই ফুল ধরবে।
অপরাজিতা গাছে এক বার ফুল ধরে শুকিয়ে গেলে আবার ফুল আসতে দেরি হয়। তাই ধৈর্য হারাবেন না। পরিচর্যা বজায় রাখুন। গাছ সুস্থ থাকলে অবশ্যই ফুল ধরবে।

 

ভার্মি কম্পোস্ট, হাড়গুঁড়ো, শিংকুচি, কিচেনওয়েস্ট কমপোস্ট মিশিয়ে সার তৈরি করুন। কুঁড়ি আসতে শুরু করলে কলার খোসা ভেজানো জল গাছে দিন। প্রচুর কুঁড়ি আসবে ও ফুল ফুটবে। তবে টব ও গাছের পরিমাপ বুঝে তবেই সার প্রয়োগ করবেন।
ভার্মি কম্পোস্ট, হাড়গুঁড়ো, শিংকুচি, কিচেনওয়েস্ট কমপোস্ট মিশিয়ে সার তৈরি করুন। কুঁড়ি আসতে শুরু করলে কলার খোসা ভেজানো জল গাছে দিন। প্রচুর কুঁড়ি আসবে ও ফুল ফুটবে। তবে টব ও গাছের পরিমাপ বুঝে তবেই সার প্রয়োগ করবেন।

 

গাছে জৈব সার দিন। যে কোন ফুল বা ফলের খোসা জলে মজিয়ে তৈরি করুন বায়ো এনজাইম। বোতলে করে সেটা স্প্রে করুন গাছে। তরতাজা থাকবে অপরাজিতা গাছ। বৃষ্টির জল ধরে রেখেও স্প্রে করতে পারেন।
গাছে জৈব সার দিন। যে কোন ফুল বা ফলের খোসা জলে মজিয়ে তৈরি করুন বায়ো এনজাইম। বোতলে করে সেটা স্প্রে করুন গাছে। তরতাজা থাকবে অপরাজিতা গাছ। বৃষ্টির জল ধরে রেখেও স্প্রে করতে পারেন।