Tag Archives: Papad

Papad Without Oil Frying Tips: তেল ছাড়াই ১ মিনিটে ভাজা হবে মুচমুচে পাপড়! গরমে খান নিশ্চিন্তে, ক্ষতি হবে না শরীরের, রইল শেফের সিক্রেট টিপস

পাপড় ভাজা খেতে কে না ভালবাসে৷ ছোট থেকে বড় সকলেরই পছন্দের তালিকায় রয়েছে পাপড়-চিপস৷ বাড়িতে খিচুড়ি হোক বা তেহারি, তার সঙ্গে পাপড় হলে যেন একটু বেশি ভাল হয়৷ খিচুড়ির সঙ্গে পাপড় থাকলে স্বাদ যেন আরও দ্বিগুণ বেড়ে যায়।
পাপড় ভাজা খেতে কে না ভালবাসে৷ ছোট থেকে বড় সকলেরই পছন্দের তালিকায় রয়েছে পাপড়-চিপস৷ বাড়িতে খিচুড়ি হোক বা তেহারি, তার সঙ্গে পাপড় হলে যেন একটু বেশি ভাল হয়৷ খিচুড়ির সঙ্গে পাপড় থাকলে স্বাদ যেন আরও দ্বিগুণ বেড়ে যায়।
অনেক সময় মানুষ সন্ধেবেলাতেও চায়ের সঙ্গে স্ন্যাকস হিসেবে প্রচুর তেলে ভাজা পাপড় এবং আলুর চিপস খায়। কিন্তু অতিরিক্ত তেলে ভাজা জিনিস খেলে শরীরের উপর খারাপ প্রভাব ফেলে৷
অনেক সময় মানুষ সন্ধেবেলাতেও চায়ের সঙ্গে স্ন্যাকস হিসেবে প্রচুর তেলে ভাজা পাপড় এবং আলুর চিপস খায়। কিন্তু অতিরিক্ত তেলে ভাজা জিনিস খেলে শরীরের উপর খারাপ প্রভাব ফেলে৷
কখনও কি ভেবে দেখেছেন তেলে না ভেজে কীভাবে পাপড় খাওয়া যায়? এটা কি আদৌ সম্ভব? মাস্টার শেফ পঙ্কজ ভাদৌরিয়া তাঁর সোশ্যাল মিডিয়ায় একটি দুর্দান্ত ট্রিকস শেয়ার করেছেন৷ যেটি দেখলে আপনিও তেল ছাড়া পাপড় তৈরি করতে পারবেন, যা হবে একেবারে খাস্তা ও মুচমুচে৷
কখনও কি ভেবে দেখেছেন তেলে না ভেজে কীভাবে পাপড় খাওয়া যায়? এটা কি আদৌ সম্ভব? মাস্টার শেফ পঙ্কজ ভাদৌরিয়া তাঁর সোশ্যাল মিডিয়ায় একটি দুর্দান্ত ট্রিকস শেয়ার করেছেন৷ যেটি দেখলে আপনিও তেল ছাড়া পাপড় তৈরি করতে পারবেন, যা হবে একেবারে খাস্তা ও মুচমুচে৷
শেফ পঙ্কজের পাপড় রান্নার কৌশলটি খুবই সহজ ও আকর্ষণীয়৷ বিনা তেলে কীভাবে পাপড় ও চিপস ভাজবেন তার জন্য লাগবে শুধু নুন৷ তেলে ডিপ ফ্রাই নয়, বরং নুনের মধ্যে পাপড় দিয়ে সেঁকে নিলেই মুচমুচে পাপড় তৈরি৷
শেফ পঙ্কজের পাপড় রান্নার কৌশলটি খুবই সহজ ও আকর্ষণীয়৷ বিনা তেলে কীভাবে পাপড় ও চিপস ভাজবেন তার জন্য লাগবে শুধু নুন৷ তেলে ডিপ ফ্রাই নয়, বরং নুনের মধ্যে পাপড় দিয়ে সেঁকে নিলেই মুচমুচে পাপড় তৈরি৷
প্রথমে একটি প্যান গ্যাসে বসিয়ে দিন। এতে প্রচুর পরিমাণে লবণও দিন। এবার আঁচ কমিয়ে আনুন এবং একটি পাপড় যোগ করুন এবং এটি উল্টে দিয়ে রান্না করুন। একইভাবে নুনের মধ্যে চিপস এবং পাপড় ভেজে নিন। মাত্র কয়েক মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে বিনা তেলে মুচমুচে পাপড়৷
প্রথমে একটি প্যান গ্যাসে বসিয়ে দিন। এতে প্রচুর পরিমাণে লবণও দিন। এবার আঁচ কমিয়ে আনুন এবং একটি পাপড় যোগ করুন এবং এটি উল্টে দিয়ে রান্না করুন। একইভাবে নুনের মধ্যে চিপস এবং পাপড় ভেজে নিন। মাত্র কয়েক মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে বিনা তেলে মুচমুচে পাপড়৷

Make Papad at Home Easy Recipe: বাইরের ভেজাল নয়, বাড়িতে অনায়াসে খাঁটি পাঁপড় বানান, খুব সহজ রেসিপি!

উত্তর দিনাজপুর:  নিরামিষ খেতে মন চায় না? তাহলে এই নিরামিষের সঙ্গে পাঁপড় না থাকলে ঠিক জমে না। লাঞ্চ হোক কিংবা ডিনার অথবা সন্ধ্যেতে চায়ের আড্ডা সবেতেই পাঁপড় থাকলে বেশ জমে যায়।

তাই বাজারের কেনা পাঁপড় না খেয়ে বাড়িতেই সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করে ফেলুন চালের গুঁড়োর পাঁপড় ।

আরও পড়ুনDol Holiday Budget Tourist Spot: দোলের ছুটিতে অল্প খরচে ঘুরে আসুন শান্তিনিকেতনে, কী কী দেখবেন, রইল লিস্ট

এই চালের গুঁড়োর পাঁপড় কিভাবে তৈরি করতে হবে এই ব্যাপারে রাঁধুনি পিউ দাস জানান, এই পাঁপড়ের রেসিপি বানাতে প্রয়োজন শুকনো লঙ্কা , জিরে, চালের গুঁড়ো, কালো জিরে, লবণ, ও সামান্য তেল।

প্রথমে শুকনো লঙ্কা আর জিরে সামান্য কড়াইতে সামান্য ভেজে ভালোভাবে শিল নড়াতে মিহি করে বেটে নিতে হবে। এরপর একটি পাত্রের মধ্যে শুকনো লঙ্কা গুঁড়ো, গোটা জিরে, কালোজিরে আর স্বাদমতো লবন, পরিমান মত চালের গুঁড়ো নিয়ে ওর মধ্যে জল মিশিয়ে ভালো করে একটি পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে।

আরও পড়ুনIncome Tips: ডাটা চিবিয়ে খান, এবার ফুলেও খান, শরীরের জন্য যেমন ভাল তেমনই লাভবান হবেন কৃষকরা

অন্যদিকে, একটি পাত্রে জল ফুটতে দিতে হবে। এবার একটি প্লেটে তেল ব্রাশ করে ওর মধ্যে ব্যাটার দিয়ে প্লেটটি গরম জলের পাত্রের উপর ঢাকা দিয়ে রেখে দিন।নাড়তে নাড়তে যখন ঘন হয়ে আসবে আর রংটাও পরিবর্তন হবে তখন গ্যাস বন্ধ করে দিতে হবে. এই অবস্থায় 5 মিনিট রেখে দিতে হবে. পাঁচ মিনিট পরে কোন প্লাস্টিকের উপরে বা কাপড় কিংবা থালার উপরে তেল মাখিয়ে নিতে হবে. এবার এক চামচ করে গোল গোল করে

শেপ বা গড়ন দিতে হবে৷ যার জন্য এই পাঁপড়গুলো প্রায় নিয়মিত তিন থেকে চার দিন কড়া রোদে শুকোতে দিতে হবে। পাঁপড় গুলো শুকিয়ে গেলে সাবধানে তুলে উল্টে দিতে হবে. সব পাঁপড় গুলো শুকিয়ে গেলে কড়াইতে তেল দিয়ে মিডিয়াম আচে ভেজে নিতে হবে।

পিয়া গুপ্তা