Tag Archives: Partha Chatterjee

Recruitment Scam: ভোট শুরুর দিনই বিরাট কাণ্ড! রাজ্যের আবেদন খারিজ, শিক্ষক দুর্নীতিতে বহাল রইল CBI তদন্ত

কলকাতা: পাহাড়ে নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই অনুসন্ধানের নির্দেশ বহাল রাখল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। শুক্রবার বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি মধুরেশ প্রসাদের ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল রাখল। সিবিআই অনুসন্ধানে রাজ্যের স্থগিতাদেশের আবেদন খারিজ। ছদ্মনাম চিঠিতে পাহাড়ে নিয়োগ নিয়ে বিস্ফোরক অভিযোগ। সেই অভিযোগ খতিয়ে দেখতে সিবিআই-কে অনুসন্ধানের নির্দেশ দেয় বিচারপতি বিশ্বজিৎ বসু ৯ এপ্রিল। তারই বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার। কিন্তু সেই আর্জি খারিজ হয়ে গেল।

জিটিএ-তে শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিনয় তামাং, অনীত থাপাদের আমলেই দুর্নীতি হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মার অভিযোগ, বিনয়-অনীতদের সুপারিশেই চাকরি পেয়েছেন শিক্ষক, শিক্ষিকারা। প্রসঙ্গত ওই সময়ে জিটিএ এলাকায় প্রাথমিক স্কুলে ১২১ জন, আপার প্রাইমারি স্কুলে ৩১৩ জন এবং হাইস্কুলে ৫৯ জনকে অন্যায়ভাবে চাকরি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন বিজেপি বিধায়ক।

আরও পড়ুন: ভোট শুরুর সকালেই বড় ঘটনা! মৃত্যু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের! চর্চায় ‘সেই’ মাথাভাঙ্গা

পাহাড়ের স্কুলগুলিতে বড়সড় দুর্নীতির অভিযোগ সামনে আসতেই তাতে রাজ্যের শাসক দলের অনেকের নাম জড়িয়েছে। এ সংক্রান্ত একটি বেনামি চিঠি সামনে আসার পরেই সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ। তবে সিবিআই অনুসন্ধানে আপত্তি জানিয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। তাতে অবশ্য লাভ হল না। এ বিষয়ে রাজ্য সরকারকে রিপোর্ট জমা দিতে বলেছিল ডিভিশন বেঞ্চ। অবশেষে তাতে সিবিআই তদন্তই বহাল রইল।

জানা যায়, হাইকোর্ট সিবিআই অনুসন্ধানের নির্দেশ দিতেই জিটিএ-র নিয়োগ দুর্নীতিতে বিধাননগর উত্তর থানায় এফআইআর দায়ের করে রাজ্য স্কুল শিক্ষা দফতর। সেই এফআইআরে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ একাধিক তৃণমূল নেতার নাম রয়েছে। এর ভিত্তিতে সিবিআই অনুসন্ধান বন্ধের আর্জি জানায় রাজ্য সরকার। আদালত এই আবেদনের ভিত্তিতে রাজ্য সরকারকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছিল। কিন্তু শেষমেশ তাতে সিবিআই তদন্তেরই নির্দেশ বহাল রাখল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।

Partha Chatterjee News: আর আশা নেই! নিয়োগ দুর্নীতিতে এবার রাজ্যের FIR, পার্থ চট্টোপাধ্যায়ের জন্য চরম দুঃসংবাদ!

কলকাতা: অবশেষে নিয়োগ দুর্নীতি কাণ্ডে রাজ্যের স্কুল শিক্ষা দফতরের এফআইআর গ্রহণ করল বিধাননগর উত্তর থানা। আর সেই এফআইআর-এ নাম রয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। নিয়োগ দুর্নীতিতেই কেন্দ্রীয় তদন্তকারীদের হাতে গ্রেফতার হয়ে জেল হেফাজতে রয়েছেন পার্থ। এবার তারই মধ্যে নতুন করে রাজ্যের এফআইআর-এ নাম যুক্ত হল পার্থ চট্টোপাধ্যায়ের।

উল্লেখযোগ্য বিষয় হল, এফআইআর-এ যুক্ত করা হল প্রিভেনশন অফ কোরাপশান অ্যাক্ট। অর্থাৎ এর ফলে পরবর্তী কালে, ইডি প্রয়োজন মনে করলে এই মামলায় ইসিআইআর দায়ের করতে পারে। বস্তুত এই প্রথম কোনও নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের তরফ থেকে এফআইআর দায়ের করা হল। আর স্কুল শিক্ষা দফতরের সেই এফআইআর-এ পার্থ চট্টোপাধ্যায়ের নাম যুক্ত হল।

আরও পড়ুন: ৫৮৩ জনের মৃত্যু, ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর বিমান দুর্ঘটনা কিন্তু আকাশে নয়, ঘটে এয়ারপোর্টে! আত্মা কেঁপে যাবে জেনে

পার্থ চট্টোপাধ্যায় ছাড়াও এই এফআইআর-এ নাম রয়েছে পাহাড়ের নেতা বিনয় তামাং, তৃণাঙ্কুর ভট্টাচার্য সহ শাসক দলের বেশ কিছু নেতানেত্রীদের।

পাহাড়ে নিয়োগ দুর্নীতি মামলায় অজ্ঞাত পরিচয় ব্যক্তির চিঠির অভিযোগ এফআইআর হিসেবে গ্রহণ করার আবেদন এর আগে জানানো হলেও তাতে বিধাননগর উত্তর থানা গুরুত্ব দিচ্ছিল না বলে অভিযোগ। এই চিঠির বিষয়ে অনুসন্ধানের দায়িত্ব আদালত সিবিআইয়ের হাতে তুলে দেয়।
যদিও সিঙ্গেল বেঞ্চের সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেছে স্কুল শিক্ষা দফতর।

Partha-Arpita: সুদিন শেষ? পার্থর উপর দায় চাপিয়ে মুক্তি পেতে চান অর্পিতা! আদালতে তাজ্জব করা ঘটনা

কলকাতা: পার্থ চট্টোপাধ্যায়কে কি আর হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে? ইডিকে প্রশ্ন করলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। যে ECIR গুলিতে তাঁর নাম আছে সেগুলিতে তাকে জেলবন্দী রাখার প্রয়োজন আছে? তদন্তকারী সংস্থার কাছে এই প্রশ্নও রাখেন বিচারপতি ঘোষ। তাঁর সংযোজন, আর যে ECIR গুলিতে তাঁর নাম নেই, সেগুলি নিয়ে ED-র কী অবস্থান?

কিন্তু এই প্রশ্নপর্বের মাঝেও যে বিষয়টি সকলের নজর কেড়েছে, তা হল অর্পিতাকে নিয়ে করা পার্থর আইনজীবীর বক্তব্য। সওয়াল পর্বে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বলেন, অর্পিতা মুখোপাধ্যায় সমস্ত টাকার দায় পার্থ চট্টোপাধ্যায়ের ওপর দিয়ে নিজে সমস্ত অভিযোগ থেকে নিষ্কৃতী পেতে চাইছেন। সেই সময়ই পাল্টা বিচারপতি বলেন, ”যদি অর্পিতা মুখোপাধ্যায় এই বিপুল সম্পত্তি উপার্জন করতে সক্ষম হতেন, তাহলে আমি হয়ত আপনার পক্ষে থাকতাম।”

আরও পড়ুন: সর্বকালের সেরা ১০ ভারতীয় ছবির তালিকার প্রথমেই এই বাংলা সিনেমা! রয়েছে আরও ৩ বাংলা ছবি, রইল তালিকা

পার্থর আইনজীবী পাল্টা বলেন, ”আমার অপরাধ করার ক্ষমতা আছে বলেই অন্য কোনও অভিযুক্তর কাছ থেকে উদ্ধার হওয়া অর্থ আমার, এই যুক্তির কোনও গ্রহণযোগ্যতা নেই।” এরপর বিচারপতি জানান, আগামী ১৬ এপ্রিল পরবর্তী শুনানি।

আরও পড়ুন: অবাক কাণ্ড কলকাতায়! দুটি রেল স্টেশন এতই কাছে, পৌঁছতে লাগে মাত্র ১ সেকেন্ড! বলুন তো কোন দুটি স্টেশন

একই সঙ্গে ইডির উদ্দেশ্যে বিচারপতি বলেন, ”তদন্ত এখন আর প্রাথমিক পর্যায়ে নেই। যদি ধরেও নেওয়া যায় যে, ২০২২ সালের শেষে ECIR গুলি দায়ের হয়েছিল তাহলেও প্রায় এক-দেড় বছর হয়ে গিয়েছে।

যদিও ইডি জানায়, এক মিডল ম্যানের কাছ থেকে আরও কিছু সম্পত্তির হদিস পাওয়া গেছে, যেগুলি এখনও তদন্তের আওতায় আসেনি।” এরপরই ১৬ এপ্রিল মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন বিচারপতি।