Tag Archives: phalaharini kalipuja 2024

Phalaharini Amavasya Rituals 2024: আসছে ফলহারিণী অমাবস্যা, কিছু মৌরিদানা দিয়ে করুন এই কাজ! অভাব কেটে অর্থলাভ! হাতের মুঠোয় সাফল্য

আগামী ৫ জুন পালিত হবে এ বছরের ফলহারিণী কালীপুজো। জ্যৈষ্ঠমাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী রূপে পূজিত হন দেবীকালী।
আগামী ৫ জুন পালিত হবে এ বছরের ফলহারিণী কালীপুজো। জ্যৈষ্ঠমাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী রূপে পূজিত হন দেবীকালী।

 

ভক্তদের কাছে জাগ্রত ও পবিত্র এই তিথিতে পালনীয় কিছু আচার আচরণ আছে। সেগুলি অনুসরণ করলে জীবন থেকে অভাব দূর হবে। কাটবে বাধাবিঘ্ন। বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ অরবিন্দ ত্রিপাঠী।
ভক্তদের কাছে জাগ্রত ও পবিত্র এই তিথিতে পালনীয় কিছু আচার আচরণ আছে। সেগুলি অনুসরণ করলে জীবন থেকে অভাব দূর হবে। কাটবে বাধাবিঘ্ন। বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ অরবিন্দ ত্রিপাঠী।

 

ভক্তদের বিশ্বাস, এই তিথিতে জীবনের সব কুকর্মের ফল হরণ করেন দেবী। তাঁর পায়েও নিবেদন করা হয় মরশুমি ফল। বিশেষ করে ১৬ টি কলায় সিঁদুরের তিলক দিয়ে নিবেদন করুন দেবীর পায়ে।
ভক্তদের বিশ্বাস, এই তিথিতে জীবনের সব কুকর্মের ফল হরণ করেন দেবী। তাঁর পায়েও নিবেদন করা হয় মরশুমি ফল। বিশেষ করে ১৬ টি কলায় সিঁদুরের তিলক দিয়ে নিবেদন করুন দেবীর পায়ে।

 

এছাড়াও বিজোড় সংখ্যক মরশুমি ফল মনের ইচ্ছে অনুযায়ী সাজিয়ে নিবেদন করতে পারেন। যতগুলি ফল নেবেন, ততগুলি প্রদীপ নিন।
এছাড়াও বিজোড় সংখ্যক মরশুমি ফল মনের ইচ্ছে অনুযায়ী সাজিয়ে নিবেদন করতে পারেন। যতগুলি ফল নেবেন, ততগুলি প্রদীপ নিন।

 

বড় থালায় সাজানো প্রদীপগুলিতে দিন সরষের তেল, লাল সলতে এবং কালো তিল এবং একটি কাঁচা টাকা। পাশে রাখুন লালবস্ত্র বা গামছা। সঙ্গে রাখুন লাল জবার মালা, তুলসি ও বেলপাতা।
বড় থালায় সাজানো প্রদীপগুলিতে দিন সরষের তেল, লাল সলতে এবং কালো তিল এবং একটি কাঁচা টাকা। পাশে রাখুন লালবস্ত্র বা গামছা। সঙ্গে রাখুন লাল জবার মালা, তুলসি ও বেলপাতা।

 

বড় প্রদীপে এতটাই তেল দেবেন, যাতে যত ক্ষণ অমাবস্যা থাকে, তত ক্ষণ যেন প্রদীপ জ্বলতে থাকে। দেবীর সমানে প্রদীপ প্রজ্বলন করে মনস্কামনা প্রার্থনা করুন।
বড় প্রদীপে এতটাই তেল দেবেন, যাতে যত ক্ষণ অমাবস্যা থাকে, তত ক্ষণ যেন প্রদীপ জ্বলতে থাকে। দেবীর সমানে প্রদীপ প্রজ্বলন করে মনস্কামনা প্রার্থনা করুন।

 

এই একইভাবে প্রদীপ প্রজ্বলন করুন বাড়ির সদর দরজার দু’পাশে। সূর্যাস্তের পর আরাধ্য দেবতার সামনে প্রজ্বলন করুন হিং, কর্পূর, ঘি, গোলমরিচ এবং সাদা সরষে মিশিয়ে প্রজ্বলন করে ঈশ্বরের নাম জপ করুন। এর পর সারা বাড়িতে এই ধোঁয়া ছড়িয়ে দিলে দূর হবে নেগেটিভিটি।
এই একইভাবে প্রদীপ প্রজ্বলন করুন বাড়ির সদর দরজার দু’পাশে। সূর্যাস্তের পর আরাধ্য দেবতার সামনে প্রজ্বলন করুন হিং, কর্পূর, ঘি, গোলমরিচ এবং সাদা সরষে মিশিয়ে প্রজ্বলন করে ঈশ্বরের নাম জপ করুন। এর পর সারা বাড়িতে এই ধোঁয়া ছড়িয়ে দিলে দূর হবে নেগেটিভিটি।

 

এই বিশেষ অমাবস্যা তিথিতে দেবীর পায়ে নিবেদন করুন মৌরিদানা। পুজোর পর সংগ্রহ করুন সেই মৌরিদানা। পরিচ্ছন্ন স্থানে রাখুন সেটি। এতে কাটবে দাম্পত্য অশান্তি ও অসুস্থতা। পরবর্তীতে মৌরিদানা নষ্ট হয়ে গেলে সেটি দিয়ে দিন কোনও গাছের গোড়ায়।
এই বিশেষ অমাবস্যা তিথিতে দেবীর পায়ে নিবেদন করুন মৌরিদানা। পুজোর পর সংগ্রহ করুন সেই মৌরিদানা। পরিচ্ছন্ন স্থানে রাখুন সেটি। এতে কাটবে দাম্পত্য অশান্তি ও অসুস্থতা। পরবর্তীতে মৌরিদানা নষ্ট হয়ে গেলে সেটি দিয়ে দিন কোনও গাছের গোড়ায়।

 

 

Phalaharini Kalipuja Rituals 2024: আসছে ফলহারিণী কালীপুজো, সন্ধ্যায় বাড়ির এই কোণে এভাবে জ্বালুন প্রদীপ, দুঃখ দূর হয়ে পাবেন অর্থবৃষ্টি

ফলহারিণী কালীপুজো পালিত হয় জ্যৈষ্ঠমাসের অমাবস্যায়। এই পার্বণে দেবী কালী পূজিতা হন ফলহারিণী রূপে।
ফলহারিণী কালীপুজো পালিত হয় জ্যৈষ্ঠমাসের অমাবস্যায়। এই পার্বণে দেবী কালী পূজিতা হন ফলহারিণী রূপে।

 

প্রচলিত বিশ্বাস এই জাগ্রত তিথিতে নিষ্ঠাভরে দেবী কালীর পুজো অর্চনা করলে তিনি কুকর্মের ফলহরণ করেন।
প্রচলিত বিশ্বাস এই জাগ্রত তিথিতে নিষ্ঠাভরে দেবী কালীর পুজো অর্চনা করলে তিনি কুকর্মের ফলহরণ করেন।

 

এই তিথিতে দেবী কালীর উপাসনার পাশাপাশি কিছু পালনীয় টোটকাও আছে। মনে করা হয় সেগুলি অনুসরণ করলে জীবন থেকে দুঃখ দুর্দশা দূর হয় অর্থবৃষ্টি বর্ষায়। বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ পণ্ডিত হিতেন্দ্রকুমার শর্মা।
এই তিথিতে দেবী কালীর উপাসনার পাশাপাশি কিছু পালনীয় টোটকাও আছে। মনে করা হয় সেগুলি অনুসরণ করলে জীবন থেকে দুঃখ দুর্দশা দূর হয় অর্থবৃষ্টি বর্ষায়। বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ পণ্ডিত হিতেন্দ্রকুমার শর্মা।

 

ফলহারিণী কালীপুজোর সন্ধ্যায় উত্তর পূর্ব কোণ বা ঈশান কোণে প্রজ্বলন করুন একটি মাটির প্রদীপ।
ফলহারিণী কালীপুজোর সন্ধ্যায় উত্তর পূর্ব কোণ বা ঈশান কোণে প্রজ্বলন করুন একটি মাটির প্রদীপ।

 

এই প্রদীপে দিন ঘি বা তিলতেল। সরষের তেল দেবেন না।
এই প্রদীপে দিন ঘি বা তিলতেল। সরষের তেল দেবেন না।
প্রদীপের সলতে তৈরি করুন লাল রঙের সুতো থেকে।
প্রদীপের সলতে তৈরি করুন লাল রঙের সুতো থেকে।

 

প্রদীপে দিন ৩ টি লবঙ্গ, ৩ টি এলাচ এবং ১ টি ১ টাকার মুদ্রা।
প্রদীপে দিন ৩ টি লবঙ্গ, ৩ টি এলাচ এবং ১ টি ১ টাকার মুদ্রা।

 

এই প্রদীপ যত ক্ষণ পর্যন্ত প্রজ্বলিত থাকে, তত ক্ষণ পর্যন্ত জ্বলতে দিন। আপনি নেভাবেন না।
এই প্রদীপ যত ক্ষণ পর্যন্ত প্রজ্বলিত থাকে, তত ক্ষণ পর্যন্ত জ্বলতে দিন। আপনি নেভাবেন না।

 

এ বছর জ্যৈষ্ঠমাসের অমাবস্যা তিথি শুরু হবে ৫ জুন বুধবার সন্ধ্যা ৭.১৫ মিনিটে৷ অমাবস্যা তিথি থাকবে ৬ জুন, বৃহস্পতিবার বিকেল ৫.৫৩ মিনিট পর্যন্ত৷
এ বছর জ্যৈষ্ঠমাসের অমাবস্যা তিথি শুরু হবে ৫ জুন বুধবার সন্ধ্যা ৭.১৫ মিনিটে৷ অমাবস্যা তিথি থাকবে ৬ জুন, বৃহস্পতিবার বিকেল ৫.৫৩ মিনিট পর্যন্ত৷

 

সূর্যাস্তের সময় অনুযায়ী অমাবস্যা তিথি ধরা হবে ৬ জুনকেই৷ তবে দেবীকালীর আরাধনা সন্ধ্যায় হয় বলে ফলহারিণী পূজা হবে ৫ জুন রাতে, অমাবস্যা তিথি শুরুর পরই৷
সূর্যাস্তের সময় অনুযায়ী অমাবস্যা তিথি ধরা হবে ৬ জুনকেই৷ তবে দেবীকালীর আরাধনা সন্ধ্যায় হয় বলে ফলহারিণী পূজা হবে ৫ জুন রাতে, অমাবস্যা তিথি শুরুর পরই৷

 

Phalaharini Kalipuja 2024: সামনেই ফলহারিণী কালীপুজো, জানুন অমাবস্যার দিনক্ষণ ও সূচি, দেবীর আশীর্বাদ পেতে তাঁর শ্রীচরণে নিবেদন করুন এই ৩ ফল

জ্যৈষ্ঠমাসের অমাবস্যা তিথিতে অনুষ্ঠিত হয় ফলহারিণী কালীপুজো৷ এই পার্বণে দেবী পূজিতা হন ফলহারিণী রূপে৷
জ্যৈষ্ঠমাসের অমাবস্যা তিথিতে অনুষ্ঠিত হয় ফলহারিণী কালীপুজো৷ এই পার্বণে দেবী পূজিতা হন ফলহারিণী রূপে৷

 

এ বছর জ্যৈষ্ঠমাসের অমাবস্যা তিথি শুরু হবে ৫ জুন বুধবার সন্ধ্যা ৭.১৫ মিনিটে৷ অমাবস্যা তিথি থাকবে ৬ জুন, বৃহস্পতিবার বিকেল ৫.৫৩ মিনিট পর্যন্ত৷
এ বছর জ্যৈষ্ঠমাসের অমাবস্যা তিথি শুরু হবে ৫ জুন বুধবার সন্ধ্যা ৭.১৫ মিনিটে৷ অমাবস্যা তিথি থাকবে ৬ জুন, বৃহস্পতিবার বিকেল ৫.৫৩ মিনিট পর্যন্ত৷

 

সূর্যাস্তের সময় অনুযায়ী অমাবস্যা তিথি ধরা হবে ৬ জুনকেই৷ তবে দেবীকালীর আরাধনা সন্ধ্যায় হয় বলে ফলহারিণী পূজা হবে ৫ জুন রাতে, অমাবস্যা তিথি শুরুর পরই৷
সূর্যাস্তের সময় অনুযায়ী অমাবস্যা তিথি ধরা হবে ৬ জুনকেই৷ তবে দেবীকালীর আরাধনা সন্ধ্যায় হয় বলে ফলহারিণী পূজা হবে ৫ জুন রাতে, অমাবস্যা তিথি শুরুর পরই৷

 

এই তিথিতে মরশুমি ফল নিবেদন করে দেবীর পুজো করা হয়ে থাকে৷
এই তিথিতে মরশুমি ফল নিবেদন করে দেবীর পুজো করা হয়ে থাকে৷

 

এই তিথিতে মা কালীর চরণে বিজোর সংখ্যায় নিবেদন করুন আম, জাম ও লিচু৷ এর মধ্যে কোনও ফল না পেলে নিবেদন করুন আপেল বা পেয়ারা৷
এই তিথিতে মা কালীর চরণে বিজোর সংখ্যায় নিবেদন করুন আম, জাম ও লিচু৷ এর মধ্যে কোনও ফল না পেলে নিবেদন করুন আপেল বা পেয়ারা৷

 

ভক্তদের বিশ্বাস, এই পুজো নিষ্ঠা মেনে পালন করলে পূর্ণ হয় মনোবাঞ্ছা৷ দেবী কালীর আশীর্বাদে ধনসম্পদে পরিপূর্ণ থাকে সংসার৷
ভক্তদের বিশ্বাস, এই পুজো নিষ্ঠা মেনে পালন করলে পূর্ণ হয় মনোবাঞ্ছা৷ দেবী কালীর আশীর্বাদে ধনসম্পদে পরিপূর্ণ থাকে সংসার৷