Tag Archives: pingla

West Medinipur News: ডেঙ্গুর বাড়বাড়ন্ত! কী উদ্যোগ নিলেন পিংলার পট শিল্পীরা? জানলে অবাক হবেন

পশ্চিম মেদিনীপুর: জেলায় জেলায় বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। পশ্চিম মেদিনীপুর জেলাতেও আক্রান্তের সংখ্যা প্রায় ৫০০ ছাড়িয়েছে। ইতিমধ্যেই ডেঙ্গুতে মৃত্যু হয়েছে দুজনের।

বিভিন্ন জায়গায় একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে। প্রশাসনের বিভিন্ন দফতরের পাশাপাশি এবার ডেঙ্গু সচেতনতায় পটে ছবি এঁকে, গান বাঁধলেন পিংলার পটশিল্পীরা।

আরও পড়ুন: ধর্ষণ করে খুনের হুমকি! বেঙ্গালুরুতে রাস্তার উপরেই মহিলার উপরে চড়াও অটোযাত্রী

ডেঙ্গু বিষয় সম্পর্কে গান গেয়ে পটে ছবির মধ্য দিয়ে সাধারণ মানুষকে সচেতন করবেন শিল্পীরা। অন্যান্য পটের পাশাপাশি সচেতনতামূলক এই ডেঙ্গু পটের প্রশংসা করেছেন সকলে।

আরও পড়ুন: প্রবল বৃষ্টিতে ভূমিধস, মৃত ২ জন মহিলা, আহত শিশু-সহ আরও তিনজন

বর্ষাকাল এলেই দিকে দিকে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায় ডেঙ্গু। অন্যান্য বছরের মত এ বছরও ডেঙ্গুর গ্রাফ ক্রমশ উর্ধ্বমুখী হচ্ছে। চলতি মরশুমে ডেঙ্গু আক্রান্ত হয়ে জেলায় মৃত্যু হয়েছে দুজনের।

বিভিন্ন এলাকায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা চিন্তায় ফেলেছে প্রশাসনের আধিকারিকদের। বিভিন্ন জায়গায় সচেতনতার একাধিক কর্মসূচি নিয়েছে প্রশাসনিক আধিকারিকেরা। কোথাও দেওয়া হচ্ছে মশা বিনাশের স্প্রে, কোথাও আবার জমা জলে গাপ্পি মাছ ছাড়া হচ্ছে।

তবে এবার অন্যান্য ছবির পাশাপাশি ডেঙ্গু সচেতনতায় পটে ছবি আঁকলেন পটশিল্পীরা। শুধু ছবি আঁকা নয় ছবি আঁকার পাশাপাশি সচেতনতামূলক গানও লিখলেন তারা।

প্রসঙ্গত, পিংলার ‘নয়া গ্রাম’ বিখ্যাত পট শিল্পের জন্য। এখানে অধিকাংশ পরিবার পট শিল্পের সঙ্গে যুক্ত। এলাকার পটশিল্পী বাহাদুর চিত্রকর এবং অন্যান্য শিল্পীদের সঙ্গে নিয়ে এই বিশেষ সচেতনতামূলক পট তৈরি করেছেন।

গ্রামে-গ্রামে গিয়ে সচেতনতার বার্তা ছড়িয়ে দেবেন তাঁরা। বেশ কয়েক দিনের চেষ্টায় ফুটিয়ে তুলেছেন এই সচেতনতামূলক পট। পটশিল্পীদের এই অভিনব ভাবনাকে অভিনন্দন জানিয়েছেন প্রশাসনিক আধিকারিকেরা।

পটে আঁকা ছবি এবং গানের মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন সচেতনতামূলক বার্তা। কোথাও জল জমতে না দেওয়া, কোথাও আবার মশারির মধ্যে ঘুমোনোর পরামর্শ দেওয়া হয়েছে এই গানের মধ্য দিয়ে। স্বাভাবিকভাবে শিল্পীদের এই অভিনব চিন্তাভাবনাকে কুর্নিশ জানিয়েছেন সকলে।

রঞ্জন চন্দ