Tag Archives: poush sankranti 2024

মাংসের পিঠে! খেয়েছেন কখনও? স্বাদ পেতে যেতে হবে এই জায়গায়

শীতকাল ও পৌষ পার্বণ মানেই পিঠে-পুলি। বর্তমানে পিঠেতেও লেগেছে আধুনিকতার ছোঁয়া। তা বলে মাংসের পিঠে কখও শুনেছেন? কিন্তু দেদার বিকোচ্ছে মাংসের পিঠে। কোথায় পাবে? দেখুন ভিডিও।

পৌষ সংক্রান্তিতে কেমন শীত থাকবে? জেনে নিন ওয়েদার আপডেট

ফের কমতে শুরু করেছে তাপমাত্রা! পৌষ সংক্রান্তিতে জাঁকিয়ে শীত। পৌষ সংক্রান্তিতে কতটা শীত থাকবে শহর ও রাজ্য জুড়ে। জেনে নিন সব আপডেট।

Makar Sankranti 2024: পৌষ পার্বণের নীল আকাশে পাখির মতো উড়বে ঘুড়ি! কোনটা ট্রেন্ডিং এবার? জানুন

রাকেশ মাইতি, হাওড়া : আবার বাড়ছে ঘুড়ির চাহিদা! পৌষের নীল আকাশে পাখির মতো ভেসে বেড়াচ্ছে রংবেরঙের ঘুড়ি। মুঠোফোন ছেড়ে আবার শীতের দুপুরে গায়ে রোদ মেখে ঘুড়ির সুতোয় শান দিচ্ছে নতুন প্রজন্ম। ছেলে বুড়ো মিলেমিশে একাকার এ সময়। পিঠে উৎসবের আগে ঘরে ঘরে চলছে পিঠের তোড়জোড়। সব দিক থেকে গ্রামাঞ্চলে এই তিন দিনের পিঠের উৎসব দারুণ আকর্ষণের।

এই পার্বণে নতুন প্রজন্ম মেতে থাকে ঘুড়ি সুতোয়। একদিকে যেমন পরিবারের মা কাকিমা ঠাকুমা চরম ব্যস্ত থাকেন। ঠিক তেমনই  ঘুড়ি নিয়ে ব্যস্ত থাকে কচিকাঁচারাও। এ ছবি দীর্ঘ দিন দশকের পর দশক ধরে চলছে। তবে গত কয়েক বছর নতুন প্রজন্ম ঘুড়ির উৎসব থেকে অনেকটাই মুখ ফিরিয়ে নিয়েছিল। স্মার্টফোন বা অনলাইন গেম আসক্তির কারণে। তবে এবার গেমের আসক্তি কমে চাহিদা বেড়েছে ঘুড়ির সুতোর।

পুজোর পর থেকেই দোকানে দোকানে যেমন ঘুড়ির সুতোর পসরা সেজেছে। তেমনি সেই ঘুড়ি সুতো কিনতে দারুণ আগ্রহ দেখাচ্ছে নতুন প্রজন্ম। এ প্রসঙ্গে বিক্রেতা জানান, এবার পৌষ পার্বণের অনেক আগে থেকেই দারুণ বিক্রি ঘুড়ি সুতো। এখনও বেশ কয়েকদিন বাকি রয়েছে পার্বণের। ফলে আরও বাড়বে ঘুড়ির চাহিদা।