Tag Archives: Pregnancy Diet

Pregnancy Diet: গর্ভবতী মা থেকে সদ্যজাত শিশুর ডায়েট কী হবে! জানুন বিশেষজ্ঞের থেকে

আলিপুরদুয়ার: একজন গর্ভবতী নারীর ডায়েট কেমন হওয়া উচিত, হৃদরোগে আক্রান্ত রোগীদের কেমন খাওয়া দাওয়া করা উচিত তা নিয়ে প্রদর্শনীর আয়োজন করেছেন বিএসসি নার্সিং এবং জিএনএম ছাত্রীরা।

আরও পড়ুনঃ তরতরিয়ে নামবে Uric Acid! এই ‘দুই সস্তার ভেষজ’ ম্যাজিকের মতো কমাবে শরীরের ফোলা, ব্যথা! মুক্তি পান এই সহজ ঘরোয়া উপায়ে

ফালাকাটার জটেশ্বরে চলছে এই প্রদর্শনী। এই প্রদর্শনীতে আসছে ফালাকাটার নানান বিদ্যালয়ের পড়ুয়ারা। নার্সিং পড়ুয়াদের এই কাজে সহায়তা করছেন তাঁদের শিক্ষকরা। এই প্রদর্শনীতে বিভিন্ন ধরনের পুষ্টি আহার দেখান হচ্ছে।

শিক্ষকদের তরফে জানা যায় একজন শিশু জন্মাবার পর থেকে ধীরে ধীরে বেড়ে ওঠা, বৃদ্ধ হওয়া এবং মৃত্যু পর্যন্ত কী কী ধরনের আহার কোন সময় প্রয়োজন সেই সকল বিষয় নিয়েই এই আয়োজন করা হয়। শিক্ষকদের তরফে জানা যায় গর্ভবতী মায়েরা কোন সময় কী কী আহার করবেন তাঁর ওপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।

এছাড়া কোন বয়সে কী ধরনের আহার, এবং বয়স ওজন ও উচ্চতা অনুযায়ী পুরুষ ও মহিলার কি কি ধরনের আহার খাওয়া প্রয়োজন এই সকল বিষয় নিয়েই পুষ্টি আহার উৎসবের আয়োজন করা হয়। নার্সিং পড়ুয়ারা বুঝিয়ে দিচ্ছেন কোন খাবারটি ঠিক কতটুকু তেল দিয়ে রান্না করা উচিত। মশলা কতটা ব্যবহার করতে হবে সেই বিষয়ে।

Annanya Dey

Do’s and Don’ts During Pregnancy: না জেনেই একাধিক ভুল করছেন মায়েরা? নবজাতকদের মধ্যে হৃদরোগ বাড়ছে এই কারণেই! শুনুন বিশেষজ্ঞের কথা

প্রায়শই আমাদের অনিয়মিত ও ভুল খাদ্যাভ্যাস এবং খাপছাড়া জীবনধারা আমাদের স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলে। যার কারণে আমরা মারাত্মক রোগে আক্রান্ত হয়ে পড়ছি।
প্রায়শই আমাদের অনিয়মিত ও ভুল খাদ্যাভ্যাস এবং খাপছাড়া জীবনধারা আমাদের স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলে। যার কারণে আমরা মারাত্মক রোগে আক্রান্ত হয়ে পড়ছি।
কিন্তু কিছু কিছু রোগ বা সমস্যা আছে যা আমাদের জন্মগত এবং শৈশব থেকেই গ্রাস করতে পারে। জন্মগত হৃদরোগ হল এমন একটি রোগ যা শিশুর জন্মের সঙ্গে সঙ্গেই দেখা দেয়।
কিন্তু কিছু কিছু রোগ বা সমস্যা আছে যা আমাদের জন্মগত এবং শৈশব থেকেই গ্রাস করতে পারে। জন্মগত হৃদরোগ হল এমন একটি রোগ যা শিশুর জন্মের সঙ্গে সঙ্গেই দেখা দেয়।
৩৫ শিশুর মধ্যে ১২ জনই হৃদরোগী- বিশ্ব জন্মজাত বিকৃতি সচেতনতা মাসে প্রচারাভিযানের অধীনে, মধ্যপ্রদেশের দামোহ জেলা হাসপাতালে ডিইআইসি বাল সঞ্জীবনীতে একটি বিনামূল্যে হৃদরোগ পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল।
৩৫ শিশুর মধ্যে ১২ জনই হৃদরোগী- বিশ্ব জন্মজাত বিকৃতি সচেতনতা মাসে প্রচারাভিযানের অধীনে, মধ্যপ্রদেশের দামোহ জেলা হাসপাতালে ডিইআইসি বাল সঞ্জীবনীতে একটি বিনামূল্যে হৃদরোগ পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছিল।
এই শিবির চলাকালীন ৩৫টি শিশুর মধ্যে স্বাস্থ্য পরীক্ষায় ১২ শিশুকেই হৃদরোগে আক্রান্ত অবস্থায় পাওয়া যায়। মুখ্যমন্ত্রী বাল হৃদয় উপচার যোজনা বা আয়ুষ্মান কার্ডের অধীনে এই শিশুদের বিনামূল্যে অস্ত্রোপচার করা হবে। এছাড়া অন্যান্য রোগ ও সাধারণ মরশুমি রোগে আক্রান্ত ৫৪ শিশুকেও পরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।
এই শিবির চলাকালীন ৩৫টি শিশুর মধ্যে স্বাস্থ্য পরীক্ষায় ১২ শিশুকেই হৃদরোগে আক্রান্ত অবস্থায় পাওয়া যায়। মুখ্যমন্ত্রী বাল হৃদয় উপচার যোজনা বা আয়ুষ্মান কার্ডের অধীনে এই শিশুদের বিনামূল্যে অস্ত্রোপচার করা হবে। এছাড়া অন্যান্য রোগ ও সাধারণ মরশুমি রোগে আক্রান্ত ৫৪ শিশুকেও পরীক্ষা করে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।
গর্ভাবস্থায় সবুজ শাকসবজির গুরুত্ব- গর্ভাবস্থায় মহিলারা প্রায়শই তাঁদের খাদ্যাভাসে খুব অসাবধান হন। যার কারণে তাঁদের শিশুরা জন্ম থেকেই নানা জটিল রোগে আক্রান্ত হয়।
গর্ভাবস্থায় সবুজ শাকসবজির গুরুত্ব- গর্ভাবস্থায় মহিলারা প্রায়শই তাঁদের খাদ্যাভাসে খুব অসাবধান হন। যার কারণে তাঁদের শিশুরা জন্ম থেকেই নানা জটিল রোগে আক্রান্ত হয়।
এই সব সমস্যা থেকে পরিত্রাণ পেতে মহিলারা চিকিৎসকের পরামর্শ নিয়ে শালগম ও বিভিন্ন সবুজ শাকসবজি খেতে পারেন। মনে রাখতে হবে যে, তাঁদের খাবারে ভিটামিন, প্রোটিন, পালং শাক, ফাইবার, আয়রন ও ক্যালসিয়ামের পরিমাণ যেন বজায় থাকে।
এই সব সমস্যা থেকে পরিত্রাণ পেতে মহিলারা চিকিৎসকের পরামর্শ নিয়ে শালগম ও বিভিন্ন সবুজ শাকসবজি খেতে পারেন। মনে রাখতে হবে যে, তাঁদের খাবারে ভিটামিন, প্রোটিন, পালং শাক, ফাইবার, আয়রন ও ক্যালসিয়ামের পরিমাণ যেন বজায় থাকে।
শিশুর হৃদরোগ প্রতিরোধ- ডা. বিশাল শুক্লা আমাদের জানিয়েছেন যে, হার্ট আমাদের শরীরের প্রধান অঙ্গ। এমতাবস্থায় শিশু জন্ম থেকেই হৃদরোগে আক্রান্ত হওয়া মানে শিশু জন্ম থেকেই হার্ট সংক্রান্ত নানা সমস্যায় ভুগছে।
শিশুর হৃদরোগ প্রতিরোধ- ডা. বিশাল শুক্লা আমাদের জানিয়েছেন যে, হার্ট আমাদের শরীরের প্রধান অঙ্গ। এমতাবস্থায় শিশু জন্ম থেকেই হৃদরোগে আক্রান্ত হওয়া মানে শিশু জন্ম থেকেই হার্ট সংক্রান্ত নানা সমস্যায় ভুগছে।
জন্মের সময় শিশুর হার্ট স্বাভাবিকের থেকে ভিন্ন হলে তাকে জন্মগত হৃদরোগ বলা হয়। তবে এই রোগের লক্ষণ সাধারণত শিশু বড় হওয়ার সময়ই দেখা দেয়।
জন্মের সময় শিশুর হার্ট স্বাভাবিকের থেকে ভিন্ন হলে তাকে জন্মগত হৃদরোগ বলা হয়। তবে এই রোগের লক্ষণ সাধারণত শিশু বড় হওয়ার সময়ই দেখা দেয়।
গর্ভবতী মহিলাদের উন্মুক্ত, বায়ুচলাচল করে এমন ঘরে থাকতে হবে, এছাড়াও নিয়মিত ভাল ও পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে। এই সময় অপ্রয়োজনীয় ওষুধ না খাওয়াই ভাল।
গর্ভবতী মহিলাদের উন্মুক্ত, বায়ুচলাচল করে এমন ঘরে থাকতে হবে, এছাড়াও নিয়মিত ভাল ও পুষ্টিকর খাবার গ্রহণ করতে হবে। এই সময় অপ্রয়োজনীয় ওষুধ না খাওয়াই ভাল।
এছাড়াও, প্রথম ৩ মাসে কোনও কাজ করা উচিত নয়। দেশের বুন্দেলখণ্ড ও আশেরপাশের অঞ্চলকে এক্ষেত্রে পশ্চাদপদ মনে করা হয়, এখানে মহিলারা তামাক, বিড়ি, সিগারেট ইত্যাদি সেবন করেন যা করা উচিত নয়। এটি এক ধরনের টক্সিন, যা হৃদরোগের অন্যতম কারণ।
এছাড়াও, প্রথম ৩ মাসে কোনও কাজ করা উচিত নয়। দেশের বুন্দেলখণ্ড ও আশেরপাশের অঞ্চলকে এক্ষেত্রে পশ্চাদপদ মনে করা হয়, এখানে মহিলারা তামাক, বিড়ি, সিগারেট ইত্যাদি সেবন করেন যা করা উচিত নয়। এটি এক ধরনের টক্সিন, যা হৃদরোগের অন্যতম কারণ।

Pregnancy Care Tips: কেবল পাকা পেঁপে নয়, গর্ভাবস্থায় মা ও শিশুর জন্য ‘এই’ খাবারগুলিও ভীষণ ‘ক্ষতিকারক’! বলছেন চিকিৎসক, এক নজরে

হাওড়া: গর্ভাবস্থায় আপনার গর্ভের বাড়ন্ত শিশুকে কীভাবে নিরাপদ রাখবেন? এই সময় কী করবেন আর কী নয়। জেনে নিন চিকিৎসকের পরামর্শ। মাতৃত্ব একজন মায়ের জীবনে অন্যরকম সুখ নিয়ে আসে। একটা মায়ের জীবন ন’মাসের জন্য সম্পূর্ণ বদলে যায়। এই সময়ে মহিলারা বেশ কয়েকটি লক্ষণ এবং উপসর্গ অনুভব করেন। গর্ভাবস্থার প্রথম মাসে, একজন মহিলা জানেন না যে সে গর্ভবতী। এমন পরিস্থিতিতে ডাক্তার মহিলার শেষ মাসিক চক্রের তারিখ নিশ্চিত করেন এবং গর্ভাবস্থা নিশ্চিত করে। এই সময় একজন হবু মা এবং সন্তান কীভাবে সুস্থ থাকবেন, সে বিষয়ে শুনে নেব চিকিৎসক সুমন বক্সীর পরামর্শ।

গর্ভাবস্থার প্রথম ৩ মাসে খাদ্য তালিকায় ফলিক অ্যাসিড, আয়রন, ক্যালসিয়াম, ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড, জিংক, প্রোটিনসমৃদ্ধ খাবার রাখতে হবে। এসব পুষ্টি উপাদান আপনার ভ্রূণের বৃদ্ধি ও বিকাশে সহায়তা করে এবং বিভিন্ন জন্মগত ত্রুটি রোধে সহায়তা করে।

গর্ভাবস্থায় সুস্থ থাকতে কী খাবেন সেটা জানার পাশাপাশি কী খাবেন না সেটা জানাও জরুরি। এই সময়ে অতিরিক্ত ক্যাফেইন জাতীয় খাবার যেমন চা বা কফি কম খেতে হবে। কারণ অতিরিক্ত ক্যাফেইন জাতীয় খাবার গর্ভপাতের আশঙ্কা বাড়িয়ে দেয়।

আরও পড়ুন: POLICE শব্দটা যে সংক্ষিপ্ত রূপ, তা জানতেন? পুলিশ-এর এক মস্ত ফুলফর্ম আছে, যার সম্পর্কে ধারণাই নেই ৯৯ শতাংশের!

এই সময় সামুদ্রিক মাছ কম খাওয়া উচিত। কারণ সামুদ্রিক মাছে পারদের পরিমাণ বেশি থাকায় ভ্রুণের মস্তিষ্কের বিকাশে বিরূপ প্রভাব ফেলতে পারে।

এই সময় আধা সেদ্ধ ডিম বা মাংস খাওয়া থেকে বিরত থাকতে হবে। ডিম ও মাংসে সালমোনেলা ব্যাকটেরিয়া, লিস্টেরিয়া, ইত্যাদি থাকতে পারে যা গর্ভাবস্থার প্রাথমিক দিকে গর্ভপাতের কারণ হতে পারে। তাই প্রাণিজ প্রোটিন ভালভাবে রান্না করে খাবেন।

আনারস, পেঁপে খাওয়া থেকে যথাসম্ভব বিরত থাকতে হবে। আনারসে ব্রোমেলেইন নামের যৌগ গর্ভের ক্ষতি করতে পারে। পাকা পেঁপেতে থাকা ল্যাটেক্স মায়েদের জন্য ক্ষতিকারক।

গর্ভাবস্থায় মহিলার সামনে কোনও ভাবেই ধূমপান করা উচিত নয়, এতে শিশুর শরীরের কোষ গঠনে সমস্যা হতে পারে। এই সময় দিনে আধ ঘণ্টা হালকা ব্যায়াম, যোগা না করলে ওজন বেড়ে ডায়াবিটিস বা হাই প্রেশার হতে পারে। মানসিক চাপ কমাতে, রক্ত সঞ্চালন বাড়াতে, প্রসবের জন্য শরীরকে প্রস্তুত করতেও ব্যায়ামের জুড়ি নেই। তা বলে খুব ভারী কাজ, পরিশ্রমের কাজ করবেন না। কিন্তু শরীরকে নানাভাবে সচল রাখতে হবে।মিষ্টি, ভাজাভুজি, মশলাদার খাবার কম খেতে হবে, কারণ এতে ওজন বেড়ে যেতে পারে। হতে পারে অপুষ্টিও। কাজেই ব্যালান্স করে চলতে হবে।

রাকেশ মাইতি