Tag Archives: radhika merchant

Ananat Ambani-Radhika Merchant Sangeet: শাহরুখের গানে তুমুল নাচ মুকেশ-নীতার, পা মেলালেন আম্বানি দম্পতির সন্তানরাও, জমে গেল অনন্ত-রাধিকার সঙ্গীত

মুম্বই: জমে উঠল অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের সঙ্গীত অনুষ্ঠান। আর শুক্রবার সন্ধ্যায় তাই অন্য অবতারে ধরা দিলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি এবং তাঁর স্ত্রী নীতা আম্বানি। পরিবারের সকলকে নিয়ে ‘ওম শান্তি ওম’ ছবির শাহরুখ খানের জনপ্রিয় গান ‘দিওয়ানগি দিওয়ানগি’-র তালে পা মেলালেন মুকেশ-নীতা।

আর এই গানের সঙ্গে পা মেলানোর সময় নিজের ভরতনাট্যম পারদর্শিতাও প্রদর্শন করেন মুকেশ-পত্নী। আম্বানি পরিবারের সঙ্গে তিনি যখন নাচছিলেন, তখন সেখানে উপস্থিত সকলেই তাঁর হয়ে গলা ফাটিয়েছেন। নাচের সময় গোলাপি রঙা লেহেঙ্গায় অপূর্ব দেখাচ্ছিল নীতাকে। আর মুকেশ বেছে নিয়েছিলেন একটি নেভি ব্লু কুর্তা-পাজামা এবং ম্যাচিং জ্যাকেট। জনপ্রিয় বলিউডি গানের তালে পা মিলিয়েছিলেন হবু বর-কনে অনন্ত এবং রাধিকাও।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

আরও পড়ুন-  মাত্র ৭ দিনেই জব্দ! ধমনী থেকে নিংড়ে বার করবে কোলেস্টেরল, শিরায় জমে থাকা ময়লা হবে সাফ, রোজ পাতে রাখুন এই খাবার

অনন্ত এবং রাধিকার বিয়ের সঙ্গীতে বসেছিল তারাদের হাট। সলমন খান, ভিকি কৌশল, দীপিকা পাড়ুকোন, কিয়ারা আডবাণী, সিদ্ধার্থ মালহোত্রা, এমএন ধোনি, হার্দিক পাণ্ড্য, আলিয়া ভাট, রণবীর কাপুর-সহ বলিউডের জনপ্রিয় তারকারা।গত বুধবার মুম্বইয়ে আম্বানি পরিবারের বাসভবন অ্যান্টিলিয়াতে মামেরু অনুষ্ঠানের মাধ্যমেই সূচনা ঘটে গিয়েছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি এবং স্ত্রী নীতা আম্বানির পুত্র অনন্ত আম্বানি এবং তাঁর হবু স্ত্রী রাধিকা মার্চেন্টের বিবাহ উৎসবের।

আরও পড়ুন- ভয়ঙ্কর তোলপাড় পরিবর্তন! সূর্য-মঙ্গল-বুধ-শুক্রের বিরাট চালে ভাগ্যের খেলা শুরু…! কারা ভাগ্যবান, কাদের লোকসান? আপনার কপালে কী?

আগামী ১২ জুলাই মুম্বইয়ে গাঁটছড়া বাঁধতে চলেছেন অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট। দিন কয়েক আগেই পুত্রের বিয়ের আমন্ত্রণ জানাতে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের সঙ্গে সাক্ষাৎ করেছেন মুকেশ আম্বানি। এর আগে অনন্ত নিজে গিয়ে বিয়ের জন্য আমন্ত্রণ জানিয়ে এসেছেন বলিউড তারকা অক্ষয় কুমার এবং অজয় দেবগনকে। প্রসঙ্গত কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করে আমন্ত্রণ পত্র নিবেদন করে এসেছিলেন রিলায়েন্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং চেয়ারপার্সন নীতা আম্বানি। এরপরেই অনন্ত-রাধিকার বিয়ের আমন্ত্রণপত্র বিলির কাজ শুরু হয়।

অনন্ত এবং রাধিকার বিয়ের অনুষ্ঠান শুরু হতে চলেছে আগামী ১২ জুলাই। প্রথম অনুষ্ঠানটি ‘শুভ বিবাহ’ বা শুভ বিয়ের অনুষ্ঠান। এর জন্য ড্রেস কোড থাকবে ‘ইন্ডিয়ান ট্র্যাডিশনাল’। এরপর ১৩ জুলাই অনুষ্ঠিত হবে ‘শুভ আশীর্বাদ’। এর জন্য ড্রেস কোড থাকবে ‘ইন্ডিয়ান ফর্ম্যাল’। আগামী ১৪ জুলাই উদযাপিত হবে ‘মঙ্গল উৎসব’ বা ওয়েডিং রিসেপশন। ওই অনুষ্ঠানের ড্রেস কোড থাকবে ‘ইন্ডিয়ান চিক’। এই সমস্ত অনুষ্ঠান হতে চলেছে বিকেসি-র জিও ওয়ার্ল্ড সেন্টারে।

Ananat Ambani-Radhika Merchant Pre Wedding: চার নাতি-নাতনিকে নিয়ে আদরে বুঁদ! মুকেশ এবং নীতা আম্বানির এই ভিডিও হাসি ফোটাবেই

নয়াদিল্লি: তাঁদের সাফল্যের খতিয়ান নতুন করে তুলে ধরতে হয় না। একের পর এক মাইলফলক তৈরি করে যাওয়া আম্বানি পরিবার শুধু পেশাগত ক্ষেত্রেই নজর কাড়ে না, ব্যক্তিজীবনেও তাঁরা সমান সফল। সেই সাফল্যের দলিল হয়ে থেকে যায় তাঁদের উদযাপন।

আর কয়েক দিনের অপেক্ষা। তারপরেই বিবাহবন্ধনে আবদ্ধ হবেন অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট। আপাতত চলছে প্রাক-বিবাহ উৎসবের পালা। শুক্রবার ছিল অনন্ত-রাধিকার সঙ্গীত অনুষ্ঠান। আর সেখানেই থাকল বিশেষ চমক। চার নাতি-নাতনিকে নিয়ে গানের একটি ভিডিও প্রকাশ্যে আনলেন মুকেশ এবং নীতা আম্বানি।

১৯৬৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘ব্রহ্মচারী’ ছবির ‘ছক্কে মে ছক্কা’ গানে নাতি-নাতনিদের সঙ্গে একেবারে বলিউডি কায়দায় ধরা দিলেন মুকেশ এবং নীতা। সেই ভিডিওয় দেখা হুড খোলা গাড়ি চালাচ্ছেন মুকেশ। তাঁর পাশে সওয়ার নীতা। দু’জনের মুখেই উজ্জ্বল হাসি। পুরো গাড়ি সাজানো বর্ণিল সব বেলুন দিয়ে। চার নাতি-নাতনি পৃথিবী, আদিয়া, কৃষ্ণা, বেদার সঙ্গে হাসি আর আদরে বুঁদ তাঁরা।

আরও পড়ুন: নাতি অনন্তের জন্য ‘ডান্ডিয়া নাইট’-এর আয়োজন কোকিলাবেন আম্বানির; রাজকীয় লেহেঙ্গায় অপরূপা রাধিকা

আরও পড়ুন: আগামী সপ্তাহেই বিয়ে, গান্ধিদের আমন্ত্রণ জানাতে ১০ জনপথে মুকেশ এবং অনন্ত

 

গত বৃহস্পতিবার রাতেই নাতি অনন্ত এবং হবু নাত-বৌ রাধিকার জন্য চোখধাঁধানো ডান্ডিয়া নাইটের আয়োজন করেছিলেন স্বয়ং কোকিলাবেন আম্বানি। ওই অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন অনন্ত-রাধিকার পরিবারের সদস্য এবং বন্ধুবান্ধবেরা। অতিথি তালিকায় ছিলেন বলিউড তারকারাও।

Anant Ambani-Radhika Merchant Wedding: আনন্দের আভায় উজ্জ্বল রাধিকার নাচ, মামেরু অনুষ্ঠানে বাঁধভাঙা উচ্ছ্বাসে মাতলেন মুকেশ আর নীতা আম্বানিও

মুম্বই: অবশেষে শুরু হয়ে গেল অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বহু প্রতীক্ষিত বিবাহ উৎসব। বুধবারেই মামেরু অনুষ্ঠান দিয়েই বিবাহ উৎসবের সূচনা ঘটে গেল। হবু বর-কনের সঙ্গে সেই আনন্দে মেতে উঠেছিল তাঁদের পরিবারও। মামেরু অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবু দম্পতির পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুবান্ধবেরা। ইতিমধ্যেই সেই মুহূর্তের কিছু ঝলক ভিডিও এবং ছবির মাধ্যমে সোশ্য়াল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

একটি নতুন ভিডিওতে আবার দেখা গিয়েছে হবু কনে রাধিকাকে। তাঁর চোখেমুখে আনন্দের আভা স্পষ্ট ভাবেই ফুটে উঠেছে। আর রাধিকার সেই উচ্ছ্বাস যেন সেখানে উপস্থিত সকলের মধ্যেই ছড়িয়ে পড়ছিল। এমনকী মুকেশ আম্বানি এবং নীতি আম্বানিকেও ওই অনুষ্ঠানে হাসিমুখেই দেখা গিয়েছে।

বুধবারের প্রি-ওয়েডিং ফেস্টিভিটির এক নয়া ভিডিও-তে দেখা গেল, একটি উঁচু মঞ্চে চেপেই অনুষ্ঠানস্থলে প্রবেশ করছেন হবু বর-কনে অনন্ত-রাধিকা। সকলেই ভালবাসা দিয়ে হইহই করে তাঁদের স্বাগত জানান। এদিকে শীঘ্রই আসছে তাঁদের শুভ বিবাহের মাহেন্দ্রক্ষণ। সেই কারণেই কনে রাধিকার চোখমুখ ছিল আনন্দে উজ্জ্বল। অস্থায়ী ওই মঞ্চে রীতিমতো নেচে উঠতে দেখা যায় রাধিকাকে। আর অনন্তকে দেখা গেল দিদি ইশা আম্বানির কন্যা আদিয়াকে কোলে নিয়ে।

আরও পড়ুনAnant Ambani-Radhika Merchant Wedding: নাতনিকে কোলে নিয়ে ঘুরছেন মুকেশ আম্বানি, রাধিকা-অনন্তের প্রি-ওয়েডিংয়ে ধরা পড়ল নির্ভেজাল পারিবারিক মুহূর্ত

এখানেই শেষ নয়, হবু বর এবং কনেকে স্বাগত জানান মুকেশ আম্বানি এবং নীতা আম্বানি। তাঁদের মুখেও ছিল চওড়া হাসি। সেই ভিডিও-তে অনন্তের দাদা আকাশ আম্বানি এবং দিদি ইশা আম্বানিকেও দেখা গিয়েছে।

মামেরু অনুষ্ঠান কী?
মামেরু হল এক গুজরাতি বিয়ের রীতি। এই অনুষ্ঠানে কনের মামা মিষ্টি এবং উপহারের ডালি নিয়ে কনের সঙ্গে দেখা করতে আসেন। আর কনের জন্য মামার দেওয়া সেই উপহারের ডালিতে থাকে পানেতর শাড়ি, গয়না এবং আইভরি অথবা সাদা চুরা। এর পাশাপাশি মিষ্টি এবং ড্রাই ফ্রুটসও থাকে উপহারের তালিকায়। যা সুন্দর সুন্দর ট্রে-র মধ্যে দারুণ ভাবে সাজিয়ে দেওয়া থাকে।

কবে হতে চলেছে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিবাহ?
অনন্ত এবং রাধিকার বিয়ের অনুষ্ঠান শুরু হতে চলেছে আগামী ১২ জুলাই। প্রথম অনুষ্ঠানটি ‘শুভ বিবাহ’ বা শুভ বিয়ের অনুষ্ঠান। এর জন্য ড্রেস কোড থাকবে ‘ইন্ডিয়ান ট্র্যাডিশনাল’। এরপর ১৩ জুলাই অনুষ্ঠিত হবে ‘শুভ আশীর্বাদ’। এর জন্য ড্রেস কোড থাকবে ‘ইন্ডিয়ান ফর্ম্যাল’। আগামী ১৪ জুলাই উদযাপিত হবে ‘মঙ্গল উৎসব’ বা ওয়েডিং রিসেপশন। ওই অনুষ্ঠানের ড্রেস কোড থাকবে ‘ইন্ডিয়ান শিক’। এই সমস্ত অনুষ্ঠান হতে চলেছে বিকেসি-র জিও ওয়ার্ল্ড সেন্টারে।

 

Anant Ambani-Radhika Merchant Wedding: নাতনিকে কোলে নিয়ে ঘুরছেন মুকেশ আম্বানি, রাধিকা-অনন্তের প্রি-ওয়েডিংয়ে ধরা পড়ল নির্ভেজাল পারিবারিক মুহূর্ত

মুম্বই: অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রি-ওয়েডিং অনুষ্ঠানের একটি নতুন ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। আর তাতে ধরা পড়েছে আম্বানি পরিবারের ভালবাসার বন্ধনের চিত্র। বুধবার সন্ধ্যায় অনন্ত এবং রাধিকার মামেরু অনুষ্ঠানে আত্মীয়-স্বজন এবং ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে মেতে উঠেছিল আম্বানি পরিবার। ওই অনুষ্ঠানে স্ত্রী শ্লোকা মেহতা এবং ভগ্নিপতি তথা ইশা আম্বানির স্বামী আনন্দ পিরামলের মাঝে বসেছিলেন আকাশ আম্বানি।

পারিবারিক আনন্দের মুহূর্তে শ্যালক এবং ভগ্নিপতি জুটিকে দেখা গেল এক অন্য মেজাজে। তাঁদের মধ্যে যে অসাধারণ বন্ডিং, সেটা ধরা পড়ল ক্যামেরাতেও। আসলে আকাশ আর আনন্দ অজানা কিছু বিষয়ে কথা বলছিলেন। তারপরেই হাসি-আড্ডায় মেতে উঠতে দেখা যায় তাঁদের দু’জনকে। এদিকে একটি ভিডিও-তে দেখা যায়, কন্যা ইশা আম্বানির শিশুকন্যাকে কোলে নিয়ে ঘুরছেন মুকেশ আম্বানি। আবার অনুষ্ঠানে গানের তালে পা মেলাতে দেখা গেল ইশার কন্যা সন্তানকে। আর সেই সময় একরত্তিকে উৎসাহ দিচ্ছিলেন কোকিলাবেন আম্বানি।

আরও পড়ুন- মাত্র ৭ দিনেই জব্দ! ধমনী থেকে নিংড়ে বার করবে কোলেস্টেরল, শিরায় জমে থাকা ময়লা হবে সাফ, রোজ পাতে রাখুন এই খাবার

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিও-য় দেখা গিয়েছে যে, মামেরু অনুষ্ঠানে প্রবেশ করছেন হবু বর-কনে। কমলা পোশাকে অপূর্ব দেখাচ্ছিল রাধিকাকে। আর তাঁর সঙ্গে তাল মিলিয়ে পোশাকে ট্যুইনিং করছিলেন অনন্ত। একটি উঁচু মঞ্চে চেপেই অনুষ্ঠানস্থলে প্রবেশ করেন তাঁরা। আর অনন্ত-রাধিকার জন্য গলা ফাটাতে দেখা গিয়েছে তাঁদের পরিবারকে।

আরও পড়ুন- ভয়ঙ্কর তোলপাড় পরিবর্তন! সূর্য-মঙ্গল-বুধ-শুক্রের বিরাট চালে ভাগ্যের খেলা শুরু…! কারা ভাগ্যবান, কাদের লোকসান? আপনার কপালে কী?

আগামী ১২ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি আর রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপার্সন নীতা আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি এবং ইন্ডাস্ট্রিয়ালিস্ট বীরেন মার্চেন্ট ও শৈলা মার্চেন্টের কন্যা রাধিকা মার্চেন্ট। মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বসতে চলেছে অনন্ত-রাধিকার বিয়ের আসর। ইতিমধ্যেই অতিথিদের হাতে পৌঁছে গিয়েছে ‘সেভ দ্য ডেট’ আমন্ত্রণ পত্র। কার্ডটিতে ব্যবহার করা হয়েছে ঐতিহ্যবাহী লাল এবং সোনালি রঙ। তিন দিনব্যাপী অনুষ্ঠানের কিছু বিশদ তথ্য তাতে বর্ণনা করা হয়েছে।

অনন্ত এবং রাধিকার বিয়ের অনুষ্ঠান শুরু হতে চলেছে আগামী ১২ জুলাই। প্রথম অনুষ্ঠানটি ‘শুভ বিবাহ’ বা শুভ বিয়ের অনুষ্ঠান। এর জন্য ড্রেস কোড থাকবে ‘ইন্ডিয়ান ট্র্যাডিশনাল’। এরপর ১৩ জুলাই অনুষ্ঠিত হবে ‘শুভ আশীর্বাদ’। এর জন্য ড্রেস কোড থাকবে ‘ইন্ডিয়ান ফর্ম্যাল’। আগামী ১৪ জুলাই উদযাপিত হবে ‘মঙ্গল উৎসব’ বা ওয়েডিং রিসেপশন। ওই অনুষ্ঠানের ড্রেস কোড থাকবে ‘ইন্ডিয়ান শিক’। এই সমস্ত অনুষ্ঠান হতে চলেছে বিকেসি-র জিও ওয়ার্ল্ড সেন্টারে।

Anant Ambani-Radhika Merchant Wedding: অনন্ত-রাধিকার ‘মামেরু’ অনুষ্ঠানে চাঁদের হাট! কী হয় গুজরাতি বিয়েতে, দেখে নিন ছবিতে

অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে গাঁটছড়া বাঁধতে চলেছেন৷ চলতি মাসের ১২-১৪ জুলাই পর্যন্ত তিন দিনব্যাপী চলবে অনুষ্ঠান৷
অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্ট জমকালো অনুষ্ঠানের মধ্যে দিয়ে গাঁটছড়া বাঁধতে চলেছেন৷ চলতি মাসের ১২-১৪ জুলাই পর্যন্ত তিন দিনব্যাপী চলবে অনুষ্ঠান৷
বিয়ের আগে হবু দম্পতি বুধবার, ৩ জুলাই মুম্বইতে আম্বানির অ্যান্টিলিয়া বাসভবনে 'মামেরু' অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। তারকাখচিত রাতে বসেছিল চাঁদের হাট৷
বিয়ের আগে হবু দম্পতি বুধবার, ৩ জুলাই মুম্বইতে আম্বানির অ্যান্টিলিয়া বাসভবনে ‘মামেরু’ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। তারকাখচিত রাতে বসেছিল চাঁদের হাট৷
কী এই 'মামেরু' অনুষ্ঠান? একটি ঐতিহ্যবাহী গুজরাতি বিবাহের আচার, 'মামেরু'-তে নববধূর মামা তাকে শাড়ি, গহনা এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস উপহার দেয়।
কী এই ‘মামেরু’ অনুষ্ঠান? একটি ঐতিহ্যবাহী গুজরাতি বিবাহের আচার, ‘মামেরু’-তে নববধূর মামা তাকে শাড়ি, গহনা এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস উপহার দেয়।
নববধূ রাধিকা বণিককে একটি রঙিন লেহেঙ্গা চোলি পরে অনুষ্ঠানের দেখা গেছে।
নববধূ রাধিকা বণিককে একটি রঙিন লেহেঙ্গা চোলি পরে অনুষ্ঠানের দেখা গেছে।
রাধিকা, শায়লা এবং বীরেন মার্চেন্টের বাবা-মাকেও অনুষ্ঠানে আসতে দেখা গেছে।
রাধিকা, শায়লা এবং বীরেন মার্চেন্টের বাবা-মাকেও অনুষ্ঠানে আসতে দেখা গেছে।
নীতা আম্বানির মা পূর্ণিমা দালালকে অনুষ্ঠানে আসতে দেখা গেছে।
নীতা আম্বানির মা পূর্ণিমা দালালকে অনুষ্ঠানে আসতে দেখা গেছে।
অ্যান্টিলিয়ার বাইরেও দেখা গিয়েছিল অজয় ​​পিরামলকে।
অ্যান্টিলিয়ার বাইরেও দেখা গিয়েছিল অজয় ​​পিরামলকে।
নীতা আম্বানির বোন মমতা দালালকে পাপারাজ্জিদের ছবিতে পোজ দিতে দেখা গেছে।
নীতা আম্বানির বোন মমতা দালালকে পাপারাজ্জিদের ছবিতে পোজ দিতে দেখা গেছে।
'মামেরু' অনুষ্ঠান উদযাপনের আগে অ্যান্টিলিয়ার একটি অভ্যন্তরীণ দৃশ্য।
‘মামেরু’ অনুষ্ঠান উদযাপনের আগে অ্যান্টিলিয়ার একটি অভ্যন্তরীণ দৃশ্য।

 

 

সুন্দর আলোক সজ্জা অনন্ত-রাধিকার অনুষ্ঠানটিকে আরও গর্জিয়াস ও আলোকিত করেছে।
সুন্দর আলোক সজ্জা অনন্ত-রাধিকার অনুষ্ঠানটিকে আরও গর্জিয়াস ও আলোকিত করেছে।

Anant Ambani Radhika Merchant Wedding: সামনে এল অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের সঙ্গীতের আমন্ত্রণপত্রের ঝলক

মুম্বইঃ আগামী ১২ জুলাই বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি আর রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপার্সন নীতা আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি এবং ইন্ডাস্ট্রিয়ালিস্ট বীরেন মার্চেন্ট ও শৈলা মার্চেন্টের কন্যা রাধিকা মার্চেন্ট। মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে বসতে চলেছে অনন্ত-রাধিকার বিয়ের আসর।

গত বুধবার ইনস্টাগ্রামে আম্বানি ফ্যান পেজের তরফে অনন্ত-রাধিকার বিয়ের সঙ্গীত অনুষ্ঠানের আমন্ত্রণ পত্রের ঝলক শেয়ার করা হয়েছে। ওই অনুষ্ঠানে উষ্ণতার সঙ্গে সকল অতিথিকে স্বাগত জানাচ্ছে আম্বানি পরিবার। আর সঙ্গীতের আমন্ত্রণ পত্রে রয়েছে আম্বানি পরিবারের তরফ থেকে একটা খুব সুন্দর নোট।

 

View this post on Instagram

 

A post shared by Ambani Family (@ambani_update)

অনন্ত-রাধিকার বিবাহের সঙ্গীত অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ‘সেলিব্রেশন অফ হার্টস’। অর্থাৎ হৃদয়ের উদযাপন। আর অনুষ্ঠানটিকে ব্যাখ্যা করা হয়েছে ‘আ নাইট অফ সং, ডান্স অ্যান্ড ওয়ান্ডার’ হিসেবে। যার অর্থ হল ‘গান, নাচ এবং বিস্ময়ের একটা রাত’।

মুম্বইয়ে নীতা মুকেশ আম্বানি কালচারাল সেন্টার (এনএমএসিসি) গ্র্যান্ড থিয়েটারে আগামী ৫ জুলাই এই অনুষ্ঠান উদযাপন হতে চলেছে। সন্ধ্যা ৭টা নাগাদ শুরু হবে সেই অনুষ্ঠান। আর ওই রাতের জন্য ড্রেস কোড থাকতে চলেছে ‘ইন্ডিয়ান রিগ্যাল গ্ল্যাম’।

বিয়ের অনুষ্ঠান শুরু হবে আগামী ১২ জুলাই। সেদিনের প্রথম ইভেন্ট হল ‘শুভ বিবাহ’ বা শুভ বিয়ের অনুষ্ঠান। এর জন্য ড্রেস কোড থাকবে ‘ইন্ডিয়ান ট্র্যাডিশনাল’। ১৩ জুলাই অনুষ্ঠিত হবে ‘শুভ আশীর্বাদ’। এর জন্য ড্রেস কোড থাকবে ‘ইন্ডিয়ান ফর্ম্যাল’। আগামী ১৪ জুলাই উদযাপিত হবে ‘মঙ্গল উৎসব’ বা ওয়েডিং রিসেপশন। ওই অনুষ্ঠানের ড্রেস কোড থাকবে ‘ইন্ডিয়ান শিক’। এই সমস্ত অনুষ্ঠান হতে চলেছে বিকেসি-র জিও ওয়ার্ল্ড সেন্টারে।

Anant Ambani Radhika Merchant Wedding: ১২ জুলাই বিয়ের পিঁড়িতে বসছেন অনন্ত-রাধিকা, ১৪-য় রিসেপশনের আসরে থাকবে মহাচমক

কলকাতা: শিল্পপতি বীরেন মার্চেন্টের কন্যা রাধিকা মার্চেন্টের সঙ্গে ১২ জুলাই মুম্বইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে গাঁটছড়া বাঁধতে চলেছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি। অতিথিদের কাছে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে ‘সেভ দ্য ডেট’ নিমন্ত্রণপত্র। লাল রঙের সোনার কার্ড। তিনদিনের বিবাহ অনুষ্ঠানের বিবরণ রয়েছে নিমন্ত্রণ পত্রে।

১২ জুলাই ‘শুভ বিবাহ’। তিনদিনের অনুষ্ঠান শুরু হবে এই দিন থেকেই। বিয়ের দিন অতিথিদের ভারতের চিরাচরিত পোশাক পরার পরামর্শ দেওয়া হয়েছে। ১৩ জুলাই ‘শুভ আশীর্বাদ’। এই দিন অতিথিদের ভারতের ফর্মাল পোশাক পরার পরামর্শ দিয়েছে আম্বানি পরিবার। ১৪ জুলাই ‘মঙ্গল উৎসব’ বা বউভাত। এই দিনের জন্য চটকদার ভারতীয় পোশাকের ড্রেস কোড রাখা হয়েছে।

আরও পড়ুন: দার্জিলিং, নামটা শুনলেই মন ভাল হয়ে যায়! আপনি কি ‘দার্জিলিং’ শব্দের মানে জানেন?

বিয়ের যাবতীয় অনুষ্ঠান হবে বিকেসি-র জিও ওয়ার্ল্ড সেন্টারে। চিরাচরিত বৈদিক হিন্দু পরম্পরা অনুযায়ী আয়োজিত হবে বিয়ে। রাধিকা মার্চেন্ট এনকোর হেলথকেয়ার প্রাইভেট লিমিটেডের সিইও বীরেন মার্চেন্ট এবং উদ্যোক্তা শায়লা মার্চেন্টের কন্যা।

বিয়ের কার্ড
বিয়ের কার্ড

জামনগর রিক্যাপ: চলতি বছরের গোড়ায় জামনগরে রাধিকা ও অনন্তর প্রাক বিবাহ অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন দেশ বিদেশের রাষ্ট্রপ্রধান, শিল্পপতি, ব্যবসায়ী, হলিউড এবং বলিউড তারকারা।

মেটা প্রতিষ্ঠাতা মার্ক জুকেররবার্গ ও তাঁর সমাজসেবী স্ত্রী প্রিসিলা চ্যান, মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা, শিল্পপতি গৌতম আদানি, নন্দন নিলেকানি, আদর পুনাওয়ালা, ক্রিকেটার শচিন টেন্ডুলকার, এমএস ধোনি, রোহিত শর্মা, আধ্যাত্মিক গুরু সদগুরু জগ্গি বাসুদেব প্রাক বিবাহ অনুষ্ঠানে হাজির ছিলেন।

আরও পড়ুন: বৃষ্টিভেজা দিনে খিচুড়ি না খেলেই নয়! খিচুড়ি খেলে শরীরে কী হয় জানেন? রইল লোভনীয় এক রেসিপি

অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় সুপরিচিত চলচ্চিত্র ব্যক্তিত্বদের। উপস্থিত ছিলেন অমিতাভ বচ্চন, রজনীকান্ত, শাহরুখ খান, আমির খান, করণ জোহর, রণবীর কাপুর, আলিয়া ভাট, অনিল কাপুর, মাধুরী দীক্ষিত।

প্রাক বিবাহ অনুষ্ঠানের প্রথম দিনে মঞ্চে ওঠেন পপ তারকা রিহানা। এটাই ভারতে তাঁর প্রথম পারফরম্যান্স ছিল। জামনগরে ঝলমলে গাউনের সঙ্গে ফ্লুরোসেন্ট সবুজ বডিকন এনসেম্বলে মঞ্চ মাতিয়ে ছিলেন রিহানা। বিভিন্ন দিনে অতিথিদের ড্রেস কোড ছিল ‘জঙ্গল ফিভার’, ‘আ ওয়াক অন দ্য ওয়াইল্ড সাইড’ এবং ‘মেলা রুজ’। রিহানা ছাড়াও তিনদিনের ইভেন্টে বিশ্ববিখ্যাত জাদুকর ডেভিড ব্লেইন মন্ত্রমুগ্ধ করে রেখেছিলেন অতিথিদের। অভিনেতা-গায়ক দিলজিৎ দোসাঞ্জের একটি পারফরম্যান্সও অতিথিদের মুগ্ধ করেছিল।

অনন্ত-রাধিকার প্রেম কাহিনি: মার্কিন যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটিতে পড়াশোনা শেষ করে রিলায়েন্সে যোগ দেন অনন্ত আম্বানি। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের জিও প্ল্যাটফর্ম এবং রিলায়েন্স রিটেইল ভেঞ্চার বোর্ডের সদস্য হিসাবে বিভিন্ন পদে কাজ করেছেন তিনি। বর্তমানে অনন্ত রিলায়েন্সের এনার্জি বিজনেসের নেতৃত্ব দিচ্ছেন।

রাধিকা মার্চেন্ট নিউইয়র্ক বিশ্ব বিদ্যালয়ের স্নাতক। বর্তমানে এনকোর হেলথ কেয়ার বোর্ডে একজন পরিচালক হিসেবে কাজ করেন। রাধিকা প্রশিক্ষিত ভারতীয় শাস্ত্রীয় নৃত্যশিল্পী। গত বছরের জুন মাসে প্রথমবার মঞ্চে নৃত্য পরিবেশন করেন তিনি। সেই অনুষ্ঠানের নাম ছিল ‘আরেঙ্গাত্রম’।

অনন্ত এবং রাধিকা ছেলেবেলার বন্ধু। ২০১৮ সালে তাঁদের সম্পর্কের কথা প্রকাশ্যে আসে। একে অপরকে চোখে হারাচ্ছেন, এমনই একটা ছবি অনলাইনে ভাইরাল হয়, যা থেকে বোঝা যায় তাঁদের সম্পর্কের দৃঢ়তা।

যদিও অনন্ত এবং রাধিকা কখনওই তাঁদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। তবে আম্বানি পরিবারের অনুষ্ঠানগুলিতে রাধিকাকে দেখা যেত। ২০১৮ সালে আনন্দ পিরামল ও ঈশা আম্বানির বিয়ে এবং ২০১৯ সালে শ্লোকা মেহতা এবং আকাশ আম্বানির বিয়েতেও উপস্থিত ছিলেন রাধিকা।

অনন্ত রাধিকা এনগেজমেন্ট: ২০২২ সালের ডিসেম্বরে রাজস্থানের নাথদ্বারার শ্রীনাথজি মন্দিরে অনন্ত ও রাধিকার ‘রোকা’ অনুষ্ঠান হয়। এরপর ২০২৩-এর ১৯ জানুয়ারি আয়োজিত হয় অনন্ত ও রাধিকার ‘গোল ধানা’ অনুষ্ঠান। আম্বানিদের বাসভবন অ্যান্টিলিয়াতে আয়োজিত হয়েছিল বাগদান অনুষ্ঠান। শাহরুখ খান, ঐশ্বর্য রাই বচ্চন, সচিন তেন্ডুলকার, শ্রেয়া ঘোষাল, রাজকুমার হিরানি, বিধু বিনোদ চোপড়া সহ বলিউডের তাবড় সেলিব্রিটি অনন্ত ও রাধিকাকে আশীর্বাদ করতে অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন।

Anant Ambani Exclusive Interview | ঠাকুরদা-বাবাই অনুপ্রেরণা, মা রিলায়েন্স কর্মীদের জন্য তৈরি করেছেন আস্ত এক শহর, অন্তরঙ্গ সাক্ষাৎকারে অনন্ত আম্বানি

জামনগর, গুজরাত: আম্বানি পরিবারে এখন সাজো সাজো রব! কারণ বাড়ির ছোট ছেলে অনন্ত আম্বানির বিয়ের সানাই বেজে গিয়েছে। ২০২৩ সালের জানুয়ারি মাসে মুম্বইয়ে নিজেদের বাসভবন অ্যান্টিলিয়াতে পরম্পরাগত অনুষ্ঠানের মাধ্যমে বাগদান সম্পন্ন হয়েছিল অনন্ত এবং রাধিকার। এবার চলতি বছরেই ইন্ডাস্ট্রিয়ালিস্ট বীরেন মার্চেন্টের কন্যা রাধিকা মার্চেন্টের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ডিরেক্টর অনন্ত আম্বানি। তবে সেই হেভিওয়েট বিয়ের আগেই গুজরাতের জামনগরে বসছে রাধিকা-অনন্তের প্রি-ওয়েডিং উৎসবের আসর। যা চলবে আগামী ১ মার্চ থেকে ৩ মার্চ পর্যন্ত। আর সেই কারণেই সেজে উঠেছে জামনগর। কারণ সেখানে উপস্থিত হবেন দেশ-বিদেশের নামীদামি ব্যবসায়ী। শুধু তা-ই নয়, প্রযুক্তি ক্ষেত্রের কিংবদন্তিরাও যোগ দেবেন অনুষ্ঠানে। ফলে বোঝাই যাচ্ছে যে, এই অনুষ্ঠানকে ঘিরে রীতিমতো বসতে চলেছে চাঁদের হাট!

আরও পড়ুন? দুই বিবাহিতের প্রেমে হাবুডুবু খেয়েছেন, প্রত্যাখ্যাত হন, নিজেও বিয়ে করেননি আজীবন; এই রাজনীতিবিদকে চেনেন?

তার আগে নেটওয়ার্ক ১৮-এর কাছে এক অন্তরঙ্গ সাক্ষাৎকারে মুখ খুললেন আম্বানি পরিবারের এই তরুণ তুর্কি, অনন্তের কথায় ধরা পড়ল জীবনের নানা দিক।

সবার প্রথমে যখন বাণিজ্যের জগতে তাঁর অনুপ্রেরণার বিষয়ে প্রশ্ন করা হয়, অনন্ত দ্বিধাহীন ভাবে জানিয়ে রাখেন যে তাঁর পরিবারই তাঁর অনুপ্রেরণার উৎস। ?আমি আমার পরিবার থেকেই অনুপ্রণা পাই, তবে সবচেয়ে বড় অনুপ্রেরণার উৎস হলেন আমার ঠাকুরদা আর বাবা?, বলছেন অনন্ত।

সঙ্গে যোগ করতে ভোলেননি, ?আমার বাবা মুকেশ আম্বানি ধীরুভাই আম্বানির স্বপ্ন সফল করে দেখিয়েছেন। বিশ্বের বৃহত্তম রিফাইনারি এই জামনগরেই প্রতিষ্ঠা করেছেন তিনি। আমার মা, নীতা আম্বানি, এই জামনগরেই রিলায়েন্স কর্মীদের জন্য গড়ে তুলেছেন আস্ত এক শহর। এই রিলায়েন্স গ্রিন সিটি আমার মায়ের হৃদয়ের বড় কাছের আসলে, আমার ঠাকুর্দার জীবনের মন্ত্রই ছিল লোকসেবা। ব্যবসা যা-ই হোক, বাবাও সব সময়ে লোকের উপকারের জন্যই অক্লান্ত পরিশ্রম করে চলেন। আমরাও যখন নতুন কোনও ব্যবসার কথা ভাবি, বাবার দেখানো পথেই চলি। বাবার স্বপ্ন, দৃষ্টিভঙ্গী আমরা সুদূর প্রসারিত করতে বদ্ধপরিকর। প্রতিদিন আমরা নতুন কিছু শেখার লক্ষ্যে কাজ করি।?

আরও পড়ুন- দীক্ষার পর থেকে জৈন সন্ন্যাসীরা স্নান করেন না, তারপরেও এত তরতাজা থাকেন কী করে? জানুন সেই রহস্য

একই সঙ্গে রিলায়েন্স চিড়িয়াখানা নিয়েও মুখ খুলেছেন অনন্ত। ?আসলে, আমার পুরো পরিবারই জীবজন্তু খুব ভালবাসে। ইশা আর আকাশও এই চিড়িয়াখানার জন্য যথেষ্ট অবদান রেখেছে। বলছিলাম না আমার পরিবারই আমার অনুপ্রেরণা, সেই পশুপ্রেমের লক্ষ্যেই এখানে হাতিদের জন্য একটা রেসকিউ সেন্টার খোলা হয়েছে। এখানে ২০০টিরও বেশি হাতিকে রাখা হয়েছে। পাশাপাশি, অভিনব প্রজাতির জীবজন্তুদের জন্যও কাজ করার ইচ্ছা রয়েছে আমাদের। এই চিড়িয়াখানার দেখভালের জন্য আমাদের ৩০০০ কর্মীর এক দল রয়েছে। গুজরাত সরকারের সঙ্গে হাত মিলিয়ে এখানে আমরা সোলার এনার্জি প্রয়োগ করেছি। যদিও এখনও কাজ অনেকটাই বাকি, কর্মীদের বিশেষ প্রশিক্ষণ চলছে। এই প্রকল্পের জন্য আমরা সম্পূর্ণ ভাবে নন-প্রফিট অ্যাপ্রোচ নিয়ে কাজ করছি। রিফাইনারির নেট কার্বন একেবারে শূন্যে নিয়ে আসার কাজও চলছে। সব মিলিয়ে ওয়াইল্ডলাইফ ল্যাবের ভবিষ্যৎ সুন্দর করার লক্ষ্যে আমাদের প্রচেষ্টা চলছে?, বলেছেন তিনি।