Tag Archives: railway news

Crime News: নিউ জলপাইগুড়ি স্টেশনে এ কী মিলল! আরপিএফ-এর উদ্ধার করা কন্টেনারে লুপ্তপ্রায় প্রাণী

উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের রেলওয়ে সুরক্ষা বাহিনী (আরপিএফ) নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে রুটিন তল্লাশির সময় বেআইনি ভাবে নিয়ে যাওয়া ১০টি জীবন্ত লুপ্তপ্রায় প্রজাতির কচ্ছপ উদ্ধার করে।

নিউ জলপাইগুড়ির আরপিএফ টিম নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে ট্রেন নং. ১২৫০৭ (তিরুবনন্তপুরম সেন্ট্রাল-শিলচর) আরোনাই এক্সপ্রেসে রুটিন তল্লাশি করছিল। এই তল্লাশির সময় এস-১২ নং. কোচে একটি নীল রঙের কন্টেনার খুঁজে পায় আরপিএফ টিম।

কন্টেনারটির মালিক পাওয়া যায়নি। এরপর কন্টেনারটি খোলার পর সেখান থেকে ১০টি জীবন্ত লুপ্তপ্রায় প্রজাতির কচ্ছপ পাওয়া যায়। এরপর জীবন্ত কচ্ছপগুলি-সহ কন্টেনারটি আরপিএফ স্টেশনে নিয়ে আসা হয়। পরে সমস্ত আইনি আনুষ্ঠানিকতা মেনে এবং নথিপত্রের কাজ সম্পন্ন করে পশ্চিমবঙ্গের বন বিভাগের হাতে কচ্ছপগুলি তুলে দেওয়া হয়।

Railway News: সামার স্পেশ্যাল ট্রেনের চাহিদা তুঙ্গে! কোন কোন ট্রেন তালিকায়, বিস্তারিত জেনে নিন

গুয়াহাটি এবং নিউ তিনসুকিয়া থেকে সাপ্তাহিক সামার স্পেশ্যাল ট্রেন। বিভিন্ন প্রান্তে যাতায়াতের জন্য ক্রমশ বাড়ছে সামার স্পেশ্যাল ট্রেনের চাহিদা৷  গ্রীষ্মকালীন সময়ে যাত্রীদের আকস্মিক বর্ধিত চাহিদার প্রতি লক্ষ্য রেখে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে গুয়াহাটি এবং নিউ তিনসুকিয়া থেকে সাপ্তাহিক স্পেশ্যাল ট্রেন পরিচালন করা হবে। একটি স্পেশ্যাল ট্রেন গুয়াহাটি ও রাজস্থানের শ্রী গঙ্গানগরের মধ্যে এবং অন্যটি তিনসুকিয়া এবং এসএমভিটি বাঙ্গালুরুর মধ্যে পরিচালন করা হবে। দু’টি ট্রেনই উভয় দিক থেকে ন’টি করে ট্রিপের জন্য চলাচল করবে।

যাত্রীদের সুবিধার জন্য উভয় স্পেশ্যাল ট্রেনে এসি ২-টিয়ার, এসি ৩-টিয়ার এবং স্লিপার ক্লাস কোচ থাকবে। সেই অনুযায়ী ট্রেন নং. ০৫৬৩৬ (গুয়াহাটি-শ্রী গঙ্গানগর) স্পেশাল ০১ মে থেকে ২৬ জুন, ২০২৪ পর্যন্ত প্রত্যেক বুধবার গুয়াহাটি থেকে সন্ধ্যা ৬:১৫-তে রওনা দিয়ে শনিবার দুপুর সাড়ে তিনটে নাগাদ শ্রী গঙ্গানগর পৌঁছবে। ফেরত যাত্রার সময়, ট্রেন নং. ০৫৬৩৫ (শ্রী গঙ্গানগর-গুয়াহাটি) স্পেশ্যাল ০৫ মে থেকে ৩০ জুন, ২০২৪ পর্যন্ত প্রত্যেক রবিবার শ্রী গঙ্গানগর থেকে  দুপুর ১:২০-তে রওনা দিয়ে বুধবার রাত ১২:২৫-এ গুয়াহাটি পৌঁছবে। ট্রেন নং. ০৫৯৫২ (নিউ তিনসুকিয়া-এসএমভিটি বাঙ্গালুরু) স্পেশাল ০২ মে থেকে ২৭ জুন, ২০২৪ পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবার নিউ তিনসুকিয়া থেকে সন্ধ্যা ৬:৪৫-এ রওনা দিয়ে রবিবার সকাল ন’টায় এসএমভিটি বাঙ্গালুরু পৌঁছবে। ফেরত যাত্রার সময়, ট্রেন নং. ০৫৯৫১ (এসএমভিটি বাঙ্গালুরু-নিউ তিনসুকিয়া) স্পেশাল ০৬ মে থেকে ০১ জুলাই, ২০২৪ পর্যন্ত প্রত্যেক সোমবার এসএমভিটি বাঙ্গালুরু থেকে রাত সাড়ে ১২টায় রওনা দিয়ে বুধবার দুপুপ ১:১৫-তে নিউ তিনসুকিয়া পৌঁছবে।

আরও পড়ুন: হু হু করে চড়ছে তাপমাত্রার পারদ! চাহিদা বাড়ছে সামার স্পেশাল ট্রেনের… রেলের বিশেষ বন্দোবস্ত

আরও পড়ুন: জিরো স্ক্র্যাপ মিশন! বর্জ্য সামগ্রী বিক্রি করে রেকর্ড আয় ভারতীয় রেলের

উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন, এই ট্রেনগুলির স্টপেজ ও সময়সূচির বিশদ বিবরণ আইআরসিটিসি ওয়েবসাইটে পাওয়া যাবে এবং বিভিন্ন সংবাদপত্র এবং উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও অধিসূচিত করা হয়েছে। যাত্রার করার পূর্বে বিশদ বিবরণগুলি দেখে নেওয়ার জন্য যাত্রীদের অনুরোধ জানানো হচ্ছে।

Train News: হাওড়া-বর্ধমান লাইনে চলবে কাজ! ট্রেন যাত্রীদের কি দুর্ভোগ বাড়বে? সবটা জেনে নিন

হাওড়া: হাওড়া-বর্ধমান কর্ড লাইনের বালিতে এবং হাওড়া-বর্ধমান মেন সেকশনে রেল ব্রিজের রক্ষণাবেক্ষণের কাজ হবে। নিত্যযাত্রীদের সুবিধার্থে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে হাওড়া ডিভিশন। রেলের পরিভাষায় যা বলা হয়েছে, তা হল এই আগামী ২২ এপ্রিল থেকে ২৯ জুন, প্রতিদিন ১৫০ মিনিট ধরে ট্র্যাফিক এবং পাওয়ার ব্লক থাকবে।
হাওড়া: হাওড়া-বর্ধমান কর্ড লাইনের বালিতে এবং হাওড়া-বর্ধমান মেন সেকশনে রেল ব্রিজের রক্ষণাবেক্ষণের কাজ হবে। নিত্যযাত্রীদের সুবিধার্থে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে হাওড়া ডিভিশন। রেলের পরিভাষায় যা বলা হয়েছে, তা হল এই আগামী ২২ এপ্রিল থেকে ২৯ জুন, প্রতিদিন ১৫০ মিনিট ধরে ট্র্যাফিক এবং পাওয়ার ব্লক থাকবে।
ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া দ্বারা বালিতে দ্বিতীয় বিবেকানন্দ সেতু তথা নিবেদিতা সেতুর এপ্রোচ রোডে ওভারব্রিজ ১৫এ জরুরি রক্ষণাবেক্ষণ। এর জন্য আগামী ২২ এপ্রিল থেকে ২৯ জুন পর্যন্ত টানা ৪৬ দিন প্রতিদিন ১৫০ মিনিটের ট্রাফিক ও পাওয়ার ব্লকের প্রয়োজন হবে।
ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া দ্বারা বালিতে দ্বিতীয় বিবেকানন্দ সেতু তথা নিবেদিতা সেতুর এপ্রোচ রোডে ওভারব্রিজ ১৫এ জরুরি রক্ষণাবেক্ষণ। এর জন্য আগামী ২২ এপ্রিল থেকে ২৯ জুন পর্যন্ত টানা ৪৬ দিন প্রতিদিন ১৫০ মিনিটের ট্রাফিক ও পাওয়ার ব্লকের প্রয়োজন হবে।
সেই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে বিস্তারিত জানিয়েছেন পূর্ব রেলের সিপিআরও কৌশিক মিত্র।প্রধানত গভীর রাত থেকে ভোর রাত পর্যন্ত হাওড়া আপ এবং ডাউন লাইনে বর্ধমান কড এবং মেইন লাইন সেকশনের রিভের্সাল লাইনে লোকাল ট্রেনে চলার সময় কোনও প্রতিক্রিয়া অনুভব করা যায় না।
সেই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে বিস্তারিত জানিয়েছেন পূর্ব রেলের সিপিআরও কৌশিক মিত্র।প্রধানত গভীর রাত থেকে ভোর রাত পর্যন্ত হাওড়া আপ এবং ডাউন লাইনে বর্ধমান কড এবং মেইন লাইন সেকশনের রিভের্সাল লাইনে লোকাল ট্রেনে চলার সময় কোনও প্রতিক্রিয়া অনুভব করা যায় না।
সেই সব দিক ভেবে পরিকল্পনা করে শুধুমাত্র কয়েকটি মেইল এক্সপ্রেস ট্রেনকে ন্যূনতম ডাইভারসেন্ট এবং নিয়ন্ত্রণের মাধ্যমে এই ট্রাফিক ব্লকটি বিভিন্ন দিনে উপযুক্তভাবে মঞ্জুর করা হয়েছে। এতে মানুষের কিছুটা অসুবিধার কথাও জানিয়েছে পূর্ব রেল।
সেই সব দিক ভেবে পরিকল্পনা করে শুধুমাত্র কয়েকটি মেইল এক্সপ্রেস ট্রেনকে ন্যূনতম ডাইভারসেন্ট এবং নিয়ন্ত্রণের মাধ্যমে এই ট্রাফিক ব্লকটি বিভিন্ন দিনে উপযুক্তভাবে মঞ্জুর করা হয়েছে। এতে মানুষের কিছুটা অসুবিধার কথাও জানিয়েছে পূর্ব রেল।
সূত্রের খবর, তার জন্য ১২৩৭০ দেহরাদুন-হাওড়া কুম্ভ এক্সপ্রেসকে ব্যান্ডেল দিয়ে ঘুরিয়ে বর্ধমানে নিয়ে যাওয়া হবে। ১২৩২৮ দেহরাদুন-হাওড়া উপাসনা এক্সপ্রেসকে ব্যান্ডেল দিয়ে ঘুরিয়ে নিয়ে যাওয়া হবে। ১৫২৭২ মুজফ্ফর-হাওড়া জনসাধারণ এক্সপ্রেসকেও ব্যান্ডেল দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। ০৩০৫১ হাওড়া-বর্ধমান মেমু ট্রেনটিকে ডানকুনি দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে।রাকেশ মাইতি
সূত্রের খবর, তার জন্য ১২৩৭০ দেহরাদুন-হাওড়া কুম্ভ এক্সপ্রেসকে ব্যান্ডেল দিয়ে ঘুরিয়ে বর্ধমানে নিয়ে যাওয়া হবে। ১২৩২৮ দেহরাদুন-হাওড়া উপাসনা এক্সপ্রেসকে ব্যান্ডেল দিয়ে ঘুরিয়ে নিয়ে যাওয়া হবে। ১৫২৭২ মুজফ্ফর-হাওড়া জনসাধারণ এক্সপ্রেসকেও ব্যান্ডেল দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। ০৩০৫১ হাওড়া-বর্ধমান মেমু ট্রেনটিকে ডানকুনি দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে।রাকেশ মাইতি

Indian Railway News: কবচে আরও সুরক্ষিত উত্তর-পূর্ব সীমান্ত রেল! কী কী পদক্ষেপ করা হয়েছে

‘কবচ’ বাস্তবায়নের জন্য ভারতীয় রেলওয়ের প্রশংসায় ভারতের মাননীয় সুপ্রিম কোর্টের। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের এইচডিএম ও এইচইউএন রুটকে ‘কবচ’-এর জন্য চিহ্নিত করা হয়েছে। ট্রেনে স্বদেশী স্বয়ংক্রিয় ট্রেন সুরক্ষা ব্যবস্থা ‘কবচ’-এর বাস্তবায়নের জন্য ভারতীয় রেলওয়ের দ্বারা গৃহীত পদক্ষেপের ১৫ এপ্রিল, ২০২৪ তারিখে ভারতের মাননীয় সুপ্রিম কোর্ট প্রশংসা করেছেন। মাননীয় সুপ্রিম কোর্ট উল্লেখ করেছে যে, ইউনিয়ন অব ইন্ডিয়া ইন্ডিয়ান রেলওয়ে ট্রেনগুলিতে সংঘর্ষ প্রতিরোধী ব্যবস্থা উন্নত করার ক্ষেত্রে সেফটি সিস্টেম ইনস্টলেশন, ট্র্যাকের মান উন্নত করা, কর্মচারীদের প্রশিক্ষণ ও সংবেদনশীলতা, রক্ষণাবেক্ষণ পদ্ধতির সংস্কার এবং কবচ সিস্টেমের বাস্তবায়নের মতো একাধিক পদক্ষেপ করেছে।

কবচ হল ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির সহযোগিতায় রিসার্চ ডিজাইন অ্যান্ড স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন (আরডিএসও)-এর দ্বারা দেশীয়ভাবে বিকশিত করা অটোমেটিক ট্রেন প্রটেকশন সিস্টেম। এটি হল সেফটি ইন্টিগ্রিটি লেভেল-৪ স্ট্যান্ডার্ডের অত্যাধুনিক বৈদ্যুতিন পদ্ধতি। এখানে কবচের মানে হল বিপদ (লাল) সংকেত অতিক্রম প্রতিরোধ করা এবং মুখোমুখি সংঘর্ষ পরিহার করার দ্বারা সুরক্ষা প্রদান করা। গতির সীমবদ্ধতা অনুযায়ী যদি চালক ট্রেন নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হন, তা হলে ট্রেনের ব্রেকিং সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে কার্যকরী করে তোলাইয়ের কাজ। অতিরিক্তভাবে, কর্মক্ষম কবচ পদ্ধতির দ্বারা দু’টি লোকোমোটিভের মধ্যে মুখোমুখি সংঘর্ষও প্রতিরোধ করা যায়। ‘কবচ’ হলো অন্যতম সস্তার সেফটি ইন্টিগ্রিটি লেভেল ৪ (এসআইএল-৪) প্রমাণীত প্রযুক্তি, যার ত্রুটির সম্ভাবনা ১০,০০০ বছরের মধ্যে ১ বার। এছাড়াও, এটি রেলওয়ের জন্য দেশীয় প্রযুক্তি রপ্তানির পথ উন্মুক্ত করে দেবে।

আরও পড়ুন: এক কাপ ১০ হাজার! সত্যি নাকি? স্থায়ী ঠিকানা পেলেন স্মার্ট চা-ওয়ালা, উপচে পড়া ভিড়

আরও পড়ুন: ২৬৪০ বর্গফুটের রাম! দেখা যাবে এই বাংলাতেই

রেলওয়ে ট্র্যাফিকের অধিকাংশই ভারতীয় রেলওয়ের হাই ডেনসিটি নেটওয়ার্ক (এইচডিএন) এবং হাইলি ইউজড নেটওয়ার্ক (এইচইউএন) রুটে পরিবহণ করা হয়।  এই ট্র্যাফিক সুরক্ষিত ভাবে পরিবহণ করার জন্য অগ্রাধিকার ভিত্তিতে কবচের কাজকর্ম গুরুত্বপূর্ণ পদ্ধতিতে গ্রহণ করা হয়েছে। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের হাই ডেনসিটি নেটওয়ার্ক (এইচডিএন) এবং হাইলি ইউজড নেটওয়ার্ক (এইচইউএন) রুটগুলিকে কবচ বাস্তবায়নের জন্য চিহ্নিত করা হয়েছে। দেশীয়ভাবে নির্মিত এই ট্রেন সুরক্ষা পদ্ধতি মালদা টাউন থেকে ডিব্রুগড় পর্যন্ত প্রায় ১৯৬৬ রুট কিলোমিটার দৈর্ঘে চালু করার পরিকল্পনা করা হয়েছে।

Railway News: দার্জিলিং বা পাহাড় যেতে চান? কনফার্ম টিকিট পাবেন সহজেই! রেলের বড় খবর জানুন

গরমের লম্বা ছুটি! আপনি কি এখনও ভাবছেন গ্রীষ্মের ছুটিতে কোথায় যাবেন ঘুরতে? ইচ্ছে রয়েছে পাহাড় বা দার্জিলিং যাওয়ার। কিন্তু আপনার নিশ্চিত টিকিট পাওয়া নিয়ে অনিশ্চয়তা? কারণ এখন পাহাড়ে ঘোরার হিড়িক পড়েছে। নিয়মিত প্রতিটি ট্রেনেই টিকিট নেই। লম্বা ওয়েটিং লিস্ট। photo source collected 
গরমের লম্বা ছুটি! আপনি কি এখনও ভাবছেন গ্রীষ্মের ছুটিতে কোথায় যাবেন ঘুরতে? ইচ্ছে রয়েছে পাহাড় বা দার্জিলিং যাওয়ার। কিন্তু আপনার নিশ্চিত টিকিট পাওয়া নিয়ে অনিশ্চয়তা? কারণ এখন পাহাড়ে ঘোরার হিড়িক পড়েছে। নিয়মিত প্রতিটি ট্রেনেই টিকিট নেই। লম্বা ওয়েটিং লিস্ট। photo source collected
সাধারণ যাত্রী থেকে পর্যটকদের সুবিধার জন্য গ্রীষ্মকালীন স্পেশাল ট্রেন চালু করছে। যে ট্রেনে আপনি সহজেই টিকিট পেয়ে যাবেন।‌photo source collected 

সাধারণ যাত্রী থেকে পর্যটকদের সুবিধার জন্য গ্রীষ্মকালীন স্পেশাল ট্রেন চালু করছে। যে ট্রেনে আপনি সহজেই টিকিট পেয়ে যাবেন।‌photo source collected
রেল সূত্রে জানা গিয়েছে পূর্ব রেলের হাওড়া ও নিউ জলপাইগুড়ি স্টেশনের মধ্যে একটি বিশেষ ট্রেন পরিষেবা ঘোষণা করা হয়েছে। স্পেশাল ট্রেনটি চালু করার মূল উদ্দেশ্য অতিরিক্ত যাত্রীদের ভিড় সামাল দেওয়া। কারণ গ্রীষ্মের এই মরশুমে বহু পর্যটক পাহাড়ে ঘুরতে যাচ্ছেন।photo source collected 
রেল সূত্রে জানা গিয়েছে পূর্ব রেলের হাওড়া ও নিউ জলপাইগুড়ি স্টেশনের মধ্যে একটি বিশেষ ট্রেন পরিষেবা ঘোষণা করা হয়েছে। স্পেশাল ট্রেনটি চালু করার মূল উদ্দেশ্য অতিরিক্ত যাত্রীদের ভিড় সামাল দেওয়া। কারণ গ্রীষ্মের এই মরশুমে বহু পর্যটক পাহাড়ে ঘুরতে যাচ্ছেন।photo source collected
স্পেশাল ট্রেনটি হল০৩০২৭ হাওড়া - নিউ জলপাইগুড়ি হাওড়া থেকে ছাড়বে ২৩.৫৫ টায়। প্রতি বুধবার। ১৭ এপ্রিল থেকে ২৬ জুন পর্যন্ত চলবে। নিউ জলপাইগুড়ি পৌঁছাবে পরের দিন ১০.৪৫ টায়।০৩০২৮নিউ জলপাইগুড়ি – হাওড়া সামার স্পেশাল নিউ জলপাইগুড়ি থেকে ছাড়বে ১২.৪৫টায়।photo source collected
স্পেশাল ট্রেনটি হল০৩০২৭ হাওড়া – নিউ জলপাইগুড়ি হাওড়া থেকে ছাড়বে ২৩.৫৫ টায়। প্রতি বুধবার। ১৭ এপ্রিল থেকে ২৬ জুন পর্যন্ত চলবে। নিউ জলপাইগুড়ি পৌঁছাবে পরের দিন ১০.৪৫ টায়।০৩০২৮নিউ জলপাইগুড়ি – হাওড়া সামার স্পেশাল নিউ জলপাইগুড়ি থেকে ছাড়বে ১২.৪৫টায়।photo source collected
প্রতি বৃহস্পতিবার। ১৮ এপ্রিল থেকে ২৭ জুন পর্যন্ত চলবে। হাওড়া পৌঁছাবে পরের দিন ০০.১০ টায়। সামার স্পেশাল ট্রেনটি পূর্ব রেলের ব্যান্ডেল, নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ জংশন, জঙ্গিপুর রোড এবং মালদহ টাউন স্টেশনে উভয় দিকেই থামবে।photo source collected 
প্রতি বৃহস্পতিবার। ১৮ এপ্রিল থেকে ২৭ জুন পর্যন্ত চলবে। হাওড়া পৌঁছাবে পরের দিন ০০.১০ টায়। সামার স্পেশাল ট্রেনটি পূর্ব রেলের ব্যান্ডেল, নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ জংশন, জঙ্গিপুর রোড এবং মালদহ টাউন স্টেশনে উভয় দিকেই থামবে।photo source collected
ট্রেনটিতে সাধারণ দ্বিতীয় শ্রেণি, স্লিপার ক্লাস এবং শীতাতপ নিয়ন্ত্রিত থাকার ব্যবস্থা থাকবে। ট্রেনটির বুকিং পিআরএস এবং ইন্টারনেটের মাধ্যমে করা যাবে। (তথ্য: হরষিত সিংহ)photo source collected
ট্রেনটিতে সাধারণ দ্বিতীয় শ্রেণি, স্লিপার ক্লাস এবং শীতাতপ নিয়ন্ত্রিত থাকার ব্যবস্থা থাকবে। ট্রেনটির বুকিং পিআরএস এবং ইন্টারনেটের মাধ্যমে করা যাবে। (তথ্য: হরষিত সিংহ)photo source collected